ফেক্টরিতে সেডের সমস্যা যুক্ত কাপড় কিভাবে ডেলিভারি দেয়া হয় | Fabrics Problem - Textile Lab | Textile Learning Blog

ফেক্টরিতে সেডের সমস্যা যুক্ত কাপড় কিভাবে ডেলিভারি দেয়া হয় | Fabrics Problem

ফেক্টরিতে সেডের সমস্যা যুক্ত কাপড় কিভাবে সাপ্লাইয়ারগন ডেলিভারি দেনঃ




এগুলি সম্পুর্ন ব্যাক্তিগত অভিজ্ঞতা তাই প্যানিক হবার সুযোগ নেই কিন্ত পলেসি জানা থাকলে আপনারা ঠকবেন না 

১. আপনার শেড যদি টেইলিং থাকে তবে আপনি এটা চেক করতে চাইলে ফেক্টরি টেইলিং দুর করার জন্য আপনাদের একই মাথা থেকে সেলভেজ টু সেলভেজ দুবার কেটে নেন এবং এটা সাপ্লাইয়ারকে দেখান আর এক মাথা থেকে দুবার সেড কাটলে সেডের ভেরিয়েশন হবেনা এটাই স্বাভাবিক । 

২. কখনো রোল টু রোল যদি সেড ভেরিয়েশন হয় তবে অনেক সময় সাপ্লাইয়ার কি করেন একটা ভালো সেড যুক্ত সেড থেকে ৫-১০ মিটার করে কেটে রোল কাটিং এ-র পরিমানে সেইম পরিমান রোল কাটিং বানান ।  এবং এ-র কোয়ানটিটি রোল নাম্বার তার মাঝে লিখেন ।  

বায়ার দেখেন রোল কাটিং এ সেড রেগুলার কোন সমস্যা নেই । তারা ডেলিভারি নিয়ে নেন ।

৩. সোয়াচ চেইঞ্জ করে ফেলা বায়ার যে সোয়াচ দেন সেটার সাথে না মিলাতে পারলে অনেক সময় তারা সোয়াচ এ-র মতো করে কেটে সেইম সোয়াচ সেখানে লাগিয়ে দেন ।  এবং ডেলিভারির সময় সেইম সোয়াচ দেখিয়ে তারা ডেলিভারি দেন।

অনেক সময় বাল্ক ফেব্রিক ইয়োলো হয়ে যায় তখন ডাইংয়ের লোকজন সোয়াচ কিউরিং মেশিনে দিয়ে কিউরিং করে নেন।  এতে সোয়াচ ইয়োলিশ হয়ে যায় ।

৪. ছোট লটের সেড ওকে হলে, তা থেকে এপ্রুভাল নিয়ে পরে তাকে দুই লট এক করে সেডের গ্রেড করে  তাকে ডেলিভারি দেয়া হয় ।



কোন মন্তব্য নেই: