স্যাম্পল ডেভেলপমেন্ট টেকনিশিয়ানের ক্যারিয়ার কেমন ?
আমার ধারনা, আমাদের অধিকাংশ ফ্রেশার এই সেকশন টা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই, তাই আমি আজকে RMG sector এর একটা সেকশন বা পোস্ট সম্পর্কে ডিটেলস এর ধারণা দিচ্ছি।
Post Sample development Technician/Garments Technician/Garments technologist/Fit technician
Entry Salary-18000.
5-6 years experienced minimum 50K-70k
7-10 years experienced minimum 80k-120k
above 10 years- Minimun 130k-160k
if get the chance in Buying House-150K-200k
(স্যালারি রেঞ্জটা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি)
এখন এই পোস্টের details নিয়ে বলবো। বর্তমানে এই পোষ্টের যারা জব করছে তাদের অধিকাংশই নন টেক আর ওদের education level তেমন একটা বলার কিছুই নেই। শুধুমাত্র অভিজ্ঞতার জন্য তারা আজকে এত Huge পরিমাণ একটা স্যালারি নিয়ে যাচ্ছে ফ্যাক্টরি থেকে.except buying house. Because they have minimum Honours/Degree.
এই এই পোস্টে যারা কাজ করে তাদের অভিজ্ঞতা হচ্ছে প্যাটার্ন মেকিং, সুইং টেকনিক।
এখন এই পোস্টের কাজের ধরন এবং গুরুত্ব সম্পর্কে বিশদভাবে বলছি।
মূলত এই পোস্টে যারা কাজ করে, তাদের মেইন কাজ হচ্ছে, বায়ারের দেওয়া টেকনিক্যাল প্যাক থেকে স্যাম্পল ডেভলপ করা। Sample approved হবার পরেই বাল্ক প্রোডাকশনের order হয়। এই টেকনিক্যাল pack এর মধ্যে থাকে, স্যাম্পল স্কেচ,মেজারমেন্ট চারট,সুইং ডিটেইলস, ফেব্রিক ডিটেইলস, প্রিন্ট এন্ড এমব্রয়ডারি ডিটেইলস এবং ব্লক প্যাটার্ন।। একজন টেকনিশিয়ান, এই স্যাম্পল টেক প্যাক থেকে একটি স্যাম্পল ডেভোলাপ করে। এই স্যাম্পল ডেভোলাপ করার জন্য, একজন টেকনিশিয়ান এর কিছু specific Skill দরকার হয়। নিচে সেগুলো দেওয়া হল।
১) তাকে অবশ্যই প্যাটার্ন সম্পর্কে বিশদ অভিজ্ঞতা থাকতে হবে।
২) অবশ্যই ফেব্রিক স্ট্রাকচার অনুযায়ী প্যাটার্ন এ allowance দিতে হবে।
৩) অবশ্যই সুইং টেকনিক সম্পর্কে আইডিয়া থাকতে হবে।
৪) সকল প্রকার সুইং মেশিন এবং stitch সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে।
তাছাড়া একজন ফ্যাক্টরি টেকনিশিয়ান সব সময় বায়িং টেকনিশিয়ানের সাথে communication করে স্যাম্পল ডেভোলাপ করে।
তাই যারা ফ্রেশার তারা যদি এই সেকশনে কোথাও সুযোগ পায়, তাকে অবশ্যই উচিত অইখানে যোগদান করা। কারন অনেকের future career এর কথা চিন্তা করে ডুকে না। তাই শুধু IE, merchandising ar Quality sector এর কথা চিন্তা না করে, এই সেক্টর টায় একটি নজর দিতে পারো। এই টুকু বলতে পারি কেও যদি এই পোস্টে জয়েন করে ৪ বছর জব করে কাজ গুলা শিখে নাও, তাহলে ৪ বছর পর জব সেক্টর তার স্যালারি+পসিশন অন্যদের থেকেও বেশি হবে। তাই যারা ফ্রেশার তারা ইচ্ছা করলে এই সেক্টরে জয়েন করে তোমাদের career develop করতে পারো।
কিন্তু একটা কথা কাজ না শিখলে কিন্তু কোন লাভ এ হবে না। কারন টেকনিকাল পয়েন্ট গুলা যে যতো তারাতাড়ি শিখতে পারবো, সে তত তারাতারি উঠতে পারবা।
এই সেক্টর নিয়ে কাজ নিয়ে আর অনেক কিছু আছে। আমি শুধু মাত্র একটা ধরনা দিলাম।
Ashraful Islam (Abir)
Batc 27
Sr.Executive and Nominated Back Up Technician of H&M
Fakir Apparels Ltd
1 টি মন্তব্য:
ভাই আমি এই পোস্টে কাজ করতে চাই| আমাকে দয়া করে একটু সাহায্য করলে ভালো হয়|
Email: mshajib94@gmail.com
একটি মন্তব্য পোস্ট করুন