সফেনার এর ব্যাবহার :
কালার সফেনার বা ক্যাটায়নিক সফেনার :
ফেক্টরীতে আমরা যাকে কালার সফেনার বলে থাকি তা মুলত ক্যাটায়নিক সফেনার, এতে ইয়োলিশ ভাব থাকে বিধায় একে কালার সফেনার বলে থাকে। এটি সেলুলজিক ব্লেড, বা সেলুলোজ বা যে কোন কালার ফেব্রিক এর জন্য ব্যাবহার করা যায় তবে এটি অপটিকাল হোয়াইট OBA এর ক্ষত্রে ব্যাবহার ঠিক নয় এতে হোয়াইটনেস কমে যায় ।
হোয়াইট সফেনার বা নন আয়নিক সফেনার :
এই সফেনার মুলত অপটিকাল হোয়াইট , OBA এর ক্ষত্রে ব্যাবহার করা কারন এতে কাপড় হোয়াইটনেস এবং ব্রাইটনেস বাড়ে যায় ।
সিলিকন সফেনার :
এটি সকল কালার এবং সকল ফাইবার এর জন্য ব্যাবহার করা যায় , এটি হাইড্রো ফিলিক এবং হাইড্রো ফোবিক দুই প্রকার এর। তবে একে ডিসচার্জ প্রিন্টিং, ব্রাশিং, সুইডিং এর ক্ষত্রে ব্যাবহার করা নিশিদ্ধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন