Pre-Shrunk ফেব্রিক কি বা Pre-Shrunk প্রসেস কি
বর্তমানে বায়ারদের কাছে একটি টার্মস জনপ্রিয়তা পেয়েছে । সেটা হচ্ছে Pre-Shrunk। এখন আমরা জানবো এটা মুলত কিভাবে করা হয় ।
Pre-Shrunk করার আগে নীট ফেব্রিককে রেগুলার প্রসেসে ফলো করে ডাইং কম্পেক্টিং করা লাগে । ডাইং কম্পেক্ট করার পর ফেব্রিককে পুনরায় ওয়াস করার জন্য মেশিনে তোলা হয় । ওয়াসিং করা হয় রেগুলার পানিতে সফেনার ইউজ করে ওয়াস করা হয় । ফেব্রিক ওয়াস করা হয়ে গেলে এখন তাকে হাইড্রো এক্সট্রাক্ট করে ট্রাম্বেল ড্রায়ারে ড্রাই করে নিতে হবে । তবে স্টেনটারে যখন ফিনিশ করা হবে তবে ফেব্রিক ডায়া রিকয়ারমেন্ট থেকে 4"-5"+ রেখে ফিনিশ করতে হয়। পরবর্তীতে যারা ওয়াস এবং ট্রাম্বেলে বেশি না খেপে যায় সেটা খেয়াল রাখতে হবে ।
প্রি-স্রাংক প্রসেস করা ফেব্রিক গুলিতে স্রিংকেজের প্রবনতা খুব কম । ফেব্রিক গুলি প্রসেস করার ক্ষত্রে সময় লাগলেও যে সব ফেব্রিক স্রিংক প্রবন সেগুলির জন্য প্রিস্রিংক করে নেয়া যায় । যেমন স্লাব সিংগেল জার্সি , সিংগেল জার্সি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন