কাপড় এর Width কম বেশি হলে যে সকল সমস্যা গুলি হতে পারে
১. প্রথমে কাপড়ের Width কম বেশি হলে তার জন্য কাপড় এর GSM এর সমস্যা হবে যেমন কাপড় Width কম হলে GSM বেশি হবে কাপড় Width বেশি হলে GSM কমে যাবে।
২. কাপড় Width কম বেশি হলে কাপড় ফিনিশিং এর ক্ষত্রে সমস্যা হবে কারন কাপড় Width কম বেশি হলে ফিনিশিং মেশিনে চালাতে সমস্যা হয় বারে বারে ক্লিপ বা পিন থেকে কাপড় ছেড়ে যায় বারে বারে সেটিং চেঞ্জ করা লাগে যা যথেস্ট বিরক্তিকর ।
৩. কাপড় এর Witdth বেশি হলে স্রিংকেজ % বেশি হবে।
৪. কাপড় এর Witdth বেশি হলে ফেব্রিক এর ওয়েস্টেজ বেড়ে যাবে কারন বাড়তি ১-২ ইঞ্চি ওয়েস্ট হবে যা কোন কাজে আসবে না এর জন্য ইয়ার্ন লস হবে।
৫. মার্কার রিভাইস করা হয় যখন কাপড় এর Witdth কম বেশি হলে করান এর জন্য আমার নতুন করে মার্কার ডিজাইন না করলে পুরোনো মার্কারে ওয়েস্ট % এবং মার্কার ইফেসিয়েন্সি কমে যাবে। এর জন ফেব্রিক বুকিং দেয়ার সময় আগেই রিকয়ার্ড Width দিয়ে দেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন