ভুল সোয়াচের খেসারত কিভাবে দেয়া হয় | Fabric Swatch - Textile Lab | Textile Learning Blog
ভুল সোয়াচের খেসারত


রিসেন্ট আমাদের একটা ভুল সোয়াচ নিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিলো। সেটা হচ্ছে একটা ফেব্রিক অফ হোয়াইট আর হোয়াইট এর সোয়াচ এক্সচেঞ্জ হয়ে যাওয়া ।  আমাদের ল্যাব থেকে যে হোয়াইট করা হয়েছিলো বায়ার কে সাবমিট করার জন্য পরে তা করা হয়েছিলো RFD ফেব্রিক রিব্লিচ করে হোয়াইট করা হয়েছিলো ।  

বায়ার যখন এপ্রুভ করে তখন এটা এপ্রুভ করে, পরপরবর্তীতে মার্চেন্ডাইজার বাল্কের জন্য যখন সোয়াচ দিয়ে ওয়ার্ক অর্ডার বানায় সেটা ভুল করে হোয়াইট যা ব্রাইটেনার দেয়া সেটা কেটে লাগিয়ে দেয়া হয়েছিলো । 

প্রডাকশন এ ওয়ার্ক অর্ডারের দেয়া সোয়াচ ফলো করে হোয়াইট করে ফেলা হয়েছিলো ।  বাল্কের পিপি এর জন্য যখন তারা ফেভ্রিক নিয়ে স্যাম্পল বানিয়ে বায়ারকে তারা সাবমিট করে দেয়া হয় ।  কিন্ত বায়ার তা রিজেক্ট করে । 

বিদ্রঃ

এই কারনে যারা মার্চেন্ডাইজার তাদের উচিৎ  হোয়াইট এর সেড হলে তা একটু  UV লাইটে ক্রস চেক করে নেয়া যাতে করে এটা যাতে ভুল না হয় ।

আর ভুলে ব্রাইটেনার দিয়ে ফেললে তা তোলা অনেক জটিল কাজ ।  ব্রাইটেনার তুলতে জিগারে কাস্টিক সাবান দিয়ে ওয়াস  করতে হয় পরে একে মার্সারাইজ করে নিতে হবে । 

অনেক সময় এটা কে কাস্টিক ওয়াস দিয়ে ডিপে ঢুকিয়ে পরে ফ্রেশ ফেব্রিক দিয়ে এটা রিব্লিচ হোয়াইট করে দিতে হবে ।  

অনেক সময়  এই ফেব্রিক বাইরে বায়ারের কাছে পাঠিয়ে পুনরায় এপ্রুভ করিয়ে নিতে হয় ।


ভুল সোয়াচের খেসারত কিভাবে দেয়া হয় | Fabric Swatch

ভুল সোয়াচের খেসারত


রিসেন্ট আমাদের একটা ভুল সোয়াচ নিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিলো। সেটা হচ্ছে একটা ফেব্রিক অফ হোয়াইট আর হোয়াইট এর সোয়াচ এক্সচেঞ্জ হয়ে যাওয়া ।  আমাদের ল্যাব থেকে যে হোয়াইট করা হয়েছিলো বায়ার কে সাবমিট করার জন্য পরে তা করা হয়েছিলো RFD ফেব্রিক রিব্লিচ করে হোয়াইট করা হয়েছিলো ।  

বায়ার যখন এপ্রুভ করে তখন এটা এপ্রুভ করে, পরপরবর্তীতে মার্চেন্ডাইজার বাল্কের জন্য যখন সোয়াচ দিয়ে ওয়ার্ক অর্ডার বানায় সেটা ভুল করে হোয়াইট যা ব্রাইটেনার দেয়া সেটা কেটে লাগিয়ে দেয়া হয়েছিলো । 

প্রডাকশন এ ওয়ার্ক অর্ডারের দেয়া সোয়াচ ফলো করে হোয়াইট করে ফেলা হয়েছিলো ।  বাল্কের পিপি এর জন্য যখন তারা ফেভ্রিক নিয়ে স্যাম্পল বানিয়ে বায়ারকে তারা সাবমিট করে দেয়া হয় ।  কিন্ত বায়ার তা রিজেক্ট করে । 

বিদ্রঃ

এই কারনে যারা মার্চেন্ডাইজার তাদের উচিৎ  হোয়াইট এর সেড হলে তা একটু  UV লাইটে ক্রস চেক করে নেয়া যাতে করে এটা যাতে ভুল না হয় ।

আর ভুলে ব্রাইটেনার দিয়ে ফেললে তা তোলা অনেক জটিল কাজ ।  ব্রাইটেনার তুলতে জিগারে কাস্টিক সাবান দিয়ে ওয়াস  করতে হয় পরে একে মার্সারাইজ করে নিতে হবে । 

অনেক সময় এটা কে কাস্টিক ওয়াস দিয়ে ডিপে ঢুকিয়ে পরে ফ্রেশ ফেব্রিক দিয়ে এটা রিব্লিচ হোয়াইট করে দিতে হবে ।  

অনেক সময়  এই ফেব্রিক বাইরে বায়ারের কাছে পাঠিয়ে পুনরায় এপ্রুভ করিয়ে নিতে হয় ।


কোন মন্তব্য নেই: