BUTex 𝐒𝐮𝐛𝐣𝐞𝐜𝐭 𝐑𝐞𝐯𝐢𝐞𝐰 | 𝗬𝗮𝗿𝗻 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴-ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (𝗬𝗘) - Textile Lab | Textile Learning Blog

BUTex 𝐒𝐮𝐛𝐣𝐞𝐜𝐭 𝐑𝐞𝐯𝐢𝐞𝐰 | 𝗬𝗮𝗿𝗻 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴-ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (𝗬𝗘)

𝐒𝐮𝐛𝐣𝐞𝐜𝐭 𝐑𝐞𝐯𝐢𝐞𝐰

🧶🧵 𝗬𝗮𝗿𝗻 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴-ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (𝗬𝗘)- (Mother of Textile)

▶️"ইয়ার্ন কি??"

⏩ইয়ার্ন মানে সুতা।একে বলা হয় মাদার অফ টেক্সটাইলস। ইয়ার্ন ছাড়া টেক্সটাইল এর অস্তিত্ব কল্পনাও করা যায় না। স্বাভাবিক ভাবেই মনে হওয়ার কথা যে “তাহলে সুতারও ইঞ্জিনিয়ারিং আছে??” এটার উত্তর “হ্যাঁ, অবশ্যই”।

ফাইবার বা খাটি বাংলায় বললে আঁশ থেকে কিভাবে সুতা তৈরি হবে সেটা এই ইঞ্জিনিয়ারিং এর মূলমন্ত্র। দুনিয়ায় যত ধরনের ফাইবার আছে তা থেকে ব্যবহারযোগ্য সুতা তৈরির জন্য ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং অত্যাবশ্যক। সবচেয়ে পুরাতন সাব্জেক্ট হিসেবে টেক্সটাইল সেক্টরের যেকোন জবের জন্য ইয়ার্নের বেসিক কোর্স করা সব বুটেক্সিয়ান এর জন্য অনিবার্য।যেহেতু এখান থেকেই টেক্সটাইল এর সব কিছু শুরু তাই ইয়ার্নে পড়ে কাজ করার ক্ষেত্রটাও অনেক বেশি। তাছাড়া সবচেয়ে পুরনো সাব্জেক্ট হওয়ায় এই ডিপার্টমেন্ট এর এলামনাই অনেক বড় ও সমৃদ্ধ।

তুলা থেকে শুরু করে লিনেন, বাস্ট ফাইবার (পাট), ম্যানমেড ফাইবার (কার্বন ফাইবার, নাইলন)- এই সবকিছুর সাথে ইয়ার্ন সম্পর্কিত। ফাইবার হচ্ছে সুতা তৈরির মূল উপাদান। ফাইবার থেকে সুতা তৈরি সংক্রান্ত সকল পড়াশুনা ইয়ার্নের অন্তর্ভুক্ত। কোনও ফাইবার কে আদৌ স্পিনিং এর মাধ্যমে ইয়ার্নে পরিণত করা যাবে কি না, তার কোয়ালিটি কেমন হবে, কোন ক্ষেত্রে সেই ইয়ার্ন ব্যবহৃত হবে, কোন দেশের আবহাওয়ার জন্য তা পারফেক্ট হবে এইসব কিছু ইয়ার্নের রিসার্চ সেক্টরের মধ্যে পড়ে। এছাড়াও কোয়ালিটি কন্ট্রোল ইন্ডাস্ট্রি, লেভেলের প্রোডাকশন সহ আরও অনেক বিষয় এখানে গুরুত্বপূর্ণ।

▶️"কোন সাব্জেক্টের সাথে মিল বেশি?

⏩একটা ব্লেন্ডারে মেক্যানিক্যাল আর টেক্সটাইল কে মিক্স করলে ইয়ার্ন আর ফেব্রিক ইঞ্জিনিয়ারিং উৎপন্ন হয়। স্বাভাবিকভাবেই তাহলে ইয়ার্ন এর জন্য ফিজিক্সের গুরুত্ব সবচেয়ে বেশি। ফাইবার থেকে ইয়ার্ন প্রোডাকশনের জন্য মেশিনসমূহের স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে ওয়ার্কিং এবং প্রসেসিং মেথড সহ সবকিছু বুঝার জন্য মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান আবশ্যক। তাই মেক্যানিক্যাল এর সাথেও ভালো মিল আছে ইয়ার্নের।

▶️"ইয়ার্ণ ডিপার্টমেন্ট এ সিট সংখ্যা কত?"

⏩ ৮০ টি।( ffq তে আরও ১টি, সর্বমোট ৮১)

▶️"কি কি পড়ানো হয়?"

⏩৪ টা লেভেল এ মোট ৮ টা টার্মে 
সর্বমোট ১৬৬ ক্রেডিট এর কোর্স পড়ানো হয়। এগুলো হলো :

-Mathematics, Engineering Physics, Chemistry

- Textile Fibres,Textile physics.

-Engineering Materials.

-Weaving technology

-Fundamental of Mechanical Engineering.

-Electrical & Electronic Engineering

-Computer programming

-Automation &Control Engineering

-Statistics.

-Modern yarn & Special yarn manufacturing

-Entrepreneurship & project planning

-Textile Machine Design.

-polymer Science Engineering.

-Marketing,Economics,Accounting and cost
Management.

-Industrial Management.

-Sociology, Environmental Science.

সহ আরো কিছু মেজর এবং মাইনর বিষয়।

▶️"দেশে ক্যারিয়ার এবং জব সেক্টর কেমন?"

⏩ইয়ার্ন‌ ইঞ্জিনিয়ারিং প্রধান জব হলো স্পিনিং।দেশে বর্তমানে ৪৩০টি স্পিনিং মিল রয়েছে। 

🌀উল্লেখযোগ্য কিছু টেক্সটাইল মিলসমূহ:

★Esquire Textile Mills

★Badshah Textile Mills

★Noman Textile Mills

★Beximco Textile Mills

★Gulshan Spinning Mills

★HongKong- Shanghai Textile Mills

★Kamal Yarn Limited

★Pahartali Textile & Hosiery Mills (PTHM)

★NRG Spinning Mills Limited

★CRC Textile Mills Ltd.

★Maksons Spinning Mills Limited

★NZ Textile Limited

★Mosharaf Composite Textile Mills Ltd.

তাছাড়া স্পিনিং জব বাদেও তুমি চাইলে করতে পারো টেক্সটাইলের যেকোনো জব।

যেমনঃ
বিভিন্ন বায়িং হাউসের/কোম্পানির মাচের্নডাইজিং জব সহ যেকোনো জব।

🌀যেমন ইয়ার্ন ইঞ্জিনিয়ার থেকে পাশ করা অনেকেই আছে যারা বর্তমানে বিভিন্ন বায়িং হাউসের ডিরেক্টর- কান্ট্রি ম্যানেজার এবং ডিরেক্টর, গোবাল-মার্চেন্ডাইজিং ম্যানেজার হিসেবে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ( ZARA, Puma, Adidas, H&M) সহ আরও অনেক যায়গায়  কর্মরত আছেন।

▶️ "বুটেক্স থেকে পাশ করে সরকারি জব পাওয়া যাবে?"
 
⏩ অবশ্যই যাবে, বিসিএস এ সরাসরি টেক্সটাইল ক্যাডার এখনো না থাকলেও, টেক্সটাইলের(ইয়ার্ন ইঞ্জিনিয়ার) রয়েছে দেশে অনেক সরকারি জবের সুযোগ।

🌀যেমন:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুটেক্স অধিভুক্ত  কলেজে শিক্ষকতা করার সুযোগ । কারন সবগুলো কলেজেই ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালু রয়েছে।বুটেক্স অধিভুক্ত কলেজ গুলো হচ্ছেঃ

★Textile Engineering College Chittagong

★Pabna Textile Engineering College, Pabna

★Begumgonj Textile Engineering College, Noakhali

★Sheikh Kamal Textile Engineering College, Jhenaidah

★Shahid Abdur Rab Serniabat Textile Engineering College, Barisal

★Bangabandhu Textile Engineering College, Kalihati, Tangail

★Bangladesh Handloom Education & Training Institute, Narsingdi

★Dr. M A Wazed Miah Textile Engineering College, Rangpur

★Sheikh Rehana Textile Engineering College, Gopalgonj

 তাছাড়া কুয়েট, যবিপ্রবি, মাভিপ্রবি সহ অনেক বিশ্ববিদ্যালয়ই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরির সুযোগ।


আরো উল্লেখযোগ্য সরকারি জবসমূহ:

⚕️বাংলাদেশ তাঁত বোর্ড

⚕️পাট অধিদপ্তর

⚕️বস্ত্র অধিদপ্তর

⚕️বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট

⚕️বিভিন্ন ব্যাংক(অ্যাস্টিস্ট্যান্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার)

⚕️বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন

⚕️জুট ডাইভারসিফিকেশন এন্ড প্রমোশন সেন্টার

⚕️বাংলাদেশ নৌবাহিনী

▶️"বিদেশে ক্যারিয়ার কেমন?"


⏩বিদেশে ক্যারিয়ারঃ

তুমি যদি বিদেশে উচ্চতর পড়াশোনা/গবেষণা করতে চাও তাহলে তোমার জন্য বেস্ট অপশনগুলোর মধ্যে একটি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট।
কারন টেক্সটাইলে বেশিরভাগ গবেষণাই হয় ফাইবার,পলিমার রিলেটেড। তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশে টেক্সটাইল রিলেটেড সরাসরি কোনো সাবজেক্ট নাই , রয়েছে ফাইবার ,পলিমার রিলেটেড বহু সাবজেক্ট। যা ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পর্কিত এবং এই ডিপার্টমেন্টে বেশি পড়ানো হয় এই রিলেটেড টপিকগুলো। তাই তোমার মেজর যদি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তাহলে তুমি "Polymar Science & Fiber"সাবজেক্টে Msc করে তোমার ক্যারিয়ার এগিয়ে নিতে পারবা অনেক দূর।Msc করার পর যেকোন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে কিংবা রিসার্চের কাজ করতে পারবা, এছাড়াও ল্যাবরেটরিতেও চাকরির সুযোগ আছে।

ইচ্ছা করলেই বুটেক্স থেকে Scholarship নিয়ে বাইরে পড়াশুনা করতে যাওয়া যায়। আরেকটা বিশেষ সুবিধার কথা বলি যেটা বুটেক্স ছাড়া বাংলাদেশের র কেউ দিতে পারবে না। Rieterকোম্পানি প্রতিবছর বুটেক্স এর একজন স্টুডেন্টকে তাদের কোম্পানি তে ৭ দিনের একটা ট্যুর এর সুযোগ করে দেয়, আর সেটা Yarn Manufacturing এর স্টুডেন্ট দের জন্য শুধু।

▶️"টেক্সটাইল এ গবেষণা এর scope কেমন?"

⏩ টেক্সটাইলের প্রথম ৩টি সাবজেক্টের একটি হলো ইয়ার্ন।

আর টেক্সটাইল গবেষণার ভিতই হলো ফাইবার। যার পুরোটা ইয়ার্ন ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের আওতাধীন।তাছাড়া তুমি যদি টেক্সটাইলের কোনো প্রোডাক্টকে ডেভেলোপ করতে চাও তোমাকে প্রথমে ইয়ার্নকে ডেভেলোপ করতে হবে।তাই এই সেক্টরে গবেষণার খাত বিস্তৃত।

🌀উদাহরণ:

🔸BMW গাড়িতে যে জুট ব্যাবহার করা হয় তাও ইয়ার্নের ফসল।

🔶এমনকি প্রবল ইচ্ছে শক্তি থাকলে তুমি যেতে পারো AMD, Intel, Microsoft এ মতো বিশ্ববিখ্যাত ব্যান্ড্রগুলোতে যেখানে Processor unit এ রয়েছে Textile Department ।আর এসব জায়গায় pure textile কে এখানে prefer করা হয়ে থাকে। আর পিউর টেক্সটাইলে ইয়ার্ন ইন্জিনিয়ারিং অন্যতম।

🔶নাসার স্পেটস্যুট তৈরিতেও কিন্তু রয়েছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারদের কাজ । যেখানে কোন পরিবেশের সাথে কোন স্পেশস্যুট ব্যবহার করা হবে এবং কোন স্পেশস্যুটে কোন ইয়ার্ন ব্যাবহার করা হবে তা একমাত্র ইয়ার্ন স্পেশালিস্টরাই বলতে পারবে।

⭕আবার তুমি চাইলে গবেষণা করে এমন ইয়ার্নের উদ্ভাবন করলে যেখানে ন্যাচারালি কালারফুল ইয়ার্ন তৈরি হলো ,যা তোমাকে অন্য ডিপার্টমেন্ট এর নির্ভরতা কমিয়ে দিচ্ছে । তাই বলা যায় এই সেক্টরে গবেষণা অনেক দিক রয়েছে ।

⭕বর্তমানে ইয়ার্ন ইঞ্জিনিয়ার থেকে অনেক সিনিয়র আছে যারা কানাডা, জার্মানি সহ ইউরোপের অনেক দেশে টেক্সটাইলের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন।

অনেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ার নাম শুনলেই নাক সিটকান, বলেন এইটা কোন ইঞ্জিনিয়ারিং হইল, কাপর-চোপরের আবার কিসের ইঞ্জিনিয়ারিং? শতকরা ৮০ভাগ লোকই জানেন না যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চাকরি মানে কাপর-চোপরের ইঞ্জিনিয়ারিং না। এটি সম্পূর্ন ম্যানুফ্যাকচারিং বেসড একটি প্রসেস যেখানে একজন ইঞ্জিনিয়ারকে মেশিন সেটাপ থেকে শুরু করে প্রসেস কন্ট্রোল, প্রোডাক্ট ডেভেলপমেন্ট , গিয়ার মেকানিসম এবং মেইন্টেনেন্স নিয়ে কাজ করতে হয়। স্পিনিং এর ইঞ্জিনিয়ার দের প্রোগ্রাম ইনপুট দেয়া জানতে হয়। নাসার বিজ্ঞানিরা যারা দীর্ঘদিন যাবত মহাকাশে মানুষ পাঠাতে কাজ করে যাচ্ছেন তারা অসংখ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের গবেষনায় নিযুক্ত করে স্পেস স্যুট এবং ন্যানোফাইবার, কার্বন ফাইবারের শিল্ড তৈরীর জন্য।

অতি সম্প্রতি বুয়েট নন-ওভেন জূট টেকনোলজী কে জিও টেক্সটাইল হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজে ব্যবহার শুরু করেছে, আগামিতে সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়মিত বিষয় হিসেবে যখন জিও-টেক্সটাইল পড়ানো হবে তখন এই কোর্সের জন্য বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ার দেরকেই শিক্ষক হিসেবে পাবেতারা। 

যাই হোক, পেশা হিসেবে অনেকের অ্যালার্জি থাকলেও বাংলাদেশে একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই আন্তর্জাতিক পর্যায়ে “মেইড ইন বাংলাদেশ ” ট্যাগ এ ব্র্যান্ডিং শুরু করেছে। জেনে রাখুন বিশ্বের ২য় বৃহত্তম জিন্স ব্র্যান্ড এইচ এন্ড এম শুধুমাত্র বাংলাদেশ থেকেই বছরে ১৩০ কোটি মার্কিন ডলার মুল্যের পন্য নিয়ে থাকে, আজ আমরা যারা হলিউডের মুভি দেখে অভ্যস্ত তারা কয়জনে জানি এই সব নামীদামি সেলিব্রেটিরা বাংলাদেশ এর নাম কে একটি ব্র্যান্ড হিসেবে জানে? ফুটবল বিশ্বকাপে গ্রেড ওয়ান জার্সি , ন্যাটোরক্যামোফ্ লেজ ড্রেস থেকে শুরু করে ডিজেল, রিবক, নাইকি, পুমা কারা নির্ভর করে না এই দেশের টেক্সটাইল প্রোডাক্ট এর উপর? আর যারা বিশ্বের দরবারে বাংলাদেশ কে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছেন তারা এই দেশের ই টেক্সটইল ইঞ্জিনিয়ার রা। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ কে টেক্সটাইল সেক্টরের পরবর্তি চীন হিসেবে ঘোষনা করেছে।
Feel proud to be a টেক্সটাইল ইঞ্জিনিয়ার…”

আশা করি যারা জানো না তাদের অনেকের ভুল ভেঙ্গেছে।😊

Welcome 48th Batch❣️
We are excited you are here. We know with your skills and experience you're a great asset to our department. If you have any questions, please contact me at any time.

শুভেচ্ছান্তে🌼
Sanjana Islam Saima
Department of Yarn Engineering 
47th Batch.

[নিচে BUTEX Cotton Lab এর কিছু ছবি দেওয়া হলো]:

কোন মন্তব্য নেই: