টেক্সটাইল ফ্রেশারদের ফ্লোরে নার্ভাসনেস কাটানোর উপায় | fresher textile engineer - Textile Lab | Textile Learning Blog
job

টেক্সটাইল ফ্রেশারদের ফ্লোরে নার্ভাসনেস কাটানোর উপায় | fresher textile engineer

টেক্সটাইল ফ্রেশারদের ফ্লোরে নার্ভাসনেস কাটানোর উপায়ঃ 


যারা ফ্রেশার জব করেন বেশিরভাগ ফ্লোরে নতুন জবের শুরু শুরুতে তারা নার্ভাস থাকেন । এর মুল কারন হচ্ছে আমাদের পরিবেশ  যার সাথে আমাদের সাথে পরিচিত না ।  আমরা যখন ইন্টার্ন করি তখনকার সময় মুলত আমাদের আমাদের সাথে এই পরিবেশ এর সাথে পরিচিত হবার সুযোগ থাকে । কিন্ত আমাদের স্টুডেন্টরা প্রপারলি সে সুযোগ পাননা এবং তারা খুব কম সময় ফ্লোরে থাকেন আর জব লাইফে তারা ফেকো কে অনেক আরামের যায়গা ভাবেন ।  এদের টোটাল ভুল ধারনা ভাংগে জবে ঢুকলে ।

কিছু করনীয় বিষয়ঃ

১. আপনার প্রথম বছর নিজের সিনিয়র ইঞ্চার্জ  ব্যাতিত অন্য কারো অর্ডার ফলো না করা বা কমান্ড না শুনা ।  শুধুমাত্র আপনার সিনিয়র যা করতে বলবে তা করা । 

২. মেশিনের কোন লোকের সাথে কথা না বলা এটা মোটেই করা যাবে না ।  আর সমস্যা শুনলেই সাথে সাথে আপনার রিপোর্ট বসকে জানাতে হবে  ।  নিজের মাঝে কোন কথা চেপে রাখা যাবে না । আগে বলে আসেন পরে বাকি সব কাজ । 

৩. অনেক সময় আপনার ডেসিগনেশন না ভালো হতেই পারে এর জন্য হতাস না হওয়া ।  এটা সাময়িক এটা ১-২ বছরের ভেতরে চেইঞ্জ হয়ে যাবে। এই নিয়ে এতো স্ট্রেস নেবার কিছু নাই । 

৪. আপনার ফেব্রিকের দুনিয়ায় যতো ফল্ট আসুক না কেনো আপনার তা নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নাই ।  আপনাকে এর জন্য কেও জিজ্ঞেস করতে আসবে না ।  জুনিয়ররা ফল্ট এর বিষয়ে বেশি নার্ভাস হয় যায়। তারা মনে করেন কি হবে আমাদের যা আমরাও ফিল করে ছিলাম এক সময়। 

৫. রেগুলার রুটিনের বাইরে বস কিছু বললে এটা স্পেশাল কেয়ার নিন, কারন সমস্যা হতে পারে বিধায় আপনাকে একটু লুক আফটার করতে বলসে তাই ।  আপনার উচিৎ এই সময় অন্তত কাজ করা । 

৬. ওভার টাইম নিয়ে হতাস হবার কিছু নেই করুন করতে থাকুন ফ্লোর আয়ত্ত হলে আপনি বুঝতে পারবেন কখন আপনি চলে যেতে পারবেন । আর কি বেশি গুরুত্বপূর্ণ । তাই কয়মাস অপেক্ষা করুন । 





কোন মন্তব্য নেই: