টেক্সটাইল মালিকদের জমির প্রীতি এবং মেশিন মেইন্টেইনেন্স - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল মালিকদের জমির প্রীতি

বাংলাদেশের প্রতিটি টেক্সটাইল মালিক বা গ্রুপের পুর্বাচল যান, গাজীপুর যান, ঢাকা চিটাগং যান সাইন বোর্ডে বড় করে লিখা এটা Windy Group, Jamuna Group, Givencee Group এমন শত গ্রুপের সাইনবোর্ডে পতিত জমিতে ।  তারা সবাই ক্রয় সুত্রে মালিক ।  ১৯৮০ সালের যখন কোটা ছিলো তখন টেক্সটাইল শিল্পের সোনালী যুগ যতো শিল্প উদ্যোক্তা আছেন তাদের বেশিরভাগ টেক্সটাইল গার্মেন্টস শিল্প দিয়ে বড় গ্রুপের মালিক । 

দেখা যায় তারা অন্য সকল প্রতিষ্ঠান থেকে জমি ক্রয় সব করেছেন টেক্সটাইল মিলের টাকায় ।  কিন্ত একটা শিল্পের সোনালী সময় সব সময় থাকে না তাদের এক সময় বানিজ্য মন্দা দেখা যায় । 

মেশিন গুলি পুরাতন হতে শুরু করে ইফেশিয়েন্সি কমে যায়, তখন দক্ষ লোকের চাহিদা থাকে ।  ম্যান পাওয়ার এ-র পরিমাণ বেশি প্রয়োজন হয় ।  দক্ষ ম্যাকানিকাল ইলেকট্রনিক এ-র লোক দরকার হয় ।

কিন্ত তখন অনেক ফেক্টরির লিকুইড মানির ক্রাইসিস হয় ।  আর অনেক মালিক তখন তাদের প্রোপার্টি গুলি বিক্রি করতে চান না ।  তাদের বেশিরভাগ ফেক্টরি দেখা যায় রুগ্ন ।  মেশিন তার ডেপ্রিসিয়েশন  টাইম ওভার করলে তাকে বিক্রি করে দিয়ে নতুন মেশিন কেনা উচিৎ ফেক্টরি গুলির ।  নয়তো পুরাতন মেশিন গুলি ঠিক রাখতে নতুন মেশিন কেনার কেনার সমান ব্যায় হয়।  এটা না করলে কোয়ালিটি ফল করা, মেশিনের ডাউন টাইম, কাস্টমার সেটিস্ফিকশন  কমে যায় । 

মুল কথা আপনার পাওয়ায় হাউস হচ্ছে আপনার প্রডাকশন ফ্লোর সেখানে ঠিক রাখতে হবে । তবে এটা আপনার অন্য প্রোপার্টি গুলির চেয়ে বেশি ফিডব্যাক দিবে । 

চলবে

টেক্সটাইল মালিকদের জমির প্রীতি এবং মেশিন মেইন্টেইনেন্স

টেক্সটাইল মালিকদের জমির প্রীতি

বাংলাদেশের প্রতিটি টেক্সটাইল মালিক বা গ্রুপের পুর্বাচল যান, গাজীপুর যান, ঢাকা চিটাগং যান সাইন বোর্ডে বড় করে লিখা এটা Windy Group, Jamuna Group, Givencee Group এমন শত গ্রুপের সাইনবোর্ডে পতিত জমিতে ।  তারা সবাই ক্রয় সুত্রে মালিক ।  ১৯৮০ সালের যখন কোটা ছিলো তখন টেক্সটাইল শিল্পের সোনালী যুগ যতো শিল্প উদ্যোক্তা আছেন তাদের বেশিরভাগ টেক্সটাইল গার্মেন্টস শিল্প দিয়ে বড় গ্রুপের মালিক । 

দেখা যায় তারা অন্য সকল প্রতিষ্ঠান থেকে জমি ক্রয় সব করেছেন টেক্সটাইল মিলের টাকায় ।  কিন্ত একটা শিল্পের সোনালী সময় সব সময় থাকে না তাদের এক সময় বানিজ্য মন্দা দেখা যায় । 

মেশিন গুলি পুরাতন হতে শুরু করে ইফেশিয়েন্সি কমে যায়, তখন দক্ষ লোকের চাহিদা থাকে ।  ম্যান পাওয়ার এ-র পরিমাণ বেশি প্রয়োজন হয় ।  দক্ষ ম্যাকানিকাল ইলেকট্রনিক এ-র লোক দরকার হয় ।

কিন্ত তখন অনেক ফেক্টরির লিকুইড মানির ক্রাইসিস হয় ।  আর অনেক মালিক তখন তাদের প্রোপার্টি গুলি বিক্রি করতে চান না ।  তাদের বেশিরভাগ ফেক্টরি দেখা যায় রুগ্ন ।  মেশিন তার ডেপ্রিসিয়েশন  টাইম ওভার করলে তাকে বিক্রি করে দিয়ে নতুন মেশিন কেনা উচিৎ ফেক্টরি গুলির ।  নয়তো পুরাতন মেশিন গুলি ঠিক রাখতে নতুন মেশিন কেনার কেনার সমান ব্যায় হয়।  এটা না করলে কোয়ালিটি ফল করা, মেশিনের ডাউন টাইম, কাস্টমার সেটিস্ফিকশন  কমে যায় । 

মুল কথা আপনার পাওয়ায় হাউস হচ্ছে আপনার প্রডাকশন ফ্লোর সেখানে ঠিক রাখতে হবে । তবে এটা আপনার অন্য প্রোপার্টি গুলির চেয়ে বেশি ফিডব্যাক দিবে । 

চলবে

কোন মন্তব্য নেই: