টেক্সটাইল ইন্ডাস্ট্রির ফায়ার সেফটি এবং কমপ্লায়েন্স সম্পর্কিত প্রশ্ন ও উত্তর - Textile Lab | Textile Learning Blog
ফায়ার সেফটি এবং কমপ্লায়েন্স সম্পর্কিত প্রশ্ন ও উত্তর 
১) বহুতল ভবনের কোন ফ্লোরে যদি অকিউপেন্সির সংখ্যা ১০০০ হয়, তবে জরুরী নির্গমন সিঁড়ি কয়টি প্রয়োজন হবে?
(উত্তর) ৩টি।
NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress 7.5.1

২) কত বর্গমিটারের জন্য ০১ টি হোজরিল স্থাপন করতে হবে?
(উত্তর) ৮৩৫ বর্গমিটার।
NFPA 14, Standard for the Installation of Standpipe and Hose Systems 7.1.1

৩) কারখানার অভ্যন্তরে বহির্গমন দরজার সঙ্গে সংযোগকারী গ্যাংওয়ে সমূহের পাশ নূন্যতম কত ফুট জায়গা সংরক্ষিত রাখতে হবে?
(উত্তর) ৬ ফুট।
NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress 7.3.2.1

৪) কত ফুট এলাকার জন্য ০১ টি অটোমেটেড স্প্রিংকলার সিস্টেম স্থাপন করতে হবে?
(উত্তর) ১০০ বর্গফুট।
NFPA 13, Standard for the Installation of Sprinkler Systems 8.3.4

৫) অগ্নি নির্বাপনের জন্য ভূ’গর্ভস্থ পাকা জলাধারের ধারণক্ষমতা কত হতে হবে?
(উত্তর) ৫০০০০ গ্যালন।
NFPA 22, Standard for Water Tanks for Private Fire Protection 4.3.1

ধোঁয়া বা ক্ষতিকর ধোঁয়ার কোন উৎস হতে কত মিটার দূরত্বের মধ্যে কোন ক্যান্টিন ভবন স্থাপন করা যাবে না।
(উত্তর) ১৫ মিটার।
NFPA 85, Boiler and Combustion Systems Hazards Code 6.3.2.1

৭) শিশু যত্ন কেন্দ্র এ অবস্থানরত প্রত্যেক শিশুর জন্য মেঝের/জায়গার পরিমাণ কমপক্ষে কত বর্গফুট হইতে হইবে?
(উত্তর) ২০ বর্গফুট।
NFPA 101, Life Safety Code, Chapter 18 - Residential Board and Care Occupancies 18.7.3.2

৮) যেসব শ্রমিকের কাজের দরূন ক্ষতিকর বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসতে হয়, তাদের জন্য ব্যবহারের উদ্দেশ্যে কত জন লোকের জন্য ১ টি করিয়া ট্যাপ স্থাপন করতে হয়?
(উত্তর) ১৫ জন।
OSHA 1910.141(c)(2)(ii)

৯) একজন শ্রমিক ৮ ঘন্টা কাজ করিলে তাকে কতক্ষণ বিশ্রাম দিতে হবে?
(উত্তর) ২ দফা বিরতি।
OSHA 1910.141(c)(2)(ii)

১০) পাঁচ তলা বিশিষ্ট একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানে তৃতীয় তলায় অগ্নিকান্ড সংগঠিত হলে ইভাকুয়েশন পদ্ধতি অনুযায়ী প্রথমে কোন তলার লোককে বের করতে হবে?
(উত্তর) ৩য় তলার লোক। NFPA 101, Life Safety Code 10.5.2

১১) ফায়ার সার্ভিস বিধিমালা অনুযায়ী কারখানার ফ্লোরের উভয় পার্শ্বে কত মিটার হোজ পাইপ সংরক্ষণ করতে হবে?
(উত্তর) ৩০ মিটার। NFPA 14, Standard for the Installation of Standpipe and Hose Systems 6.3.1

১২) কোন সিড়ির অরক্ষিত বহির্মুখ (Non-Rated Wall) যদি বিল্ডিং এর অপর কোন অংশের সাথে ১৮০ ডিগ্রী কোণে যুক্ত বা উন্মুক্ত হয় তবে উক্ত অরক্ষিত বহিমুখ থেকে কত মিলিমিটার এর মধ্যে এক্সটেরিওর ওয়াল (Exterior Wall) দিতে হবে? এক্সটেরিওর ওয়াল কত ঘন্টা ফায়ার রেটেড হতে হবে?
(উত্তর) ৩০৫০ মিলিমিটার এবং ১ ঘন্টা ফায়ার রেটেড।
NFPA 101, Life Safety Code, Chapter 7 7.4.3

১৩) পোশাকশিল্প কারখানার কত বর্গ মিটার ক্ষেত্রফলের বেশি ফ্লোরের ক্ষেত্রে স্ট্যান্ড পাইপ ব্যবস্থা অথবা স্বয়ংক্রিয় স্প্রিংকলার সিস্টেম রাখতে হবে?
(উত্তর) ৭৫০ বর্গ মিটার।
NFPA 13, Standard for the Installation of Sprinkler Systems 8.1.3

১৪) দাহ্য পদার্থ (কাগজ, সুতা, তুলা, পাট, গ্রন্থাগার) সংরক্ষনের ওয়্যার হাউজ ৬ তলার অধিক অথবা ২০ মিটারের অধিক উচ্চতা সম্পন্ন ভবনে কি ধরনের হুশিয়ারি সংকেতের ব্যবস্থা থাকতে হবে?
(উত্তর) স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল উভয় ধরনের হুশিয়ারি সংকেত। NFPA 72, National Fire Alarm and Signaling Code 10.3.3

১৬) এ্যাড্রেসেবল ফায়ার এলার্ম সিস্টেম এর সাথে কি কি সংযুক্ত থাকে?
(উত্তর) ফায়ার ডোর, এগজাস্ট ফ্যান, ফায়ার এলার্ম, লিফট ইত্যাদি।
NFPA 72, National Fire Alarm and Signaling Code 10.5.2

১৭) হাইড্রেন্ট এর জন্য প্রধানত কয়টি পাম্প এর প্রয়োজন হয়? এবং কি কি?
(উত্তর) ৩টি, ক. মেইন ইলেকট্রিক ফায়ার পাম্প,
খ. জকি পাম্প,
গ. ডিজেল পাম্প বা স্টান্ড বাই ইঞ্জিন চালিত পাম্প।
NFPA 20, Standard for the Installation of Stationary Pumps for Fire Protection 4.3.1

১৮) গার্মেন্টস শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতি ফ্লোরে কয়টি লক কাটার রাখতে হবে?
(উত্তর) ন্যূনতম ১টি করে।
NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress 7.4.2

১৯) বন্ডেড ওয়্যারহাউজ বা গুদাম ঘরে কতটুকু উচ্চতায় কার্টুন বা মালামাল রাখা যাবে?
(উত্তর) ৬ ফুট।
NFPA 13, Standard for the Installation of Sprinkler Systems 8.5.5

২০) শিল্প কল-কারখানায় বৈদ্যুতিক ওয়্যারিং এর জন্য যে বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়, সেগুলোর ইনসুলেশনের প্রতিরোধ (R-Value) কত হতে হবে?
(উত্তর) R-Value ৮০০ এর নীচে নয়।
NFPA 70, National Electrical Code (NEC) 310.15(B)(16)

২১) কারখানার সামনে কত ফুট প্রশস্ত রাস্তা থাকতে হবে? (উত্তর) ১৮ ফিট। NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২২) গার্মেন্টস শিল্প কারখানায় সংরক্ষিত ২ টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে সর্বাধিক দূরত্ব কত মিটার হবে? (উত্তর) সবার্চ্চ ৩০ মিটার। NFPA 10, Standard for Portable Fire Extinguishers

২৩) প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকক্ষে তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে? (উত্তর) তাপমাত্রা শ্রমিকদের স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং সহনীয় অবস্থায় থাকতে হবে। OSHA 29 CFR 1910.141(b)(2)(ii)

২৪) শিল্প কলকারখানায় কত দূরত্বে হাইড্রেন্ট পয়েন্ট বসাতে হয়? 
উত্তর - ৯০ মিঃ - ১৮০ মিটারের মধ্যে থাকতে হবে। গাড়ি পার্কিং এরিয়া থেকে ১৫ ফিট এবং ইমারত থেকে ৬ ফিট দূরত্বে থাকতে হবে। NFPA 24, Standard for the Installation of Private Fire Service Mains and Their Appurtenances

২৫) Factory Lay Out এবং Floor Lay Out Plan এর FAR শব্দটির পূর্ণরূপ কি? 
(উত্তর) Floor Area Ratio (FAR) Building Code - International Building Code (IBC)

২৬) ACCORD Standard অনুযায়ী Means of Egress এর কয়টি অংশ থাকে কি কি? 
(উত্তর) ৩টি (Exit Access, Exit & Exit Discharge) (কোড): NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২৭) বয়লার যদি ৫০০ কেজি এর নীচে হয় তবে কি এটি উপরের ফ্লোরে স্থাপন করা যাবে? 
(উত্তর) যাবে, তবে বয়লার রুমটি ফায়ার রেটেড কন্সট্রাকশন দিয়ে পৃথক হতে হবে, স্থাপনের পূর্বে কলাম স্ট্রাকচারাল এর লোড ক্যাপাসিটি চেক করে নিতে হবে। (কোড): NFPA 85, Boiler and Combustion Systems Hazards Code

২৮) Occupancy Load কত হলে সকল বহির্গমন দরজায় পুশ বার সিস্টেম হতে হবে? 
(উত্তর) ৫০ জনের বেশি হলে। NFPA 101, Life Safety Code

২৯) জেনারেটর ও ট্রান্সফরমার রুমের জন্য কত রেটিং এর ফায়ার ডোর লাগাতে হবে? 
(উত্তর) ২-৩ ঘন্টা ফায়ার রেটেড।
(কোড): NFPA 110, NFPA 80, NFPA 101

৩০) CO2 Type Fire Extinguisher এর সর্বোচ্চ কত দূরত্বে থেকে অপারেট করা যায়? অর্থাৎ এই অগ্নী নির্বাপনী যন্ত্রের Max Effective Distance কত? (উত্তর) ৩ মিটার (Max) - NFPA 10




১৬) এ্যাড্রেসেবল ফায়ার এলার্ম সিস্টেম এর সাথে কি কি সংযুক্ত থাকে?
(উত্তর) ফায়ার ডোর, এগজাস্ট ফ্যান, ফায়ার এলার্ম, লিফট ইত্যাদি।
NFPA 72, National Fire Alarm and Signaling Code 10.5.2

১৭) হাইড্রেন্ট এর জন্য প্রধানত কয়টি পাম্প এর প্রয়োজন হয়? এবং কি কি?
(উত্তর) ৩টি, ক. মেইন ইলেকট্রিক ফায়ার পাম্প,
খ. জকি পাম্প,
গ. ডিজেল পাম্প বা স্টান্ড বাই ইঞ্জিন চালিত পাম্প।
NFPA 20, Standard for the Installation of Stationary Pumps for Fire Protection 4.3.1

১৮) গার্মেন্টস শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতি ফ্লোরে কয়টি লক কাটার রাখতে হবে?
(উত্তর) ন্যূনতম ১টি করে।
NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress 7.4.2

১৯) বন্ডেড ওয়্যারহাউজ বা গুদাম ঘরে কতটুকু উচ্চতায় কার্টুন বা মালামাল রাখা যাবে?
(উত্তর) ৬ ফুট।
NFPA 13, Standard for the Installation of Sprinkler Systems 8.5.5

২০) শিল্প কল-কারখানায় বৈদ্যুতিক ওয়্যারিং এর জন্য যে বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়, সেগুলোর ইনসুলেশনের প্রতিরোধ (R-Value) কত হতে হবে?
(উত্তর) R-Value ৮০০ এর নীচে নয়।
NFPA 70, National Electrical Code (NEC) 310.15(B)(16)

২১) কারখানার সামনে কত ফুট প্রশস্ত রাস্তা থাকতে হবে? (উত্তর) ১৮ ফিট। NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২২) গার্মেন্টস শিল্প কারখানায় সংরক্ষিত ২ টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে সর্বাধিক দূরত্ব কত মিটার হবে? (উত্তর) সবার্চ্চ ৩০ মিটার। NFPA 10, Standard for Portable Fire Extinguishers

২৩) প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকক্ষে তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে? (উত্তর) তাপমাত্রা শ্রমিকদের স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং সহনীয় অবস্থায় থাকতে হবে। OSHA 29 CFR 1910.141(b)(2)(ii)

২৪) শিল্প কলকারখানায় কত দূরত্বে হাইড্রেন্ট পয়েন্ট বসাতে হয়? 
উত্তর - ৯০ মিঃ - ১৮০ মিটারের মধ্যে থাকতে হবে। গাড়ি পার্কিং এরিয়া থেকে ১৫ ফিট এবং ইমারত থেকে ৬ ফিট দূরত্বে থাকতে হবে। NFPA 24, Standard for the Installation of Private Fire Service Mains and Their Appurtenances

২৫) Factory Lay Out এবং Floor Lay Out Plan এর FAR শব্দটির পূর্ণরূপ কি? 
(উত্তর) Floor Area Ratio (FAR) Building Code - International Building Code (IBC)

২৬) ACCORD Standard অনুযায়ী Means of Egress এর কয়টি অংশ থাকে কি কি? 
(উত্তর) ৩টি (Exit Access, Exit & Exit Discharge) (কোড): NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২৭) বয়লার যদি ৫০০ কেজি এর নীচে হয় তবে কি এটি উপরের ফ্লোরে স্থাপন করা যাবে? 
(উত্তর) যাবে, তবে বয়লার রুমটি ফায়ার রেটেড কন্সট্রাকশন দিয়ে পৃথক হতে হবে, স্থাপনের পূর্বে কলাম স্ট্রাকচারাল এর লোড ক্যাপাসিটি চেক করে নিতে হবে। (কোড): NFPA 85, Boiler and Combustion Systems Hazards Code

২৮) Occupancy Load কত হলে সকল বহির্গমন দরজায় পুশ বার সিস্টেম হতে হবে? 
(উত্তর) ৫০ জনের বেশি হলে। NFPA 101, Life Safety Code

২৯) জেনারেটর ও ট্রান্সফরমার রুমের জন্য কত রেটিং এর ফায়ার ডোর লাগাতে হবে? 
(উত্তর) ২-৩ ঘন্টা ফায়ার রেটেড।
(কোড): NFPA 110, NFPA 80, NFPA 101

৩০) CO2 Type Fire Extinguisher এর সর্বোচ্চ কত দূরত্বে থেকে অপারেট করা যায়? অর্থাৎ এই অগ্নী নির্বাপনী যন্ত্রের Max Effective Distance কত? (উত্তর) ৩ মিটার (Max) - NFPA 10




১৬) এ্যাড্রেসেবল ফায়ার এলার্ম সিস্টেম এর সাথে কি কি সংযুক্ত থাকে?
(উত্তর) ফায়ার ডোর, এগজাস্ট ফ্যান, ফায়ার এলার্ম, লিফট ইত্যাদি।
NFPA 72, National Fire Alarm and Signaling Code 10.5.2

১৭) হাইড্রেন্ট এর জন্য প্রধানত কয়টি পাম্প এর প্রয়োজন হয়? এবং কি কি?
(উত্তর) ৩টি, ক. মেইন ইলেকট্রিক ফায়ার পাম্প,
খ. জকি পাম্প,
গ. ডিজেল পাম্প বা স্টান্ড বাই ইঞ্জিন চালিত পাম্প।
NFPA 20, Standard for the Installation of Stationary Pumps for Fire Protection 4.3.1

১৮) গার্মেন্টস শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতি ফ্লোরে কয়টি লক কাটার রাখতে হবে?
(উত্তর) ন্যূনতম ১টি করে।
NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress 7.4.2

১৯) বন্ডেড ওয়্যারহাউজ বা গুদাম ঘরে কতটুকু উচ্চতায় কার্টুন বা মালামাল রাখা যাবে?
(উত্তর) ৬ ফুট।
NFPA 13, Standard for the Installation of Sprinkler Systems 8.5.5

২০) শিল্প কল-কারখানায় বৈদ্যুতিক ওয়্যারিং এর জন্য যে বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়, সেগুলোর ইনসুলেশনের প্রতিরোধ (R-Value) কত হতে হবে?
(উত্তর) R-Value ৮০০ এর নীচে নয়।
NFPA 70, National Electrical Code (NEC) 310.15(B)(16)

২১) কারখানার সামনে কত ফুট প্রশস্ত রাস্তা থাকতে হবে? (উত্তর) ১৮ ফিট। NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২২) গার্মেন্টস শিল্প কারখানায় সংরক্ষিত ২ টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে সর্বাধিক দূরত্ব কত মিটার হবে? (উত্তর) সবার্চ্চ ৩০ মিটার। NFPA 10, Standard for Portable Fire Extinguishers

২৩) প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকক্ষে তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে? (উত্তর) তাপমাত্রা শ্রমিকদের স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং সহনীয় অবস্থায় থাকতে হবে। OSHA 29 CFR 1910.141(b)(2)(ii)

২৪) শিল্প কলকারখানায় কত দূরত্বে হাইড্রেন্ট পয়েন্ট বসাতে হয়? 
উত্তর - ৯০ মিঃ - ১৮০ মিটারের মধ্যে থাকতে হবে। গাড়ি পার্কিং এরিয়া থেকে ১৫ ফিট এবং ইমারত থেকে ৬ ফিট দূরত্বে থাকতে হবে। NFPA 24, Standard for the Installation of Private Fire Service Mains and Their Appurtenances

২৫) Factory Lay Out এবং Floor Lay Out Plan এর FAR শব্দটির পূর্ণরূপ কি? 
(উত্তর) Floor Area Ratio (FAR) Building Code - International Building Code (IBC)

২৬) ACCORD Standard অনুযায়ী Means of Egress এর কয়টি অংশ থাকে কি কি? 
(উত্তর) ৩টি (Exit Access, Exit & Exit Discharge) (কোড): NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২৭) বয়লার যদি ৫০০ কেজি এর নীচে হয় তবে কি এটি উপরের ফ্লোরে স্থাপন করা যাবে? 
(উত্তর) যাবে, তবে বয়লার রুমটি ফায়ার রেটেড কন্সট্রাকশন দিয়ে পৃথক হতে হবে, স্থাপনের পূর্বে কলাম স্ট্রাকচারাল এর লোড ক্যাপাসিটি চেক করে নিতে হবে। (কোড): NFPA 85, Boiler and Combustion Systems Hazards Code

২৮) Occupancy Load কত হলে সকল বহির্গমন দরজায় পুশ বার সিস্টেম হতে হবে? 
(উত্তর) ৫০ জনের বেশি হলে। NFPA 101, Life Safety Code

২৯) জেনারেটর ও ট্রান্সফরমার রুমের জন্য কত রেটিং এর ফায়ার ডোর লাগাতে হবে? 
(উত্তর) ২-৩ ঘন্টা ফায়ার রেটেড।
(কোড): NFPA 110, NFPA 80, NFPA 101

৩০) CO2 Type Fire Extinguisher এর সর্বোচ্চ কত দূরত্বে থেকে অপারেট করা যায়? অর্থাৎ এই অগ্নী নির্বাপনী যন্ত্রের Max Effective Distance কত? (উত্তর) ৩ মিটার (Max) - NFPA 10

৫৫) শিল্প কলকারখানায় জেনারেটর রুমের জন্য কী কী ফায়ার সেফটি নিশ্চিত করতে হয়?

উত্তর:
১. জেনারেটর গ্রাউন্ড ফ্লোরে আলাদা কক্ষে স্থাপন করতে হবে।
২. চারপাশের ওয়াল ৪ ঘণ্টা ফায়ার রেটেড হতে হবে।
৩. দরজা ২ ঘণ্টা ফায়ার রেটেড হতে হবে।
৪. জেনারেটরের ওপর অটো হাই-প্রেশার ওয়াটার স্প্রে প্রজেক্টর হেড স্থাপন করতে হবে।
৫. পর্যাপ্ত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট থাকতে হবে।

কোড: NFPA 37
অধ্যায়: Generator Safety 5.4.2

৫৬) RSC এর অডিটর কোন ফ্যাক্টরীর ফায়ার এলার্ম সিস্টেম এর টেস্টিং এবং কমিশনিং এর জন্য কোন কোন Documents গুলো অডিট করেন?

উওর: নিম্নোক্ত Documents গুলো অডিট করে থাকেন, যেমন-
1. ইনস্টলেশন সার্টিফিকেট এবং রেকর্ড অব কমপ্লিশন রয়েছে এবং সাইটে আছে
2. অনুমোদিত অ্যাজ-বিল্ট ড্রইংস সাইটে রয়েছে
3. পণ্য তথ্য শীট এবং লিস্টিং তথ্য সাইটে রয়েছে
4. সকল প্রয়োজনীয় যন্ত্রপাতির তৃতীয় পক্ষের সার্টিফিকেট রয়েছে কিনা, তা নিশ্চিত করা
5. অ্যাজ-বিল্ট ড্রইং অনুযায়ী ব্যাটারি ক্যালকুলেশন এবং ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন প্রদান করা হয়েছে কিনা
6. সঠিক ধরনের তার এবং কেবল প্রদান করা হয়েছে কিনা
7. কন্ট্রোল যন্ত্রপাতির ইনস্টলেশন ম্যানুয়াল সাইটে রয়েছে কিনা

কোড: NFPA 72, চাপটার: Fire Alarm Systems, রেফারেন্স নাম্বার: 10.5.1

৫৭) কোন গার্মেন্টস বহুতল ভবনে গ্রাউন্ড ফ্লোরে বৈদ্যুতিক সাব-স্টেশনের ট্রান্সফর্মার ও সুইচ গিয়ার রুম একসাথে স্থাপন করা যাবে?
উওর: বৈদ্যুতিক সাব-স্টেশনের ট্রান্সফর্মার ও সুইচ গিয়ার রুম আলাদাভাবে ওয়াল সেপারেশন দিয়ে করতে হবে।

কোড: NFPA 70, চাপটার: Electrical Installations, রেফারেন্স নাম্বার: 4.1.1

৫৮) বয়লার রুমের ওয়াল কত ঘন্টা ফায়ার রেটেড ওয়াল দিতে হয়?
উওর: ৪ ঘন্টা ফায়ার রেটেড।

কোড: NFPA 85, চাপটার: Boiler and Combustion Systems Hazards, রেফারেন্স নাম্বার: 6.2.1

৫৯) বন্ডেড ওয়্যারহাউজ এ পাশাপাশি দুটি র্যাকের মধ্যে কত জায়গা ফাঁকা রাখতে হবে?
উওর: ৩ ফুট।

কোড: NFPA 13, চাপটার: Sprinkler System Installation, রেফারেন্স নাম্বার: 8.7.2

৬০) শিল্প কল-কারখানার কোন ভবনের কোন ফ্লোরের উচ্চতা (মেঁঝে থেকে ছাদ) কত হওয়া প্রয়োজন?
উওর: ভবনের প্রত্যেক কক্ষের কোনটির উচ্চতা মেঝে হইতে কোন জায়গায় ছাদের নূন্যতম অংশের ৩.৬৫ মিটার কম হইতে পারিবে না।
কোড: RSC Technical Guidelines, চাপটার: Building Design and Construction, রেফারেন্স নাম্বার: 2.1.4

৬১) শিল্প কল-কারখানায় স্থাপিত বয়লার সম্পর্কিত কিছু নন-কমপ্লায়েন্স ইস্যু কি কি হতে পারে?
উওর: বয়লার সম্পর্কিত কিছু নন-কমপ্লায়েন্স ইস্যুঃ

1. বয়লার রুমের প্রবেশপথে জরুরি স্টপ বাটন নেই।
2. বয়লার সার্টিফিকেট এবং ম্যানুফ্যাকচারার নামপ্লেটের মধ্যে অসমঞ্জস্য।
3. সেফটি ভালভের আউটলেট বয়লার রুমের বাইরে নির্দেশিত নয়।
4. ‘নিম্ন’ পানি স্তরের সংকেত চিহ্নিত নয়।
5. রক্ষণাবেক্ষণ লগবুক অসম্পূর্ণ বা অনুপস্থিত।
6. টেকনিক্যাল ডাটা শীট অসম্পূর্ণ বা অনুপস্থিত।
কোড: NFPA 85, চাপটার: Operation of Boilers, রেফারেন্স নাম্বার: 7.3.2

৬২) RSC টেকনিক্যাল গাইডেন্স স্ট্যান্ডার্ড অনুযায়ী কত মিটার উচ্চতা বিশিষ্ট বিল্ডিংকে বহুতল ভবন বলা হবে?
উওর: ২০ মিটার (৬৫ ফিট) এর উপরে।
কোড: RSC Technical Guidelines, চাপটার: Building Classification, রেফারেন্স নাম্বার: 3.2.1

৬৩) গার্মেন্টস ভবন থেকে কত দূরত্বে ডে-কেয়ার বিল্ডিং স্থাপন করতে হবে?
উওর: ০৯ মিটার (৩০ ফিট)।
কোড: RSC Guidelines, চাপটার: Occupational Safety, রেফারেন্স নাম্বার: 6.1.4


৬৪) জেনারেটর রুম যদি অন্যান্য ভবনের সাথে হয় তবে তার ফুয়েল ট্যাংক এর সর্বোচ্চ ক্যাপাসিটি কত হতে পারবে?
উত্তর: সর্বোচ্চ ২৫০০ লিটার বা ৬৬০ গ্যালন।
NFPA 37 Generator Installation 4.3.1

৬৫) জেনারেটর রুমের এগজাস্ট সিস্টেম স্থাপনের জন্য কোন স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হয়?
উত্তর: NFPA 37 অনুযায়ী জেনারেটর রুমের এগজাস্ট সিস্টেম স্থাপন করতে হবে।
NFPA 37 Installation and Maintenance of Generator Systems 4.1

৬৬) RSC Guideline অনুযায়ী কোন কোন ইক্যুইপমেন্টস বা Fire Safety Measures এ ইমারজেন্সি পাওয়ার সিস্টেম ব্যাকআপ থাকতে হবে?
উত্তর:
1. Exit signs and means of egress illumination
2. Automatic fire detection systems
3. Fire alarm systems
4. Electrically powered fire pumps
5. Smoke control systems
6. Elevators/lifts

RSC Fire Safety Manual Emergency Power Systems 9.1.3

৬৭) ফায়ার এলার্ম সিস্টেমের কার্যকারিতা পরীক্ষার জন্য কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন?
উত্তর: ফায়ার এলার্ম সিস্টেমের কার্যকারিতা পরীক্ষার জন্য ইনস্টলেশন সার্টিফিকেট, প্রমাণিত ড্রয়িংস, পণ্য তথ্যপত্র এবং ব্যাটারি ক্যালকুলেশন প্রয়োজন।
কোড: NFPA 72 Fire Alarm Systems 8.4

৬৮) ফায়ার সেফটি সিস্টেমে ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই এর গুরুত্ব কী?
উত্তর: ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই সিস্টেম ফায়ার সেফটি সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করতে জরুরি, বিশেষ করে অগ্নিকাণ্ডের সময়।
NFPA 110 Emergency Power Systems 5.2

৬৯) ২৩ মিটারের উপরে হাই-রাইজ বিল্ডিং এর অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম স্থাপনের জন্য ডিজাইন, ড্রয়িং এবং হাইড্রলিক ক্যালকুলেশন ইত্যাদি কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে?
উত্তর: NFPA 13 অনুযায়ী ডিজাইন, ড্রয়িং এবং হাইড্রলিক ক্যালকুলেশন করতে হবে।
NFPA 13 Automatic Sprinkler Systems 5.2

৭০) অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম স্থাপন করা থাকলে সেক্ষেত্রে ফ্লোরে Storage Clearance কত থাকতে হবে?
উত্তর: সমস্ত স্টোরেজ স্পেসে স্টোরেজের উপরের অংশ থেকে স্প্রিংকলার ডিফ্লেক্টরের মধ্যে কমপক্ষে ৪৬০ মিমি (১৮ ইঞ্চি) ক্লিয়ারেন্স থাকতে হবে।
NFPA 13 Design, Installation and Maintenance 8.6.5

৭১) অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম টেস্টিং এবং মেইনটেন্যান্স কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হয়?
উত্তর: NFPA 25 অনুযায়ী অটোমেটিক স্প্রিংকলার সিস্টেমের টেস্টিং এবং মেইনটেন্যান্স করতে হবে।
NFPA 25 Inspection, Testing and Maintenance 4.1

৭২) Exit Access Corridor এর অকিউপেন্সি লোড কত হলে সেখানে ফায়ার রেজিস্টেন্স সেপারেটেড ওয়াল এবং অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম এর প্রয়োজন হবে?
উত্তর: যদি অকিউপেন্সি লোড ৩০ জনের বেশি হয়।
NFPA 101 Means of Egress 7.5

৭৩) Hot Work Permit এর জন্য কোন স্ট্যান্ডার্ড কে ফলো করা হয়?
উত্তর: NFPA 51B অনুযায়ী Hot Work Permit পরিচালনা করতে হবে।
NFPA 51B Hot Work Safety 4.3

৭৪) Single Line Diagram (SLD) এ কোন কোন বিষয়গুলো দেখাতে হবে?
উত্তর: SLD তে পাওয়ার ডিস্ট্রিবিউশন পথ, সুইচগিয়ার, সুইচবোর্ড, প্যানেল বোর্ড, MCC, ফিউজ, সার্কিট ব্রেকার, অটোমেটিক ট্রান্সফার সুইচ, এবং কন্টিনিউয়াস কারেন্ট রেটিং দেখাতে হবে।
NEC 70 Electrical Design 110.9

৭৫) সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডস (SDB) এর সেইফটি নিশ্চিত করতে নির্দেশনা কি কি? উত্তর: সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোর কেসিং dust-proof এবং vermin-proof হতে হবে। Sheet steel ব্যবহার করে নির্মাণ করতে হবে যা কমপক্ষে ২০ SWG পুরু হবে। সমস্ত লাইভ পার্টসকে অ-দাহ্য উপাদান দিয়ে ঢেকে রাখতে হবে। বোর্ডগুলোর অপারেশন নিরাপদ হতে হবে এবং শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে হবে। কোড: NEC 70, Electrical Safety 110.16 ৭৬) শিল্প কলকারখানায় সবচেয়ে বেশি ঘটিত ৩টি বৈদ্যুতিক ঝুঁকি কি কি হতে পারে? উত্তর: নিম্ন মানের ও ত্রুটিযুক্ত বৈদ্যুতিক সংযোগ, যেমন পুরাতন তার, মেঝেতে পড়ে থাকা অনাবৃত তার এবং মেশিনের উপর ঝুলে থাকা তার। লাইভ ওয়্যার্স - অনাবৃত বৈদ্যুতিক তার এবং গ্রাউন্ডেড নয় এমন খোলা তার। বৈদ্যুতিক আউটলেট এবং বক্সগুলোতে অতিরিক্ত লোড। কোড: NFPA 70E, Electrical Hazards 110.4 ৭৭) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে? উত্তর: বছরে ১ বার। বিধি-৬৮ (৫) কোড: OSHA 1910, Occupational Health 1910.1020 ৭৮) শিল্প কলকারখানায় স্থাপিত বয়লার এর ক্ষেত্রে হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা বলতে কি বুঝায়? উত্তর: হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে চাপবাহী বিভিন্ন ভেসেল যেমন - পাইপলাইন, গ্যাস সিলিন্ডার, বয়লার এবং জ্বালানী ট্যাঙ্কগুলি শক্তি এবং লিকেজ পরীক্ষা করা হয়। কোড: ASME, Boiler Safety 4.3.1 ৭৯) ডেড লোড এবং লাইভ লোড বলতে কি বুঝায়? উত্তর: ডেড লোড: বিল্ডিং এর কাঠামোর উপর স্থায়ীভাবে চাপানো লোডই হলো ডেড লোড। যেমন - ছাদ, বীম, দেয়াল, কলাম, স্থায়ী যন্ত্রপাতি ইত্যাদি। লাইভ লোড: কাঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লোডকে লাইভ লোড বলে। যেমন - কাটিং ফ্লোরে ফেব্রিক্স রাখা ইত্যাদি। কোড: ASCE 7, Load Combinations 2.2 ৮০) DCP বা ড্রাই কেমিক্যাল পাওডার টাইপ অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে অগ্নি নির্বাপন করার পদ্ধতিকে কি বলে? উত্তর: পয়জনিং দি ফ্লেম (Poisoning the Flame) কোড: NFPA 10, Fire Extinguishing Agents 5.1 ৮১) শিল্প কলকারখানায় অগ্নি মহড়ার কতদিন পূর্বে সংশ্লিষ্ট পরিদর্শক ও ফায়ার স্টেশনকে লিখিত জানাতে হবে? উত্তর: ১৫ দিন পূর্বে। কোড: RSC Fire Safety Manual 5.5.4 ৮২) হয়েস্ট/লিফট কত দিন পরপর পরীক্ষা করতে হবে? উত্তর: প্রতি ছয় মাসে অন্তত ১ বার পরীক্ষা করতে হবে। কোড: NFPA 101 8.6.2 ৮৩) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে? উত্তর: বছরে ১ বার। কোড: Labour Laws 6.1.2 ৮৪) আরএমজি বিল্ডিং এর জন্য সর্বোচ্চ ট্রাভেল ডিস্ট্যান্স কত হতে হবে? উত্তর: ৪৫ মিটার। কোড: NFPA 101 7.5.2 ৮৫) ফায়ার এলার্ম ইন্সটলেশন ও টেস্টিং কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে? উত্তর: NFPA 72 কোড: NFPA 72 10.1.1 ৮৬) স্ট্যান্ডপাইপ সিস্টেমের পানির প্রেসার কত থাকতে হবে? উত্তর: 450 kPa (65 psi) কোড: NFPA 14 5.2.2 ৮৭) স্প্রিংকলার সিস্টেমের কে-ফ্যাক্টর কত হতে হবে? উত্তর: k 11.2 or Larger কোড: NFPA 13 6.2.3 ৮৮) স্প্রিংকলার সিস্টেম স্থাপন করা হলে উক্ত বিল্ডিংয়ে স্প্রিংকলার ডিফ্লেক্টর থেকে স্টোরেজ ক্লিয়ারেন্স কত থাকতে হবে? উত্তর: 460 mm (18 inch) কোড: NFPA 13 8.5.1 ৮৯) আরএমজি বিল্ডিংয়ের জন্য পোর্টেবল ফায়ার ইক্সটিংগুইসার (১৮.১৪ কেজি) এর মাউন্টিং হাইট ফ্লোর থেকে কত হতে হবে? উত্তর: ১.৫৩ মিটার (৫ ফিট) ফ্লোর থেকে উপরে। কোড: NFPA 10 6.1.3
১১৫) শিশু কক্ষের অবস্থানরত প্রত্যেক শিশুর জন্য মেঝের পরিমাণ কমপক্ষে কত হতে হবে? উত্তর: কমপক্ষে ৬০০ বর্গ সেন্টিমিটার। রেফারেন্স: Building Safety Code P6, C5, S6.5.3 ১১৬) Exit Sign-এর লেটারগুলির প্রস্থ (width) কমপক্ষে কত হতে হবে? উত্তর: কমপক্ষে ১৫০ মি.মি। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.10.1.5.1 ১১৭) Exit Sign ফায়ার ডোর বা ডোর থেকে কত দূরত্বে স্থাপন করা যাবে? উত্তর: ডোর ফ্রেম থেকে ১০০ মি.মি এর মধ্যে। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.10.1.6 ১১৮) Exit Sign-এর পাওয়ার ব্যাক-আপ কমপক্ষে কতক্ষণ থাকতে হবে? উত্তর: কমপক্ষে ৯০ মিনিট ব্যাক-আপ থাকতে হবে। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.9.2.1 ১১৯) ওয়্যারহাউজ এবং স্টোরেজ এরিয়ার জন্য ফায়ার ডোরের মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে? উত্তর: মিনিমাম ৪৫ মিনিট। রেফারেন্স: NFPA 80, 2019 Edition, Section 4.4.1.1 ১২০) ফায়ার ডোর কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী কমপ্লায় করতে হয়? উত্তর: RSC Technical Guidelines (Standard), NFPA 252, BS 476 Part 22, EN 1634-1, GB 12955-2008 ইত্যাদি। রেফারেন্স: NFPA 80, 2019 Edition, Section 4.3.1 ১২১) ইমারজেন্সি লাইটিং সিস্টেম কতদিন পর পর এবং কতক্ষণ যাবৎ টেস্ট করতে হবে? উত্তর: ৩০ দিন অন্তর অন্তর এবং কমপক্ষে ৩০ সেকেন্ড। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.9.3.1.1 ১২২) ফায়ার এলার্ম প্যানেলের জন্য কত ভোল্টের ডেডিকেটেড সার্কিট থাকতে হয়? উত্তর: Dedicated 220V AC ব্রাঞ্চ সার্কিট থাকতে হয়। রেফারেন্স: NFPA 72, 2019 Edition, Section 10.3.5 ১২৩) ফায়ার এলার্মের নোটিফিকেশন ডিভাইসের মিনিমাম সাউন্ড প্রেশার লেভেল কত থাকতে হবে? উত্তর: অ্যাম্বিয়েন্ট নয়েজ লেভেলের উপরে মিনিমাম ১৫ ডেসিবেল (dBA) সাউন্ড প্রেশার লেভেল থাকতে হবে। রেফারেন্স: NFPA 72, 2019 Edition, Section 18.4.1 ১২৪) একটি স্প্রিংকলারের কয়টি কমপোনেন্ট থাকে? কী কী? উত্তর: ৫ টি। যথা: ফ্রেম, থ্রেডেড ইনলেট, সিলিং অ্যাসেম্বলি (প্লাগ বা গ্লাস বাল্ব), হিট-সেনসিটিভ এলিমেন্ট (গ্লাস বাল্ব বা ফিউজেবল লিংক), এবং ডিফ্লেক্টর। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.1 ১২৫) স্প্রিংকলারের আইডেন্টিফিকেশন নাম্বার (SIN) বলতে কী বোঝায়? উত্তর: স্প্রিংকলারের আইডেন্টিফিকেশন নাম্বার (SIN) হলো প্রস্তুতকারকের দ্বারা নির্ধারিত একটি ইউনিক কোড, যা স্প্রিংকলারের মডেল, কে-ফ্যাক্টর, প্রেসার রেটিং, এবং অন্যান্য বৈশিষ্ট্য নির্দেশ করে। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.2 ১২৬) অটোমেটিক স্প্রিংকলারের থার্মাল সেনসিটিভিটি বলতে কী বোঝায়? উত্তর: এটি স্প্রিংকলারের তাপীয় উপাদান কত দ্রুত তাপের প্রতিক্রিয়া করে তা পরিমাপ করে, যা রেসপন্স টাইম ইনডেক্স (RTI) দ্বারা নির্ধারিত হয়। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.3 ১২৭) যেক্ষেত্রে বিধি অনুযায়ী গোসলখানার প্রয়োজন হয়, সেই প্রতিষ্ঠানের প্রতিদিন গোসল উপযোগী প্রতিজন ব্যক্তির জন্য কমপক্ষে কত লিটার পানির সরবরাহ করতে হবে? উত্তর: কমপক্ষে ৮ লিটার পানি সরবরাহ করতে হবে। রেফারেন্স: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫, বিধি ৬৫ ১২৮) বয়লার পরিচালনার লাইসেন্সপ্রাপ্ত ব্যতীত কোন ব্যক্তি বয়লার পরিচালনা করলে তার শাস্তির বিধান কী? উত্তর: অনধিক ২ লক্ষ টাকা জরিমানা বা অনধিক ২ বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। রেফারেন্স: বাংলাদেশ বয়লার আইন, ২০২০ (Section 6)
৭৫) সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডস (SDB) এর সেইফটি নিশ্চিত করতে নির্দেশনা কি কি?
উত্তর:

সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোর কেসিং dust-proof এবং vermin-proof হতে হবে।

Sheet steel ব্যবহার করে নির্মাণ করতে হবে যা কমপক্ষে ২০ SWG পুরু হবে।

সমস্ত লাইভ পার্টসকে অ-দাহ্য উপাদান দিয়ে ঢেকে রাখতে হবে।

বোর্ডগুলোর অপারেশন নিরাপদ হতে হবে এবং শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে হবে।
কোড: NEC 70, Electrical Safety 110.16

৭৬) শিল্প কলকারখানায় সবচেয়ে বেশি ঘটিত ৩টি বৈদ্যুতিক ঝুঁকি কি কি হতে পারে?
উত্তর:

নিম্ন মানের ও ত্রুটিযুক্ত বৈদ্যুতিক সংযোগ, যেমন পুরাতন তার, মেঝেতে পড়ে থাকা অনাবৃত তার এবং মেশিনের উপর ঝুলে থাকা তার।

লাইভ ওয়্যার্স - অনাবৃত বৈদ্যুতিক তার এবং গ্রাউন্ডেড নয় এমন খোলা তার।

বৈদ্যুতিক আউটলেট এবং বক্সগুলোতে অতিরিক্ত লোড।
কোড: NFPA 70E, Electrical Hazards 110.4


৭৭) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে?
উত্তর: বছরে ১ বার। বিধি-৬৮ (৫)
কোড: OSHA 1910, Occupational Health 1910.1020

৭৮) শিল্প কলকারখানায় স্থাপিত বয়লার এর ক্ষেত্রে হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা বলতে কি বুঝায়?
উত্তর: হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে চাপবাহী বিভিন্ন ভেসেল যেমন - পাইপলাইন, গ্যাস সিলিন্ডার, বয়লার এবং জ্বালানী ট্যাঙ্কগুলি শক্তি এবং লিকেজ পরীক্ষা করা হয়।
কোড: ASME, Boiler Safety 4.3.1

৭৯) ডেড লোড এবং লাইভ লোড বলতে কি বুঝায়?
উত্তর:

ডেড লোড: বিল্ডিং এর কাঠামোর উপর স্থায়ীভাবে চাপানো লোডই হলো ডেড লোড। যেমন - ছাদ, বীম, দেয়াল, কলাম, স্থায়ী যন্ত্রপাতি ইত্যাদি।

লাইভ লোড: কাঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লোডকে লাইভ লোড বলে। যেমন - কাটিং ফ্লোরে ফেব্রিক্স রাখা ইত্যাদি।
কোড: ASCE 7, Load Combinations 2.2

৮০) DCP বা ড্রাই কেমিক্যাল পাওডার টাইপ অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে অগ্নি নির্বাপন করার পদ্ধতিকে কি বলে?
উত্তর: পয়জনিং দি ফ্লেম (Poisoning the Flame)
কোড: NFPA 10, Fire Extinguishing Agents 5.1

৮১) শিল্প কলকারখানায় অগ্নি মহড়ার কতদিন পূর্বে সংশ্লিষ্ট পরিদর্শক ও ফায়ার স্টেশনকে লিখিত জানাতে হবে?
উত্তর: ১৫ দিন পূর্বে।
কোড: RSC Fire Safety Manual 5.5.4

৮২) হয়েস্ট/লিফট কত দিন পরপর পরীক্ষা করতে হবে?
উত্তর: প্রতি ছয় মাসে অন্তত ১ বার পরীক্ষা করতে হবে।
কোড: NFPA 101 8.6.2

৮৩) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে?
উত্তর: বছরে ১ বার।
কোড: Labour Laws 6.1.2

৮৪) আরএমজি বিল্ডিং এর জন্য সর্বোচ্চ ট্রাভেল ডিস্ট্যান্স কত হতে হবে?
উত্তর: ৪৫ মিটার।
কোড: NFPA 101 7.5.2

৮৫) ফায়ার এলার্ম ইন্সটলেশন ও টেস্টিং কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে?
উত্তর: NFPA 72
কোড: NFPA 72 10.1.1

৮৬) স্ট্যান্ডপাইপ সিস্টেমের পানির প্রেসার কত থাকতে হবে?
উত্তর: 450 kPa (65 psi)
কোড: NFPA 14 5.2.2

৮৭) স্প্রিংকলার সিস্টেমের কে-ফ্যাক্টর কত হতে হবে?
উত্তর: k 11.2 or Larger
কোড: NFPA 13 6.2.3

৮৮) স্প্রিংকলার সিস্টেম স্থাপন করা হলে উক্ত বিল্ডিংয়ে স্প্রিংকলার ডিফ্লেক্টর থেকে স্টোরেজ ক্লিয়ারেন্স কত থাকতে হবে?
উত্তর: 460 mm (18 inch)
কোড: NFPA 13 8.5.1

৮৯) আরএমজি বিল্ডিংয়ের জন্য পোর্টেবল ফায়ার ইক্সটিংগুইসার (১৮.১৪ কেজি) এর মাউন্টিং হাইট ফ্লোর থেকে কত হতে হবে?
উত্তর: ১.৫৩ মিটার (৫ ফিট) ফ্লোর থেকে উপরে।
কোড: NFPA 10 6.1.3


৬৪) জেনারেটর রুম যদি অন্যান্য ভবনের সাথে হয় তবে তার ফুয়েল ট্যাংক এর সর্বোচ্চ ক্যাপাসিটি কত হতে পারবে?
উত্তর: সর্বোচ্চ ২৫০০ লিটার বা ৬৬০ গ্যালন।
NFPA 37 Generator Installation 4.3.1

৬৫) জেনারেটর রুমের এগজাস্ট সিস্টেম স্থাপনের জন্য কোন স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হয়?
উত্তর: NFPA 37 অনুযায়ী জেনারেটর রুমের এগজাস্ট সিস্টেম স্থাপন করতে হবে।
NFPA 37 Installation and Maintenance of Generator Systems 4.1

৬৬) RSC Guideline অনুযায়ী কোন কোন ইক্যুইপমেন্টস বা Fire Safety Measures এ ইমারজেন্সি পাওয়ার সিস্টেম ব্যাকআপ থাকতে হবে?
উত্তর:
1. Exit signs and means of egress illumination
2. Automatic fire detection systems
3. Fire alarm systems
4. Electrically powered fire pumps
5. Smoke control systems
6. Elevators/lifts

RSC Fire Safety Manual Emergency Power Systems 9.1.3

৬৭) ফায়ার এলার্ম সিস্টেমের কার্যকারিতা পরীক্ষার জন্য কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন?
উত্তর: ফায়ার এলার্ম সিস্টেমের কার্যকারিতা পরীক্ষার জন্য ইনস্টলেশন সার্টিফিকেট, প্রমাণিত ড্রয়িংস, পণ্য তথ্যপত্র এবং ব্যাটারি ক্যালকুলেশন প্রয়োজন।
কোড: NFPA 72 Fire Alarm Systems 8.4

৬৮) ফায়ার সেফটি সিস্টেমে ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই এর গুরুত্ব কী?
উত্তর: ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই সিস্টেম ফায়ার সেফটি সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করতে জরুরি, বিশেষ করে অগ্নিকাণ্ডের সময়।
NFPA 110 Emergency Power Systems 5.2

৬৯) ২৩ মিটারের উপরে হাই-রাইজ বিল্ডিং এর অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম স্থাপনের জন্য ডিজাইন, ড্রয়িং এবং হাইড্রলিক ক্যালকুলেশন ইত্যাদি কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে?
উত্তর: NFPA 13 অনুযায়ী ডিজাইন, ড্রয়িং এবং হাইড্রলিক ক্যালকুলেশন করতে হবে।
NFPA 13 Automatic Sprinkler Systems 5.2

৭০) অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম স্থাপন করা থাকলে সেক্ষেত্রে ফ্লোরে Storage Clearance কত থাকতে হবে?
উত্তর: সমস্ত স্টোরেজ স্পেসে স্টোরেজের উপরের অংশ থেকে স্প্রিংকলার ডিফ্লেক্টরের মধ্যে কমপক্ষে ৪৬০ মিমি (১৮ ইঞ্চি) ক্লিয়ারেন্স থাকতে হবে।
NFPA 13 Design, Installation and Maintenance 8.6.5

৭১) অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম টেস্টিং এবং মেইনটেন্যান্স কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হয়?
উত্তর: NFPA 25 অনুযায়ী অটোমেটিক স্প্রিংকলার সিস্টেমের টেস্টিং এবং মেইনটেন্যান্স করতে হবে।
NFPA 25 Inspection, Testing and Maintenance 4.1

৭২) Exit Access Corridor এর অকিউপেন্সি লোড কত হলে সেখানে ফায়ার রেজিস্টেন্স সেপারেটেড ওয়াল এবং অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম এর প্রয়োজন হবে?
উত্তর: যদি অকিউপেন্সি লোড ৩০ জনের বেশি হয়।
NFPA 101 Means of Egress 7.5

৭৩) Hot Work Permit এর জন্য কোন স্ট্যান্ডার্ড কে ফলো করা হয়?
উত্তর: NFPA 51B অনুযায়ী Hot Work Permit পরিচালনা করতে হবে।
NFPA 51B Hot Work Safety 4.3

৭৪) Single Line Diagram (SLD) এ কোন কোন বিষয়গুলো দেখাতে হবে?
উত্তর: SLD তে পাওয়ার ডিস্ট্রিবিউশন পথ, সুইচগিয়ার, সুইচবোর্ড, প্যানেল বোর্ড, MCC, ফিউজ, সার্কিট ব্রেকার, অটোমেটিক ট্রান্সফার সুইচ, এবং কন্টিনিউয়াস কারেন্ট রেটিং দেখাতে হবে।
NEC 70 Electrical Design 110.9
ফায়ার সেফটি এবং কমপ্লায়েন্স অনুশীলন ৮

৭৫) সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডস (SDB) এর সেইফটি নিশ্চিত করতে নির্দেশনা কি কি?
উত্তর:

সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোর কেসিং dust-proof এবং vermin-proof হতে হবে।

Sheet steel ব্যবহার করে নির্মাণ করতে হবে যা কমপক্ষে ২০ SWG পুরু হবে।

সমস্ত লাইভ পার্টসকে অ-দাহ্য উপাদান দিয়ে ঢেকে রাখতে হবে।

বোর্ডগুলোর অপারেশন নিরাপদ হতে হবে এবং শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে হবে।
কোড: NEC 70, Electrical Safety 110.16

৭৬) শিল্প কলকারখানায় সবচেয়ে বেশি ঘটিত ৩টি বৈদ্যুতিক ঝুঁকি কি কি হতে পারে?
উত্তর:

নিম্ন মানের ও ত্রুটিযুক্ত বৈদ্যুতিক সংযোগ, যেমন পুরাতন তার, মেঝেতে পড়ে থাকা অনাবৃত তার এবং মেশিনের উপর ঝুলে থাকা তার।

লাইভ ওয়্যার্স - অনাবৃত বৈদ্যুতিক তার এবং গ্রাউন্ডেড নয় এমন খোলা তার।

বৈদ্যুতিক আউটলেট এবং বক্সগুলোতে অতিরিক্ত লোড।
কোড: NFPA 70E, Electrical Hazards 110.4

৭৭) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে?
উত্তর: বছরে ১ বার। বিধি-৬৮ (৫)
কোড: OSHA 1910, Occupational Health 1910.1020

৭৮) শিল্প কলকারখানায় স্থাপিত বয়লার এর ক্ষেত্রে হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা বলতে কি বুঝায়?
উত্তর: হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে চাপবাহী বিভিন্ন ভেসেল যেমন - পাইপলাইন, গ্যাস সিলিন্ডার, বয়লার এবং জ্বালানী ট্যাঙ্কগুলি শক্তি এবং লিকেজ পরীক্ষা করা হয়।
কোড: ASME, Boiler Safety 4.3.1

৭৯) ডেড লোড এবং লাইভ লোড বলতে কি বুঝায়?
উত্তর:

ডেড লোড: বিল্ডিং এর কাঠামোর উপর স্থায়ীভাবে চাপানো লোডই হলো ডেড লোড। যেমন - ছাদ, বীম, দেয়াল, কলাম, স্থায়ী যন্ত্রপাতি ইত্যাদি।

লাইভ লোড: কাঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লোডকে লাইভ লোড বলে। যেমন - কাটিং ফ্লোরে ফেব্রিক্স রাখা ইত্যাদি।
কোড: ASCE 7, Load Combinations 2.2

৮০) DCP বা ড্রাই কেমিক্যাল পাওডার টাইপ অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে অগ্নি নির্বাপন করার পদ্ধতিকে কি বলে?
উত্তর: পয়জনিং দি ফ্লেম (Poisoning the Flame)
কোড: NFPA 10, Fire Extinguishing Agents 5.1

৮১) শিল্প কলকারখানায় অগ্নি মহড়ার কতদিন পূর্বে সংশ্লিষ্ট পরিদর্শক ও ফায়ার স্টেশনকে লিখিত জানাতে হবে?
উত্তর: ১৫ দিন পূর্বে।
কোড: RSC Fire Safety Manual 5.5.4

৮২) হয়েস্ট/লিফট কত দিন পরপর পরীক্ষা করতে হবে?
উত্তর: প্রতি ছয় মাসে অন্তত ১ বার পরীক্ষা করতে হবে।
কোড: NFPA 101 8.6.2

৮৩) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে?
উত্তর: বছরে ১ বার।
কোড: Labour Laws 6.1.2

৮৪) আরএমজি বিল্ডিং এর জন্য সর্বোচ্চ ট্রাভেল ডিস্ট্যান্স কত হতে হবে?
উত্তর: ৪৫ মিটার।
কোড: NFPA 101 7.5.2

৮৫) ফায়ার এলার্ম ইন্সটলেশন ও টেস্টিং কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে?
উত্তর: NFPA 72
কোড: NFPA 72 10.1.1

৮৬) স্ট্যান্ডপাইপ সিস্টেমের পানির প্রেসার কত থাকতে হবে?
উত্তর: 450 kPa (65 psi)
কোড: NFPA 14 5.2.2

৮৭) স্প্রিংকলার সিস্টেমের কে-ফ্যাক্টর কত হতে হবে?
উত্তর: k 11.2 or Larger
কোড: NFPA 13 6.2.3

৮৮) স্প্রিংকলার সিস্টেম স্থাপন করা হলে উক্ত বিল্ডিংয়ে স্প্রিংকলার ডিফ্লেক্টর থেকে স্টোরেজ ক্লিয়ারেন্স কত থাকতে হবে?
উত্তর: 460 mm (18 inch)
কোড: NFPA 13 8.5.1

৮৯) আরএমজি বিল্ডিংয়ের জন্য পোর্টেবল ফায়ার ইক্সটিংগুইসার (১৮.১৪ কেজি) এর মাউন্টিং হাইট ফ্লোর থেকে কত হতে হবে?
উত্তর: ১.৫৩ মিটার (৫ ফিট) ফ্লোর থেকে উপরে।
কোড: NFPA 10 6.1.3

১০৩) কোন ধরনের ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম ইনস্টলেশন বাধ্যতামূলক?
উত্তর: ২০,০০০ স্কয়ার ফিটের উপরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম বাধ্যতামূলক।
BNBC 2020 P4, C3, S5.1


৯০) পোর্টেবল ফায়ার ইক্সটিংগুইসার ইন্সপেকশন কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে?
উত্তর: NFPA 10
NFPA 10, Fire Extinguisher Inspections, 7.1.3

৯১) সকল Exit Doors কি প্যানিক হার্ডওয়্যার (পুশ বার) সিস্টেম হতে হবে?
উত্তর: আরএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেখানে ৪৯ জন এর বেশি লোক কাজ করলেই সেখানে সকল Exit Doors এ প্যানিক হার্ডওয়্যার (পুশ বার) সিস্টেম হতে হবে।
NFPA 101, Exit Doors, 7.2.1

৯২) বয়লার রুম বা ফার্নেস রুম যদি মেইন ভবনের বাহিরে হয় বা দূরে হয় তবে কি ফায়ার রেজিস্টেন্স দেয়াল প্রয়োজন হবে?
উত্তর: বয়লার বা ফার্নেস রুম, যেগুলি অন্য কোন দখলকৃত স্থান থেকে কমপক্ষে ১ ঘন্টা আলাদা করা উচিত অথবা ভবনের বাইরে থাকলে ৩ মিটার (১০ ফুট) স্পেশিয়াল সেপারেশন প্রয়োজন হবে।
RSC Fire Safety Manual, Boiler Rooms, 3.4.2

৯৩) ইলেকট্রিক্যাল ডিবি রুম বা প্যানেল বোর্ড রুমের জন্য কত ঘন্টা ফায়ার রেটেড ওয়াল ও ফায়ার রেটেড ডোর প্রয়োজন হবে?
উত্তর: ২ ঘন্টার ফায়ার রেটেড ওয়াল ও ১.৫ ঘন্টার ফায়ার রেটেড ডোর দিতে হবে।
RSC Fire Safety Manual, Electrical Rooms, 4.3.1

৯৪) আরএমজি বিল্ডিং এর জন্য পোর্টেবল ফায়ার এক্সটিংগুইসার এর ওজন যদি ১৮.১৪ কেজি এর উপরে হয় তবে ফ্লোর থেকে Mounting height কত হতে হবে?
উত্তর: ১.০৭ মিটার
NFPA 10, Fire Extinguisher Installation, 6.1.3.8

৯৫) বহুতল ভবনের ছাদের যাওয়ার জন্য যে দরজা থাকে সেখানে ফায়ার ডোর স্থাপনের প্রয়োজন হবে কি?
উত্তর: সাধারণত প্রয়োজন হবে না, তবে সেখানে সুইং টাইপ দরজা অবশ্যই দিতে হবে। যদি ছাদে কোন অকিউপ্যান্সি থাকে তবে ফায়ার ডোর প্রয়োজন হবে।
RSC Technical Guidelines, Roof Access, 4.5.4

৯৬) গার্মেন্টস প্রডাকশন ফ্লোরে কি মিনি বয়লার স্থাপন করা যাবে? এ সংক্রান্ত বিধান কি?
উত্তর: মিনি বয়লার প্রডাকশন ফ্লোরে একটি আলাদা কক্ষে স্থাপন করা যাবে। দেওয়াল নির্মাণ হতে হবে ১ ঘণ্টা ফায়ার রেটেড এবং উন্মুক্ত অংশগুলোতে ০.৭৫ ঘণ্টা ফায়ার রেটেড এসেম্বলি থাকতে হবে।
RSC Fire Safety Manual, Boilers, 5.3.2



১০৪) একটি বাণিজ্যিক ভবনে কতটা নিরাপত্তা রোডের ব্যবস্থা থাকতে হবে?
উত্তর: প্রতিটি বাণিজ্যিক ভবনের জন্য নিরাপত্তা রোডের প্রস্থ কমপক্ষে ৩ মিটার হওয়া উচিত।
BNBC 2020 P4, C3, S3.2

১০৫) কিভাবে একটি ভবনের প্লাম্বিং সিস্টেম সঠিকভাবে ইনস্টল করা যায়?
উত্তর: প্লাম্বিং সিস্টেমের জন্য সব পাইপলাইনের সংযোগ সঠিকভাবে সিল করতে হবে এবং প্রতিটি সিস্টেমের জন্য পরীক্ষণ নিশ্চিত করতে হবে।
BNBC 2020 P4, C2, S2.3

১০৬) প্রি-ফেব্রিকেটেড টিন শেড বিল্ডিং এর জন্য ফায়ার ডোর প্রয়োজন হবে কি?
উত্তর: যদি শেডটি শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত হয়, তবে কোনো ফায়ার ডোর স্থাপনের প্রয়োজন নেই।
NFPA 101 P5, C5, S5.5.2

১০৭) ফায়ার পাম্প সিস্টেম টেস্টিং এবং কমিশনিং এর জন্য কোন ডকুমেন্টস প্রস্তুত রাখতে হয়?
উত্তর:
১) ফায়ার পাম্প টেস্ট রিপোর্ট প্রস্তুত এবং সাইটে থাকা প্রয়োজন।
২) অরিজিনাল বিল্ডিং ড্রয়িংস সাইটে থাকা প্রয়োজন।
৩) যন্ত্রপাতি তথ্য পত্র এবং লিস্টিং তথ্য সাইটে থাকা প্রয়োজন।
৪) সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি তৃতীয় পক্ষের সনদসহ সাইটে থাকা প্রয়োজন।
৫) ম্যানুফ্যাকচারারের ফায়ার পাম্প টেস্ট কার্ভ সাইটে থাকা প্রয়োজন।
NFPA 20 P9, C3, S9.3.3

১০৮) ইমারজেন্সি লাইটিং সিস্টেম কতদিন পর পর ফাংশনাল টেস্ট করতে হয়?
উত্তর: ৩০ দিন অন্তর অন্তর কমপক্ষে ৩০ সেকেন্ড ফাংশনাল টেস্ট করতে হবে।
NFPA 101 P7, C9, S7.9.2

১০৯) ফায়ার ডোর নির্বাচনের সময় কোন কোন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে?
উত্তর:
১) ফায়ার ডোর UL অথবা FM অথবা অন্য কোন recognized third-party certification agency দ্বারা সনদপ্রাপ্ত হতে হবে।
২) ফায়ার ডোর RSC Technical Guidelines, NFPA 252, BS 476 part 22, EN 1634-1, GB 12955-2008 স্ট্যান্ডার্ডগুলির সাথে সম্মত হতে হবে।
NFPA 252 P4, C2, S4.2.1

১১০) ওয়্যার হাউজ বা স্টোরেজ এরিয়ার জন্য মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে?
উত্তর: ৪৫ মিনিট হতে হবে।
NFPA 101 P8, C3, S8.3.2

১১১) ৭-তলা বিশিষ্ট কোন ভবনের সিড়ির জন্য ফায়ার ডোর এর মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে?
উত্তর: ১.৫ ঘন্টা হতে হবে।
NFPA 101 P10, C5, S10.5.3

১১২) সিড়ির রেলিং এর প্রস্থ কত হলে উভয় দিকে হ্যান্ড রেইল থাকতে হবে?
উত্তর: ১.১৫ মিটার বা ৩.৭৭ ফিট।
NFPA 101 P7, C2, S7.2.2.3

১১৩) প্রতিটি ফ্লোরের জানালা কেমন রাখতে হবে অগ্নি দুর্ঘটনায় অবতরণের জন্য?
উত্তর: প্রতিটি ফ্লোরের নূন্যতম একটি গ্রীলবিহীন জানালা থাকবে যা কব্জাসংযুক্ত হবে এবং যেটি জরুরি প্রয়োজনে খুলে লেডার বা দড়ির মই দিয়ে নিচে নামা যাবে এবং নিচ তলায় শক্ত দড়ির জাল সংরক্ষণ করা থাকবে।
NFPA 101 P5, C3, S5.3.5

১১৪) একটি গারমেন্টস এ শ্রমিক সংখ্যা ৪০০০ জন, যেখানে ১৪০০ জন মহিলা শ্রমিক আছে। ঐ কারখানায় সেইফটি কমিটিতে কতজন মহিলা সদস্য থাকতে হবে?
উত্তর: শ্রম বিধিমালা ২০১৫ এর বিধি-৮১, উপবিধি-১২ অনুযায়ী, কমপক্ষে এক-তৃতীয়াংশ মহিলা শ্রমিক থাকিলে, কমপক্ষে এক-তৃতীয়াংশ মহিলা প্রতিনিধি মনোনীত করতে হবে। সেক্ষেত্রে, ৪০০০ জন শ্রমিকের মধ্যে ০.৩৩% হিসাবে কমপক্ষে ৪ জন মহিলা সদস্য মনোনীত করতে হবে।
Labour Laws P8, C1, S8.1.2

১০৩) কোন ধরনের ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম ইনস্টলেশন বাধ্যতামূলক?
উত্তর: ২০,০০০ স্কয়ার ফিটের উপরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম বাধ্যতামূলক।
BNBC 2020 P4, C3, S5.1

১০৪) একটি বাণিজ্যিক ভবনে কতটা নিরাপত্তা রোডের ব্যবস্থা থাকতে হবে?
উত্তর: প্রতিটি বাণিজ্যিক ভবনের জন্য নিরাপত্তা রোডের প্রস্থ কমপক্ষে ৩ মিটার হওয়া উচিত।
BNBC 2020 P4, C3, S3.2

১০৫) কিভাবে একটি ভবনের প্লাম্বিং সিস্টেম সঠিকভাবে ইনস্টল করা যায়?
উত্তর: প্লাম্বিং সিস্টেমের জন্য সব পাইপলাইনের সংযোগ সঠিকভাবে সিল করতে হবে এবং প্রতিটি সিস্টেমের জন্য পরীক্ষণ নিশ্চিত করতে হবে।
BNBC 2020 P4, C2, S2.3

১০৬) প্রি-ফেব্রিকেটেড টিন শেড বিল্ডিং এর জন্য ফায়ার ডোর প্রয়োজন হবে কি?
উত্তর: যদি শেডটি শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত হয়, তবে কোনো ফায়ার ডোর স্থাপনের প্রয়োজন নেই।
NFPA 101 P5, C5, S5.5.2

১০৭) ফায়ার পাম্প সিস্টেম টেস্টিং এবং কমিশনিং এর জন্য কোন ডকুমেন্টস প্রস্তুত রাখতে হয়?
উত্তর:
১) ফায়ার পাম্প টেস্ট রিপোর্ট প্রস্তুত এবং সাইটে থাকা প্রয়োজন।
২) অরিজিনাল বিল্ডিং ড্রয়িংস সাইটে থাকা প্রয়োজন।
৩) যন্ত্রপাতি তথ্য পত্র এবং লিস্টিং তথ্য সাইটে থাকা প্রয়োজন।
৪) সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি তৃতীয় পক্ষের সনদসহ সাইটে থাকা প্রয়োজন।
৫) ম্যানুফ্যাকচারারের ফায়ার পাম্প টেস্ট কার্ভ সাইটে থাকা প্রয়োজন।
NFPA 20 P9, C3, S9.3.3

১০৮) ইমারজেন্সি লাইটিং সিস্টেম কতদিন পর পর ফাংশনাল টেস্ট করতে হয়?
উত্তর: ৩০ দিন অন্তর অন্তর কমপক্ষে ৩০ সেকেন্ড ফাংশনাল টেস্ট করতে হবে।
NFPA 101 P7, C9, S7.9.2

১০৯) ফায়ার ডোর নির্বাচনের সময় কোন কোন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে?
উত্তর:
১) ফায়ার ডোর UL অথবা FM অথবা অন্য কোন recognized third-party certification agency দ্বারা সনদপ্রাপ্ত হতে হবে।
২) ফায়ার ডোর RSC Technical Guidelines, NFPA 252, BS 476 part 22, EN 1634-1, GB 12955-2008 স্ট্যান্ডার্ডগুলির সাথে সম্মত হতে হবে।
NFPA 252 P4, C2, S4.2.1

১১০) ওয়্যার হাউজ বা স্টোরেজ এরিয়ার জন্য মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে?
উত্তর: ৪৫ মিনিট হতে হবে।
NFPA 101 P8, C3, S8.3.2

১১১) ৭-তলা বিশিষ্ট কোন ভবনের সিড়ির জন্য ফায়ার ডোর এর মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে?
উত্তর: ১.৫ ঘন্টা হতে হবে।
NFPA 101 P10, C5, S10.5.3

১১২) সিড়ির রেলিং এর প্রস্থ কত হলে উভয় দিকে হ্যান্ড রেইল থাকতে হবে?
উত্তর: ১.১৫ মিটার বা ৩.৭৭ ফিট।
NFPA 101 P7, C2, S7.2.2.3

১১৩) প্রতিটি ফ্লোরের জানালা কেমন রাখতে হবে অগ্নি দুর্ঘটনায় অবতরণের জন্য?
উত্তর: প্রতিটি ফ্লোরের নূন্যতম একটি গ্রীলবিহীন জানালা থাকবে যা কব্জাসংযুক্ত হবে এবং যেটি জরুরি প্রয়োজনে খুলে লেডার বা দড়ির মই দিয়ে নিচে নামা যাবে এবং নিচ তলায় শক্ত দড়ির জাল সংরক্ষণ করা থাকবে।
NFPA 101 P5, C3, S5.3.5

১১৪) একটি গারমেন্টস এ শ্রমিক সংখ্যা ৪০০০ জন, যেখানে ১৪০০ জন মহিলা শ্রমিক আছে। ঐ কারখানায় সেইফটি কমিটিতে কতজন মহিলা সদস্য থাকতে হবে?
উত্তর: শ্রম বিধিমালা ২০১৫ এর বিধি-৮১, উপবিধি-১২ অনুযায়ী, কমপক্ষে এক-তৃতীয়াংশ মহিলা শ্রমিক থাকিলে, কমপক্ষে এক-তৃতীয়াংশ মহিলা প্রতিনিধি মনোনীত করতে হবে। সেক্ষেত্রে, ৪০০০ জন শ্রমিকের মধ্যে ০.৩৩% হিসাবে কমপক্ষে ৪ জন মহিলা সদস্য মনোনীত করতে হবে।
Labour Laws P8, C1, S8.1.2

১১৫) শিশু কক্ষের অবস্থানরত প্রত্যেক শিশুর জন্য মেঝের পরিমাণ কমপক্ষে কত হতে হবে? উত্তর: কমপক্ষে ৬০০ বর্গ সেন্টিমিটার। রেফারেন্স: Building Safety Code P6, C5, S6.5.3 ১১৬) Exit Sign-এর লেটারগুলির প্রস্থ (width) কমপক্ষে কত হতে হবে? উত্তর: কমপক্ষে ১৫০ মি.মি। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.10.1.5.1 ১১৭) Exit Sign ফায়ার ডোর বা ডোর থেকে কত দূরত্বে স্থাপন করা যাবে? উত্তর: ডোর ফ্রেম থেকে ১০০ মি.মি এর মধ্যে। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.10.1.6 ১১৮) Exit Sign-এর পাওয়ার ব্যাক-আপ কমপক্ষে কতক্ষণ থাকতে হবে? উত্তর: কমপক্ষে ৯০ মিনিট ব্যাক-আপ থাকতে হবে। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.9.2.1 ১১৯) ওয়্যারহাউজ এবং স্টোরেজ এরিয়ার জন্য ফায়ার ডোরের মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে? উত্তর: মিনিমাম ৪৫ মিনিট। রেফারেন্স: NFPA 80, 2019 Edition, Section 4.4.1.1 ১২০) ফায়ার ডোর কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী কমপ্লায় করতে হয়? উত্তর: RSC Technical Guidelines (Standard), NFPA 252, BS 476 Part 22, EN 1634-1, GB 12955-2008 ইত্যাদি। রেফারেন্স: NFPA 80, 2019 Edition, Section 4.3.1 ১২১) ইমারজেন্সি লাইটিং সিস্টেম কতদিন পর পর এবং কতক্ষণ যাবৎ টেস্ট করতে হবে? উত্তর: ৩০ দিন অন্তর অন্তর এবং কমপক্ষে ৩০ সেকেন্ড। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.9.3.1.1 ১২২) ফায়ার এলার্ম প্যানেলের জন্য কত ভোল্টের ডেডিকেটেড সার্কিট থাকতে হয়? উত্তর: Dedicated 220V AC ব্রাঞ্চ সার্কিট থাকতে হয়। রেফারেন্স: NFPA 72, 2019 Edition, Section 10.3.5 ১২৩) ফায়ার এলার্মের নোটিফিকেশন ডিভাইসের মিনিমাম সাউন্ড প্রেশার লেভেল কত থাকতে হবে? উত্তর: অ্যাম্বিয়েন্ট নয়েজ লেভেলের উপরে মিনিমাম ১৫ ডেসিবেল (dBA) সাউন্ড প্রেশার লেভেল থাকতে হবে। রেফারেন্স: NFPA 72, 2019 Edition, Section 18.4.1 ১২৪) একটি স্প্রিংকলারের কয়টি কমপোনেন্ট থাকে? কী কী? উত্তর: ৫ টি। যথা: ফ্রেম, থ্রেডেড ইনলেট, সিলিং অ্যাসেম্বলি (প্লাগ বা গ্লাস বাল্ব), হিট-সেনসিটিভ এলিমেন্ট (গ্লাস বাল্ব বা ফিউজেবল লিংক), এবং ডিফ্লেক্টর। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.1 ১২৫) স্প্রিংকলারের আইডেন্টিফিকেশন নাম্বার (SIN) বলতে কী বোঝায়? উত্তর: স্প্রিংকলারের আইডেন্টিফিকেশন নাম্বার (SIN) হলো প্রস্তুতকারকের দ্বারা নির্ধারিত একটি ইউনিক কোড, যা স্প্রিংকলারের মডেল, কে-ফ্যাক্টর, প্রেসার রেটিং, এবং অন্যান্য বৈশিষ্ট্য নির্দেশ করে। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.2 ১২৬) অটোমেটিক স্প্রিংকলারের থার্মাল সেনসিটিভিটি বলতে কী বোঝায়? উত্তর: এটি স্প্রিংকলারের তাপীয় উপাদান কত দ্রুত তাপের প্রতিক্রিয়া করে তা পরিমাপ করে, যা রেসপন্স টাইম ইনডেক্স (RTI) দ্বারা নির্ধারিত হয়। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.3 ১২৭) যেক্ষেত্রে বিধি অনুযায়ী গোসলখানার প্রয়োজন হয়, সেই প্রতিষ্ঠানের প্রতিদিন গোসল উপযোগী প্রতিজন ব্যক্তির জন্য কমপক্ষে কত লিটার পানির সরবরাহ করতে হবে? উত্তর: কমপক্ষে ৮ লিটার পানি সরবরাহ করতে হবে। রেফারেন্স: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫, বিধি ৬৫ ১২৮) বয়লার পরিচালনার লাইসেন্সপ্রাপ্ত ব্যতীত কোন ব্যক্তি বয়লার পরিচালনা করলে তার শাস্তির বিধান কী? উত্তর: অনধিক ২ লক্ষ টাকা জরিমানা বা অনধিক ২ বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। রেফারেন্স: বাংলাদেশ বয়লার আইন, ২০২০ (Section 6)

টেক্সটাইল ইন্ডাস্ট্রির ফায়ার সেফটি এবং কমপ্লায়েন্স সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ফায়ার সেফটি এবং কমপ্লায়েন্স সম্পর্কিত প্রশ্ন ও উত্তর 
১) বহুতল ভবনের কোন ফ্লোরে যদি অকিউপেন্সির সংখ্যা ১০০০ হয়, তবে জরুরী নির্গমন সিঁড়ি কয়টি প্রয়োজন হবে?
(উত্তর) ৩টি।
NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress 7.5.1

২) কত বর্গমিটারের জন্য ০১ টি হোজরিল স্থাপন করতে হবে?
(উত্তর) ৮৩৫ বর্গমিটার।
NFPA 14, Standard for the Installation of Standpipe and Hose Systems 7.1.1

৩) কারখানার অভ্যন্তরে বহির্গমন দরজার সঙ্গে সংযোগকারী গ্যাংওয়ে সমূহের পাশ নূন্যতম কত ফুট জায়গা সংরক্ষিত রাখতে হবে?
(উত্তর) ৬ ফুট।
NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress 7.3.2.1

৪) কত ফুট এলাকার জন্য ০১ টি অটোমেটেড স্প্রিংকলার সিস্টেম স্থাপন করতে হবে?
(উত্তর) ১০০ বর্গফুট।
NFPA 13, Standard for the Installation of Sprinkler Systems 8.3.4

৫) অগ্নি নির্বাপনের জন্য ভূ’গর্ভস্থ পাকা জলাধারের ধারণক্ষমতা কত হতে হবে?
(উত্তর) ৫০০০০ গ্যালন।
NFPA 22, Standard for Water Tanks for Private Fire Protection 4.3.1

ধোঁয়া বা ক্ষতিকর ধোঁয়ার কোন উৎস হতে কত মিটার দূরত্বের মধ্যে কোন ক্যান্টিন ভবন স্থাপন করা যাবে না।
(উত্তর) ১৫ মিটার।
NFPA 85, Boiler and Combustion Systems Hazards Code 6.3.2.1

৭) শিশু যত্ন কেন্দ্র এ অবস্থানরত প্রত্যেক শিশুর জন্য মেঝের/জায়গার পরিমাণ কমপক্ষে কত বর্গফুট হইতে হইবে?
(উত্তর) ২০ বর্গফুট।
NFPA 101, Life Safety Code, Chapter 18 - Residential Board and Care Occupancies 18.7.3.2

৮) যেসব শ্রমিকের কাজের দরূন ক্ষতিকর বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসতে হয়, তাদের জন্য ব্যবহারের উদ্দেশ্যে কত জন লোকের জন্য ১ টি করিয়া ট্যাপ স্থাপন করতে হয়?
(উত্তর) ১৫ জন।
OSHA 1910.141(c)(2)(ii)

৯) একজন শ্রমিক ৮ ঘন্টা কাজ করিলে তাকে কতক্ষণ বিশ্রাম দিতে হবে?
(উত্তর) ২ দফা বিরতি।
OSHA 1910.141(c)(2)(ii)

১০) পাঁচ তলা বিশিষ্ট একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানে তৃতীয় তলায় অগ্নিকান্ড সংগঠিত হলে ইভাকুয়েশন পদ্ধতি অনুযায়ী প্রথমে কোন তলার লোককে বের করতে হবে?
(উত্তর) ৩য় তলার লোক। NFPA 101, Life Safety Code 10.5.2

১১) ফায়ার সার্ভিস বিধিমালা অনুযায়ী কারখানার ফ্লোরের উভয় পার্শ্বে কত মিটার হোজ পাইপ সংরক্ষণ করতে হবে?
(উত্তর) ৩০ মিটার। NFPA 14, Standard for the Installation of Standpipe and Hose Systems 6.3.1

১২) কোন সিড়ির অরক্ষিত বহির্মুখ (Non-Rated Wall) যদি বিল্ডিং এর অপর কোন অংশের সাথে ১৮০ ডিগ্রী কোণে যুক্ত বা উন্মুক্ত হয় তবে উক্ত অরক্ষিত বহিমুখ থেকে কত মিলিমিটার এর মধ্যে এক্সটেরিওর ওয়াল (Exterior Wall) দিতে হবে? এক্সটেরিওর ওয়াল কত ঘন্টা ফায়ার রেটেড হতে হবে?
(উত্তর) ৩০৫০ মিলিমিটার এবং ১ ঘন্টা ফায়ার রেটেড।
NFPA 101, Life Safety Code, Chapter 7 7.4.3

১৩) পোশাকশিল্প কারখানার কত বর্গ মিটার ক্ষেত্রফলের বেশি ফ্লোরের ক্ষেত্রে স্ট্যান্ড পাইপ ব্যবস্থা অথবা স্বয়ংক্রিয় স্প্রিংকলার সিস্টেম রাখতে হবে?
(উত্তর) ৭৫০ বর্গ মিটার।
NFPA 13, Standard for the Installation of Sprinkler Systems 8.1.3

১৪) দাহ্য পদার্থ (কাগজ, সুতা, তুলা, পাট, গ্রন্থাগার) সংরক্ষনের ওয়্যার হাউজ ৬ তলার অধিক অথবা ২০ মিটারের অধিক উচ্চতা সম্পন্ন ভবনে কি ধরনের হুশিয়ারি সংকেতের ব্যবস্থা থাকতে হবে?
(উত্তর) স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল উভয় ধরনের হুশিয়ারি সংকেত। NFPA 72, National Fire Alarm and Signaling Code 10.3.3

১৬) এ্যাড্রেসেবল ফায়ার এলার্ম সিস্টেম এর সাথে কি কি সংযুক্ত থাকে?
(উত্তর) ফায়ার ডোর, এগজাস্ট ফ্যান, ফায়ার এলার্ম, লিফট ইত্যাদি।
NFPA 72, National Fire Alarm and Signaling Code 10.5.2

১৭) হাইড্রেন্ট এর জন্য প্রধানত কয়টি পাম্প এর প্রয়োজন হয়? এবং কি কি?
(উত্তর) ৩টি, ক. মেইন ইলেকট্রিক ফায়ার পাম্প,
খ. জকি পাম্প,
গ. ডিজেল পাম্প বা স্টান্ড বাই ইঞ্জিন চালিত পাম্প।
NFPA 20, Standard for the Installation of Stationary Pumps for Fire Protection 4.3.1

১৮) গার্মেন্টস শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতি ফ্লোরে কয়টি লক কাটার রাখতে হবে?
(উত্তর) ন্যূনতম ১টি করে।
NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress 7.4.2

১৯) বন্ডেড ওয়্যারহাউজ বা গুদাম ঘরে কতটুকু উচ্চতায় কার্টুন বা মালামাল রাখা যাবে?
(উত্তর) ৬ ফুট।
NFPA 13, Standard for the Installation of Sprinkler Systems 8.5.5

২০) শিল্প কল-কারখানায় বৈদ্যুতিক ওয়্যারিং এর জন্য যে বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়, সেগুলোর ইনসুলেশনের প্রতিরোধ (R-Value) কত হতে হবে?
(উত্তর) R-Value ৮০০ এর নীচে নয়।
NFPA 70, National Electrical Code (NEC) 310.15(B)(16)

২১) কারখানার সামনে কত ফুট প্রশস্ত রাস্তা থাকতে হবে? (উত্তর) ১৮ ফিট। NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২২) গার্মেন্টস শিল্প কারখানায় সংরক্ষিত ২ টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে সর্বাধিক দূরত্ব কত মিটার হবে? (উত্তর) সবার্চ্চ ৩০ মিটার। NFPA 10, Standard for Portable Fire Extinguishers

২৩) প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকক্ষে তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে? (উত্তর) তাপমাত্রা শ্রমিকদের স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং সহনীয় অবস্থায় থাকতে হবে। OSHA 29 CFR 1910.141(b)(2)(ii)

২৪) শিল্প কলকারখানায় কত দূরত্বে হাইড্রেন্ট পয়েন্ট বসাতে হয়? 
উত্তর - ৯০ মিঃ - ১৮০ মিটারের মধ্যে থাকতে হবে। গাড়ি পার্কিং এরিয়া থেকে ১৫ ফিট এবং ইমারত থেকে ৬ ফিট দূরত্বে থাকতে হবে। NFPA 24, Standard for the Installation of Private Fire Service Mains and Their Appurtenances

২৫) Factory Lay Out এবং Floor Lay Out Plan এর FAR শব্দটির পূর্ণরূপ কি? 
(উত্তর) Floor Area Ratio (FAR) Building Code - International Building Code (IBC)

২৬) ACCORD Standard অনুযায়ী Means of Egress এর কয়টি অংশ থাকে কি কি? 
(উত্তর) ৩টি (Exit Access, Exit & Exit Discharge) (কোড): NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২৭) বয়লার যদি ৫০০ কেজি এর নীচে হয় তবে কি এটি উপরের ফ্লোরে স্থাপন করা যাবে? 
(উত্তর) যাবে, তবে বয়লার রুমটি ফায়ার রেটেড কন্সট্রাকশন দিয়ে পৃথক হতে হবে, স্থাপনের পূর্বে কলাম স্ট্রাকচারাল এর লোড ক্যাপাসিটি চেক করে নিতে হবে। (কোড): NFPA 85, Boiler and Combustion Systems Hazards Code

২৮) Occupancy Load কত হলে সকল বহির্গমন দরজায় পুশ বার সিস্টেম হতে হবে? 
(উত্তর) ৫০ জনের বেশি হলে। NFPA 101, Life Safety Code

২৯) জেনারেটর ও ট্রান্সফরমার রুমের জন্য কত রেটিং এর ফায়ার ডোর লাগাতে হবে? 
(উত্তর) ২-৩ ঘন্টা ফায়ার রেটেড।
(কোড): NFPA 110, NFPA 80, NFPA 101

৩০) CO2 Type Fire Extinguisher এর সর্বোচ্চ কত দূরত্বে থেকে অপারেট করা যায়? অর্থাৎ এই অগ্নী নির্বাপনী যন্ত্রের Max Effective Distance কত? (উত্তর) ৩ মিটার (Max) - NFPA 10




১৬) এ্যাড্রেসেবল ফায়ার এলার্ম সিস্টেম এর সাথে কি কি সংযুক্ত থাকে?
(উত্তর) ফায়ার ডোর, এগজাস্ট ফ্যান, ফায়ার এলার্ম, লিফট ইত্যাদি।
NFPA 72, National Fire Alarm and Signaling Code 10.5.2

১৭) হাইড্রেন্ট এর জন্য প্রধানত কয়টি পাম্প এর প্রয়োজন হয়? এবং কি কি?
(উত্তর) ৩টি, ক. মেইন ইলেকট্রিক ফায়ার পাম্প,
খ. জকি পাম্প,
গ. ডিজেল পাম্প বা স্টান্ড বাই ইঞ্জিন চালিত পাম্প।
NFPA 20, Standard for the Installation of Stationary Pumps for Fire Protection 4.3.1

১৮) গার্মেন্টস শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতি ফ্লোরে কয়টি লক কাটার রাখতে হবে?
(উত্তর) ন্যূনতম ১টি করে।
NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress 7.4.2

১৯) বন্ডেড ওয়্যারহাউজ বা গুদাম ঘরে কতটুকু উচ্চতায় কার্টুন বা মালামাল রাখা যাবে?
(উত্তর) ৬ ফুট।
NFPA 13, Standard for the Installation of Sprinkler Systems 8.5.5

২০) শিল্প কল-কারখানায় বৈদ্যুতিক ওয়্যারিং এর জন্য যে বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়, সেগুলোর ইনসুলেশনের প্রতিরোধ (R-Value) কত হতে হবে?
(উত্তর) R-Value ৮০০ এর নীচে নয়।
NFPA 70, National Electrical Code (NEC) 310.15(B)(16)

২১) কারখানার সামনে কত ফুট প্রশস্ত রাস্তা থাকতে হবে? (উত্তর) ১৮ ফিট। NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২২) গার্মেন্টস শিল্প কারখানায় সংরক্ষিত ২ টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে সর্বাধিক দূরত্ব কত মিটার হবে? (উত্তর) সবার্চ্চ ৩০ মিটার। NFPA 10, Standard for Portable Fire Extinguishers

২৩) প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকক্ষে তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে? (উত্তর) তাপমাত্রা শ্রমিকদের স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং সহনীয় অবস্থায় থাকতে হবে। OSHA 29 CFR 1910.141(b)(2)(ii)

২৪) শিল্প কলকারখানায় কত দূরত্বে হাইড্রেন্ট পয়েন্ট বসাতে হয়? 
উত্তর - ৯০ মিঃ - ১৮০ মিটারের মধ্যে থাকতে হবে। গাড়ি পার্কিং এরিয়া থেকে ১৫ ফিট এবং ইমারত থেকে ৬ ফিট দূরত্বে থাকতে হবে। NFPA 24, Standard for the Installation of Private Fire Service Mains and Their Appurtenances

২৫) Factory Lay Out এবং Floor Lay Out Plan এর FAR শব্দটির পূর্ণরূপ কি? 
(উত্তর) Floor Area Ratio (FAR) Building Code - International Building Code (IBC)

২৬) ACCORD Standard অনুযায়ী Means of Egress এর কয়টি অংশ থাকে কি কি? 
(উত্তর) ৩টি (Exit Access, Exit & Exit Discharge) (কোড): NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২৭) বয়লার যদি ৫০০ কেজি এর নীচে হয় তবে কি এটি উপরের ফ্লোরে স্থাপন করা যাবে? 
(উত্তর) যাবে, তবে বয়লার রুমটি ফায়ার রেটেড কন্সট্রাকশন দিয়ে পৃথক হতে হবে, স্থাপনের পূর্বে কলাম স্ট্রাকচারাল এর লোড ক্যাপাসিটি চেক করে নিতে হবে। (কোড): NFPA 85, Boiler and Combustion Systems Hazards Code

২৮) Occupancy Load কত হলে সকল বহির্গমন দরজায় পুশ বার সিস্টেম হতে হবে? 
(উত্তর) ৫০ জনের বেশি হলে। NFPA 101, Life Safety Code

২৯) জেনারেটর ও ট্রান্সফরমার রুমের জন্য কত রেটিং এর ফায়ার ডোর লাগাতে হবে? 
(উত্তর) ২-৩ ঘন্টা ফায়ার রেটেড।
(কোড): NFPA 110, NFPA 80, NFPA 101

৩০) CO2 Type Fire Extinguisher এর সর্বোচ্চ কত দূরত্বে থেকে অপারেট করা যায়? অর্থাৎ এই অগ্নী নির্বাপনী যন্ত্রের Max Effective Distance কত? (উত্তর) ৩ মিটার (Max) - NFPA 10




১৬) এ্যাড্রেসেবল ফায়ার এলার্ম সিস্টেম এর সাথে কি কি সংযুক্ত থাকে?
(উত্তর) ফায়ার ডোর, এগজাস্ট ফ্যান, ফায়ার এলার্ম, লিফট ইত্যাদি।
NFPA 72, National Fire Alarm and Signaling Code 10.5.2

১৭) হাইড্রেন্ট এর জন্য প্রধানত কয়টি পাম্প এর প্রয়োজন হয়? এবং কি কি?
(উত্তর) ৩টি, ক. মেইন ইলেকট্রিক ফায়ার পাম্প,
খ. জকি পাম্প,
গ. ডিজেল পাম্প বা স্টান্ড বাই ইঞ্জিন চালিত পাম্প।
NFPA 20, Standard for the Installation of Stationary Pumps for Fire Protection 4.3.1

১৮) গার্মেন্টস শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতি ফ্লোরে কয়টি লক কাটার রাখতে হবে?
(উত্তর) ন্যূনতম ১টি করে।
NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress 7.4.2

১৯) বন্ডেড ওয়্যারহাউজ বা গুদাম ঘরে কতটুকু উচ্চতায় কার্টুন বা মালামাল রাখা যাবে?
(উত্তর) ৬ ফুট।
NFPA 13, Standard for the Installation of Sprinkler Systems 8.5.5

২০) শিল্প কল-কারখানায় বৈদ্যুতিক ওয়্যারিং এর জন্য যে বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়, সেগুলোর ইনসুলেশনের প্রতিরোধ (R-Value) কত হতে হবে?
(উত্তর) R-Value ৮০০ এর নীচে নয়।
NFPA 70, National Electrical Code (NEC) 310.15(B)(16)

২১) কারখানার সামনে কত ফুট প্রশস্ত রাস্তা থাকতে হবে? (উত্তর) ১৮ ফিট। NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২২) গার্মেন্টস শিল্প কারখানায় সংরক্ষিত ২ টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে সর্বাধিক দূরত্ব কত মিটার হবে? (উত্তর) সবার্চ্চ ৩০ মিটার। NFPA 10, Standard for Portable Fire Extinguishers

২৩) প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকক্ষে তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে? (উত্তর) তাপমাত্রা শ্রমিকদের স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং সহনীয় অবস্থায় থাকতে হবে। OSHA 29 CFR 1910.141(b)(2)(ii)

২৪) শিল্প কলকারখানায় কত দূরত্বে হাইড্রেন্ট পয়েন্ট বসাতে হয়? 
উত্তর - ৯০ মিঃ - ১৮০ মিটারের মধ্যে থাকতে হবে। গাড়ি পার্কিং এরিয়া থেকে ১৫ ফিট এবং ইমারত থেকে ৬ ফিট দূরত্বে থাকতে হবে। NFPA 24, Standard for the Installation of Private Fire Service Mains and Their Appurtenances

২৫) Factory Lay Out এবং Floor Lay Out Plan এর FAR শব্দটির পূর্ণরূপ কি? 
(উত্তর) Floor Area Ratio (FAR) Building Code - International Building Code (IBC)

২৬) ACCORD Standard অনুযায়ী Means of Egress এর কয়টি অংশ থাকে কি কি? 
(উত্তর) ৩টি (Exit Access, Exit & Exit Discharge) (কোড): NFPA 101, Life Safety Code, Chapter 7 - Means of Egress

২৭) বয়লার যদি ৫০০ কেজি এর নীচে হয় তবে কি এটি উপরের ফ্লোরে স্থাপন করা যাবে? 
(উত্তর) যাবে, তবে বয়লার রুমটি ফায়ার রেটেড কন্সট্রাকশন দিয়ে পৃথক হতে হবে, স্থাপনের পূর্বে কলাম স্ট্রাকচারাল এর লোড ক্যাপাসিটি চেক করে নিতে হবে। (কোড): NFPA 85, Boiler and Combustion Systems Hazards Code

২৮) Occupancy Load কত হলে সকল বহির্গমন দরজায় পুশ বার সিস্টেম হতে হবে? 
(উত্তর) ৫০ জনের বেশি হলে। NFPA 101, Life Safety Code

২৯) জেনারেটর ও ট্রান্সফরমার রুমের জন্য কত রেটিং এর ফায়ার ডোর লাগাতে হবে? 
(উত্তর) ২-৩ ঘন্টা ফায়ার রেটেড।
(কোড): NFPA 110, NFPA 80, NFPA 101

৩০) CO2 Type Fire Extinguisher এর সর্বোচ্চ কত দূরত্বে থেকে অপারেট করা যায়? অর্থাৎ এই অগ্নী নির্বাপনী যন্ত্রের Max Effective Distance কত? (উত্তর) ৩ মিটার (Max) - NFPA 10

৫৫) শিল্প কলকারখানায় জেনারেটর রুমের জন্য কী কী ফায়ার সেফটি নিশ্চিত করতে হয়?

উত্তর:
১. জেনারেটর গ্রাউন্ড ফ্লোরে আলাদা কক্ষে স্থাপন করতে হবে।
২. চারপাশের ওয়াল ৪ ঘণ্টা ফায়ার রেটেড হতে হবে।
৩. দরজা ২ ঘণ্টা ফায়ার রেটেড হতে হবে।
৪. জেনারেটরের ওপর অটো হাই-প্রেশার ওয়াটার স্প্রে প্রজেক্টর হেড স্থাপন করতে হবে।
৫. পর্যাপ্ত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট থাকতে হবে।

কোড: NFPA 37
অধ্যায়: Generator Safety 5.4.2

৫৬) RSC এর অডিটর কোন ফ্যাক্টরীর ফায়ার এলার্ম সিস্টেম এর টেস্টিং এবং কমিশনিং এর জন্য কোন কোন Documents গুলো অডিট করেন?

উওর: নিম্নোক্ত Documents গুলো অডিট করে থাকেন, যেমন-
1. ইনস্টলেশন সার্টিফিকেট এবং রেকর্ড অব কমপ্লিশন রয়েছে এবং সাইটে আছে
2. অনুমোদিত অ্যাজ-বিল্ট ড্রইংস সাইটে রয়েছে
3. পণ্য তথ্য শীট এবং লিস্টিং তথ্য সাইটে রয়েছে
4. সকল প্রয়োজনীয় যন্ত্রপাতির তৃতীয় পক্ষের সার্টিফিকেট রয়েছে কিনা, তা নিশ্চিত করা
5. অ্যাজ-বিল্ট ড্রইং অনুযায়ী ব্যাটারি ক্যালকুলেশন এবং ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন প্রদান করা হয়েছে কিনা
6. সঠিক ধরনের তার এবং কেবল প্রদান করা হয়েছে কিনা
7. কন্ট্রোল যন্ত্রপাতির ইনস্টলেশন ম্যানুয়াল সাইটে রয়েছে কিনা

কোড: NFPA 72, চাপটার: Fire Alarm Systems, রেফারেন্স নাম্বার: 10.5.1

৫৭) কোন গার্মেন্টস বহুতল ভবনে গ্রাউন্ড ফ্লোরে বৈদ্যুতিক সাব-স্টেশনের ট্রান্সফর্মার ও সুইচ গিয়ার রুম একসাথে স্থাপন করা যাবে?
উওর: বৈদ্যুতিক সাব-স্টেশনের ট্রান্সফর্মার ও সুইচ গিয়ার রুম আলাদাভাবে ওয়াল সেপারেশন দিয়ে করতে হবে।

কোড: NFPA 70, চাপটার: Electrical Installations, রেফারেন্স নাম্বার: 4.1.1

৫৮) বয়লার রুমের ওয়াল কত ঘন্টা ফায়ার রেটেড ওয়াল দিতে হয়?
উওর: ৪ ঘন্টা ফায়ার রেটেড।

কোড: NFPA 85, চাপটার: Boiler and Combustion Systems Hazards, রেফারেন্স নাম্বার: 6.2.1

৫৯) বন্ডেড ওয়্যারহাউজ এ পাশাপাশি দুটি র্যাকের মধ্যে কত জায়গা ফাঁকা রাখতে হবে?
উওর: ৩ ফুট।

কোড: NFPA 13, চাপটার: Sprinkler System Installation, রেফারেন্স নাম্বার: 8.7.2

৬০) শিল্প কল-কারখানার কোন ভবনের কোন ফ্লোরের উচ্চতা (মেঁঝে থেকে ছাদ) কত হওয়া প্রয়োজন?
উওর: ভবনের প্রত্যেক কক্ষের কোনটির উচ্চতা মেঝে হইতে কোন জায়গায় ছাদের নূন্যতম অংশের ৩.৬৫ মিটার কম হইতে পারিবে না।
কোড: RSC Technical Guidelines, চাপটার: Building Design and Construction, রেফারেন্স নাম্বার: 2.1.4

৬১) শিল্প কল-কারখানায় স্থাপিত বয়লার সম্পর্কিত কিছু নন-কমপ্লায়েন্স ইস্যু কি কি হতে পারে?
উওর: বয়লার সম্পর্কিত কিছু নন-কমপ্লায়েন্স ইস্যুঃ

1. বয়লার রুমের প্রবেশপথে জরুরি স্টপ বাটন নেই।
2. বয়লার সার্টিফিকেট এবং ম্যানুফ্যাকচারার নামপ্লেটের মধ্যে অসমঞ্জস্য।
3. সেফটি ভালভের আউটলেট বয়লার রুমের বাইরে নির্দেশিত নয়।
4. ‘নিম্ন’ পানি স্তরের সংকেত চিহ্নিত নয়।
5. রক্ষণাবেক্ষণ লগবুক অসম্পূর্ণ বা অনুপস্থিত।
6. টেকনিক্যাল ডাটা শীট অসম্পূর্ণ বা অনুপস্থিত।
কোড: NFPA 85, চাপটার: Operation of Boilers, রেফারেন্স নাম্বার: 7.3.2

৬২) RSC টেকনিক্যাল গাইডেন্স স্ট্যান্ডার্ড অনুযায়ী কত মিটার উচ্চতা বিশিষ্ট বিল্ডিংকে বহুতল ভবন বলা হবে?
উওর: ২০ মিটার (৬৫ ফিট) এর উপরে।
কোড: RSC Technical Guidelines, চাপটার: Building Classification, রেফারেন্স নাম্বার: 3.2.1

৬৩) গার্মেন্টস ভবন থেকে কত দূরত্বে ডে-কেয়ার বিল্ডিং স্থাপন করতে হবে?
উওর: ০৯ মিটার (৩০ ফিট)।
কোড: RSC Guidelines, চাপটার: Occupational Safety, রেফারেন্স নাম্বার: 6.1.4


৬৪) জেনারেটর রুম যদি অন্যান্য ভবনের সাথে হয় তবে তার ফুয়েল ট্যাংক এর সর্বোচ্চ ক্যাপাসিটি কত হতে পারবে?
উত্তর: সর্বোচ্চ ২৫০০ লিটার বা ৬৬০ গ্যালন।
NFPA 37 Generator Installation 4.3.1

৬৫) জেনারেটর রুমের এগজাস্ট সিস্টেম স্থাপনের জন্য কোন স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হয়?
উত্তর: NFPA 37 অনুযায়ী জেনারেটর রুমের এগজাস্ট সিস্টেম স্থাপন করতে হবে।
NFPA 37 Installation and Maintenance of Generator Systems 4.1

৬৬) RSC Guideline অনুযায়ী কোন কোন ইক্যুইপমেন্টস বা Fire Safety Measures এ ইমারজেন্সি পাওয়ার সিস্টেম ব্যাকআপ থাকতে হবে?
উত্তর:
1. Exit signs and means of egress illumination
2. Automatic fire detection systems
3. Fire alarm systems
4. Electrically powered fire pumps
5. Smoke control systems
6. Elevators/lifts

RSC Fire Safety Manual Emergency Power Systems 9.1.3

৬৭) ফায়ার এলার্ম সিস্টেমের কার্যকারিতা পরীক্ষার জন্য কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন?
উত্তর: ফায়ার এলার্ম সিস্টেমের কার্যকারিতা পরীক্ষার জন্য ইনস্টলেশন সার্টিফিকেট, প্রমাণিত ড্রয়িংস, পণ্য তথ্যপত্র এবং ব্যাটারি ক্যালকুলেশন প্রয়োজন।
কোড: NFPA 72 Fire Alarm Systems 8.4

৬৮) ফায়ার সেফটি সিস্টেমে ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই এর গুরুত্ব কী?
উত্তর: ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই সিস্টেম ফায়ার সেফটি সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করতে জরুরি, বিশেষ করে অগ্নিকাণ্ডের সময়।
NFPA 110 Emergency Power Systems 5.2

৬৯) ২৩ মিটারের উপরে হাই-রাইজ বিল্ডিং এর অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম স্থাপনের জন্য ডিজাইন, ড্রয়িং এবং হাইড্রলিক ক্যালকুলেশন ইত্যাদি কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে?
উত্তর: NFPA 13 অনুযায়ী ডিজাইন, ড্রয়িং এবং হাইড্রলিক ক্যালকুলেশন করতে হবে।
NFPA 13 Automatic Sprinkler Systems 5.2

৭০) অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম স্থাপন করা থাকলে সেক্ষেত্রে ফ্লোরে Storage Clearance কত থাকতে হবে?
উত্তর: সমস্ত স্টোরেজ স্পেসে স্টোরেজের উপরের অংশ থেকে স্প্রিংকলার ডিফ্লেক্টরের মধ্যে কমপক্ষে ৪৬০ মিমি (১৮ ইঞ্চি) ক্লিয়ারেন্স থাকতে হবে।
NFPA 13 Design, Installation and Maintenance 8.6.5

৭১) অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম টেস্টিং এবং মেইনটেন্যান্স কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হয়?
উত্তর: NFPA 25 অনুযায়ী অটোমেটিক স্প্রিংকলার সিস্টেমের টেস্টিং এবং মেইনটেন্যান্স করতে হবে।
NFPA 25 Inspection, Testing and Maintenance 4.1

৭২) Exit Access Corridor এর অকিউপেন্সি লোড কত হলে সেখানে ফায়ার রেজিস্টেন্স সেপারেটেড ওয়াল এবং অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম এর প্রয়োজন হবে?
উত্তর: যদি অকিউপেন্সি লোড ৩০ জনের বেশি হয়।
NFPA 101 Means of Egress 7.5

৭৩) Hot Work Permit এর জন্য কোন স্ট্যান্ডার্ড কে ফলো করা হয়?
উত্তর: NFPA 51B অনুযায়ী Hot Work Permit পরিচালনা করতে হবে।
NFPA 51B Hot Work Safety 4.3

৭৪) Single Line Diagram (SLD) এ কোন কোন বিষয়গুলো দেখাতে হবে?
উত্তর: SLD তে পাওয়ার ডিস্ট্রিবিউশন পথ, সুইচগিয়ার, সুইচবোর্ড, প্যানেল বোর্ড, MCC, ফিউজ, সার্কিট ব্রেকার, অটোমেটিক ট্রান্সফার সুইচ, এবং কন্টিনিউয়াস কারেন্ট রেটিং দেখাতে হবে।
NEC 70 Electrical Design 110.9

৭৫) সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডস (SDB) এর সেইফটি নিশ্চিত করতে নির্দেশনা কি কি? উত্তর: সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোর কেসিং dust-proof এবং vermin-proof হতে হবে। Sheet steel ব্যবহার করে নির্মাণ করতে হবে যা কমপক্ষে ২০ SWG পুরু হবে। সমস্ত লাইভ পার্টসকে অ-দাহ্য উপাদান দিয়ে ঢেকে রাখতে হবে। বোর্ডগুলোর অপারেশন নিরাপদ হতে হবে এবং শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে হবে। কোড: NEC 70, Electrical Safety 110.16 ৭৬) শিল্প কলকারখানায় সবচেয়ে বেশি ঘটিত ৩টি বৈদ্যুতিক ঝুঁকি কি কি হতে পারে? উত্তর: নিম্ন মানের ও ত্রুটিযুক্ত বৈদ্যুতিক সংযোগ, যেমন পুরাতন তার, মেঝেতে পড়ে থাকা অনাবৃত তার এবং মেশিনের উপর ঝুলে থাকা তার। লাইভ ওয়্যার্স - অনাবৃত বৈদ্যুতিক তার এবং গ্রাউন্ডেড নয় এমন খোলা তার। বৈদ্যুতিক আউটলেট এবং বক্সগুলোতে অতিরিক্ত লোড। কোড: NFPA 70E, Electrical Hazards 110.4 ৭৭) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে? উত্তর: বছরে ১ বার। বিধি-৬৮ (৫) কোড: OSHA 1910, Occupational Health 1910.1020 ৭৮) শিল্প কলকারখানায় স্থাপিত বয়লার এর ক্ষেত্রে হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা বলতে কি বুঝায়? উত্তর: হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে চাপবাহী বিভিন্ন ভেসেল যেমন - পাইপলাইন, গ্যাস সিলিন্ডার, বয়লার এবং জ্বালানী ট্যাঙ্কগুলি শক্তি এবং লিকেজ পরীক্ষা করা হয়। কোড: ASME, Boiler Safety 4.3.1 ৭৯) ডেড লোড এবং লাইভ লোড বলতে কি বুঝায়? উত্তর: ডেড লোড: বিল্ডিং এর কাঠামোর উপর স্থায়ীভাবে চাপানো লোডই হলো ডেড লোড। যেমন - ছাদ, বীম, দেয়াল, কলাম, স্থায়ী যন্ত্রপাতি ইত্যাদি। লাইভ লোড: কাঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লোডকে লাইভ লোড বলে। যেমন - কাটিং ফ্লোরে ফেব্রিক্স রাখা ইত্যাদি। কোড: ASCE 7, Load Combinations 2.2 ৮০) DCP বা ড্রাই কেমিক্যাল পাওডার টাইপ অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে অগ্নি নির্বাপন করার পদ্ধতিকে কি বলে? উত্তর: পয়জনিং দি ফ্লেম (Poisoning the Flame) কোড: NFPA 10, Fire Extinguishing Agents 5.1 ৮১) শিল্প কলকারখানায় অগ্নি মহড়ার কতদিন পূর্বে সংশ্লিষ্ট পরিদর্শক ও ফায়ার স্টেশনকে লিখিত জানাতে হবে? উত্তর: ১৫ দিন পূর্বে। কোড: RSC Fire Safety Manual 5.5.4 ৮২) হয়েস্ট/লিফট কত দিন পরপর পরীক্ষা করতে হবে? উত্তর: প্রতি ছয় মাসে অন্তত ১ বার পরীক্ষা করতে হবে। কোড: NFPA 101 8.6.2 ৮৩) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে? উত্তর: বছরে ১ বার। কোড: Labour Laws 6.1.2 ৮৪) আরএমজি বিল্ডিং এর জন্য সর্বোচ্চ ট্রাভেল ডিস্ট্যান্স কত হতে হবে? উত্তর: ৪৫ মিটার। কোড: NFPA 101 7.5.2 ৮৫) ফায়ার এলার্ম ইন্সটলেশন ও টেস্টিং কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে? উত্তর: NFPA 72 কোড: NFPA 72 10.1.1 ৮৬) স্ট্যান্ডপাইপ সিস্টেমের পানির প্রেসার কত থাকতে হবে? উত্তর: 450 kPa (65 psi) কোড: NFPA 14 5.2.2 ৮৭) স্প্রিংকলার সিস্টেমের কে-ফ্যাক্টর কত হতে হবে? উত্তর: k 11.2 or Larger কোড: NFPA 13 6.2.3 ৮৮) স্প্রিংকলার সিস্টেম স্থাপন করা হলে উক্ত বিল্ডিংয়ে স্প্রিংকলার ডিফ্লেক্টর থেকে স্টোরেজ ক্লিয়ারেন্স কত থাকতে হবে? উত্তর: 460 mm (18 inch) কোড: NFPA 13 8.5.1 ৮৯) আরএমজি বিল্ডিংয়ের জন্য পোর্টেবল ফায়ার ইক্সটিংগুইসার (১৮.১৪ কেজি) এর মাউন্টিং হাইট ফ্লোর থেকে কত হতে হবে? উত্তর: ১.৫৩ মিটার (৫ ফিট) ফ্লোর থেকে উপরে। কোড: NFPA 10 6.1.3
১১৫) শিশু কক্ষের অবস্থানরত প্রত্যেক শিশুর জন্য মেঝের পরিমাণ কমপক্ষে কত হতে হবে? উত্তর: কমপক্ষে ৬০০ বর্গ সেন্টিমিটার। রেফারেন্স: Building Safety Code P6, C5, S6.5.3 ১১৬) Exit Sign-এর লেটারগুলির প্রস্থ (width) কমপক্ষে কত হতে হবে? উত্তর: কমপক্ষে ১৫০ মি.মি। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.10.1.5.1 ১১৭) Exit Sign ফায়ার ডোর বা ডোর থেকে কত দূরত্বে স্থাপন করা যাবে? উত্তর: ডোর ফ্রেম থেকে ১০০ মি.মি এর মধ্যে। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.10.1.6 ১১৮) Exit Sign-এর পাওয়ার ব্যাক-আপ কমপক্ষে কতক্ষণ থাকতে হবে? উত্তর: কমপক্ষে ৯০ মিনিট ব্যাক-আপ থাকতে হবে। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.9.2.1 ১১৯) ওয়্যারহাউজ এবং স্টোরেজ এরিয়ার জন্য ফায়ার ডোরের মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে? উত্তর: মিনিমাম ৪৫ মিনিট। রেফারেন্স: NFPA 80, 2019 Edition, Section 4.4.1.1 ১২০) ফায়ার ডোর কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী কমপ্লায় করতে হয়? উত্তর: RSC Technical Guidelines (Standard), NFPA 252, BS 476 Part 22, EN 1634-1, GB 12955-2008 ইত্যাদি। রেফারেন্স: NFPA 80, 2019 Edition, Section 4.3.1 ১২১) ইমারজেন্সি লাইটিং সিস্টেম কতদিন পর পর এবং কতক্ষণ যাবৎ টেস্ট করতে হবে? উত্তর: ৩০ দিন অন্তর অন্তর এবং কমপক্ষে ৩০ সেকেন্ড। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.9.3.1.1 ১২২) ফায়ার এলার্ম প্যানেলের জন্য কত ভোল্টের ডেডিকেটেড সার্কিট থাকতে হয়? উত্তর: Dedicated 220V AC ব্রাঞ্চ সার্কিট থাকতে হয়। রেফারেন্স: NFPA 72, 2019 Edition, Section 10.3.5 ১২৩) ফায়ার এলার্মের নোটিফিকেশন ডিভাইসের মিনিমাম সাউন্ড প্রেশার লেভেল কত থাকতে হবে? উত্তর: অ্যাম্বিয়েন্ট নয়েজ লেভেলের উপরে মিনিমাম ১৫ ডেসিবেল (dBA) সাউন্ড প্রেশার লেভেল থাকতে হবে। রেফারেন্স: NFPA 72, 2019 Edition, Section 18.4.1 ১২৪) একটি স্প্রিংকলারের কয়টি কমপোনেন্ট থাকে? কী কী? উত্তর: ৫ টি। যথা: ফ্রেম, থ্রেডেড ইনলেট, সিলিং অ্যাসেম্বলি (প্লাগ বা গ্লাস বাল্ব), হিট-সেনসিটিভ এলিমেন্ট (গ্লাস বাল্ব বা ফিউজেবল লিংক), এবং ডিফ্লেক্টর। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.1 ১২৫) স্প্রিংকলারের আইডেন্টিফিকেশন নাম্বার (SIN) বলতে কী বোঝায়? উত্তর: স্প্রিংকলারের আইডেন্টিফিকেশন নাম্বার (SIN) হলো প্রস্তুতকারকের দ্বারা নির্ধারিত একটি ইউনিক কোড, যা স্প্রিংকলারের মডেল, কে-ফ্যাক্টর, প্রেসার রেটিং, এবং অন্যান্য বৈশিষ্ট্য নির্দেশ করে। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.2 ১২৬) অটোমেটিক স্প্রিংকলারের থার্মাল সেনসিটিভিটি বলতে কী বোঝায়? উত্তর: এটি স্প্রিংকলারের তাপীয় উপাদান কত দ্রুত তাপের প্রতিক্রিয়া করে তা পরিমাপ করে, যা রেসপন্স টাইম ইনডেক্স (RTI) দ্বারা নির্ধারিত হয়। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.3 ১২৭) যেক্ষেত্রে বিধি অনুযায়ী গোসলখানার প্রয়োজন হয়, সেই প্রতিষ্ঠানের প্রতিদিন গোসল উপযোগী প্রতিজন ব্যক্তির জন্য কমপক্ষে কত লিটার পানির সরবরাহ করতে হবে? উত্তর: কমপক্ষে ৮ লিটার পানি সরবরাহ করতে হবে। রেফারেন্স: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫, বিধি ৬৫ ১২৮) বয়লার পরিচালনার লাইসেন্সপ্রাপ্ত ব্যতীত কোন ব্যক্তি বয়লার পরিচালনা করলে তার শাস্তির বিধান কী? উত্তর: অনধিক ২ লক্ষ টাকা জরিমানা বা অনধিক ২ বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। রেফারেন্স: বাংলাদেশ বয়লার আইন, ২০২০ (Section 6)
৭৫) সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডস (SDB) এর সেইফটি নিশ্চিত করতে নির্দেশনা কি কি?
উত্তর:

সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোর কেসিং dust-proof এবং vermin-proof হতে হবে।

Sheet steel ব্যবহার করে নির্মাণ করতে হবে যা কমপক্ষে ২০ SWG পুরু হবে।

সমস্ত লাইভ পার্টসকে অ-দাহ্য উপাদান দিয়ে ঢেকে রাখতে হবে।

বোর্ডগুলোর অপারেশন নিরাপদ হতে হবে এবং শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে হবে।
কোড: NEC 70, Electrical Safety 110.16

৭৬) শিল্প কলকারখানায় সবচেয়ে বেশি ঘটিত ৩টি বৈদ্যুতিক ঝুঁকি কি কি হতে পারে?
উত্তর:

নিম্ন মানের ও ত্রুটিযুক্ত বৈদ্যুতিক সংযোগ, যেমন পুরাতন তার, মেঝেতে পড়ে থাকা অনাবৃত তার এবং মেশিনের উপর ঝুলে থাকা তার।

লাইভ ওয়্যার্স - অনাবৃত বৈদ্যুতিক তার এবং গ্রাউন্ডেড নয় এমন খোলা তার।

বৈদ্যুতিক আউটলেট এবং বক্সগুলোতে অতিরিক্ত লোড।
কোড: NFPA 70E, Electrical Hazards 110.4


৭৭) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে?
উত্তর: বছরে ১ বার। বিধি-৬৮ (৫)
কোড: OSHA 1910, Occupational Health 1910.1020

৭৮) শিল্প কলকারখানায় স্থাপিত বয়লার এর ক্ষেত্রে হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা বলতে কি বুঝায়?
উত্তর: হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে চাপবাহী বিভিন্ন ভেসেল যেমন - পাইপলাইন, গ্যাস সিলিন্ডার, বয়লার এবং জ্বালানী ট্যাঙ্কগুলি শক্তি এবং লিকেজ পরীক্ষা করা হয়।
কোড: ASME, Boiler Safety 4.3.1

৭৯) ডেড লোড এবং লাইভ লোড বলতে কি বুঝায়?
উত্তর:

ডেড লোড: বিল্ডিং এর কাঠামোর উপর স্থায়ীভাবে চাপানো লোডই হলো ডেড লোড। যেমন - ছাদ, বীম, দেয়াল, কলাম, স্থায়ী যন্ত্রপাতি ইত্যাদি।

লাইভ লোড: কাঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লোডকে লাইভ লোড বলে। যেমন - কাটিং ফ্লোরে ফেব্রিক্স রাখা ইত্যাদি।
কোড: ASCE 7, Load Combinations 2.2

৮০) DCP বা ড্রাই কেমিক্যাল পাওডার টাইপ অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে অগ্নি নির্বাপন করার পদ্ধতিকে কি বলে?
উত্তর: পয়জনিং দি ফ্লেম (Poisoning the Flame)
কোড: NFPA 10, Fire Extinguishing Agents 5.1

৮১) শিল্প কলকারখানায় অগ্নি মহড়ার কতদিন পূর্বে সংশ্লিষ্ট পরিদর্শক ও ফায়ার স্টেশনকে লিখিত জানাতে হবে?
উত্তর: ১৫ দিন পূর্বে।
কোড: RSC Fire Safety Manual 5.5.4

৮২) হয়েস্ট/লিফট কত দিন পরপর পরীক্ষা করতে হবে?
উত্তর: প্রতি ছয় মাসে অন্তত ১ বার পরীক্ষা করতে হবে।
কোড: NFPA 101 8.6.2

৮৩) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে?
উত্তর: বছরে ১ বার।
কোড: Labour Laws 6.1.2

৮৪) আরএমজি বিল্ডিং এর জন্য সর্বোচ্চ ট্রাভেল ডিস্ট্যান্স কত হতে হবে?
উত্তর: ৪৫ মিটার।
কোড: NFPA 101 7.5.2

৮৫) ফায়ার এলার্ম ইন্সটলেশন ও টেস্টিং কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে?
উত্তর: NFPA 72
কোড: NFPA 72 10.1.1

৮৬) স্ট্যান্ডপাইপ সিস্টেমের পানির প্রেসার কত থাকতে হবে?
উত্তর: 450 kPa (65 psi)
কোড: NFPA 14 5.2.2

৮৭) স্প্রিংকলার সিস্টেমের কে-ফ্যাক্টর কত হতে হবে?
উত্তর: k 11.2 or Larger
কোড: NFPA 13 6.2.3

৮৮) স্প্রিংকলার সিস্টেম স্থাপন করা হলে উক্ত বিল্ডিংয়ে স্প্রিংকলার ডিফ্লেক্টর থেকে স্টোরেজ ক্লিয়ারেন্স কত থাকতে হবে?
উত্তর: 460 mm (18 inch)
কোড: NFPA 13 8.5.1

৮৯) আরএমজি বিল্ডিংয়ের জন্য পোর্টেবল ফায়ার ইক্সটিংগুইসার (১৮.১৪ কেজি) এর মাউন্টিং হাইট ফ্লোর থেকে কত হতে হবে?
উত্তর: ১.৫৩ মিটার (৫ ফিট) ফ্লোর থেকে উপরে।
কোড: NFPA 10 6.1.3


৬৪) জেনারেটর রুম যদি অন্যান্য ভবনের সাথে হয় তবে তার ফুয়েল ট্যাংক এর সর্বোচ্চ ক্যাপাসিটি কত হতে পারবে?
উত্তর: সর্বোচ্চ ২৫০০ লিটার বা ৬৬০ গ্যালন।
NFPA 37 Generator Installation 4.3.1

৬৫) জেনারেটর রুমের এগজাস্ট সিস্টেম স্থাপনের জন্য কোন স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হয়?
উত্তর: NFPA 37 অনুযায়ী জেনারেটর রুমের এগজাস্ট সিস্টেম স্থাপন করতে হবে।
NFPA 37 Installation and Maintenance of Generator Systems 4.1

৬৬) RSC Guideline অনুযায়ী কোন কোন ইক্যুইপমেন্টস বা Fire Safety Measures এ ইমারজেন্সি পাওয়ার সিস্টেম ব্যাকআপ থাকতে হবে?
উত্তর:
1. Exit signs and means of egress illumination
2. Automatic fire detection systems
3. Fire alarm systems
4. Electrically powered fire pumps
5. Smoke control systems
6. Elevators/lifts

RSC Fire Safety Manual Emergency Power Systems 9.1.3

৬৭) ফায়ার এলার্ম সিস্টেমের কার্যকারিতা পরীক্ষার জন্য কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন?
উত্তর: ফায়ার এলার্ম সিস্টেমের কার্যকারিতা পরীক্ষার জন্য ইনস্টলেশন সার্টিফিকেট, প্রমাণিত ড্রয়িংস, পণ্য তথ্যপত্র এবং ব্যাটারি ক্যালকুলেশন প্রয়োজন।
কোড: NFPA 72 Fire Alarm Systems 8.4

৬৮) ফায়ার সেফটি সিস্টেমে ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই এর গুরুত্ব কী?
উত্তর: ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই সিস্টেম ফায়ার সেফটি সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করতে জরুরি, বিশেষ করে অগ্নিকাণ্ডের সময়।
NFPA 110 Emergency Power Systems 5.2

৬৯) ২৩ মিটারের উপরে হাই-রাইজ বিল্ডিং এর অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম স্থাপনের জন্য ডিজাইন, ড্রয়িং এবং হাইড্রলিক ক্যালকুলেশন ইত্যাদি কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে?
উত্তর: NFPA 13 অনুযায়ী ডিজাইন, ড্রয়িং এবং হাইড্রলিক ক্যালকুলেশন করতে হবে।
NFPA 13 Automatic Sprinkler Systems 5.2

৭০) অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম স্থাপন করা থাকলে সেক্ষেত্রে ফ্লোরে Storage Clearance কত থাকতে হবে?
উত্তর: সমস্ত স্টোরেজ স্পেসে স্টোরেজের উপরের অংশ থেকে স্প্রিংকলার ডিফ্লেক্টরের মধ্যে কমপক্ষে ৪৬০ মিমি (১৮ ইঞ্চি) ক্লিয়ারেন্স থাকতে হবে।
NFPA 13 Design, Installation and Maintenance 8.6.5

৭১) অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম টেস্টিং এবং মেইনটেন্যান্স কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হয়?
উত্তর: NFPA 25 অনুযায়ী অটোমেটিক স্প্রিংকলার সিস্টেমের টেস্টিং এবং মেইনটেন্যান্স করতে হবে।
NFPA 25 Inspection, Testing and Maintenance 4.1

৭২) Exit Access Corridor এর অকিউপেন্সি লোড কত হলে সেখানে ফায়ার রেজিস্টেন্স সেপারেটেড ওয়াল এবং অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম এর প্রয়োজন হবে?
উত্তর: যদি অকিউপেন্সি লোড ৩০ জনের বেশি হয়।
NFPA 101 Means of Egress 7.5

৭৩) Hot Work Permit এর জন্য কোন স্ট্যান্ডার্ড কে ফলো করা হয়?
উত্তর: NFPA 51B অনুযায়ী Hot Work Permit পরিচালনা করতে হবে।
NFPA 51B Hot Work Safety 4.3

৭৪) Single Line Diagram (SLD) এ কোন কোন বিষয়গুলো দেখাতে হবে?
উত্তর: SLD তে পাওয়ার ডিস্ট্রিবিউশন পথ, সুইচগিয়ার, সুইচবোর্ড, প্যানেল বোর্ড, MCC, ফিউজ, সার্কিট ব্রেকার, অটোমেটিক ট্রান্সফার সুইচ, এবং কন্টিনিউয়াস কারেন্ট রেটিং দেখাতে হবে।
NEC 70 Electrical Design 110.9
ফায়ার সেফটি এবং কমপ্লায়েন্স অনুশীলন ৮

৭৫) সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডস (SDB) এর সেইফটি নিশ্চিত করতে নির্দেশনা কি কি?
উত্তর:

সাব-ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোর কেসিং dust-proof এবং vermin-proof হতে হবে।

Sheet steel ব্যবহার করে নির্মাণ করতে হবে যা কমপক্ষে ২০ SWG পুরু হবে।

সমস্ত লাইভ পার্টসকে অ-দাহ্য উপাদান দিয়ে ঢেকে রাখতে হবে।

বোর্ডগুলোর অপারেশন নিরাপদ হতে হবে এবং শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে হবে।
কোড: NEC 70, Electrical Safety 110.16

৭৬) শিল্প কলকারখানায় সবচেয়ে বেশি ঘটিত ৩টি বৈদ্যুতিক ঝুঁকি কি কি হতে পারে?
উত্তর:

নিম্ন মানের ও ত্রুটিযুক্ত বৈদ্যুতিক সংযোগ, যেমন পুরাতন তার, মেঝেতে পড়ে থাকা অনাবৃত তার এবং মেশিনের উপর ঝুলে থাকা তার।

লাইভ ওয়্যার্স - অনাবৃত বৈদ্যুতিক তার এবং গ্রাউন্ডেড নয় এমন খোলা তার।

বৈদ্যুতিক আউটলেট এবং বক্সগুলোতে অতিরিক্ত লোড।
কোড: NFPA 70E, Electrical Hazards 110.4

৭৭) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে?
উত্তর: বছরে ১ বার। বিধি-৬৮ (৫)
কোড: OSHA 1910, Occupational Health 1910.1020

৭৮) শিল্প কলকারখানায় স্থাপিত বয়লার এর ক্ষেত্রে হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা বলতে কি বুঝায়?
উত্তর: হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে চাপবাহী বিভিন্ন ভেসেল যেমন - পাইপলাইন, গ্যাস সিলিন্ডার, বয়লার এবং জ্বালানী ট্যাঙ্কগুলি শক্তি এবং লিকেজ পরীক্ষা করা হয়।
কোড: ASME, Boiler Safety 4.3.1

৭৯) ডেড লোড এবং লাইভ লোড বলতে কি বুঝায়?
উত্তর:

ডেড লোড: বিল্ডিং এর কাঠামোর উপর স্থায়ীভাবে চাপানো লোডই হলো ডেড লোড। যেমন - ছাদ, বীম, দেয়াল, কলাম, স্থায়ী যন্ত্রপাতি ইত্যাদি।

লাইভ লোড: কাঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লোডকে লাইভ লোড বলে। যেমন - কাটিং ফ্লোরে ফেব্রিক্স রাখা ইত্যাদি।
কোড: ASCE 7, Load Combinations 2.2

৮০) DCP বা ড্রাই কেমিক্যাল পাওডার টাইপ অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে অগ্নি নির্বাপন করার পদ্ধতিকে কি বলে?
উত্তর: পয়জনিং দি ফ্লেম (Poisoning the Flame)
কোড: NFPA 10, Fire Extinguishing Agents 5.1

৮১) শিল্প কলকারখানায় অগ্নি মহড়ার কতদিন পূর্বে সংশ্লিষ্ট পরিদর্শক ও ফায়ার স্টেশনকে লিখিত জানাতে হবে?
উত্তর: ১৫ দিন পূর্বে।
কোড: RSC Fire Safety Manual 5.5.4

৮২) হয়েস্ট/লিফট কত দিন পরপর পরীক্ষা করতে হবে?
উত্তর: প্রতি ছয় মাসে অন্তত ১ বার পরীক্ষা করতে হবে।
কোড: NFPA 101 8.6.2

৮৩) বিপদজনক স্থানে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা কত দিন পর পর করতে হবে?
উত্তর: বছরে ১ বার।
কোড: Labour Laws 6.1.2

৮৪) আরএমজি বিল্ডিং এর জন্য সর্বোচ্চ ট্রাভেল ডিস্ট্যান্স কত হতে হবে?
উত্তর: ৪৫ মিটার।
কোড: NFPA 101 7.5.2

৮৫) ফায়ার এলার্ম ইন্সটলেশন ও টেস্টিং কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে?
উত্তর: NFPA 72
কোড: NFPA 72 10.1.1

৮৬) স্ট্যান্ডপাইপ সিস্টেমের পানির প্রেসার কত থাকতে হবে?
উত্তর: 450 kPa (65 psi)
কোড: NFPA 14 5.2.2

৮৭) স্প্রিংকলার সিস্টেমের কে-ফ্যাক্টর কত হতে হবে?
উত্তর: k 11.2 or Larger
কোড: NFPA 13 6.2.3

৮৮) স্প্রিংকলার সিস্টেম স্থাপন করা হলে উক্ত বিল্ডিংয়ে স্প্রিংকলার ডিফ্লেক্টর থেকে স্টোরেজ ক্লিয়ারেন্স কত থাকতে হবে?
উত্তর: 460 mm (18 inch)
কোড: NFPA 13 8.5.1

৮৯) আরএমজি বিল্ডিংয়ের জন্য পোর্টেবল ফায়ার ইক্সটিংগুইসার (১৮.১৪ কেজি) এর মাউন্টিং হাইট ফ্লোর থেকে কত হতে হবে?
উত্তর: ১.৫৩ মিটার (৫ ফিট) ফ্লোর থেকে উপরে।
কোড: NFPA 10 6.1.3

১০৩) কোন ধরনের ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম ইনস্টলেশন বাধ্যতামূলক?
উত্তর: ২০,০০০ স্কয়ার ফিটের উপরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম বাধ্যতামূলক।
BNBC 2020 P4, C3, S5.1


৯০) পোর্টেবল ফায়ার ইক্সটিংগুইসার ইন্সপেকশন কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে?
উত্তর: NFPA 10
NFPA 10, Fire Extinguisher Inspections, 7.1.3

৯১) সকল Exit Doors কি প্যানিক হার্ডওয়্যার (পুশ বার) সিস্টেম হতে হবে?
উত্তর: আরএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেখানে ৪৯ জন এর বেশি লোক কাজ করলেই সেখানে সকল Exit Doors এ প্যানিক হার্ডওয়্যার (পুশ বার) সিস্টেম হতে হবে।
NFPA 101, Exit Doors, 7.2.1

৯২) বয়লার রুম বা ফার্নেস রুম যদি মেইন ভবনের বাহিরে হয় বা দূরে হয় তবে কি ফায়ার রেজিস্টেন্স দেয়াল প্রয়োজন হবে?
উত্তর: বয়লার বা ফার্নেস রুম, যেগুলি অন্য কোন দখলকৃত স্থান থেকে কমপক্ষে ১ ঘন্টা আলাদা করা উচিত অথবা ভবনের বাইরে থাকলে ৩ মিটার (১০ ফুট) স্পেশিয়াল সেপারেশন প্রয়োজন হবে।
RSC Fire Safety Manual, Boiler Rooms, 3.4.2

৯৩) ইলেকট্রিক্যাল ডিবি রুম বা প্যানেল বোর্ড রুমের জন্য কত ঘন্টা ফায়ার রেটেড ওয়াল ও ফায়ার রেটেড ডোর প্রয়োজন হবে?
উত্তর: ২ ঘন্টার ফায়ার রেটেড ওয়াল ও ১.৫ ঘন্টার ফায়ার রেটেড ডোর দিতে হবে।
RSC Fire Safety Manual, Electrical Rooms, 4.3.1

৯৪) আরএমজি বিল্ডিং এর জন্য পোর্টেবল ফায়ার এক্সটিংগুইসার এর ওজন যদি ১৮.১৪ কেজি এর উপরে হয় তবে ফ্লোর থেকে Mounting height কত হতে হবে?
উত্তর: ১.০৭ মিটার
NFPA 10, Fire Extinguisher Installation, 6.1.3.8

৯৫) বহুতল ভবনের ছাদের যাওয়ার জন্য যে দরজা থাকে সেখানে ফায়ার ডোর স্থাপনের প্রয়োজন হবে কি?
উত্তর: সাধারণত প্রয়োজন হবে না, তবে সেখানে সুইং টাইপ দরজা অবশ্যই দিতে হবে। যদি ছাদে কোন অকিউপ্যান্সি থাকে তবে ফায়ার ডোর প্রয়োজন হবে।
RSC Technical Guidelines, Roof Access, 4.5.4

৯৬) গার্মেন্টস প্রডাকশন ফ্লোরে কি মিনি বয়লার স্থাপন করা যাবে? এ সংক্রান্ত বিধান কি?
উত্তর: মিনি বয়লার প্রডাকশন ফ্লোরে একটি আলাদা কক্ষে স্থাপন করা যাবে। দেওয়াল নির্মাণ হতে হবে ১ ঘণ্টা ফায়ার রেটেড এবং উন্মুক্ত অংশগুলোতে ০.৭৫ ঘণ্টা ফায়ার রেটেড এসেম্বলি থাকতে হবে।
RSC Fire Safety Manual, Boilers, 5.3.2



১০৪) একটি বাণিজ্যিক ভবনে কতটা নিরাপত্তা রোডের ব্যবস্থা থাকতে হবে?
উত্তর: প্রতিটি বাণিজ্যিক ভবনের জন্য নিরাপত্তা রোডের প্রস্থ কমপক্ষে ৩ মিটার হওয়া উচিত।
BNBC 2020 P4, C3, S3.2

১০৫) কিভাবে একটি ভবনের প্লাম্বিং সিস্টেম সঠিকভাবে ইনস্টল করা যায়?
উত্তর: প্লাম্বিং সিস্টেমের জন্য সব পাইপলাইনের সংযোগ সঠিকভাবে সিল করতে হবে এবং প্রতিটি সিস্টেমের জন্য পরীক্ষণ নিশ্চিত করতে হবে।
BNBC 2020 P4, C2, S2.3

১০৬) প্রি-ফেব্রিকেটেড টিন শেড বিল্ডিং এর জন্য ফায়ার ডোর প্রয়োজন হবে কি?
উত্তর: যদি শেডটি শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত হয়, তবে কোনো ফায়ার ডোর স্থাপনের প্রয়োজন নেই।
NFPA 101 P5, C5, S5.5.2

১০৭) ফায়ার পাম্প সিস্টেম টেস্টিং এবং কমিশনিং এর জন্য কোন ডকুমেন্টস প্রস্তুত রাখতে হয়?
উত্তর:
১) ফায়ার পাম্প টেস্ট রিপোর্ট প্রস্তুত এবং সাইটে থাকা প্রয়োজন।
২) অরিজিনাল বিল্ডিং ড্রয়িংস সাইটে থাকা প্রয়োজন।
৩) যন্ত্রপাতি তথ্য পত্র এবং লিস্টিং তথ্য সাইটে থাকা প্রয়োজন।
৪) সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি তৃতীয় পক্ষের সনদসহ সাইটে থাকা প্রয়োজন।
৫) ম্যানুফ্যাকচারারের ফায়ার পাম্প টেস্ট কার্ভ সাইটে থাকা প্রয়োজন।
NFPA 20 P9, C3, S9.3.3

১০৮) ইমারজেন্সি লাইটিং সিস্টেম কতদিন পর পর ফাংশনাল টেস্ট করতে হয়?
উত্তর: ৩০ দিন অন্তর অন্তর কমপক্ষে ৩০ সেকেন্ড ফাংশনাল টেস্ট করতে হবে।
NFPA 101 P7, C9, S7.9.2

১০৯) ফায়ার ডোর নির্বাচনের সময় কোন কোন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে?
উত্তর:
১) ফায়ার ডোর UL অথবা FM অথবা অন্য কোন recognized third-party certification agency দ্বারা সনদপ্রাপ্ত হতে হবে।
২) ফায়ার ডোর RSC Technical Guidelines, NFPA 252, BS 476 part 22, EN 1634-1, GB 12955-2008 স্ট্যান্ডার্ডগুলির সাথে সম্মত হতে হবে।
NFPA 252 P4, C2, S4.2.1

১১০) ওয়্যার হাউজ বা স্টোরেজ এরিয়ার জন্য মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে?
উত্তর: ৪৫ মিনিট হতে হবে।
NFPA 101 P8, C3, S8.3.2

১১১) ৭-তলা বিশিষ্ট কোন ভবনের সিড়ির জন্য ফায়ার ডোর এর মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে?
উত্তর: ১.৫ ঘন্টা হতে হবে।
NFPA 101 P10, C5, S10.5.3

১১২) সিড়ির রেলিং এর প্রস্থ কত হলে উভয় দিকে হ্যান্ড রেইল থাকতে হবে?
উত্তর: ১.১৫ মিটার বা ৩.৭৭ ফিট।
NFPA 101 P7, C2, S7.2.2.3

১১৩) প্রতিটি ফ্লোরের জানালা কেমন রাখতে হবে অগ্নি দুর্ঘটনায় অবতরণের জন্য?
উত্তর: প্রতিটি ফ্লোরের নূন্যতম একটি গ্রীলবিহীন জানালা থাকবে যা কব্জাসংযুক্ত হবে এবং যেটি জরুরি প্রয়োজনে খুলে লেডার বা দড়ির মই দিয়ে নিচে নামা যাবে এবং নিচ তলায় শক্ত দড়ির জাল সংরক্ষণ করা থাকবে।
NFPA 101 P5, C3, S5.3.5

১১৪) একটি গারমেন্টস এ শ্রমিক সংখ্যা ৪০০০ জন, যেখানে ১৪০০ জন মহিলা শ্রমিক আছে। ঐ কারখানায় সেইফটি কমিটিতে কতজন মহিলা সদস্য থাকতে হবে?
উত্তর: শ্রম বিধিমালা ২০১৫ এর বিধি-৮১, উপবিধি-১২ অনুযায়ী, কমপক্ষে এক-তৃতীয়াংশ মহিলা শ্রমিক থাকিলে, কমপক্ষে এক-তৃতীয়াংশ মহিলা প্রতিনিধি মনোনীত করতে হবে। সেক্ষেত্রে, ৪০০০ জন শ্রমিকের মধ্যে ০.৩৩% হিসাবে কমপক্ষে ৪ জন মহিলা সদস্য মনোনীত করতে হবে।
Labour Laws P8, C1, S8.1.2

১০৩) কোন ধরনের ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম ইনস্টলেশন বাধ্যতামূলক?
উত্তর: ২০,০০০ স্কয়ার ফিটের উপরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম বাধ্যতামূলক।
BNBC 2020 P4, C3, S5.1

১০৪) একটি বাণিজ্যিক ভবনে কতটা নিরাপত্তা রোডের ব্যবস্থা থাকতে হবে?
উত্তর: প্রতিটি বাণিজ্যিক ভবনের জন্য নিরাপত্তা রোডের প্রস্থ কমপক্ষে ৩ মিটার হওয়া উচিত।
BNBC 2020 P4, C3, S3.2

১০৫) কিভাবে একটি ভবনের প্লাম্বিং সিস্টেম সঠিকভাবে ইনস্টল করা যায়?
উত্তর: প্লাম্বিং সিস্টেমের জন্য সব পাইপলাইনের সংযোগ সঠিকভাবে সিল করতে হবে এবং প্রতিটি সিস্টেমের জন্য পরীক্ষণ নিশ্চিত করতে হবে।
BNBC 2020 P4, C2, S2.3

১০৬) প্রি-ফেব্রিকেটেড টিন শেড বিল্ডিং এর জন্য ফায়ার ডোর প্রয়োজন হবে কি?
উত্তর: যদি শেডটি শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত হয়, তবে কোনো ফায়ার ডোর স্থাপনের প্রয়োজন নেই।
NFPA 101 P5, C5, S5.5.2

১০৭) ফায়ার পাম্প সিস্টেম টেস্টিং এবং কমিশনিং এর জন্য কোন ডকুমেন্টস প্রস্তুত রাখতে হয়?
উত্তর:
১) ফায়ার পাম্প টেস্ট রিপোর্ট প্রস্তুত এবং সাইটে থাকা প্রয়োজন।
২) অরিজিনাল বিল্ডিং ড্রয়িংস সাইটে থাকা প্রয়োজন।
৩) যন্ত্রপাতি তথ্য পত্র এবং লিস্টিং তথ্য সাইটে থাকা প্রয়োজন।
৪) সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি তৃতীয় পক্ষের সনদসহ সাইটে থাকা প্রয়োজন।
৫) ম্যানুফ্যাকচারারের ফায়ার পাম্প টেস্ট কার্ভ সাইটে থাকা প্রয়োজন।
NFPA 20 P9, C3, S9.3.3

১০৮) ইমারজেন্সি লাইটিং সিস্টেম কতদিন পর পর ফাংশনাল টেস্ট করতে হয়?
উত্তর: ৩০ দিন অন্তর অন্তর কমপক্ষে ৩০ সেকেন্ড ফাংশনাল টেস্ট করতে হবে।
NFPA 101 P7, C9, S7.9.2

১০৯) ফায়ার ডোর নির্বাচনের সময় কোন কোন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে?
উত্তর:
১) ফায়ার ডোর UL অথবা FM অথবা অন্য কোন recognized third-party certification agency দ্বারা সনদপ্রাপ্ত হতে হবে।
২) ফায়ার ডোর RSC Technical Guidelines, NFPA 252, BS 476 part 22, EN 1634-1, GB 12955-2008 স্ট্যান্ডার্ডগুলির সাথে সম্মত হতে হবে।
NFPA 252 P4, C2, S4.2.1

১১০) ওয়্যার হাউজ বা স্টোরেজ এরিয়ার জন্য মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে?
উত্তর: ৪৫ মিনিট হতে হবে।
NFPA 101 P8, C3, S8.3.2

১১১) ৭-তলা বিশিষ্ট কোন ভবনের সিড়ির জন্য ফায়ার ডোর এর মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে?
উত্তর: ১.৫ ঘন্টা হতে হবে।
NFPA 101 P10, C5, S10.5.3

১১২) সিড়ির রেলিং এর প্রস্থ কত হলে উভয় দিকে হ্যান্ড রেইল থাকতে হবে?
উত্তর: ১.১৫ মিটার বা ৩.৭৭ ফিট।
NFPA 101 P7, C2, S7.2.2.3

১১৩) প্রতিটি ফ্লোরের জানালা কেমন রাখতে হবে অগ্নি দুর্ঘটনায় অবতরণের জন্য?
উত্তর: প্রতিটি ফ্লোরের নূন্যতম একটি গ্রীলবিহীন জানালা থাকবে যা কব্জাসংযুক্ত হবে এবং যেটি জরুরি প্রয়োজনে খুলে লেডার বা দড়ির মই দিয়ে নিচে নামা যাবে এবং নিচ তলায় শক্ত দড়ির জাল সংরক্ষণ করা থাকবে।
NFPA 101 P5, C3, S5.3.5

১১৪) একটি গারমেন্টস এ শ্রমিক সংখ্যা ৪০০০ জন, যেখানে ১৪০০ জন মহিলা শ্রমিক আছে। ঐ কারখানায় সেইফটি কমিটিতে কতজন মহিলা সদস্য থাকতে হবে?
উত্তর: শ্রম বিধিমালা ২০১৫ এর বিধি-৮১, উপবিধি-১২ অনুযায়ী, কমপক্ষে এক-তৃতীয়াংশ মহিলা শ্রমিক থাকিলে, কমপক্ষে এক-তৃতীয়াংশ মহিলা প্রতিনিধি মনোনীত করতে হবে। সেক্ষেত্রে, ৪০০০ জন শ্রমিকের মধ্যে ০.৩৩% হিসাবে কমপক্ষে ৪ জন মহিলা সদস্য মনোনীত করতে হবে।
Labour Laws P8, C1, S8.1.2

১১৫) শিশু কক্ষের অবস্থানরত প্রত্যেক শিশুর জন্য মেঝের পরিমাণ কমপক্ষে কত হতে হবে? উত্তর: কমপক্ষে ৬০০ বর্গ সেন্টিমিটার। রেফারেন্স: Building Safety Code P6, C5, S6.5.3 ১১৬) Exit Sign-এর লেটারগুলির প্রস্থ (width) কমপক্ষে কত হতে হবে? উত্তর: কমপক্ষে ১৫০ মি.মি। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.10.1.5.1 ১১৭) Exit Sign ফায়ার ডোর বা ডোর থেকে কত দূরত্বে স্থাপন করা যাবে? উত্তর: ডোর ফ্রেম থেকে ১০০ মি.মি এর মধ্যে। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.10.1.6 ১১৮) Exit Sign-এর পাওয়ার ব্যাক-আপ কমপক্ষে কতক্ষণ থাকতে হবে? উত্তর: কমপক্ষে ৯০ মিনিট ব্যাক-আপ থাকতে হবে। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.9.2.1 ১১৯) ওয়্যারহাউজ এবং স্টোরেজ এরিয়ার জন্য ফায়ার ডোরের মিনিমাম ফায়ার রেটিং কত হতে হবে? উত্তর: মিনিমাম ৪৫ মিনিট। রেফারেন্স: NFPA 80, 2019 Edition, Section 4.4.1.1 ১২০) ফায়ার ডোর কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী কমপ্লায় করতে হয়? উত্তর: RSC Technical Guidelines (Standard), NFPA 252, BS 476 Part 22, EN 1634-1, GB 12955-2008 ইত্যাদি। রেফারেন্স: NFPA 80, 2019 Edition, Section 4.3.1 ১২১) ইমারজেন্সি লাইটিং সিস্টেম কতদিন পর পর এবং কতক্ষণ যাবৎ টেস্ট করতে হবে? উত্তর: ৩০ দিন অন্তর অন্তর এবং কমপক্ষে ৩০ সেকেন্ড। রেফারেন্স: NFPA 101, 2018 Edition, Section 7.9.3.1.1 ১২২) ফায়ার এলার্ম প্যানেলের জন্য কত ভোল্টের ডেডিকেটেড সার্কিট থাকতে হয়? উত্তর: Dedicated 220V AC ব্রাঞ্চ সার্কিট থাকতে হয়। রেফারেন্স: NFPA 72, 2019 Edition, Section 10.3.5 ১২৩) ফায়ার এলার্মের নোটিফিকেশন ডিভাইসের মিনিমাম সাউন্ড প্রেশার লেভেল কত থাকতে হবে? উত্তর: অ্যাম্বিয়েন্ট নয়েজ লেভেলের উপরে মিনিমাম ১৫ ডেসিবেল (dBA) সাউন্ড প্রেশার লেভেল থাকতে হবে। রেফারেন্স: NFPA 72, 2019 Edition, Section 18.4.1 ১২৪) একটি স্প্রিংকলারের কয়টি কমপোনেন্ট থাকে? কী কী? উত্তর: ৫ টি। যথা: ফ্রেম, থ্রেডেড ইনলেট, সিলিং অ্যাসেম্বলি (প্লাগ বা গ্লাস বাল্ব), হিট-সেনসিটিভ এলিমেন্ট (গ্লাস বাল্ব বা ফিউজেবল লিংক), এবং ডিফ্লেক্টর। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.1 ১২৫) স্প্রিংকলারের আইডেন্টিফিকেশন নাম্বার (SIN) বলতে কী বোঝায়? উত্তর: স্প্রিংকলারের আইডেন্টিফিকেশন নাম্বার (SIN) হলো প্রস্তুতকারকের দ্বারা নির্ধারিত একটি ইউনিক কোড, যা স্প্রিংকলারের মডেল, কে-ফ্যাক্টর, প্রেসার রেটিং, এবং অন্যান্য বৈশিষ্ট্য নির্দেশ করে। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.2 ১২৬) অটোমেটিক স্প্রিংকলারের থার্মাল সেনসিটিভিটি বলতে কী বোঝায়? উত্তর: এটি স্প্রিংকলারের তাপীয় উপাদান কত দ্রুত তাপের প্রতিক্রিয়া করে তা পরিমাপ করে, যা রেসপন্স টাইম ইনডেক্স (RTI) দ্বারা নির্ধারিত হয়। রেফারেন্স: NFPA 13, 2019 Edition, Section 3.6.3 ১২৭) যেক্ষেত্রে বিধি অনুযায়ী গোসলখানার প্রয়োজন হয়, সেই প্রতিষ্ঠানের প্রতিদিন গোসল উপযোগী প্রতিজন ব্যক্তির জন্য কমপক্ষে কত লিটার পানির সরবরাহ করতে হবে? উত্তর: কমপক্ষে ৮ লিটার পানি সরবরাহ করতে হবে। রেফারেন্স: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫, বিধি ৬৫ ১২৮) বয়লার পরিচালনার লাইসেন্সপ্রাপ্ত ব্যতীত কোন ব্যক্তি বয়লার পরিচালনা করলে তার শাস্তির বিধান কী? উত্তর: অনধিক ২ লক্ষ টাকা জরিমানা বা অনধিক ২ বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। রেফারেন্স: বাংলাদেশ বয়লার আইন, ২০২০ (Section 6)

কোন মন্তব্য নেই: