কাপড় এর ফেইস এবং ব্যাক : ডাইং এবং ফিনিশিং
মেশিন এর ডাইং ফিনিশিং এর সময় ফেব্রিক এর ফেইস ব্যাক ঠিক মতো ইনপুট দেয়া বিশাল ফেক্ট কারন ফ্রেবিক এর মুল ফিনিশিং ইফেক্ট ফেইস সাইডে হয় এবং যার জন্য প্যাডার রোলার ইত্যাদির কন্টাক্ট জরুরী তাই মেশিন অনুযায়ী ফ্রেবিক এর ফেইস আপ কি ডাউন হবে তা নির্ধারন করা থাকে আর এর পেছনে যথেষ্ট যুক্তি থাকে।
১. কাপড় এর ফেইস সাইডে ফিনিশিং করা হয় কারন ফেইস সাইডে ফিনিশিং ইফেক্ট প্রয়োজন।
২. কাপড় এর ফেইস সাইড ডাইং এর সময়ে ভেতরে দিয়ে ডাইং করতে হয় For Knitted fabrics এতে মেশিন টু ফেব্রিক ফ্রিকশনে সাইনিং বা হেয়ারি হয় না স্পট পড়ে না ।
৩. স্টেনটারিং এর সময় কাপড় এর ফেইস সাইড আপ করে মেশিনে ইনপুট দিতে হয়। তা না হলে ব্লোয়ার এর ডাস্ট কাপড় এর ফেইসে লেগে যাবে।
৪. সানফোরাইজারে ফেইস আপ করে ইনপুট দিতে হয়। যেনো প্যাডার এর প্রেশার কাপাড় এর ফেইসে লাগে এবং ফেইস সাইডে সাইনিং ভালো হবে।
৫. সিনজিং এর সময় ফেইস ডাউন। যেনো আগুনের ফ্লেম কাপড়ে লাগে।
৬. ব্লিচ বা মার্সারাইজেশন এর সময় ফেইস ডাউন দিয়ে চালাতে হবে।
৭. প্রিন্টিং এর সময় কাপড় ফেইস আপ করে ইনপুট দিতে হবে। কারন ফেইসে কাপড় প্রিন্ট হয়।
৮. পিগমেন্ট, ফ্লোরোসেন্ট স্যাম্পল আগে করে নির্ধারন করা হয় ফেইস আগে যাবে নাকি ব্যাক আগে যাবে।
৯. ব্রাশিং, পিচ,সুইডিং মেশিনে ফেইস শাইড ডাউন করে দেয়া হয় কারন ব্রাশ গুলি নিচে থাকে সব সময়।
স্টেনটার মেশিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন