ওয়াসিং এর ক্লেইম
ওভেন ডাইংয়ের যারা কাজ করেন তাদের জন্য বায়ার গার্মেন্টস ওয়াস জনিত ক্লেইম আসা কমন বিষয় । আর যদি বায়ার জাপানি হয় তবে তা ফরজের পর্যায়ে চলে যায় ।
বায়ারের যেটা কমন অভিযোগ শেড ডিপ হওয়া আর রেডিশ হওয়া, ইয়োলিশ হওয়া ।
১. গার্মেন্টস ওয়াসে সিলিকন ওয়াস দিলে সেড ১০% ডার্ক হবে এতে সন্দেহ নাই।
২. শেড রেডিশ হবার পেছনে মুল কারন হচ্ছে এর ওয়াস টাইম, লিকুইড ডিটারজেন্ট, ড্রাই টেম্পারেচার
মেজরিটি ক্ষত্রে দেখা যায় বায়ার যখন স্যাম্পল সাবমিট করেন তখন এই স্টাইলের একটা রেসিপি সেট করে রাখেন । এখন হতে পারে সাপ্লাইয়ার আপনাকে বাল্কের ফেব্রিক সেইম ফেক্টরি থেকে দেননি কিংবা ফেব্রিকের উপর টপিং করা হয়েছিলো। টপিং করা থাকলে এনজাইমের এসিডের সাথে রিয়েকশন করে সেড রেডিশ হয়ে যায় ।
আপনার নির্ধারিত রেসিপি যা দিয়ে আপনি স্যাম্পল করেন তা দিয়ে আপনি বাল্ক করতে পারবেন না হুবুহু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন