আমার চাকরির অভিজ্ঞতার কথা এবং ইন্টারভিউ প্রশ্ন গুলো বলছি।
প্রথম ফ্যাক্টরী নারায়ণগঞ্জ জিপিকিউ পদে।
(১) আপনার বাড়ী কোথায়?
(২) এর আগে কোথায় জব করেছেন?
(৩) আপনি মার্কেটিং এ পড়াশোনা করে গার্মেন্টসে কেন?
(৪) আচ্ছা বলুন তো পিপি মিটিং কখন করতে হয়?
(৫) মেজারমেন্ট কত প্রকার?
সাথে সাথে বললেন কবে জয়েন্ট করবেন? আমি বলে ছিলাম আজ থেকে আপনি আগামীকাল থেকে আসেন। জব হলো বেতন ১৪৫০০/=
দ্বিতীয় ফ্যাক্টরী সাভার নিটিং কিউসি সিসাবে।
আমাকে নিটিং ফ্লোরে নিয়ে গেলেন ইনচাজ
(১) বলেন তো এই ফেব্রিক্স এর নাম কি?
(২) এই মেশিন গুলো নাম কি?
(৩) সুতা কত প্রকার ও কি কি?
(৪) CVC মিনিং টা বলেন?
(৫) গেজ কাকে বলে?
(৬) নিটিং এ কি কি ডিফেক্ট হয়?
(৭) GSM কেন করা হয়?
তারপর এসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে নিয়ে গেলেন।
(১) ফিলিপস কাপড় কোন কোন কাউন্ট সুতা দিয়ে তৈরি করা হয়?
তারপর সিনিয়র ম্যানেজার কাছে
(১) ধরুন আপনার ডিউটি অবস্থায় সিংগাল জার্সির কাপড় তৈরি করতে গিয়ে কাউন্ট মিসটিক করেছে প্রোডাকশনের লোকজন তখন আপনি কি করবেন?
দুই বছর জব করলাম।
আবার চলে গেলাম চট্টগ্রাম বিসিক সিনিয়র জিপিকিউ পদে।
(১) মাস্টার ফাইলে কি কি থাকে?
(২) ল্যাব টেস্ট কেন করা হয়?বা কি কি ল্যাব টেস্ট করা হয়?
জব হল তিন বছর করলাম।
আবারও চলে আসলাম নারায়ণগঞ্জ এসিস্ট্যান্ট ম্যানেজার পদে জিপিকিউ।
(1) RMG কি বিষয় টি বুঝিয়ে বলেন?
(২) ফাইনাল ইন্সপেকশনে স্যাম্পল থাকা অয় বায়িং কিউসি ফেল দিতে যাচ্ছে তখন আপনি কি ভাবে কন্ট্রোল করবেন।
জব করলাম ৩ বছরের মত।
তারপর চলে আসলাম বায়িং হাউজে
(১) সামনে কিছু ফেব্রিকস ছিলো তার নাম গুলো তারাতাড়ি বলতে হয়েছে।
(২) কালার সম্পর্কে জানতে চেয়েছে।
(৩) GSM সম্পকে জানতে চেয়েছে।
(৪) একুয়েল সম্পর্কে জানতে চাইবে।
বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফেব্রিকস।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন