টেক্সটাইল স্টুডেন্টদের লিংকড-ইন ব্যাবহারের কিছু পরামর্শ | Linkidin ID for Textile Engineers - Textile Lab | Textile Learning Blog
লিংকড ইন এবং আমরা
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন অনেক জনপ্রিয় সবার কাছে, সারাদিন নিজের বুক এ যতটা না টাইম অতিবাহিত করি তার চেয়েও বেশি করি ফেসবুকের ব্যাবহার (যদি-ও আমি এই পোস্ট ও ফেসবুক এর মাধ্যমেই দিচ্ছি)৷ যাই হোক ফেসবুকের কথা তো আর নতুন করে বলার দরকার নেই৷

 পেশাজীবীদের কাছে কাজের এক সামাজিক যোগাযোগের মাধ্যম হলো লিংকড–ইন৷ বিশেষায়িত এই ওয়েবসাইটের মাধ্যমে নব্য যুগের পেশাজীবীরা উন্নয়ন ঘটান নিজের পেশাজীবনের৷ এমনকি চাকরি বদলানো বা নতুন চাকরি পেতেও সহায়ক এই ওয়েবসাইট৷

কিন্তু  আমাদের অনেকেই ভার্সিটি শেষ করার আগে কেনো জানি খুলতে চাই না এই সাইট,বা মনে করি এ আর এমন কি বড় ভাই বা আত্বীয় রাই তো চাকরি যোগান দিবেন।

একদম ই ভুল একটা কথা। কোনটা ভালো চাকরি,এবং কোন পেশা তোমার জন্য ভালো এটা তুমি ছাড়া কেউ বলে দিতে পারবে ন। এবং এগুলা যানা এবং বোঝার মাধ্যমেই তুমি অন্য সবার চেয়ে আলাদা হতে পারবা। 
তাই আজই লিংকড ইন এর একটি একাউন্ট খুলে ফেলো সবাই।  

নিচের ৯ টি কথা এই নিয়ে থাকবে- এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি ৯ নাম্বারে লিখবো-

১. লিংকড ইন কি এবং কিভাবে কাজ করে এটা জানার জন্যঃ 

২. একাউন্ট করার সাথে সাথে তোমার কিছু ইনফো সেখানে চাবে( যেমন, তোমার ডেস্ক্রিপশন,এডুকেশন, সার্টিফিকেট কোর্স বা তোমার হেবিট ও ইন্টারেস্ট।  এগুলা কত সুন্দর ভাবে লিখা যায় এর জন্য এই ভিডিওঃ https://youtu.be/eVQVqpE98No (এটার চাইতে বেস্ট ভিডিও আর হয় না)। কারন প্রায় ৮৯% জব রিক্রুটার রা এখন তোমার লিংকইন প্রোফাইল দেখে তোমাকে জাজ করবে। এটা ভবিষ্যতে আরো বারবে।সিভি তে তাই লিংকড ইন এর প্রোফাইল লিংক রাখা স্মার্টনেস।

৩. এরপরে,  অনেক গুলো সাইট আছে যেখানে প্রতিনিয়ত জব পোস্ট হয় (যেমনঃ Job seekers bd, Textile job,apparel job bd, Quick job bd) এগুলা তে কানেক্ট হয়ে যাও।

৪. নিজের কানেকশন (ফেসবুকে যেটাকে আমরা ফ্রেন্ড রিকুয়েষ্ট বলি) বৃদ্ধির জন্য তোমার প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন প্রোফেসনাল লোকদের রিকুয়েষ্ট পাঠাও -২০ জনকে পাঠালে ২ জন তোমায় এড দিবে এবং এটাই সাকসেস।
 
৫. এক্সেপ্ট করলেই কানেক্টেড হয়ে যাওয়া নয়, চেষ্টা করো তাকে একটা সুন্দর ম্যাসেজ দিয়ে রাখার; যাতে সে খুশি হয় এবং তোমার নাম মনে রাখে। 

(যেমনঃ Hey,
Thank you for connecting me..
This is Rohan,presently working as Sr. Executive at Zaber & Zubayer fabrics ltd.

So pleased to get in touch.

Warm regards. এই ধরনের। আমি জানি তোমরা আরও সুন্দর করে লিখতে পারবা।

৬. তুমি যখন ই তোমার প্রফেসনের লোকজন কে এড করবা, লিংকইন বুঝে যাবে তুমি কি চাও কাদের চাও, এর জন্য দেখবা তুমি সবসময় (যদি টেক্সটাইল এর হও) টেক্সটাইল এর লোকজন এর সাজেশন পাবা। খুব ভালো লাগে এই জিনিসটা। 

৭. অনেক ফ্রি ইভেন্ট বা ফ্রি সার্টিফিকেট কোর্স হয় লিংকড ইন এ। এগুলা তে যোগাযোগ রাখবা, বিশেষকরে জাপান এবং জার্মানির অনেক বড় কোম্পানি, লিন বা এ আই নিয়ে ফ্রি শেষন বা ওয়েবিনার করে সেগুলাতে যোগাযোগ রাখবা পারলে এটেন্ড করবা।

৮. অনেক গ্রুপ পাবা যেমন (learning tools free, knowledge sharer, Textile graduates, Testing and research worldwide)  এগুলাতে এড হয়ে থাকবে অনেক নলেজ বাড়বে।

৯. এখন আসি প্রধান কথায়, লিংকড ইন এর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এর ফ্রি কোর্স (এক্সেল,পাওয়ার পয়েন্ট নিয়ে) এর অনেক ফ্রি কোর্স আছে যেগুলাতে নিওমিত নিজের টেস্ট নিবা এবং একদিন তুমি পার্ফেক্ট এর ও পার্ফেক্ট হবে। 

 ফেসবুক এর থেকে শুধু ৩০ মিনিট কমিয়ে সময় টা এখনই লিংকডিন এ দেও।  তোমার নেটওয়ার্ক বৃদ্ধি করো যা তোমাকে অন্য সবার থেকে আলাদা করে ফেলবে। দ্রুত উঠতে পারবা।

কথা দিচ্ছি একদিন আমায় ফোন দিয়ে ধন্যবাদ দিতে হবে এই পোস্ট এর জন্য।  

Written By: 
Name : Md. Azizur Rahman (Rohan)
Mail: rohanseu30@gmail.com
job

টেক্সটাইল স্টুডেন্টদের লিংকড-ইন ব্যাবহারের কিছু পরামর্শ | Linkidin ID for Textile Engineers

লিংকড ইন এবং আমরা
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন অনেক জনপ্রিয় সবার কাছে, সারাদিন নিজের বুক এ যতটা না টাইম অতিবাহিত করি তার চেয়েও বেশি করি ফেসবুকের ব্যাবহার (যদি-ও আমি এই পোস্ট ও ফেসবুক এর মাধ্যমেই দিচ্ছি)৷ যাই হোক ফেসবুকের কথা তো আর নতুন করে বলার দরকার নেই৷

 পেশাজীবীদের কাছে কাজের এক সামাজিক যোগাযোগের মাধ্যম হলো লিংকড–ইন৷ বিশেষায়িত এই ওয়েবসাইটের মাধ্যমে নব্য যুগের পেশাজীবীরা উন্নয়ন ঘটান নিজের পেশাজীবনের৷ এমনকি চাকরি বদলানো বা নতুন চাকরি পেতেও সহায়ক এই ওয়েবসাইট৷

কিন্তু  আমাদের অনেকেই ভার্সিটি শেষ করার আগে কেনো জানি খুলতে চাই না এই সাইট,বা মনে করি এ আর এমন কি বড় ভাই বা আত্বীয় রাই তো চাকরি যোগান দিবেন।

একদম ই ভুল একটা কথা। কোনটা ভালো চাকরি,এবং কোন পেশা তোমার জন্য ভালো এটা তুমি ছাড়া কেউ বলে দিতে পারবে ন। এবং এগুলা যানা এবং বোঝার মাধ্যমেই তুমি অন্য সবার চেয়ে আলাদা হতে পারবা। 
তাই আজই লিংকড ইন এর একটি একাউন্ট খুলে ফেলো সবাই।  

নিচের ৯ টি কথা এই নিয়ে থাকবে- এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি ৯ নাম্বারে লিখবো-

১. লিংকড ইন কি এবং কিভাবে কাজ করে এটা জানার জন্যঃ 

২. একাউন্ট করার সাথে সাথে তোমার কিছু ইনফো সেখানে চাবে( যেমন, তোমার ডেস্ক্রিপশন,এডুকেশন, সার্টিফিকেট কোর্স বা তোমার হেবিট ও ইন্টারেস্ট।  এগুলা কত সুন্দর ভাবে লিখা যায় এর জন্য এই ভিডিওঃ https://youtu.be/eVQVqpE98No (এটার চাইতে বেস্ট ভিডিও আর হয় না)। কারন প্রায় ৮৯% জব রিক্রুটার রা এখন তোমার লিংকইন প্রোফাইল দেখে তোমাকে জাজ করবে। এটা ভবিষ্যতে আরো বারবে।সিভি তে তাই লিংকড ইন এর প্রোফাইল লিংক রাখা স্মার্টনেস।

৩. এরপরে,  অনেক গুলো সাইট আছে যেখানে প্রতিনিয়ত জব পোস্ট হয় (যেমনঃ Job seekers bd, Textile job,apparel job bd, Quick job bd) এগুলা তে কানেক্ট হয়ে যাও।

৪. নিজের কানেকশন (ফেসবুকে যেটাকে আমরা ফ্রেন্ড রিকুয়েষ্ট বলি) বৃদ্ধির জন্য তোমার প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন প্রোফেসনাল লোকদের রিকুয়েষ্ট পাঠাও -২০ জনকে পাঠালে ২ জন তোমায় এড দিবে এবং এটাই সাকসেস।
 
৫. এক্সেপ্ট করলেই কানেক্টেড হয়ে যাওয়া নয়, চেষ্টা করো তাকে একটা সুন্দর ম্যাসেজ দিয়ে রাখার; যাতে সে খুশি হয় এবং তোমার নাম মনে রাখে। 

(যেমনঃ Hey,
Thank you for connecting me..
This is Rohan,presently working as Sr. Executive at Zaber & Zubayer fabrics ltd.

So pleased to get in touch.

Warm regards. এই ধরনের। আমি জানি তোমরা আরও সুন্দর করে লিখতে পারবা।

৬. তুমি যখন ই তোমার প্রফেসনের লোকজন কে এড করবা, লিংকইন বুঝে যাবে তুমি কি চাও কাদের চাও, এর জন্য দেখবা তুমি সবসময় (যদি টেক্সটাইল এর হও) টেক্সটাইল এর লোকজন এর সাজেশন পাবা। খুব ভালো লাগে এই জিনিসটা। 

৭. অনেক ফ্রি ইভেন্ট বা ফ্রি সার্টিফিকেট কোর্স হয় লিংকড ইন এ। এগুলা তে যোগাযোগ রাখবা, বিশেষকরে জাপান এবং জার্মানির অনেক বড় কোম্পানি, লিন বা এ আই নিয়ে ফ্রি শেষন বা ওয়েবিনার করে সেগুলাতে যোগাযোগ রাখবা পারলে এটেন্ড করবা।

৮. অনেক গ্রুপ পাবা যেমন (learning tools free, knowledge sharer, Textile graduates, Testing and research worldwide)  এগুলাতে এড হয়ে থাকবে অনেক নলেজ বাড়বে।

৯. এখন আসি প্রধান কথায়, লিংকড ইন এর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এর ফ্রি কোর্স (এক্সেল,পাওয়ার পয়েন্ট নিয়ে) এর অনেক ফ্রি কোর্স আছে যেগুলাতে নিওমিত নিজের টেস্ট নিবা এবং একদিন তুমি পার্ফেক্ট এর ও পার্ফেক্ট হবে। 

 ফেসবুক এর থেকে শুধু ৩০ মিনিট কমিয়ে সময় টা এখনই লিংকডিন এ দেও।  তোমার নেটওয়ার্ক বৃদ্ধি করো যা তোমাকে অন্য সবার থেকে আলাদা করে ফেলবে। দ্রুত উঠতে পারবা।

কথা দিচ্ছি একদিন আমায় ফোন দিয়ে ধন্যবাদ দিতে হবে এই পোস্ট এর জন্য।  

Written By: 
Name : Md. Azizur Rahman (Rohan)
Mail: rohanseu30@gmail.com

কোন মন্তব্য নেই: