1. স্ট্রেস কাপড় নাকি লাইক্রা কাপড় কোনটি সঠিক ??
2. সব স্ট্রেস কাপড় কি লাইক্রা কাপড় ??
স্পানডেক্স ফাইবার বা ইলাস্টেন ফাইবার:
এটি এক প্রকার সিন্থেটিক ফাইবার যা পলিইউরিথেন কো পলিমার দিয়ে প্রস্তুত করা এর ইলাস্টিসিটি অনেক বেশি এটি নিজ আয়তন এর চেয়ে ৫০০% পর্যন্ত প্রসারিত হতে পারে। এটি ১৯৫৮ সালে ডুপন্ট কেমিস্ট জোসেফ সিভার্স ডেভলপ করেন।
ফেক্টরিতে আমরা স্পানডেক্স বা ইলাস্টেন যুক্ত ফেব্রিককে সাধারনত লাইক্রা ফেব্রিক বলে থাকি কিন্তু লাইক্রা মুলত স্পানডেক্স ফাইবার এর অনেক গুলি ব্রেন্ড নেইম এর মধ্যে লাইক্রা একটি এই ফেব্রিক গুলিকে স্ট্রেস / ইলাস্টেন ফেব্রিক বলা যেতে পারে ।
ল্যাইক্রা হচ্ছে স্পান্ডেক্স সুতার ব্রেন্ড নাম । স্পানন্ডেক্স হচ্ছে এর ক্যামিকেল বা জেনেরিক নাম। ল্যাক্রা আমেরিকান ইনভিস্তা (Formar Du pont) কোম্পানির ইলাস্টোমারিক ফাইবার । ফেক্টরির কোন কাপড় এর ইলাস্টেন থাকলে একে লাইক্রা বলে, যদিও তা সঠিক নয় একে লাইক্রা না ইলাস্টেন ফেব্রিক বলাটা উচিৎ । আর সর্বপ্রথম আমেরিকান ইনভিস্তা (Formar Du pont) লাইক্রা নামে বাজারজাত করে বিধায় এটি জনপ্রিয়তা পেয়ে যায়। পরে অনেক কোম্পানি ডেভলপ করলেও সবার মুখে মুখে লাইক্রা ফেব্রিক নামটি জনপ্রিয়তা পেয়ে যায়।
এক্ষত্রে একটি উদাহরণ দেয়া যেতে পারে যেমন প্যারাসিটামল কে বেক্সিমকো নাপা , স্কয়ার এইচ নামে মার্কেটিং করে নামে ভিন্নতা থাকলেও ক্যামিকেল বা জেনেরিক নেইম কিন্ত স্পানডেক্স।
আরো কিছু কোম্পানি যারা স্পানডেক্স / ইলাস্টেন ম্যানুফেচার করে থাকেঃ
Elaspan (also Invista)
Acepora (Taekwang)
Creora (Hyosung)
INVIYA (Indorama Corporation)
ROICA and Dorlastan (Asahi Kasei)
Linel (Fillattice)
ESPA (Toyobo)
Texlon (Korean)
INVISTA ফাইবার এর ব্রেন্ড নেইম Lycra
লাইক্রা এর প্রাইস আর Texlon, Roica,Creora এর প্রাইস এবং কোয়ালিটি এক নয় তাই কোম্পানি গুলি স্পানডেক্স অন্য ব্রেন্ড এর গুলি ঢুকিয়ে আমাদের ভুল বোঝার কারনে তা LYCRA brand এর নামে চালিয়ে দেয়। লাইক্রা এর প্রাইস Roica Texlon Creora এর চেয়ে বেশি এবং এর স্ট্রেস কোয়ালিটি, ইলাস্টিসিটি অনেক বেশি। আমেরিকান লাইক্রার স্রিংকেজ এবং ইলাস্টিসিটি অন্য ব্রেন্ড গুলির চেয়ে ভালো কিন্তু অন্য ব্রেন্ড খারপ পারফর্ম করলেও বদনাম এর ভাগ কিন্তু লাইক্রার উপর পড়ছে । অনেক সময় লাইক্রার পরিবার্তে অন্য ব্রেন্ড গুলির ইলাস্টেন ব্যাবহার করে লাইক্রার কস্ট রাখা হচ্ছে বা লাইক্রা কে ব্রেন্ড করা হচ্ছে সুতরাং বলার সময় বা ফেব্রিক পার্চেস করার সময় লাইক্রা হলে লাইক্রা অন্য ব্রেন্ড হলে তাদের স্পেসিফিক নাম ব্যাবহার করতে হবে। ফেক্টরির লোকজন এর ভুল ধারনা থাকলেও টেক্সটাইল টেকনোলজিস্ট দের বিষয় টি জানা প্রয়োজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন