Woven ইন্সপেকশন এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট এর কার্যনীতি | Fabric Inspection - Textile Lab | Textile Learning Blog
ইন্সপেকশন এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট এর কার্যনীতিঃ

কোয়ালিটি  সর্ট লিস্ট রিপোর্টিং  :
ডাইং এর কাপড় ফিনিশিং এর পর কাপড়  ইইন্সপেকশন রোলিং এর পর কাপড় এর কোয়ালিটি রিপোর্টিং করা হয় যার ভেতর কাপড় আর কম্পলিট ডিটেইল রিপোর্ট থাকে
যেমন:

কাপড় এর পরিচয় :-
বায়ার
স্টাইল
কন্সট্রাকশন
কালার


কোয়ালিটি এন্ড ইন্সপেকশন ডিটেইলঃ

১. অর্ডার কোয়ানটিটি

২. গুড কোয়ানটিটি

৩. প্রবলেমেস্টিক কোয়ানটিট

৪. অফ সেফ

৫. হোল্ড কোয়ানটিটি

৬. রিঞ্জেক্ট কোয়ানটিটি
৭. কাট পিস

৮. বেলেন্স কোয়ানটিটি

১. গুড কোয়ানটিটিঃ-
এটি হলো একেবারে ফ্রেশ কাপড় যা ৪ পয়েন্টে পাস করা। এর সেড গ্রুপ করতে হবে এবং এর width এর ভেরিয়েশন থাকলে width এর গ্রুপ করে দিতে হবে।

২. অফ সেডঃ-
এই সেড গুলি স্টেন্ডার্ড থেকে অনেক দুরে থাকে কিন্তু কাপড় ফ্রেশ কোন ফল্ট নেই ।  এই অফ সেড গুলি ডাইং এ কারেকশন করে বা টপিং করে ঠিক করে দেয়া যায়।

৩. হোল্ড কোয়ানটিটিঃ-
এটি হলো নন কনফার্ম ফল্ট যেগুলি আফটার গার্মেন্টস এর পর বা গার্মেন্টস ওয়াস এর পপর সমস্যা করবে না
যেমন : লাইন মার্ক, মিস ইয়ার্ন বারমার্ক কিন্তু এদের ফল্ট আকারে দেখাতে হয় সরাসরি ডেলিভারি দেয়া যায় না।  আবার মাঝে মাঝে বায়াস থাকলে কি পরিমান বায়াস আছে তা মেনশন করে দিতে হবে যেমন 5", 4",3" বায়াস আছে বায়াস ডিরেক্ট ডেলিভারি দেয়া যায় না এই করনে একে হোল্ডে রাখা হয়।

৪. কাট পিচঃ-
বড় বড় রোল এর মাঝ খানে সমস্যার কারনে রোল আর ছোট ছোট অংশ কেটে ফেলে দেওয়া হয়।  আর নুনতম ৪০ মিটার না হলে একে রোল হিসেবে কাউন্ট হয় না একে কাট পিচ বলে।  কাট পিস ওয়েস্টেজ একে প্রডাকশনে ব্যাবহার করা হয় না ।এগুলি রিপ্রসেস করা হয় না।

৫. রিজেক্ট কোয়ানটিটিঃ-
রিজেক্ট কাপড় হচ্ছে কাপড় এর সমন সমস্যা আছে যা কাপড় টপিং এ ঠিক হবে বিভিন্ন ডাইং এর সমস্যা আছে তাই এই রিজেক্ট করা কাপড় স্ট্রিপ করা ছাড়া পরা যায় না
পাট্টা সেড
ড্রপ মার্ক
ব্রোকেন ইয়ার্ন
এ কোয়ানটিটি গুলি তখনি রিপ্রসেস করা হয় যখন হোল্ড এবং প্রবলেমেটিক কোয়ানটিটি গুলি ফিনিশিং রিকভারি করে কোয়ানটিটি ফিলাপ না হয় তখন রিজেক্ট গুলি রিপ্রসেস করা হয়।  কাপড় ৫% ধরে ডাইং করা হয় তার কোয়ানটিটি ফিলায়াপ হয়ে যাওয়ার কথা কারন রিঞ্জেক্ট কোয়ানটিটি রিপ্রসেস করলে ৫০% রিকোভার ভালো পাওয়া যায় না।

৬. বেলেন্স কোয়ানটিটিঃ-
প্রবলেমেস্টিক কোয়ানটিট, অফ সেফ,হোল্ড কোয়ানটিটি,  রিঞ্জেক্ট কোয়ানটিটি, কাট পিস বাদ দেয়ার পর অর্ডার কোয়ানটিটির সাথে গুড কোয়ানটিটি বাদ দিলে যে পরিমান পাওয়া যায় একে  ব্যালেন্স কোয়ানটিটি  বা ডিউ কোয়ানটিটি বলে।

কিছু তথ্য এবং নির্দেশিকাঃ-




১. ডাইং এর ক্ষত্রে বায়ার অর্ডার এর ফুল কোয়ানটিটি ফিলাপ করে দিতে হয়। আর একটি অর্ডার এর বিপরীতে ৪ কালার থাকে সাথে পকেটিং এবং কন্ট্রাস্ট এর কাপড় থাকে।

২. ইয়ার্ন ডাইড এর ক্ষত্রে কন্ট্রাস্ট বা শুধু বিভিন্ন কালার কম্বো থাকে।

৩. ভালো করে অর্ডার সিট দেখতে হবে বায়ার,  কালার, স্টাইল, অর্ডার কোয়ানটিটি, ফিনিশিং ডায়া , বোয়িং, টুইস্টিং চেক করে পরে কাপড় রোলিং করার পার্মিশন দিতে হবে।

৪. সাথে বায়ার এর টেকনিকাল রিকোয়ারমেন্ট গুলি চেক করে নিতে হবে যেমন স্রিংকেজ, টিয়ার, টেনসাইল , ওয়াস রাবিং ফাস্টনেস, pH ইত্যাদি।

৫. সাথে রোল কাটিং রাখতে হবে, ২ সেড ব্লাংকেট করে একটি ওয়াসে দিতে হবে ।

৬. এরি মধ্যে রোল কাটিং থেকে সেড গ্রুপ করতে হবে এবং কাপড় এর GSM, লিস্টিং চেক দিতে হবে তারপর কাপড় এর 4 Point ইন্সপেকশন রিপোর্ট নিতে তাতে অর্ডার কোয়ানটিটি
গুড কোয়ানটিটি, প্রবলেমেস্টিক কোয়ানটিট, অফ সেফ, হোল্ড কোয়ানটিটি,  রিঞ্জেক্ট কোয়ানটিটি, কাট পিস  কত তার হিসেব করতে হবে এবং তা মোট কতো অর্ডার কোয়ানটিটি তার সাথে বিয়োগ দিতে হবে তা হলে  বেলেন্স কোয়ানটিটি পাওয়া যাবে।

৭. ডাইং এ বেলেন্স কোয়ানটিটি ডাইং এ প্রগ্রাম বা রিকুইজিশন  দিতে হবে আর অফ সেড গুলি কারেকশন এর জন্য রিটার্ন  দিতে হবে।




৮. কোয়ানটিটি ফুল না করে গার্মেন্টসে ডেলিভারি দেয়া যাবে না।
Humane Efforts for Local People help
আপনার একটু সহযোগীতায় আমরা হাসি ফোটাতে পারি ১০০ পথশিশুর।
দেশের অন্যান্য জেলাগুলোর চাইতে উত্তরের জেলা দিনাজপুরে শীতের প্রভাব একটু বেশিই। আর শীতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকে পথশিশুরা
এবার শীতে দিনাজপুরের ১০০ সুবিধাবঞ্চিত শিশুকে শীতবস্ত্র উপহার দিবো আমরা #দিনাজপুর_টেক্সটাইল_ইন্সটিটিউট_রক্তদান_সংঘ।
এই কাজে আপনি কিংবা আপনার সেচ্ছাসেবী সংগঠন কাজ করতে পারেন। সম্মিলিতভাবে আমরা আরও বেশি পথশিশুদের পাশে দাঁড়াতে চাই।

সবাই যদি একটি করে বাচ্চার শীতবস্ত্র কিনে দেই তাহলে খুব সহজেই আমরা ১০০ বাচ্চার মুখে হাসি ফোটাতে পারব.......
ভলান্টিয়ার হিসেবে কাজ করতে ইভেন্টে চোখ রাখুন ইভেন্টের লিংক https://www.facebook.com/events/1618738374872107/?ti=cl
সরাসরি অর্থসাহায্য পাঠাতে পারেন
ডাচ্ বাংলাঃ017762271824 (আসিফ আল অনিক ৭ম পর্ব)
বিকাশঃ01776871887 (শামিম আহমেদ ৩য় পর্ব)

৯. ইয়ার্ন ডাইং গুলি বায়াস বোইং এবং সেড চেক করে রোলিং করতে হবে।

১০. সলিড ডাইং এর ক্ষত্রে পকেটিং কন্ট্রাক্ট গুলি এক সাথে ডাইং হয়েছে কিনা তা এনশিউর করতে হবে।

১১. কাপড়ে বায়াস বোয়িং হলে ২-৩ রোল চেক করার পরে রা হোল্ড করে রিফিনিশিং করিয়ে নিতে হবে।

১২. ল্যাব ডিপ, সোয়াচ এবং অর্ডার সিট ইন্সপেকশন ডিপার্টমেন্টে হাতের কাছে রাখতে হবে।

১৩. সেড গ্রুপ,  GSM, লিস্টিং, রাবিং স্রিংকেজ রিপোর্ট, প্যাকিং লিস্ট, ইন্সপেকশন রিপোর্ট নিয়ে একটি কম্পলিট সেড বেন্ড বানাতে হবে। 

১৪. সেড এর রেফারেন্স ভালো করে জেনে নিতে হবে সেড কার সাথে ম্যাচিং হবে যেমন : PPS, Lab Dip, Swatch, আগের ডেলিভারি।  তা না হলে সেড ম্যাচিং এর ক্ষত্রে সমস্যা হতে পারে।  সাধারনত ফ্রেশ অর্ডার এর রেফারেন্স ল্যাব ডিপ আর সোয়াচ এর রিপিট অর্ডার এর আগের ডেলিভারি করা সেড গ্রুপ ( A ), ল্যাব ডিপ হলে ল্যাব ডিপ নাম্বার এবং এপ্রুভ অপশন চেক করতে হবে।

ম্যান পাওয়ার অর্গানোগ্রামঃ-
১. কোয়ালিটি ম্যানেজার
২. কোয়ালিটি সুপারভাইজার
৩. কোয়ালিটি ইন্সপেক্টর
৪. অপারেটর
৫. হেল্পার

ফল্ট অনুযায়ী এর জন্য সিদ্ধান্তঃ

১. ফরেইন ইয়ার্ন, লাইট লিস্টিং গুড কোয়ানটিটির ভেতরে পড়ে।

২. ক্রিজ মার্ক, CPB স্টপ মার্ক, ক্যামিকেল স্পট, ড্রপ মার্ক,পাট্টা সেড,উইভিং ফল্ট, হোল,  রিঞ্জেক্ট এর আয়তা ভুক্ত

৩. অফ সেড এপ্রুভাল থেকে ডিপ বা লাইট থাকে।

৪. বোউ হোল্ড কোয়ানটিটি এর আয়তাভুক্ত।

কোয়ালিটি
কোয়ালিটি কাউন্ট হয় শিপমেন্ট পয়েন্ট প্রতি ১০০ গজে কতো তা দ্বারা,  এবং বায়ার এর রিকয়ার্ড শিপমেন্ট পয়েন্ট উল্লেখ করা থাকে।  












Woven ইন্সপেকশন এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট এর কার্যনীতি | Fabric Inspection

ইন্সপেকশন এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট এর কার্যনীতিঃ

কোয়ালিটি  সর্ট লিস্ট রিপোর্টিং  :
ডাইং এর কাপড় ফিনিশিং এর পর কাপড়  ইইন্সপেকশন রোলিং এর পর কাপড় এর কোয়ালিটি রিপোর্টিং করা হয় যার ভেতর কাপড় আর কম্পলিট ডিটেইল রিপোর্ট থাকে
যেমন:

কাপড় এর পরিচয় :-
বায়ার
স্টাইল
কন্সট্রাকশন
কালার


কোয়ালিটি এন্ড ইন্সপেকশন ডিটেইলঃ

১. অর্ডার কোয়ানটিটি

২. গুড কোয়ানটিটি

৩. প্রবলেমেস্টিক কোয়ানটিট

৪. অফ সেফ

৫. হোল্ড কোয়ানটিটি

৬. রিঞ্জেক্ট কোয়ানটিটি
৭. কাট পিস

৮. বেলেন্স কোয়ানটিটি

১. গুড কোয়ানটিটিঃ-
এটি হলো একেবারে ফ্রেশ কাপড় যা ৪ পয়েন্টে পাস করা। এর সেড গ্রুপ করতে হবে এবং এর width এর ভেরিয়েশন থাকলে width এর গ্রুপ করে দিতে হবে।

২. অফ সেডঃ-
এই সেড গুলি স্টেন্ডার্ড থেকে অনেক দুরে থাকে কিন্তু কাপড় ফ্রেশ কোন ফল্ট নেই ।  এই অফ সেড গুলি ডাইং এ কারেকশন করে বা টপিং করে ঠিক করে দেয়া যায়।

৩. হোল্ড কোয়ানটিটিঃ-
এটি হলো নন কনফার্ম ফল্ট যেগুলি আফটার গার্মেন্টস এর পর বা গার্মেন্টস ওয়াস এর পপর সমস্যা করবে না
যেমন : লাইন মার্ক, মিস ইয়ার্ন বারমার্ক কিন্তু এদের ফল্ট আকারে দেখাতে হয় সরাসরি ডেলিভারি দেয়া যায় না।  আবার মাঝে মাঝে বায়াস থাকলে কি পরিমান বায়াস আছে তা মেনশন করে দিতে হবে যেমন 5", 4",3" বায়াস আছে বায়াস ডিরেক্ট ডেলিভারি দেয়া যায় না এই করনে একে হোল্ডে রাখা হয়।

৪. কাট পিচঃ-
বড় বড় রোল এর মাঝ খানে সমস্যার কারনে রোল আর ছোট ছোট অংশ কেটে ফেলে দেওয়া হয়।  আর নুনতম ৪০ মিটার না হলে একে রোল হিসেবে কাউন্ট হয় না একে কাট পিচ বলে।  কাট পিস ওয়েস্টেজ একে প্রডাকশনে ব্যাবহার করা হয় না ।এগুলি রিপ্রসেস করা হয় না।

৫. রিজেক্ট কোয়ানটিটিঃ-
রিজেক্ট কাপড় হচ্ছে কাপড় এর সমন সমস্যা আছে যা কাপড় টপিং এ ঠিক হবে বিভিন্ন ডাইং এর সমস্যা আছে তাই এই রিজেক্ট করা কাপড় স্ট্রিপ করা ছাড়া পরা যায় না
পাট্টা সেড
ড্রপ মার্ক
ব্রোকেন ইয়ার্ন
এ কোয়ানটিটি গুলি তখনি রিপ্রসেস করা হয় যখন হোল্ড এবং প্রবলেমেটিক কোয়ানটিটি গুলি ফিনিশিং রিকভারি করে কোয়ানটিটি ফিলাপ না হয় তখন রিজেক্ট গুলি রিপ্রসেস করা হয়।  কাপড় ৫% ধরে ডাইং করা হয় তার কোয়ানটিটি ফিলায়াপ হয়ে যাওয়ার কথা কারন রিঞ্জেক্ট কোয়ানটিটি রিপ্রসেস করলে ৫০% রিকোভার ভালো পাওয়া যায় না।

৬. বেলেন্স কোয়ানটিটিঃ-
প্রবলেমেস্টিক কোয়ানটিট, অফ সেফ,হোল্ড কোয়ানটিটি,  রিঞ্জেক্ট কোয়ানটিটি, কাট পিস বাদ দেয়ার পর অর্ডার কোয়ানটিটির সাথে গুড কোয়ানটিটি বাদ দিলে যে পরিমান পাওয়া যায় একে  ব্যালেন্স কোয়ানটিটি  বা ডিউ কোয়ানটিটি বলে।

কিছু তথ্য এবং নির্দেশিকাঃ-




১. ডাইং এর ক্ষত্রে বায়ার অর্ডার এর ফুল কোয়ানটিটি ফিলাপ করে দিতে হয়। আর একটি অর্ডার এর বিপরীতে ৪ কালার থাকে সাথে পকেটিং এবং কন্ট্রাস্ট এর কাপড় থাকে।

২. ইয়ার্ন ডাইড এর ক্ষত্রে কন্ট্রাস্ট বা শুধু বিভিন্ন কালার কম্বো থাকে।

৩. ভালো করে অর্ডার সিট দেখতে হবে বায়ার,  কালার, স্টাইল, অর্ডার কোয়ানটিটি, ফিনিশিং ডায়া , বোয়িং, টুইস্টিং চেক করে পরে কাপড় রোলিং করার পার্মিশন দিতে হবে।

৪. সাথে বায়ার এর টেকনিকাল রিকোয়ারমেন্ট গুলি চেক করে নিতে হবে যেমন স্রিংকেজ, টিয়ার, টেনসাইল , ওয়াস রাবিং ফাস্টনেস, pH ইত্যাদি।

৫. সাথে রোল কাটিং রাখতে হবে, ২ সেড ব্লাংকেট করে একটি ওয়াসে দিতে হবে ।

৬. এরি মধ্যে রোল কাটিং থেকে সেড গ্রুপ করতে হবে এবং কাপড় এর GSM, লিস্টিং চেক দিতে হবে তারপর কাপড় এর 4 Point ইন্সপেকশন রিপোর্ট নিতে তাতে অর্ডার কোয়ানটিটি
গুড কোয়ানটিটি, প্রবলেমেস্টিক কোয়ানটিট, অফ সেফ, হোল্ড কোয়ানটিটি,  রিঞ্জেক্ট কোয়ানটিটি, কাট পিস  কত তার হিসেব করতে হবে এবং তা মোট কতো অর্ডার কোয়ানটিটি তার সাথে বিয়োগ দিতে হবে তা হলে  বেলেন্স কোয়ানটিটি পাওয়া যাবে।

৭. ডাইং এ বেলেন্স কোয়ানটিটি ডাইং এ প্রগ্রাম বা রিকুইজিশন  দিতে হবে আর অফ সেড গুলি কারেকশন এর জন্য রিটার্ন  দিতে হবে।




৮. কোয়ানটিটি ফুল না করে গার্মেন্টসে ডেলিভারি দেয়া যাবে না।
Humane Efforts for Local People help
আপনার একটু সহযোগীতায় আমরা হাসি ফোটাতে পারি ১০০ পথশিশুর।
দেশের অন্যান্য জেলাগুলোর চাইতে উত্তরের জেলা দিনাজপুরে শীতের প্রভাব একটু বেশিই। আর শীতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকে পথশিশুরা
এবার শীতে দিনাজপুরের ১০০ সুবিধাবঞ্চিত শিশুকে শীতবস্ত্র উপহার দিবো আমরা #দিনাজপুর_টেক্সটাইল_ইন্সটিটিউট_রক্তদান_সংঘ।
এই কাজে আপনি কিংবা আপনার সেচ্ছাসেবী সংগঠন কাজ করতে পারেন। সম্মিলিতভাবে আমরা আরও বেশি পথশিশুদের পাশে দাঁড়াতে চাই।

সবাই যদি একটি করে বাচ্চার শীতবস্ত্র কিনে দেই তাহলে খুব সহজেই আমরা ১০০ বাচ্চার মুখে হাসি ফোটাতে পারব.......
ভলান্টিয়ার হিসেবে কাজ করতে ইভেন্টে চোখ রাখুন ইভেন্টের লিংক https://www.facebook.com/events/1618738374872107/?ti=cl
সরাসরি অর্থসাহায্য পাঠাতে পারেন
ডাচ্ বাংলাঃ017762271824 (আসিফ আল অনিক ৭ম পর্ব)
বিকাশঃ01776871887 (শামিম আহমেদ ৩য় পর্ব)

৯. ইয়ার্ন ডাইং গুলি বায়াস বোইং এবং সেড চেক করে রোলিং করতে হবে।

১০. সলিড ডাইং এর ক্ষত্রে পকেটিং কন্ট্রাক্ট গুলি এক সাথে ডাইং হয়েছে কিনা তা এনশিউর করতে হবে।

১১. কাপড়ে বায়াস বোয়িং হলে ২-৩ রোল চেক করার পরে রা হোল্ড করে রিফিনিশিং করিয়ে নিতে হবে।

১২. ল্যাব ডিপ, সোয়াচ এবং অর্ডার সিট ইন্সপেকশন ডিপার্টমেন্টে হাতের কাছে রাখতে হবে।

১৩. সেড গ্রুপ,  GSM, লিস্টিং, রাবিং স্রিংকেজ রিপোর্ট, প্যাকিং লিস্ট, ইন্সপেকশন রিপোর্ট নিয়ে একটি কম্পলিট সেড বেন্ড বানাতে হবে। 

১৪. সেড এর রেফারেন্স ভালো করে জেনে নিতে হবে সেড কার সাথে ম্যাচিং হবে যেমন : PPS, Lab Dip, Swatch, আগের ডেলিভারি।  তা না হলে সেড ম্যাচিং এর ক্ষত্রে সমস্যা হতে পারে।  সাধারনত ফ্রেশ অর্ডার এর রেফারেন্স ল্যাব ডিপ আর সোয়াচ এর রিপিট অর্ডার এর আগের ডেলিভারি করা সেড গ্রুপ ( A ), ল্যাব ডিপ হলে ল্যাব ডিপ নাম্বার এবং এপ্রুভ অপশন চেক করতে হবে।

ম্যান পাওয়ার অর্গানোগ্রামঃ-
১. কোয়ালিটি ম্যানেজার
২. কোয়ালিটি সুপারভাইজার
৩. কোয়ালিটি ইন্সপেক্টর
৪. অপারেটর
৫. হেল্পার

ফল্ট অনুযায়ী এর জন্য সিদ্ধান্তঃ

১. ফরেইন ইয়ার্ন, লাইট লিস্টিং গুড কোয়ানটিটির ভেতরে পড়ে।

২. ক্রিজ মার্ক, CPB স্টপ মার্ক, ক্যামিকেল স্পট, ড্রপ মার্ক,পাট্টা সেড,উইভিং ফল্ট, হোল,  রিঞ্জেক্ট এর আয়তা ভুক্ত

৩. অফ সেড এপ্রুভাল থেকে ডিপ বা লাইট থাকে।

৪. বোউ হোল্ড কোয়ানটিটি এর আয়তাভুক্ত।

কোয়ালিটি
কোয়ালিটি কাউন্ট হয় শিপমেন্ট পয়েন্ট প্রতি ১০০ গজে কতো তা দ্বারা,  এবং বায়ার এর রিকয়ার্ড শিপমেন্ট পয়েন্ট উল্লেখ করা থাকে।  












কোন মন্তব্য নেই: