Review :
Subject : Textile Machinery Design & Maintenance - (টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেইনেন্স) TMDM
মেশিন ডিজাইন এন্ড মেইনটেইননেন্স কী?
ইঞ্জিনিয়ার মানেই মেশিন আর মেশিন মানেই ইঞ্জিনিয়ার। মেশিনের ডাক্তার হলো ইঞ্জিনিয়ার। আমাদের দেশে প্রতি বছর ই কয়েক কোটি টাকা খরচ করে বিদেশ থেকে বড় বড় মেশিন আনা হয়। ভেবে দেখুন ত, যদি বিদেশ থেকে আনার কিছুদিন পরে যদি মেশিনটা নষ্ট হয়ে যায় বা কোন ত্রুটি দেখা দেয় তাহলে প্রোডাকশনে কত বড় ক্ষতি হবে। মেশিন আমরা বানাতে নাই বা পারি কিন্তু সেই মেশিনের মেইনটেইননেন্স এবং ত্রুটিপূর্ণ তো করতে পারি আমরা। আর এই কারণেই MDM সাব্জেক্টটি খুব গুরুত্বপূর্ণ।
এই সাবজেক্টেই যন্ত্র প্রকৌশলের, পাশাপাশি, মেশিন পার্টস, মেশিন টুলস,ও মেশিন বডির যাবতীয় ডিজাইন, এবং টেক্সটাইলের যাবতীয় বিষয় গুলো রয়েছে। যদি তুৃমি যা পড়ছ, তা চোখের সমানে থেকে সরাসরি দেখতে চাও, যদি মেশিনের রোলারএর ঘুর্ণন এ তোমার অনুসন্ধি চোখে কৌতুহল জাগায়,যদি তোমার মনে নতুনত্বের আবির্ভাব ঘটে, যদি তোমার মনে বৈচিত্রের আনন্দ থাকে, একজন সফল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে চাও, তাহলে MDM আছে তোমারই অপেক্ষায়।
কোন সাব্জেক্ট এর সাথে মিল বেশি?
এটা মুলত একটা মেকানিক্যাল বেজড সাবজেক্ট। টেক্সটাইল এর সাথে মেকানিকাল ও ইলেকট্রিকাল এর কম্বিনেশন একে দিয়েছে নতুন মাত্রা। যেহেতু টেক্সটাইল এর সব মেশিন এর আন্ডারে, তাই অন্যদের থেকে মেশিন নিয়ে পড়তে হবে বেশি এবং জানবে ও বেশি। এক কথায় মেশিনের ডাক্তার হতে হবে। কারণ ম্যাকানিক্যালের পড়াশোনা একটু বেশিই অন্যদের চেয়ে অর্থাৎ একটু পরিশ্রম করতে হবে। ভালো কিছু পেতে হলে কষ্টতো একটু করতেই হবে।
কী কী পড়ানো হয়?
সর্বমোট ১৬৫ ক্রেডিট এর কোর্স।
-Mathematics, Engineering Physics, Chemistry
- Textile Fibres,Textile physics.
-Engineering Materials.
-Fundamental of Mechanical Engineering.
-Electrical & Electronic Engineering
-Computer programming
-Automation &Control Engineering
-Statistics.
-Machine maintenance
-Utility machinery and Machinery production
-Machine control engineering
-Fabric structure and design
-Marketing, Economics,Accounting and cost
Management.
-Industrial Management.
-Sociology, Environmental Science.
সহ আরো কিছু মেজর এবং মাইনর বিষয়।
টেক্সটাইলে এর MDM এর কাজ কাজ কী?
টেক্সটাইল মেইন্টেনেন্স ডিপার্টমেন্ট দুই ভাগে বিভক্ত :
১. মেকানিকাল বিভাগ এবং ২. ইলেক্ট্রিক্যাল বিভাগ
মেকানিকাল বিভাগ এর কাজ :
১।নতুন মেশিন সেট আপ করা, ইরেকশান করা
২।মেশিনের পার্টস (ভালব,গিয়ার,রোলার, চেইন…) দেখাশোনা করা।
৩.মাঝে মাঝে ট্রলি,ব্যাচার ঠিক করা, মেশিন ওয়েলিং করা।
৪.ওয়ার্কশপে মেশিন পার্টস তৈরি করা
৫. মেশিন, ব্রয়লার ক্লিনিং এবং তাদের রেগুলার, সাপ্তাহিক ও মাসিক মেইনটেন্যান্স।
ইলেক্ট্রিকাল বিভাগের কাজ:
১.ওয়ারিং করা
২.জেনারেটর এর কাজ করা
৩.মটর এর কাজ (বাধাই ও ঠিক করা)
৪. ইনভার্টার বা কন্ট্রোল পেনেল ঠিক করা।
৫. এগুলোর রেগুলার মেইনট্যানেন্স করা, মাদারবোর্ড ঠিক করা।
৬. ফেক্টরিতে এবং মেশিনে বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করা।
জব সুবিধা কেমন?
টেক্সটাইল মিলে মেইন্টেনেন্স ডিপার্টমেন্ট এ চাকরি করা, আর ফিউচার??? বাস্তব কথা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে মেইন্টেইনেন্স সেকশনে তেমন বি.এস.সি ইঞ্জিনিয়ার নেই। তাই ইন্ডাস্ট্রি গুলোতে এই ইঞ্জিনিয়ার এর ঘাটতি বেশি। কারণ ইন্ডাস্ট্রির মালিক কখনোই চাইবে না এত দামি মেশিন এত তাড়াতাড়ি অকেজো হয়ে যাক। এখানে, খুব তারাতারি GM হওয়ার সুযোগ আছে।কারন পদ গুলোতে দক্ষ টেকনিক্যাল লোক নেই। নিশ্চিত করে বলা যায় আগামি ২০ টা ব্যাচ টানা বের হলেও চাকরির অভাব হবে না।
উচ্চ শিক্ষা:
উচ্চ শিক্ষার সুজোগ বেশ ভালো,কেউ চাইলে ম্যাটেরিয়াল সাইন্স & ইঞ্জিনিয়ারিং , মেকানিকাল এ ও এম. এস.সি. করতে পারবে এবং কোর্স ও সেই ভাবে করেই সাজানো হয়েছে। সবশেষে বলব টেক্সটাইল একটা প্রতিযোগিতাপুর্ণ সেক্টর। এখানে টিকে থাকতে হলে জানতে হবে।যে যত বেশি জানবে তার পারফরমেন্স তত ভাল হবে।জবে ফেসিলিটি ও ভাল পাবে। আর এই কাজ সহজ করতে পারে একমাত্র TMDM ডিপার্টমেন্ট/ ( TME ( TEXTILE MACHINE ENGINEERING) ) কারন যেহেতু সব মেশিন সম্পর্কে জানা থাকবে, তাই অন্যের সেক্টরেও শিফট করা যাবে এবং খবরদারি করা যাবে এবং বিদেশিদের সাথেও পাল্লা দেয়া যাবে সমানে সমানে।
বুটেক্সে এই ডিপার্টমেন্ট এর জন্য ৪০ টা সিট বরাদ্দ আছে।
TMDM ডিপার্টমেন্ট এ ৪৬ তম ব্যাচকে স্বাগতম।
শেখ ইউসুফ আবদুল্লাহ
ফেব্রিক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন