জিপিকিউ পদে ভাইবার অভিজ্ঞতা | GPQ interview Questions - Textile Lab | Textile Learning Blog
*আমি গত কাল রাতে অনলাইনে জিপিকিউ পদে ইন্টারভিউ দিয়েছি--- প্রথমে লিখিত পরীক্ষা ৫০ নম্বরের।
প্রশ্নঃ

১. তোমার নিজের সম্পর্কের বিষয় লিখিতে বলছে।

২. ট্রাফিক লাইট সিস্টেম কি?সুইং ফ্লোরে ট্রাফিক লাইট সিস্টেম করণীয় কি? 

৩. DHU বলতে কি বুঝো?সুইং ফ্লোরে DHU কি ভাবে নিয়ন্ত্রণ করবে?

৪. GPQ বলতে কি বুঝো? GPQ এর কাজ কি তার দায়িত্ব গুলো কি কি? 

৫. কোয়ালিটি কন্ট্রোলার সুইং এ কি ভাবে defect  গুলো নিয়ন্ত্রণ করবে? 



মৌখিক পরীক্ষাঃ

সিনিয়র ম্যানেজারঃ

১. পিপি মিটিং করার সময় কি কি লাগে এবং কখন পিপি মিটিং করা হয়।

২. সামনে কিছু ফেব্রিকস sample ছিলো সেখান বাহির করে বলতে হবে কোন ফেব্রিকসের কি না। 

৩.আপনাকে একটা বায়ারের দায়িত্ব দেওয়া হলো আপনি কি ভাবে শুরু করবেন?

লেখাঃ কাজি আবদুর রহিম

জিপিকিউ পদে ভাইবার অভিজ্ঞতা | GPQ interview Questions

*আমি গত কাল রাতে অনলাইনে জিপিকিউ পদে ইন্টারভিউ দিয়েছি--- প্রথমে লিখিত পরীক্ষা ৫০ নম্বরের।
প্রশ্নঃ

১. তোমার নিজের সম্পর্কের বিষয় লিখিতে বলছে।

২. ট্রাফিক লাইট সিস্টেম কি?সুইং ফ্লোরে ট্রাফিক লাইট সিস্টেম করণীয় কি? 

৩. DHU বলতে কি বুঝো?সুইং ফ্লোরে DHU কি ভাবে নিয়ন্ত্রণ করবে?

৪. GPQ বলতে কি বুঝো? GPQ এর কাজ কি তার দায়িত্ব গুলো কি কি? 

৫. কোয়ালিটি কন্ট্রোলার সুইং এ কি ভাবে defect  গুলো নিয়ন্ত্রণ করবে? 



মৌখিক পরীক্ষাঃ

সিনিয়র ম্যানেজারঃ

১. পিপি মিটিং করার সময় কি কি লাগে এবং কখন পিপি মিটিং করা হয়।

২. সামনে কিছু ফেব্রিকস sample ছিলো সেখান বাহির করে বলতে হবে কোন ফেব্রিকসের কি না। 

৩.আপনাকে একটা বায়ারের দায়িত্ব দেওয়া হলো আপনি কি ভাবে শুরু করবেন?

লেখাঃ কাজি আবদুর রহিম

কোন মন্তব্য নেই: