পিচ করা ফেব্রিক সেইভিং | Stich Problem - Textile Lab | Textile Learning Blog
ফেব্রিক সেইভিং


আমরা যারা ওভেন ডাইং এ আছি তারা পিচের জন্য আমরা অনেক ফেব্রিক নস্ট করি ।  এখআনে ফেব্রিক নস্টের মুল কারন হচ্ছে পিচ ফেব্রিকের পিচের সময় থান টু থান জয়েনিংয়ে  পিচ  না হওয়া ।

এখানে ২ থ্রেটের ফ্লাট লক মেশিন ইউজ করা হয় যাতে দুই প্রকার ইফেক্ট দেখা যায় একটা রেল  লাইনের ন্যায় (  |_|‌_|) ইফেক্ট  এবং অন্যটি ( | | | | | ) ইফেক্ট । 







আপনার স্টিচ দেয়ার উপর নির্ভর করে কোন সাইড আগে যাবে ।  

ফেইস সাইডে যদি (  |_|‌_|)  ইফেক্ট থাকে তবে আপনি পিচ মেশিনের ব্রাশের প্রেশার দিতে পারবেন না কারন ব্রাশ এর প্রেশারে এর স্টিচ গুলি ছিড়ে বা ফেটে যেতে পারে । 

( | | | | | ) ইফেক্ট এর স্টিচ যদি ফেইসে হয় তবে একটা সুবিধা এর উপরে ব্রাশের প্রেশার দিলেও তা ফাটবে না । আপনি যদি  স্টিচ সহ ব্রাশ করতে পারেন তবে আপনি ফেব্রিকের স্যাম্পল দেখার জন্য একমিটার কাপড় ও কাটা লাগবে না ।  স্টিচ এর কাছে ব্রাশা না হলে রোলিংয়ে তা কেটে রেখে দিতে হয় । না হয় সেড সঠিক ভাবে মেলানো যায় না ।





পিচ করা ফেব্রিক সেইভিং | Stich Problem

ফেব্রিক সেইভিং


আমরা যারা ওভেন ডাইং এ আছি তারা পিচের জন্য আমরা অনেক ফেব্রিক নস্ট করি ।  এখআনে ফেব্রিক নস্টের মুল কারন হচ্ছে পিচ ফেব্রিকের পিচের সময় থান টু থান জয়েনিংয়ে  পিচ  না হওয়া ।

এখানে ২ থ্রেটের ফ্লাট লক মেশিন ইউজ করা হয় যাতে দুই প্রকার ইফেক্ট দেখা যায় একটা রেল  লাইনের ন্যায় (  |_|‌_|) ইফেক্ট  এবং অন্যটি ( | | | | | ) ইফেক্ট । 







আপনার স্টিচ দেয়ার উপর নির্ভর করে কোন সাইড আগে যাবে ।  

ফেইস সাইডে যদি (  |_|‌_|)  ইফেক্ট থাকে তবে আপনি পিচ মেশিনের ব্রাশের প্রেশার দিতে পারবেন না কারন ব্রাশ এর প্রেশারে এর স্টিচ গুলি ছিড়ে বা ফেটে যেতে পারে । 

( | | | | | ) ইফেক্ট এর স্টিচ যদি ফেইসে হয় তবে একটা সুবিধা এর উপরে ব্রাশের প্রেশার দিলেও তা ফাটবে না । আপনি যদি  স্টিচ সহ ব্রাশ করতে পারেন তবে আপনি ফেব্রিকের স্যাম্পল দেখার জন্য একমিটার কাপড় ও কাটা লাগবে না ।  স্টিচ এর কাছে ব্রাশা না হলে রোলিংয়ে তা কেটে রেখে দিতে হয় । না হয় সেড সঠিক ভাবে মেলানো যায় না ।





কোন মন্তব্য নেই: