গার্মেন্টসের বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ গুলি জেনে রাখুন | Garments Department - Textile Lab | Textile Learning Blog
পোশাক শিল্পের বিভিন্ন বিভাগ এবং তার কাজঃ

পোশাক শিল্প বলতে আমরা বুঝে থাকি পোশাক এবং ফ্যাশন শিল্পকে। পোশাক কারখানায় একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পোশাক তৈরি করা থাকে। পোশাক কারখানায় বিভিন্ন বিভাগের মাধ্যমে কাজ পরিচালনা করা হয় এবং এটি দলগতভাবে সম্পন্ন করা হয়। পোশাক কারখানায় কাজ শুরু হয় সেম্পল ডেভেলপমেন্ট এর মাধ্যমে এবং কার্য সম্পন্ন হয়ে থাকে বায়ারের কাছে পৌঁছানো পর্যন্ত। 

পোশাক কারখানার বিভিন্ন বিভাগ গুলো হল:


মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট 

মার্কেটিং ডিপার্টমেন্ট কাজ হল নতুন ক্রেতা তৈরি করা এবং ক্রেতার চাহিদা অনুয়ায়ী পোশাক সরবরাহ করা। নতুন ক্রেতা ও পুরাতন ক্রেতার সাথে সু সম্পর্ক এবং য়োগায়োগ বজায় রাখা এবং ক্রেতার কাছে পোশাক সম্পর্কে সঠিক ধারণা দেওয়া । 


ডিজাইন ডিপার্টমেন্ট 

ডিজাইন ডিপার্টমেন্ট পোশাক উন্নয়ন সম্পর্কে কাজ করে। পোশাক ডিজাইন করে যুগের সাথে মিলিয়ে  ক্রেতাকে আগ্রহী করা। ডিজাইন ডিপার্টমেন্টের কাছে আনেক রকমের পোশাকের ডিজাইন সংগ্রহ থাকে।


ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট IE

ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ হল প্রডাকশন বাড়ানো এবং কি পরিমাণ কাজ করলে সঠিক সময়ে পোশাক ডেলিভারি করা য়াবে সেই বিষয়ে লক্ষ রাখা। এই ডিপার্টমেন্ট প্রডাকশন এনালাইসিস করে থাকে। কাজ সম্পুর্ণ করতে কি পরিমাণ মেশিন কাজ করাতে হবে, কি পরিমাণ সময় লাগবে, কত সময়ের মাঝে কি পরিমাণ কাজ করা য়ায় তার সঠিক পরামর্শ দেওয়া। 


মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্টর কাজ হল পোকাক কারখানা এবং ক্রেতার মাঝে সম্পর্ক বজায় রাখা। ক্রেতার কাছ থেকে অডার্ নিয়ে তার চাহিদা অনুযায়ী পোশাক সরবরাহ করা। ক্রেতার কাছ থেকে তার চাহিদা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা এই ডিপার্টমেন্টর কাজ। স্যাম্পল মার্চেন্ডাইজিং কাজ হল ক্রেতার সাথে সরাসরি স্যাম্পল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা । প্রডাক্ট মার্চেন্ডাইজিং এর কাজ হল প্রডাকশন, প্ল্যানিং নিয়ে কাজ করা। 


প্যাটার্ন ডিপার্টমেন্ট এবং ক্যাড ডিপার্টমেন্ট 

পোশাকের ডিজাইন সঠিক ব্যবহার হল তার কাজ এই ডিপার্টমেন্ট কাজ। 


স্যাম্পলিং ডিপার্টমেন্ট 

এই বিভাগের কাজ হল ক্রেতার চাহিদা অনুযায়ী স্যাম্পল ডেভেলপমেন্ট করা। স্যাম্পলের গুনগত মান ঠিক রাখা এই ডিপার্টমেন্টর অন্যতম কাজ। প্রডাকশন ডিপার্টমেন্ট সাথে এই ডিপার্টমেন্ট কাজ করে থাকে।


ফেব্রিক্স স্টোর এবং ফেব্রিক্স সোর্সিং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট কাজ হল কোথায় কোন ফেব্রিক্স আছে তার সঠিক তথ্য সংগ্রহ রাখা । 


এক্সেসরিজ ডিপার্টমেন্ট 

পোশাক কারখানার কোথায় কি সংগ্রহ করে রাখতে হবে এই ডিপার্টমেন্ট সেই কাজ কারে। কোথায় কি মালামাল প্রদান করা হলো তার সঠিক তথ্য সংগ্রহ রাখা এই ডিপার্টমেন্ট কাজ। 


ফেব্রিক্স টেস্টিং ল্যাব ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট কাজ হল ফেব্রিক্স এর গুনগত মান পরীক্ষা করে ক্রেতাকে তথ্য দেওয়া। 


প্রোডাকশন এন্ড কন্ট্রোল ডিপার্টমেন্ট 

সঠিক সময়ে,সঠিক স্থানে,সঠিক কাজ সম্পুর্ণ করার মাধ্যমে ক্রেতার কাছে পোশাক ডেলিভারি দেওয়া এই ডিপার্টমেন্ট কাজ। কোথায় কোন কাজ সম্পুর্ণ করতে হবে তার সঠিক সিডিউল এই ডিপার্টমেন্ট করে থাকে। 


কাটিং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট পোশাক তৈরির ফেবিক্স কাটার প্ল্যান করা, কি পরিমাণ ফেবিক্স কাটাতে হবে, প্রতিদিন কি পরিমাণ ফেবিক্স সেলাইয়ের জন্য লাগবে তার সঠিক পরিমাণ, ফেবিক্স কাটা। 


সুইং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট কাজ হল পোশাক সঠিক ভাবে সেলাই হচ্ছে কিনা তার সঠিক তথ্য সংগ্রহ করা এবং কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা তা তদারকি করা।


কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট কাজ হল পোশাকে কোন সমস্যা আছে কি না তা দেখা।


মেশিন মেনটেনেন্স ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট কাজ হল মেশিন গুলোর সঠিক তদারকি করা। কোন কাজ যেন বাধাগ্রস্ত না হয় মেশিনের সমস্যার জন্য তার তথ্য রাখা। মেশিন সেট আপ, রিপেয়ায়িং,মেশিন সম্পৃক্ত সকল সমস্যা দেখা। 


গার্মেন্টস ওয়াশিং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্টের কাজ হল পোশাকের ওয়াশিং করা। কোন ময়লা থাকলে তা পরিষ্কার করা।


ফিনিশিং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্টের কাজ হল আয়রন সঠিক ভাবে হযেছে কিনা,টেগ লাগানো,কোন সুতা বেরিয়ে আছে কিনা, পেকিং করা। 


প্রিন্টিং ডিপার্টমেন্ট 

প্রিন্ট সঠিক ভাবে হচ্ছে কিনা তা তদারকি করা এই ডিপার্টমেন্টের কাজ।


এম্ব্রয়ডারি ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট এম্ব্রয়ডারি সঠিক ভাবে হচ্ছে কিনা তা তদারকি করে।



পোশাক কারখানার সাপোটিং ডিপার্টমেন্টগুলো হলো:
 
কিছু ডিপার্টমেন্ট আছে যারা সরাসরি প্রডাকশনের সাথে সম্পৃক্ত না কিন্তু তারা প্রডাকশনের সাথে সম্পৃক্ত কাজের সহযোগিতা করে থাকে। 

একাউন্টিং ডিপার্টমেন্ট 

একাউন্টিং ডিপার্টমেন্টের কাজ হল কর্মীদের বেতন প্রদান, ব্যাংক সম্পৃক্ত কাজ, কোম্পানির হিসাব রাখা। 

হিউম্যান রিসোর্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন 

এই ডিপার্টমেন্টের কাজ হল কর্মী নিয়োগ দেওয়া, কর্মীদের সুযোগ -সুবিধা দেখা, ট্রেনিং করানো এবং নিয়ম- শৃঙ্খলা পালনে কাজ করা।

ইলেকট্রনিক ডাটা প্রসেসিং 

ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ডিপার্টমেন্টের কাজ হলো প্রযুক্তিগত সহযোগিতা করা।


শিপিং এন্ড ডকুমেন্টেশন 

এই ডিপার্টমেন্টের কাজ হল শিপমেন্ট ক্রেতার কাছে সঠিক সময়ে পৌছায় তার ব্যবস্থা করা এবং এই কাজের তথ্য সংরক্ষণ করে রাখা।


kaiser ahamed
Management Trainee Officer 

গার্মেন্টসের বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ গুলি জেনে রাখুন | Garments Department

পোশাক শিল্পের বিভিন্ন বিভাগ এবং তার কাজঃ

পোশাক শিল্প বলতে আমরা বুঝে থাকি পোশাক এবং ফ্যাশন শিল্পকে। পোশাক কারখানায় একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পোশাক তৈরি করা থাকে। পোশাক কারখানায় বিভিন্ন বিভাগের মাধ্যমে কাজ পরিচালনা করা হয় এবং এটি দলগতভাবে সম্পন্ন করা হয়। পোশাক কারখানায় কাজ শুরু হয় সেম্পল ডেভেলপমেন্ট এর মাধ্যমে এবং কার্য সম্পন্ন হয়ে থাকে বায়ারের কাছে পৌঁছানো পর্যন্ত। 

পোশাক কারখানার বিভিন্ন বিভাগ গুলো হল:


মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট 

মার্কেটিং ডিপার্টমেন্ট কাজ হল নতুন ক্রেতা তৈরি করা এবং ক্রেতার চাহিদা অনুয়ায়ী পোশাক সরবরাহ করা। নতুন ক্রেতা ও পুরাতন ক্রেতার সাথে সু সম্পর্ক এবং য়োগায়োগ বজায় রাখা এবং ক্রেতার কাছে পোশাক সম্পর্কে সঠিক ধারণা দেওয়া । 


ডিজাইন ডিপার্টমেন্ট 

ডিজাইন ডিপার্টমেন্ট পোশাক উন্নয়ন সম্পর্কে কাজ করে। পোশাক ডিজাইন করে যুগের সাথে মিলিয়ে  ক্রেতাকে আগ্রহী করা। ডিজাইন ডিপার্টমেন্টের কাছে আনেক রকমের পোশাকের ডিজাইন সংগ্রহ থাকে।


ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট IE

ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ হল প্রডাকশন বাড়ানো এবং কি পরিমাণ কাজ করলে সঠিক সময়ে পোশাক ডেলিভারি করা য়াবে সেই বিষয়ে লক্ষ রাখা। এই ডিপার্টমেন্ট প্রডাকশন এনালাইসিস করে থাকে। কাজ সম্পুর্ণ করতে কি পরিমাণ মেশিন কাজ করাতে হবে, কি পরিমাণ সময় লাগবে, কত সময়ের মাঝে কি পরিমাণ কাজ করা য়ায় তার সঠিক পরামর্শ দেওয়া। 


মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্টর কাজ হল পোকাক কারখানা এবং ক্রেতার মাঝে সম্পর্ক বজায় রাখা। ক্রেতার কাছ থেকে অডার্ নিয়ে তার চাহিদা অনুযায়ী পোশাক সরবরাহ করা। ক্রেতার কাছ থেকে তার চাহিদা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা এই ডিপার্টমেন্টর কাজ। স্যাম্পল মার্চেন্ডাইজিং কাজ হল ক্রেতার সাথে সরাসরি স্যাম্পল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা । প্রডাক্ট মার্চেন্ডাইজিং এর কাজ হল প্রডাকশন, প্ল্যানিং নিয়ে কাজ করা। 


প্যাটার্ন ডিপার্টমেন্ট এবং ক্যাড ডিপার্টমেন্ট 

পোশাকের ডিজাইন সঠিক ব্যবহার হল তার কাজ এই ডিপার্টমেন্ট কাজ। 


স্যাম্পলিং ডিপার্টমেন্ট 

এই বিভাগের কাজ হল ক্রেতার চাহিদা অনুযায়ী স্যাম্পল ডেভেলপমেন্ট করা। স্যাম্পলের গুনগত মান ঠিক রাখা এই ডিপার্টমেন্টর অন্যতম কাজ। প্রডাকশন ডিপার্টমেন্ট সাথে এই ডিপার্টমেন্ট কাজ করে থাকে।


ফেব্রিক্স স্টোর এবং ফেব্রিক্স সোর্সিং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট কাজ হল কোথায় কোন ফেব্রিক্স আছে তার সঠিক তথ্য সংগ্রহ রাখা । 


এক্সেসরিজ ডিপার্টমেন্ট 

পোশাক কারখানার কোথায় কি সংগ্রহ করে রাখতে হবে এই ডিপার্টমেন্ট সেই কাজ কারে। কোথায় কি মালামাল প্রদান করা হলো তার সঠিক তথ্য সংগ্রহ রাখা এই ডিপার্টমেন্ট কাজ। 


ফেব্রিক্স টেস্টিং ল্যাব ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট কাজ হল ফেব্রিক্স এর গুনগত মান পরীক্ষা করে ক্রেতাকে তথ্য দেওয়া। 


প্রোডাকশন এন্ড কন্ট্রোল ডিপার্টমেন্ট 

সঠিক সময়ে,সঠিক স্থানে,সঠিক কাজ সম্পুর্ণ করার মাধ্যমে ক্রেতার কাছে পোশাক ডেলিভারি দেওয়া এই ডিপার্টমেন্ট কাজ। কোথায় কোন কাজ সম্পুর্ণ করতে হবে তার সঠিক সিডিউল এই ডিপার্টমেন্ট করে থাকে। 


কাটিং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট পোশাক তৈরির ফেবিক্স কাটার প্ল্যান করা, কি পরিমাণ ফেবিক্স কাটাতে হবে, প্রতিদিন কি পরিমাণ ফেবিক্স সেলাইয়ের জন্য লাগবে তার সঠিক পরিমাণ, ফেবিক্স কাটা। 


সুইং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট কাজ হল পোশাক সঠিক ভাবে সেলাই হচ্ছে কিনা তার সঠিক তথ্য সংগ্রহ করা এবং কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা তা তদারকি করা।


কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট কাজ হল পোশাকে কোন সমস্যা আছে কি না তা দেখা।


মেশিন মেনটেনেন্স ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট কাজ হল মেশিন গুলোর সঠিক তদারকি করা। কোন কাজ যেন বাধাগ্রস্ত না হয় মেশিনের সমস্যার জন্য তার তথ্য রাখা। মেশিন সেট আপ, রিপেয়ায়িং,মেশিন সম্পৃক্ত সকল সমস্যা দেখা। 


গার্মেন্টস ওয়াশিং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্টের কাজ হল পোশাকের ওয়াশিং করা। কোন ময়লা থাকলে তা পরিষ্কার করা।


ফিনিশিং ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্টের কাজ হল আয়রন সঠিক ভাবে হযেছে কিনা,টেগ লাগানো,কোন সুতা বেরিয়ে আছে কিনা, পেকিং করা। 


প্রিন্টিং ডিপার্টমেন্ট 

প্রিন্ট সঠিক ভাবে হচ্ছে কিনা তা তদারকি করা এই ডিপার্টমেন্টের কাজ।


এম্ব্রয়ডারি ডিপার্টমেন্ট 

এই ডিপার্টমেন্ট এম্ব্রয়ডারি সঠিক ভাবে হচ্ছে কিনা তা তদারকি করে।



পোশাক কারখানার সাপোটিং ডিপার্টমেন্টগুলো হলো:
 
কিছু ডিপার্টমেন্ট আছে যারা সরাসরি প্রডাকশনের সাথে সম্পৃক্ত না কিন্তু তারা প্রডাকশনের সাথে সম্পৃক্ত কাজের সহযোগিতা করে থাকে। 

একাউন্টিং ডিপার্টমেন্ট 

একাউন্টিং ডিপার্টমেন্টের কাজ হল কর্মীদের বেতন প্রদান, ব্যাংক সম্পৃক্ত কাজ, কোম্পানির হিসাব রাখা। 

হিউম্যান রিসোর্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন 

এই ডিপার্টমেন্টের কাজ হল কর্মী নিয়োগ দেওয়া, কর্মীদের সুযোগ -সুবিধা দেখা, ট্রেনিং করানো এবং নিয়ম- শৃঙ্খলা পালনে কাজ করা।

ইলেকট্রনিক ডাটা প্রসেসিং 

ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ডিপার্টমেন্টের কাজ হলো প্রযুক্তিগত সহযোগিতা করা।


শিপিং এন্ড ডকুমেন্টেশন 

এই ডিপার্টমেন্টের কাজ হল শিপমেন্ট ক্রেতার কাছে সঠিক সময়ে পৌছায় তার ব্যবস্থা করা এবং এই কাজের তথ্য সংরক্ষণ করে রাখা।


kaiser ahamed
Management Trainee Officer 

কোন মন্তব্য নেই: