Accessories এবং Trims এর মাঝে পার্থক্য জেনে রাখুন - Textile Lab | Textile Learning Blog
গার্মেন্টস trade এ অনেক দিন চাকুরী করার পরও আমরা অনেকেই জানি না trims এবং accessories এর মদ্ধে পার্থক্য কি। অনেক interview বোর্ডে  same প্রশ্ন ask করা হয় কিন্তু আমরা ভুল answer দেই।  আবার ৮০% লোকই বলে দুটি একই জিনিস।.ব্যাবহারিক দিক দিয়ে trims এবং accessories এর মাঝে অনেক পার্থক্য।

Trims :
যেটা পোষাকের সাথে সরাসরি লেগে থাকে।  আমরা যখন কোন পোষাক ব্যাবহার করি তখনো trims ব্যাবহার করি। ফেলে দিলে পোষাক ব্যাবহারের যোগ্যতা হারাবে। 
উদাহরন: সুতা,  লেবেল, বোতাম ইত্যাদি।

Accessories :
Accessories মানে অলঙ্কার।  এটা পোষাকের কোন part না কিন্তু পোষাকের out looking টা অনেক বেশি gorgeous করে তোলে।  একটি পোষাক কেনার সময় অনেকগুলো accessories থাকে জিন্তু যখন পোষাক use করি তখন আমরা সেগুলো ফেলে দেয়।
উদাহরন : poly,  gum tape, back board, carton ইত্যাদি।

Fabrics ছাড়া পোষাক তৈরীর সময় পোষাকে directly যেগুলো ব্যাবহৃত হয় সেগুলোকে  Trims বলে। Decorative Fabrics অথবা Lace Fabrics কে Trims হিসেবে গন্য করা হয়। মোট কথা Fabrics ছাড়া পোষাকে সরাসরি Attached সবকিছুই Trims. 
নিম্নে কিছু উদাহরন দেওয়া হল : 
1) Sewing thread
2) Button
3) Lining
4) Inter lining
5) Motif
6) Label (care, main, size, composition etc)
7) Zipper
8) Padding
9) Elastic
10) Twill tape
11) Piping cord
12) Eyelet
13) Rivet
14) Hook & eye
15) Velcro tape
16) Shoulder pad

Accessories বলতে এমন Materials কে বোঝায় যেগুলো পোষাকে Directly Attach
থাকে না কিন্তু Ornaments হিসেবে কাজ করে। সাধারনত এগুলো Factory তে Finishing Department এ লাগানো হয়। 
বোঝার সুবিধার্তে নিম্নে  কিছু উদাহরন দেওয়া হল :
1) Neck board
2) Back board
3) collar insert 
4) Collar stay
5) Hang tag
6) Ball head pin
7) Tissue paper
8) Poly bag
9) Silica gel
10) Carton
11) Carton sticker
12) Safety sticker
13) PP belt
14) String
15) Hanger
16) Butter fly
17) Price ticket
18) Gum tape
19) Brush pin
20) Tag pin
21) Safety pin
22) Size stripe
23) Pocket flasher
24) Both side tape
25) Plastic clip
26) Arrow sticker
27) Scotch tape
28) Gum tape
29) Hanger
30) Clip
31) Safety sticker
32) Badges 
33) Hanger loop






Accessories এবং Trims এর মাঝে পার্থক্য জেনে রাখুন

গার্মেন্টস trade এ অনেক দিন চাকুরী করার পরও আমরা অনেকেই জানি না trims এবং accessories এর মদ্ধে পার্থক্য কি। অনেক interview বোর্ডে  same প্রশ্ন ask করা হয় কিন্তু আমরা ভুল answer দেই।  আবার ৮০% লোকই বলে দুটি একই জিনিস।.ব্যাবহারিক দিক দিয়ে trims এবং accessories এর মাঝে অনেক পার্থক্য।

Trims :
যেটা পোষাকের সাথে সরাসরি লেগে থাকে।  আমরা যখন কোন পোষাক ব্যাবহার করি তখনো trims ব্যাবহার করি। ফেলে দিলে পোষাক ব্যাবহারের যোগ্যতা হারাবে। 
উদাহরন: সুতা,  লেবেল, বোতাম ইত্যাদি।

Accessories :
Accessories মানে অলঙ্কার।  এটা পোষাকের কোন part না কিন্তু পোষাকের out looking টা অনেক বেশি gorgeous করে তোলে।  একটি পোষাক কেনার সময় অনেকগুলো accessories থাকে জিন্তু যখন পোষাক use করি তখন আমরা সেগুলো ফেলে দেয়।
উদাহরন : poly,  gum tape, back board, carton ইত্যাদি।

Fabrics ছাড়া পোষাক তৈরীর সময় পোষাকে directly যেগুলো ব্যাবহৃত হয় সেগুলোকে  Trims বলে। Decorative Fabrics অথবা Lace Fabrics কে Trims হিসেবে গন্য করা হয়। মোট কথা Fabrics ছাড়া পোষাকে সরাসরি Attached সবকিছুই Trims. 
নিম্নে কিছু উদাহরন দেওয়া হল : 
1) Sewing thread
2) Button
3) Lining
4) Inter lining
5) Motif
6) Label (care, main, size, composition etc)
7) Zipper
8) Padding
9) Elastic
10) Twill tape
11) Piping cord
12) Eyelet
13) Rivet
14) Hook & eye
15) Velcro tape
16) Shoulder pad

Accessories বলতে এমন Materials কে বোঝায় যেগুলো পোষাকে Directly Attach
থাকে না কিন্তু Ornaments হিসেবে কাজ করে। সাধারনত এগুলো Factory তে Finishing Department এ লাগানো হয়। 
বোঝার সুবিধার্তে নিম্নে  কিছু উদাহরন দেওয়া হল :
1) Neck board
2) Back board
3) collar insert 
4) Collar stay
5) Hang tag
6) Ball head pin
7) Tissue paper
8) Poly bag
9) Silica gel
10) Carton
11) Carton sticker
12) Safety sticker
13) PP belt
14) String
15) Hanger
16) Butter fly
17) Price ticket
18) Gum tape
19) Brush pin
20) Tag pin
21) Safety pin
22) Size stripe
23) Pocket flasher
24) Both side tape
25) Plastic clip
26) Arrow sticker
27) Scotch tape
28) Gum tape
29) Hanger
30) Clip
31) Safety sticker
32) Badges 
33) Hanger loop






কোন মন্তব্য নেই: