BUTEX All subject review
Review :
Subject : Industrial Production Engineering - ইনডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE)
IPE কী?
বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্র মানেই প্রোডাকশন। কারণ আমাদের দেশে এখনো উন্নত এবং আধুনিক মেশিন তৈরি করতে ব্যর্থ। তাই প্রোডাকশন এর দিকেই আমরা বেশি জোর দিয়ে থাকি। আর প্রোডাকশন ব্যবহৃত সব বড় বড় মেশিন আমরা বিদেশ থেকে কিনে আনি বিশাল এমাউন্ট (প্রায় ৫ কোটি থেকে ৬০ কোটি টাকা বা তারও বেশি) দিয়ে। কিন্তু সেই মেশিনটি ব্যবহার করে কিভাবে প্রোডাকশন বাড়ানো যায় সেটা আমাদের নিজেদেরই করতে হয়। কী করে একটা ফ্যাক্টরির লে-আউট তৈরি করতে হয়, যাতে সবচেয়ে কম Material Movement দিয়ে কী করে হায়েস্ট প্রোডাকশন করা যায়। ঠিক কতজন লোক ব্যবহারে Optimum খরচ হবে। ঠিক কী করে কাজ করলে, প্রসেসগুলো ঠিক করলে আমরা কোয়ালিটি বাড়িয়ে Product Defect কমাতে পারবো এসব মূলত আইপিই ইঞ্জিনিয়ার দের কাজ। এখানে শুধু ইঞ্জিনিয়ারিং শেখানো না, শিক্ষাটাকে কী করে আরেকজনের কাছে তুলে ধরতে হবে, কী করে নিজেকে আরেকজনের সামনে প্রেজেন্ট করতে হবে, কী করে তৈরি করতে হবে দুর্ধর্ষ প্ল্যানিং, ইন্ডাস্ট্রির Process, Layout, Manpower আর Limited Resource নিয়ে কী করে দুর্দান্ত সেটাপ দিয়ে একটা অসাধারণ প্ল্যান করে ফেলা যায় সেটাই আইপিই শেখায়। ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্ট-এর ব্রিজ হিসেবে কাজ করে আইপিই।
তাই বলা যায়, IPE, I=Innovative, P=Proactive, E=Efficient.
টেক্সটাইল ক্ষেত্রে IPE এর কাজ কী?
বুয়েট,কুয়েট, চুয়েট, রুয়েট এসব ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ও আইপই সাব্জেক্ট রয়েছে। কিন্তু টেক্সটাইল এর আইপিই তাদের অনেকটাই আলাদা।
পূর্বে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে আইপিই এর অভাব পূরণ করতো বুয়েট কুয়েটের স্টুডেন্টরা। কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে মেক্সিমাম প্রোডাকশনের জন্য টেক্সটাইল আইপিই এর বিকল্প নেই। বাংলাদেশের অর্থনতিক ব্যবস্থার প্রায় ৮০% ই দাঁড়িয়ে আছে টেক্সটাইলকে ভর করে। সুতরাং টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে প্রোডাকশন কতোটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন। Production Process Control, Lean Sigma, Quality Control, Zero Defect, Just In Time, Time Study, Supply Chain Management, Safety Engineering টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে একজন আইপিই ইঞ্জিনিয়ার এই জিনিস গুলা যত সূক্ষ্মভাবে কাজে লাগাতে পারবেন সে ইন্ডাস্ট্রি এবং ইঞ্জিনিয়ার কাউকেই পিছন ফিরে তাকাতে হবে না।
কী কী পড়ানো হয়?
সর্বমোট ১৬৬ ক্রেডিট এর কোর্স।
-Mathematics, Engineering Physics, Chemistry
- Textile Fibres,Textile physics.
-Engineering Materials.
-Fundamental of Mechanical Engineering.
-Electrical & Electronic Engineering
-Computer programming
-Automation &Control Engineering
-Statistics.
-Quality and Industrial management
-CAD, CAM, Engineering graphics
-Maintenance and Operation management
-Fabric structure Design.
-polymer Science Engineering.
-Marketing,Economics,Accounting and -Marketing,Economics,Accounting and cost
Management.
-Industrial Management.
-Sociology, Environmental Science.
সহ আরো কিছু মেজর এবং মাইনর বিষয়।
জব এর সুবিধা কেমন?
IPE এর প্রধান প্রধান কর্মক্ষেত্র গুলো হলোঃ
Production sectors, Apparel sectors, Management sectors, Maintenance sectors etc. বিভিন্ন ইন্ডাস্ট্রি বুঝতে পেরেছে যে তাদের অধিক প্রোডাকশনের জন্য আইপিই ইঞ্জিনিয়ার দরকার। তাই এখন প্রায় স ইন্ডাস্ট্রিতেই IP বা IE নামে আলাদা একটা সেক্টর আছে। বাংলাদেশের ৫৫০০ টেক্সটাইল কোম্পানির মধ্যে ৪০০০+ কোম্পানির আইপিই ইঞ্জিনিয়ার দরকার। একটা ইন্ডাস্ট্রি শুধুমাত্র একটা আইপিই ইঞ্জিনিয়ার এর অভাবে ১০% কম লভ্যাংশ পাচ্ছে। তাই আইপিই থেকে দ্রুত এবং ভালো চাকরি পাবার সম্ভাবনা বেশি। যেহেতু ইঞ্জিনিয়ার কম তাই চাকরির বাজারে ডিমান্ড ভালো।
হায়ার স্টাডিজ এর সুবিধা কেমন?
আইপিই থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পিএইচডি করা সহজ। এছাড়াও গ্র্যাজুয়েশন এর পর ঢাবির আইবিএ থেকে এমবিএ করাটাও তাদের পক্ষে সহজ। ফলে মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে জব পাবার হার বেড়ে যায়। আইপিই থেকে প্রোডাক্ট ডিজাইন, ক্যাড, ক্যাম ইত্যাদি বিষয় নিয়ে হায়ার স্টাডিজের অনেক সুবিধা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন