ডাইং এর সময় কিসের স্যাম্পল কাটা জরুরী জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
ডাইং এর সময়ে যে যে স্যাম্পল গুলি  কাটিং এবং চেকিং করা জরুরী :

১. স্কাওয়ারিং এবং  ব্লিচিং এতে কাপড় এর এবজরবেন্সি এবং হোয়াইট নেস চেক করা হয়।

২. এনজাইম স্যাম্পল,  এতে কাপড়ের এর হেয়ারিনেস,ফাজিনেস, নেপস চেক করা হয়।

৩. সল্ট স্যাম্পল, কাপড়ে ডাইং এর লেভেলিং এবং কালার এর টোন দেখা হয়।

৪.  সোডা স্যাম্পল এতে কাপড়ের কালার এর ডেপথ, সেড, টোন চেক করা হয়।

৫. B/D স্যাম্পল বা বাথ ড্রেইন স্যাম্পল এতে ফাইনাল আনলোড  কালার চেক দেয়া হয়।

৬. নিউট্রালাইজ স্যাম্পল এতে কাপড়ের PH চেক করা হয় পরবর্তি প্রসেস এর জন্য।

৬. ক্যামিকেল হট স্যাম্পল,  এতে কালার ডিপ হলে কি পরিমান কালার কাটলো তা দেখার জন্য এই স্যাম্পল কাটা হয়।







৭. ফিক্সিং এন্ড সফেনিং স্যাম্পল এতে কি পরিমান কালার ফিক্সিড হলো এবং টোন চেঞ্জ হয় কিনা তা দেখার জন্য এই স্যাম্পল কাটা হয়।

৮. ডাইং সেম্পল
60X20'
60X40'
60X60'

৯. সোডা স্যাম্পল 
60X10' Half Soda
60X10' Full Soda

১০.  পলিস্টার এর জন্য একবার স্যাম্পল কাটা হয় 135X40' Bath Drain Sample.
তবে একবার রিডাকশন স্যাম্পল দেখা হয়

ডাইং এর সময় কিসের স্যাম্পল কাটা জরুরী জেনে নিন

ডাইং এর সময়ে যে যে স্যাম্পল গুলি  কাটিং এবং চেকিং করা জরুরী :

১. স্কাওয়ারিং এবং  ব্লিচিং এতে কাপড় এর এবজরবেন্সি এবং হোয়াইট নেস চেক করা হয়।

২. এনজাইম স্যাম্পল,  এতে কাপড়ের এর হেয়ারিনেস,ফাজিনেস, নেপস চেক করা হয়।

৩. সল্ট স্যাম্পল, কাপড়ে ডাইং এর লেভেলিং এবং কালার এর টোন দেখা হয়।

৪.  সোডা স্যাম্পল এতে কাপড়ের কালার এর ডেপথ, সেড, টোন চেক করা হয়।

৫. B/D স্যাম্পল বা বাথ ড্রেইন স্যাম্পল এতে ফাইনাল আনলোড  কালার চেক দেয়া হয়।

৬. নিউট্রালাইজ স্যাম্পল এতে কাপড়ের PH চেক করা হয় পরবর্তি প্রসেস এর জন্য।

৬. ক্যামিকেল হট স্যাম্পল,  এতে কালার ডিপ হলে কি পরিমান কালার কাটলো তা দেখার জন্য এই স্যাম্পল কাটা হয়।







৭. ফিক্সিং এন্ড সফেনিং স্যাম্পল এতে কি পরিমান কালার ফিক্সিড হলো এবং টোন চেঞ্জ হয় কিনা তা দেখার জন্য এই স্যাম্পল কাটা হয়।

৮. ডাইং সেম্পল
60X20'
60X40'
60X60'

৯. সোডা স্যাম্পল 
60X10' Half Soda
60X10' Full Soda

১০.  পলিস্টার এর জন্য একবার স্যাম্পল কাটা হয় 135X40' Bath Drain Sample.
তবে একবার রিডাকশন স্যাম্পল দেখা হয়

কোন মন্তব্য নেই: