প্রিন্ট ভিসকোস ফেব্রিকসের হার্ডনেস কমানোর উপায় - Textile Lab | Textile Learning Blog
প্রিন্ট ভিসকোস ফেব্রিকসের হার্ডনেস কমানোর উপায়, প্রিন্ট ভিসকোস ফেব্রিকের সফট ফিনিশঃ 


আমাদের একটা কমন সমস্যা ছিলো ১০০% ভিসকোস ফেব্রিক যখন পিগমেন্ট প্রিন্ট করা হয় তখন এটা প্লাস্টিকের মতো হয়ে যায় খসখসে হয়ে যায় ।  এটা নিয়ে আমাদের পার্টির কম্পলেইন ছিলো । আমরা রেগুলার ফিনিশ করলেও এটা ঠিক হচ্ছিলো না ৷ এমনি ফেব্রিক কে ডাবল ফিনিশ করার পরো সেইম সমস্যা ছিলোই৷  এর একটা কারন ছিলো প্রিন্ট ফেব্রিকের ব্লাংকেট গাম । 

তাই আমরা নতুন একটা ফর্মুলায় ফেব্রিক প্রসেস করি তা নিম্নরুপঃ 

ফেব্রিক কে জিগার মেশিনে তুলতে হবে 
ফুল স্টিম দিয়ে ফেব্রিককে ৪ রাউন্ড ঘুরাতে হবে ( এন্টি ক্রিজ ১ গ্রাম পার লিটার দিতে হবে) 
নরমাল পানিতে ফুল স্টিমে ২ রাউন্ড 
ঠান্ডা  পানিতে একবার ঘুরিয়ে নামিয়ে দিতে হবে 

নোটঃ 
তবে জেট মেশিনে করা হলে ভালো ফল পাওয়া যাবে। 

ফিনিশিং প্রসেসঃ

জিগারের বা জেট মেশিনে ভিজা ফেব্রিক প্রথমে লোয়ার টেম্পারেচারে  ড্রাই করতে হবে ।  টেম্পারেচার ১১০-১২০ ডিগ্রি  ফেব্রিক যাতে ডেম্প থাকে । 

এই ডেম্প ফেব্রিক কে সিলিকন ১৫-২০ গ্রাম পার লিটার / ২০ গ্রাম পার লিটার ক্যাটায়নিক সফেনার দিয়ে লো টেম্পারেচারে ফিনিশ করতে হবে টেম্পারেচার ১১০-১২০ ডিগ্রি ফেব্রিক যাতে ডেম্প থাকে । 

ডেম্প অবস্থায় সানফোরাইজ করতে হবে ।  আলহামদুলিল্লাহ এতে হেন্ডফিল অনেক সফট হয়েছিলো । ভিসকোস থার্মোপ্লাস্টিক ফাইবার টেম্পারেচার যতো বেশি পাবে এটা ততো প্লাস্টিকের মত আচরন করবে ।  বায়ার এর রিকয়ারমেন্ট হচ্ছে ড্রেপাবল ফেব্রিক ।  তবে ভিসকোস ফেব্রিক জেট মেশিনে ডাইং করলে ওয়াসিং করলে  এর সফটনেস বজায় থাকে ।

আপনাদের মনে হতে পারে পিগমেন্ট প্রিন্ট ফেব্রিক ওয়াস করলে ক্ষতি হবার কথা ।  কারন জেনারেলি রিয়েক্টিভ প্রিন্ট শুধুমাত্র ওয়াস হয় ।  না পিগমেন্ট  প্রিন্ট ওয়াস করা যায় ৷ এখানে ওয়াসের মুল কারন হচ্ছে  বাইন্ডার এবং প্রিন্ট মেশিনের ব্লাংকেটের PVA এর মতো স্টিফ করার মতো ক্যামিকেল গুলি দুর করা ।  যাতেকরে ফেব্রিক সফট হয় ।  আর পিগমেন্ট প্রিন্ট করা ফেব্রিক কিউরিং হলে ক্রসলিংকিং হয়ে যায় যার ফলে প্রিন্ট পেস্ট উঠতে পারেনা ওয়াসে ।  এমনিতে গামের মতো ইমপিউরিটিজ গুলি দুর হয়৷

প্রিন্ট ভিসকোস ফেব্রিকসের হার্ডনেস কমানোর উপায়

প্রিন্ট ভিসকোস ফেব্রিকসের হার্ডনেস কমানোর উপায়, প্রিন্ট ভিসকোস ফেব্রিকের সফট ফিনিশঃ 


আমাদের একটা কমন সমস্যা ছিলো ১০০% ভিসকোস ফেব্রিক যখন পিগমেন্ট প্রিন্ট করা হয় তখন এটা প্লাস্টিকের মতো হয়ে যায় খসখসে হয়ে যায় ।  এটা নিয়ে আমাদের পার্টির কম্পলেইন ছিলো । আমরা রেগুলার ফিনিশ করলেও এটা ঠিক হচ্ছিলো না ৷ এমনি ফেব্রিক কে ডাবল ফিনিশ করার পরো সেইম সমস্যা ছিলোই৷  এর একটা কারন ছিলো প্রিন্ট ফেব্রিকের ব্লাংকেট গাম । 

তাই আমরা নতুন একটা ফর্মুলায় ফেব্রিক প্রসেস করি তা নিম্নরুপঃ 

ফেব্রিক কে জিগার মেশিনে তুলতে হবে 
ফুল স্টিম দিয়ে ফেব্রিককে ৪ রাউন্ড ঘুরাতে হবে ( এন্টি ক্রিজ ১ গ্রাম পার লিটার দিতে হবে) 
নরমাল পানিতে ফুল স্টিমে ২ রাউন্ড 
ঠান্ডা  পানিতে একবার ঘুরিয়ে নামিয়ে দিতে হবে 

নোটঃ 
তবে জেট মেশিনে করা হলে ভালো ফল পাওয়া যাবে। 

ফিনিশিং প্রসেসঃ

জিগারের বা জেট মেশিনে ভিজা ফেব্রিক প্রথমে লোয়ার টেম্পারেচারে  ড্রাই করতে হবে ।  টেম্পারেচার ১১০-১২০ ডিগ্রি  ফেব্রিক যাতে ডেম্প থাকে । 

এই ডেম্প ফেব্রিক কে সিলিকন ১৫-২০ গ্রাম পার লিটার / ২০ গ্রাম পার লিটার ক্যাটায়নিক সফেনার দিয়ে লো টেম্পারেচারে ফিনিশ করতে হবে টেম্পারেচার ১১০-১২০ ডিগ্রি ফেব্রিক যাতে ডেম্প থাকে । 

ডেম্প অবস্থায় সানফোরাইজ করতে হবে ।  আলহামদুলিল্লাহ এতে হেন্ডফিল অনেক সফট হয়েছিলো । ভিসকোস থার্মোপ্লাস্টিক ফাইবার টেম্পারেচার যতো বেশি পাবে এটা ততো প্লাস্টিকের মত আচরন করবে ।  বায়ার এর রিকয়ারমেন্ট হচ্ছে ড্রেপাবল ফেব্রিক ।  তবে ভিসকোস ফেব্রিক জেট মেশিনে ডাইং করলে ওয়াসিং করলে  এর সফটনেস বজায় থাকে ।

আপনাদের মনে হতে পারে পিগমেন্ট প্রিন্ট ফেব্রিক ওয়াস করলে ক্ষতি হবার কথা ।  কারন জেনারেলি রিয়েক্টিভ প্রিন্ট শুধুমাত্র ওয়াস হয় ।  না পিগমেন্ট  প্রিন্ট ওয়াস করা যায় ৷ এখানে ওয়াসের মুল কারন হচ্ছে  বাইন্ডার এবং প্রিন্ট মেশিনের ব্লাংকেটের PVA এর মতো স্টিফ করার মতো ক্যামিকেল গুলি দুর করা ।  যাতেকরে ফেব্রিক সফট হয় ।  আর পিগমেন্ট প্রিন্ট করা ফেব্রিক কিউরিং হলে ক্রসলিংকিং হয়ে যায় যার ফলে প্রিন্ট পেস্ট উঠতে পারেনা ওয়াসে ।  এমনিতে গামের মতো ইমপিউরিটিজ গুলি দুর হয়৷

কোন মন্তব্য নেই: