স্টেনটারে ভেজা কাপড় ড্রাই করার নিয়ম | Woven Fabrics Finish - Textile Lab | Textile Learning Blog
ভেজা কাপড় ড্রাই করার নিয়ম
ফেব্রিক যখন ভেজা থাকবে এটাকে যখন ওয়াস মেশিনে ওয়াস করা হবে এটাকে প্রপারলি ওয়াস করতে হবে ।  ভেজা কাপড় নামানো থাকলে তাকে জিগার মেশিনে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে । না হয় রেসিডিউয়াল ডাইজ লেগে ছাকড়া ছাকড়া বা ছোপ ছোপ দাগ আসবে। 

ভালো করে ওয়াস না হলে একে স্টেনটারে চালানো যাবে না কারন কালার জমে থাকবে এক্সপেন্ডার রোলারে, বো রোলার, ওভার ফিড আন্ডার ফিড রোলারে । পরবর্তীতে কালার লাইট কালার চালালে তার উপর স্পট পড়ার চান্স থাকে । 

ভেজা কাপড় ব্যাচারে থাকলে সেটা টাল হয়ে থাকে পানি জমে।  তাই এটা চালানোর আগে তা ঘুরিয়ে ফ্রিক করিয়ে নিতে হয় যাতে করে স্টেনটার মেশিনের টেক অফ রোলারে  টান না লাগে । টান লাগলে ইনভার্টার নস্ট হয়ে যাবার চান্স আছে । 

ছোট স্যাম্পল হলে ক্লিপ দিয়ে অপারেটর এর প্যানেল থেকে ওভার ফিড রোলারের উপর থেকে চলিয়ে দেয়া যায় ।

বাথে ফুল লেবেলে পানি থাকতে হবে যাতে ওয়াস ভালো হয়, ভেজা অবস্থায় ক্যামিকেল দেয়া যাবেনা । ক্যামিকেল ভেজা অবস্থায় কাপড়ে ধরেনা, এর মুল কারন ভেজা কাপড়ের এবজরবেন্সি কম ।  ড্রাই হলে এনে আবার রিফিনিশ করতে হবে । 

জিগারের স্যাম্পল পেছনে মিনিমাম দুজন না ধরলে এতে ক্রিজ আসে। 

জিগারে টপিং হলে কালার কাটার চান্স থাকলে স্টেনটারের প্যাডারে বিনা পানিতে স্কুইজ করে ড্রাই করা যায়।  এতে কালার পানিতে ধুয়ে যায়না। 

স্যাম্পল শুকালে একবারে টানা অনেক স্যাম্পল জমিয়ে শুকানো উচিৎ ।  এদের সিরিয়াল হবে লাইট কালার থেকে ডিপ কালার ডায়া হবে কম থেকে বেশির দিকে সিরিয়ালে যাবে । পলি দিয়ে লাইট ডিপ আলাদা করে দিতে হবে।

স্টেনটারে ভেজা কাপড় ড্রাই করার নিয়ম | Woven Fabrics Finish

ভেজা কাপড় ড্রাই করার নিয়ম
ফেব্রিক যখন ভেজা থাকবে এটাকে যখন ওয়াস মেশিনে ওয়াস করা হবে এটাকে প্রপারলি ওয়াস করতে হবে ।  ভেজা কাপড় নামানো থাকলে তাকে জিগার মেশিনে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে । না হয় রেসিডিউয়াল ডাইজ লেগে ছাকড়া ছাকড়া বা ছোপ ছোপ দাগ আসবে। 

ভালো করে ওয়াস না হলে একে স্টেনটারে চালানো যাবে না কারন কালার জমে থাকবে এক্সপেন্ডার রোলারে, বো রোলার, ওভার ফিড আন্ডার ফিড রোলারে । পরবর্তীতে কালার লাইট কালার চালালে তার উপর স্পট পড়ার চান্স থাকে । 

ভেজা কাপড় ব্যাচারে থাকলে সেটা টাল হয়ে থাকে পানি জমে।  তাই এটা চালানোর আগে তা ঘুরিয়ে ফ্রিক করিয়ে নিতে হয় যাতে করে স্টেনটার মেশিনের টেক অফ রোলারে  টান না লাগে । টান লাগলে ইনভার্টার নস্ট হয়ে যাবার চান্স আছে । 

ছোট স্যাম্পল হলে ক্লিপ দিয়ে অপারেটর এর প্যানেল থেকে ওভার ফিড রোলারের উপর থেকে চলিয়ে দেয়া যায় ।

বাথে ফুল লেবেলে পানি থাকতে হবে যাতে ওয়াস ভালো হয়, ভেজা অবস্থায় ক্যামিকেল দেয়া যাবেনা । ক্যামিকেল ভেজা অবস্থায় কাপড়ে ধরেনা, এর মুল কারন ভেজা কাপড়ের এবজরবেন্সি কম ।  ড্রাই হলে এনে আবার রিফিনিশ করতে হবে । 

জিগারের স্যাম্পল পেছনে মিনিমাম দুজন না ধরলে এতে ক্রিজ আসে। 

জিগারে টপিং হলে কালার কাটার চান্স থাকলে স্টেনটারের প্যাডারে বিনা পানিতে স্কুইজ করে ড্রাই করা যায়।  এতে কালার পানিতে ধুয়ে যায়না। 

স্যাম্পল শুকালে একবারে টানা অনেক স্যাম্পল জমিয়ে শুকানো উচিৎ ।  এদের সিরিয়াল হবে লাইট কালার থেকে ডিপ কালার ডায়া হবে কম থেকে বেশির দিকে সিরিয়ালে যাবে । পলি দিয়ে লাইট ডিপ আলাদা করে দিতে হবে।

কোন মন্তব্য নেই: