আসুন আজ জেনে নেই ১০০% কটন (১X১) রীব স্টেন্টার মেশিনে কিভাবে ফিনিশ করবেন !!!
১। লাইট কালারে নরমাল টেম্পারেচার & ডিপ কালারে মিডিয়াম টেম্পারেচার দিবেন ।
২। মিডিয়াম টাইপের ওভারফিড দিবেন।ডায়া সেটিং নরমাল। (জিএসএম GSM কম হলে বেশি প্রযোজ্য)
৩। হুইল স্পিড দুটাই যতটুকু কম দেয়া যায়। (আমরা জানি ১*১ রীবে কোন টুইসটিং নাই সুতরাং দুটাই সমান রাখবো)
৪। ব্লোয়ার যত কম দিতে পারেন। (ব্লোয়ারের রেঞ্জটা থাকবে এমন ৪৫/৫৫ % বা ৫০/৬০% এমন)
৫। টেনশন নরমাল থাকবে।
এবার আসুন জেনে নেই উপরোক্ত কার্যাবলী না মানলে কি ধরনের সমস্যা হতে পারেঃ
১। টেম্পারেচার বেশি দিলে কাপড়ের লেন্থ + উইথ ছেড়ে দিবে । এতে করে ডায়া বেড়ে যাবে এবং জিএসএম কমবে।
২। ওভারফিড বেশি দিলে কাপড়ে বোয়িং হওয়ার সম্ভাবনা ৯০%। আপনি যদি ফুল ওভারফিড দিয়ে বোয়িং কনট্রোল করতে পারেন তবে দিবেন।
৩। হুইল স্পিড বেশি দিলে সাইটে লুজ হবে তাই কম দিতে হবে।
৪। ব্লোয়ার বেশি দিলে ডায়া বেশি হবে,জিএসএম হবেনা এবং বোয়িং পাবেন ফ্রিতে ।
বি_দ্রঃ ১ টন প্রোডাকশন বেশি দিতে গিয়ে ৭০০/৮০০ কেজি কাপড় নষ্ট করার কোন প্রয়োজন নেই। আপনার আমার একটুখানি সতর্কতাই পারে এর সমাধান দিতে।।
1 টি মন্তব্য:
একটি বিশেষ আবেদন রইল -
পএথমত বলে নেই আপনাদের এই মহৎ উদ্যোগ অনেক মানুষের উপকার সাধন করছে । দিনকে দিন এই ব্লগপোষ্টের জনপ্রিয়তাও বাড়ছে । এগিয়ে যান আর লিখতে থাকুন ।
আবেদন এই শুধু 1*1 রিব নয় অন্যান্য আরো যে ফেব্রিক্স আছে সেগুলোরও প্রসেস প্যারামিটার সম্পর্কে কিছু লিখবেন এই প্রত্যাশা । কারণ প্রতিয়োগিতা মূলক বাজারে টেক্সটাইলে যারা পা রাখছেন তাদের এই সোর্সগুলো খুজে পেতে বা বুঝতে অনেক সময় লেগে যায় বা অনেকে হতাশ হয়ে যায় আসলে কি হচ্ছে । সঠিক গাইডলাইন পেলে তাদের আর সমস্যা হবে না । আশা করছি বিষয়টা অনুধাবন করতে পেরেছেন ।
ধন্যবাদ TEXTILE LAB কে ।
একটি মন্তব্য পোস্ট করুন