জেনে নিন কাউন্ট কি এবং এর প্রকার ভেদ | Yarn Count - Textile Lab | Textile Learning Blog
Count  সম্পর্কিত আলোচনা

Count একটি সংখ্যাবাচক শব্দ যা সুতার সূক্ষতা বা স্থূলতা নির্দেশ  করে।  অন্যভাবে সুতার একক দৈঘ্যের ভর বা একক ভরের দৈঘ্যকে count. বলে।

সুতার কাউন্ট নির্ণয়ের পদ্ধতি প্রধানত দুই প্রকার।

১| পরোক্ষ পদ্ধতি বা Indirect system
২| প্রত্যক্ষ পদ্ধতি  বা Direct system

পরোক্ষ পদ্ধতি  বা Indirect system
সুতার একক ভরের দৈর্ঘ্যকে সুতার কাউন্ট বলে। সুতার কাউন্ট যতবেশি হবে সুতা ততচিকন হবে। সাধারণত কটন, উলেন, উরস্টেড, লিনেন প্রভৃতি আশেঁর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে।

সুতার কাউন্ট =[(নমুনা সুতার দৈর্ঘ্য *সুতার ওজনের একক) ÷(সুতার দৈর্ঘ্যের একক*নমুনা সুতার ওজন) ]
এ পদ্ধতির কাউন্টগুলো হচ্ছে -

ইংলিশ কটন কাউন্ট(Nec) :-১পাউন্ড ওজনের সুতায় ৮৪০ গজের যতগুলো হ্যাংক বিদ্যমান তাই ঐ সুতার কাউন্ট।

ইংলিশ কাউন্ট = [(গজে নমুনা সুতার দৈর্ঘ্য * ১ পাউন্ড) ÷ (পাউন্ডে নমুনা সুতার ওজন * ৮৪০ গজ) ]

মেট্রিক কাউন্ট (Nm):- ১কেজি ওজনের সুতায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের যতগুলো গোছা(skein)থাকে তাই ঐ সুতার কাউন্ট।

মেট্রিক কাউন্ট = [(মিটারে নমুনা সুতার দৈর্ঘ্য * ১ কেজি)  ÷ ( কেজিতে নমুনা সুতার ওজন * ১০০০ মিটার) ]


**প্রত্যক্ষ পদ্ধতি (Direct system) :-
সুতার একক দৈর্ঘ্যের ভরকে সুতার কাউন্ট বলে।
এ পদ্ধতি  সাধারণত জুট, সিল্ক, নাইলন, হেম্প ইত্যাদি ক্ষেত্রে  ব্যবহৃত হয়।

সুতার কাউন্ট =[(নমুনা সুতার ওজন *সুতার দৈর্ঘ্যের একক)÷(সুতার ওজনের একক * নমুনা সুতার  দৈর্ঘ্য) ]

টেক্স কাউন্ট :- ১ কিলোমিটার সুতার ওজন যতগ্রাম হবে সুতার কাউন্ট তত টেকাস হবে।
tex=[(গ্রামে নমুনা সুতার ওজন * ১০০০ মিটার)  ÷ (মিটানে নমুনা সুতার দৈর্ঘ্য * ১ গ্রাম) ]

ডেনিয়ার কাউন্ট :- ৯ কিলোমিটার সুতার ওজন যত গ্রাম হবে সুতার কাউন্ট তত ডেনিয়ার হবে।

ডেনিয়ার কাউন্ট =[(গ্রামে নমুনার ওজন * ৯০০০ মিটার) ÷ (মিটারে নমুনার দৈর্ঘ্য * ১ গ্রাম) ]

এক পদ্ধতি হতে অন্য পদ্ধতিতে রূপান্তর

π ইংলিশ কাউন্ট = ৫৯০.৫ ÷ টেক্স কাউন্ট
π ইংলিশ কাউন্ট = ৫৩১৫ ÷ ডেনিয়ার কাউন্ট
★★ভিন্ন ভিন্ন কাউন্টের ফৌলডেড/প্লাই/টুয়াইন সুতার ক্ষেত্রে ★★

***পরোক্ষ পদ্ধতি ***
রেজালটেন্ট কাউন্ট = ( ১ ÷ ফৌলডেড সুতার দৈর্ঘ্যের এককের ওজনের সমষ্টি )

*** প্রত্যক্ষ পদ্ধতি  ***
রেজালটেন্ট কাউন্ট = ফৌলডেড সুতার ওজনের এককের দৈর্ঘ্যের সমষ্টি




জেনে নিন কাউন্ট কি এবং এর প্রকার ভেদ | Yarn Count

Count  সম্পর্কিত আলোচনা

Count একটি সংখ্যাবাচক শব্দ যা সুতার সূক্ষতা বা স্থূলতা নির্দেশ  করে।  অন্যভাবে সুতার একক দৈঘ্যের ভর বা একক ভরের দৈঘ্যকে count. বলে।

সুতার কাউন্ট নির্ণয়ের পদ্ধতি প্রধানত দুই প্রকার।

১| পরোক্ষ পদ্ধতি বা Indirect system
২| প্রত্যক্ষ পদ্ধতি  বা Direct system

পরোক্ষ পদ্ধতি  বা Indirect system
সুতার একক ভরের দৈর্ঘ্যকে সুতার কাউন্ট বলে। সুতার কাউন্ট যতবেশি হবে সুতা ততচিকন হবে। সাধারণত কটন, উলেন, উরস্টেড, লিনেন প্রভৃতি আশেঁর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে।

সুতার কাউন্ট =[(নমুনা সুতার দৈর্ঘ্য *সুতার ওজনের একক) ÷(সুতার দৈর্ঘ্যের একক*নমুনা সুতার ওজন) ]
এ পদ্ধতির কাউন্টগুলো হচ্ছে -

ইংলিশ কটন কাউন্ট(Nec) :-১পাউন্ড ওজনের সুতায় ৮৪০ গজের যতগুলো হ্যাংক বিদ্যমান তাই ঐ সুতার কাউন্ট।

ইংলিশ কাউন্ট = [(গজে নমুনা সুতার দৈর্ঘ্য * ১ পাউন্ড) ÷ (পাউন্ডে নমুনা সুতার ওজন * ৮৪০ গজ) ]

মেট্রিক কাউন্ট (Nm):- ১কেজি ওজনের সুতায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের যতগুলো গোছা(skein)থাকে তাই ঐ সুতার কাউন্ট।

মেট্রিক কাউন্ট = [(মিটারে নমুনা সুতার দৈর্ঘ্য * ১ কেজি)  ÷ ( কেজিতে নমুনা সুতার ওজন * ১০০০ মিটার) ]


**প্রত্যক্ষ পদ্ধতি (Direct system) :-
সুতার একক দৈর্ঘ্যের ভরকে সুতার কাউন্ট বলে।
এ পদ্ধতি  সাধারণত জুট, সিল্ক, নাইলন, হেম্প ইত্যাদি ক্ষেত্রে  ব্যবহৃত হয়।

সুতার কাউন্ট =[(নমুনা সুতার ওজন *সুতার দৈর্ঘ্যের একক)÷(সুতার ওজনের একক * নমুনা সুতার  দৈর্ঘ্য) ]

টেক্স কাউন্ট :- ১ কিলোমিটার সুতার ওজন যতগ্রাম হবে সুতার কাউন্ট তত টেকাস হবে।
tex=[(গ্রামে নমুনা সুতার ওজন * ১০০০ মিটার)  ÷ (মিটানে নমুনা সুতার দৈর্ঘ্য * ১ গ্রাম) ]

ডেনিয়ার কাউন্ট :- ৯ কিলোমিটার সুতার ওজন যত গ্রাম হবে সুতার কাউন্ট তত ডেনিয়ার হবে।

ডেনিয়ার কাউন্ট =[(গ্রামে নমুনার ওজন * ৯০০০ মিটার) ÷ (মিটারে নমুনার দৈর্ঘ্য * ১ গ্রাম) ]

এক পদ্ধতি হতে অন্য পদ্ধতিতে রূপান্তর

π ইংলিশ কাউন্ট = ৫৯০.৫ ÷ টেক্স কাউন্ট
π ইংলিশ কাউন্ট = ৫৩১৫ ÷ ডেনিয়ার কাউন্ট
★★ভিন্ন ভিন্ন কাউন্টের ফৌলডেড/প্লাই/টুয়াইন সুতার ক্ষেত্রে ★★

***পরোক্ষ পদ্ধতি ***
রেজালটেন্ট কাউন্ট = ( ১ ÷ ফৌলডেড সুতার দৈর্ঘ্যের এককের ওজনের সমষ্টি )

*** প্রত্যক্ষ পদ্ধতি  ***
রেজালটেন্ট কাউন্ট = ফৌলডেড সুতার ওজনের এককের দৈর্ঘ্যের সমষ্টি




কোন মন্তব্য নেই: