আমাদের ফেব্রিক ফিনিশিং এর পলিসিঃ
ওভেন ফেব্রিক ডাইং এর পর ১২ ঘন্টা রোটেশন বা প্যাড স্টিমের ডাইং এর পর তাকে ওভাস করে নেয়া হয় হয় । কন্টিনিউয়াস মেশিনে ওয়াস করার পর তার ভেতর থেকে মেশিন রানিং এর ১০০-২০০ মিটার যাবার পর ফেব্রিক কাটা হয় সেড চেক করার জন্য । এই সেড নিয়ে তাকে যে সোয়াচ বা ল্যাব ডিপের সাথে মিলাতে হবে তার সাথে মিলিয়ে দেখা হয় সেডের ডেপথ, টোন ঠিক আছে কিনা ।
১. সেড ঠিক হলে পানি দিয়ে স্টেনটারে ফিনিশিং করে দেয়া হবে । কারন ওভেন ফেব্রিকের গার্মেন্টস ওয়াসের রিকয়ারমেন্ট থাকে ওভেন ফেব্রিকের জন্য সেড ঠিক থাকলে ওয়াটার দিয়ে ফিনিশ করা হয় ।
২. RFD এ-র প্রোগ্রাম থাকলে তাকে বায়ার ওয়াস এ-র পর বায়ারের রিকয়ারমেন্ট অনুযায়ী Width সেট করে তাকে ফিনিশিং করা হবে । এটা পানি দিয়ে ফিনিশ হবে কারন RFD গার্মেন্টস ওভার ডাইং হয় তাই সফেনার দিয়ে এবজরবেন্সি নস্ট করা যাবে না ।
৩. সেড যদি আপনার কাছে ৫% লাইট মনে হয় এটা সিলিকন ৫-২০ গ্রাম পার লিটার পর্যন্ত দিয়ে ফিনিশ করার প্রোগ্রাম দেয়া হবে । সিলিকনে টোন ডার্কার রেডিশ হবে ।
৪.সেড যদি আপনার কাছে ৫% + লাইট মনে হয় এবং টোন সেনসেটিভ এটা ক্যাটায়নিক সফেনার ৫-২০ গ্রাম পার লিটার পর্যন্ত দিয়ে ফিনিশ করার প্রোগ্রাম দেয়া হবে । ক্যাটায়নিক সফেনারে টোন চেইঞ্জ হবে না ।
৫. ইয়ার্ন ডাইং ফেব্রিকের ফিনিশিং এর জন্য কোন প্রবলেম ছাড়াই সিলিকন সফেনার, ক্যাটায়নিক সফেনার ১০-২০ গ্রাম পার লিটার দিয়ে ফিনিশ করে দিতে পারেন ।
৬. প্রিন্ট ফেব্রিকের ফিনিশিং এর জন্য কোন প্রবলেম ছাড়াই সিলিকন সফেনার, ক্যাটায়নিক সফেনার ১০-২০ গ্রাম পার লিটার দিয়ে ফিনিশ করে দিতে পারেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন