মার্সারাইজেশন এবং ব্লিচের জন্য NaOH কে লিকুইড নিয়ম - Textile Lab | Textile Learning Blog
মার্সারাইজেশন এবং ব্লিচের জন্য NaOH গোলানোর নিয়মঃ




গতকাল আমার একজন জুনিয়র এর প্রশ্ন ছিলো আমাদের কাস্টিক কিভাবে লিকুইড করা হয় এর প্রসেস কি ।


সাধারণত ব্যাক প্রসেস বা প্রিট্রিটমেন্টের জন্য দুই ধাপে কাস্টিক গোলানো হয় । ব্লিচ এবং মার্সারাইজ মেশিনের জন্য । ব্লিচ প্রসেসের জন্য কাস্টিক কম ইউজ করা হয় মার্সারাইজের জন্য বিপুল লিকুইড কাস্টিক লাগে ।

ফেক্টরি দুই ভাবে কাস্টি পার্চেস করতে পারে
১. লিকুইড
২. সলিড ফ্লেক্স

লিকুই এর সুবিধা এর রেডি টু ইউজ থাকে এনে সাথে সাথে ব্যাবহার করা যায় এর পিউরিটি ভালো থাকে । লিকুইড টা রিক্স ফ্রি গোলানো লাগে না ৷ ৪৫ বুম ঘনত্বের কাস্টিক কিনা যায়।

সলিড ফ্লেক্স যদি কিনেন তবে একে গোলানো লাগবে, ইমপিউরিটি বেশি । ড্রামের টেংকে চিনির মতো ময়লা জমে থাকে ।

ব্লিচের কনজামশন কম তাই এগুলি ড্রামে গোলানো হয় ৮-১০ ড্রামে সব সময় গুলিয়ে রাখা হয় । এডভান্স ড্রাম গুলিতে গুলিয়ে রাখা হয় ঠান্ডা হলে পরে ঘনত্ব ঠিক করা হয় । ব্লিচে কাস্টিকের সাথে কিছু মিশানো লাগেনা মেশিন তার gpl অনুযায়ী অটো ডোজিং করে দেয় ।  আমাদের কাজ হচ্ছে তারা কন্সেন্ট্রেশন ঠিক রাখা ।  ৪৫ বুম করতে এক বস্তা এক ড্রামে ১০০ লিটার পানি দিয়ে গোলায় ৷ 


মার্সারাইজে ড্রামে কাজ হয়না এটার হিসেব টনে স্টিলের টেংকে ১-২ টন সলিড কাস্টিক ঢেলে  তা মিক্সিং মটর দিয়ে মিক্স করে ১-২ দিন রেখে দেয়া হয় ৷  প্রতি লিটারে ১ গ্রাম করে মার্সারাইজ ওয়েল মিশায় এতে ।  তাই এই কাস্টি মার্সারাইজ ব্যাতিত অন্য কোথাও ইউজ করা যায়না ।  ৫০ কেজির বস্তা ২০ বস্তা ২০০০ কেজি টেংকি ২০০০ লিটার মটর  ৪৫ বুম  হয় আনুমানিক । 

মার্সারাইজ মেশিন



মার্সারাইজ মেশিন


এটা থাকে ৪৫ বুমে কিন্ত ফেব্রিক অনুযায়ী মার্সারাইজ করার জন্য  ২২ ২০ ২৫  বুম এর মার্সারাইজ করা লাগে ।  জার্মানির গলার মেশিনে বুম সেট করে দিলে সে ৪৫ কে ডায়ালুট করে কমাতে পারে বিভিন্ন ঘনমাত্রায় ।    টলারেন্স +/- ১ হয়। সে নিজে নিজে মেপে সেট করে নেয় ।  এখানে ম্যানুয়েল মাপার  দরকার হয়না ।

ডাইংয়ের  এর জন্য লাগে ৩৬ বুমের কাস্টিক এটা ড্রামেই মিক্স করা হয় ১২০ লিটারের ড্রামে ১০০ কেজি সলিড দিয়ে ড্রাম এ ফুল পানি দেয়া হয় ।  পরে ১-২ দিন পর এর বুম ( ঘনমাত্রা) পরিমাণ  করা ৩৬ বুম হলে তাকে ৫,১০,১৫,২০,২৫  গ্রাম পার লিটার হারে সেডের ডেপথ অনুযায়ী ডাইং এ ব্যাবহার করা হয়।  কোল্ড প্যাড ব্যাচ মেথডে এটা ব্যাবহার হয়৷



মার্সারাইজেশন এবং ব্লিচের জন্য NaOH কে লিকুইড নিয়ম

মার্সারাইজেশন এবং ব্লিচের জন্য NaOH গোলানোর নিয়মঃ




গতকাল আমার একজন জুনিয়র এর প্রশ্ন ছিলো আমাদের কাস্টিক কিভাবে লিকুইড করা হয় এর প্রসেস কি ।


সাধারণত ব্যাক প্রসেস বা প্রিট্রিটমেন্টের জন্য দুই ধাপে কাস্টিক গোলানো হয় । ব্লিচ এবং মার্সারাইজ মেশিনের জন্য । ব্লিচ প্রসেসের জন্য কাস্টিক কম ইউজ করা হয় মার্সারাইজের জন্য বিপুল লিকুইড কাস্টিক লাগে ।

ফেক্টরি দুই ভাবে কাস্টি পার্চেস করতে পারে
১. লিকুইড
২. সলিড ফ্লেক্স

লিকুই এর সুবিধা এর রেডি টু ইউজ থাকে এনে সাথে সাথে ব্যাবহার করা যায় এর পিউরিটি ভালো থাকে । লিকুইড টা রিক্স ফ্রি গোলানো লাগে না ৷ ৪৫ বুম ঘনত্বের কাস্টিক কিনা যায়।

সলিড ফ্লেক্স যদি কিনেন তবে একে গোলানো লাগবে, ইমপিউরিটি বেশি । ড্রামের টেংকে চিনির মতো ময়লা জমে থাকে ।

ব্লিচের কনজামশন কম তাই এগুলি ড্রামে গোলানো হয় ৮-১০ ড্রামে সব সময় গুলিয়ে রাখা হয় । এডভান্স ড্রাম গুলিতে গুলিয়ে রাখা হয় ঠান্ডা হলে পরে ঘনত্ব ঠিক করা হয় । ব্লিচে কাস্টিকের সাথে কিছু মিশানো লাগেনা মেশিন তার gpl অনুযায়ী অটো ডোজিং করে দেয় ।  আমাদের কাজ হচ্ছে তারা কন্সেন্ট্রেশন ঠিক রাখা ।  ৪৫ বুম করতে এক বস্তা এক ড্রামে ১০০ লিটার পানি দিয়ে গোলায় ৷ 


মার্সারাইজে ড্রামে কাজ হয়না এটার হিসেব টনে স্টিলের টেংকে ১-২ টন সলিড কাস্টিক ঢেলে  তা মিক্সিং মটর দিয়ে মিক্স করে ১-২ দিন রেখে দেয়া হয় ৷  প্রতি লিটারে ১ গ্রাম করে মার্সারাইজ ওয়েল মিশায় এতে ।  তাই এই কাস্টি মার্সারাইজ ব্যাতিত অন্য কোথাও ইউজ করা যায়না ।  ৫০ কেজির বস্তা ২০ বস্তা ২০০০ কেজি টেংকি ২০০০ লিটার মটর  ৪৫ বুম  হয় আনুমানিক । 

মার্সারাইজ মেশিন



মার্সারাইজ মেশিন


এটা থাকে ৪৫ বুমে কিন্ত ফেব্রিক অনুযায়ী মার্সারাইজ করার জন্য  ২২ ২০ ২৫  বুম এর মার্সারাইজ করা লাগে ।  জার্মানির গলার মেশিনে বুম সেট করে দিলে সে ৪৫ কে ডায়ালুট করে কমাতে পারে বিভিন্ন ঘনমাত্রায় ।    টলারেন্স +/- ১ হয়। সে নিজে নিজে মেপে সেট করে নেয় ।  এখানে ম্যানুয়েল মাপার  দরকার হয়না ।

ডাইংয়ের  এর জন্য লাগে ৩৬ বুমের কাস্টিক এটা ড্রামেই মিক্স করা হয় ১২০ লিটারের ড্রামে ১০০ কেজি সলিড দিয়ে ড্রাম এ ফুল পানি দেয়া হয় ।  পরে ১-২ দিন পর এর বুম ( ঘনমাত্রা) পরিমাণ  করা ৩৬ বুম হলে তাকে ৫,১০,১৫,২০,২৫  গ্রাম পার লিটার হারে সেডের ডেপথ অনুযায়ী ডাইং এ ব্যাবহার করা হয়।  কোল্ড প্যাড ব্যাচ মেথডে এটা ব্যাবহার হয়৷



কোন মন্তব্য নেই: