ক্যাম্পাস রিভিউ
Bangladesh Handloom Education &Training Institute (Narsingdi)
বাংলাদেশের প্রেক্ষাপটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা এবং চাকরি সুবিধা অত্যন্ত ভালো। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত একটি ইঞ্জিনিয়ারিং কলেজ।কলেজটি দেশের অন্যতম শিল্প এলাকা নরসিংদী তে অবস্থিত।দেশের বস্ত্র সম্পর্কিত শিক্ষার একটু অন্যতম বিদ্যাপীঠ এটি।
সংক্ষিপ্ত নাম:BHETI
ওয়েবসাইটঃ www.bheti.portal.gov.bd
ধরনঃ সরকারী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
বাংলাদেশ তাঁত বোর্ড এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের এর তত্ত্বাবধানে পরিচালিত।
অবস্থানঃ ঢাকা- সিলেট মহাসড়কের পাশে , শিল্প এলাকায় সাহেপ্রতাপ মোড় থেকে ১০০ মিটার সামনে নরসিংদী শহরের প্রবেশদ্বারে।
শিক্ষার্থীঃ স্নাতক ৮১ জন
ডিপ্লোমাঃ ৪৮০+জন
শিক্ষাঙ্গনঃ শহরের পাশে ৬.৫ একর জমির উপর অবস্থিত।
বর্তমান অধ্যক্ষঃ ইঞ্জিনিয়ার মোঃমতিয়ার রহমান
#ইতিহাস #ও #শিক্ষা #কার্যক্রম #সমূহঃ
১৯৮১ সালে centre for Handloom products and equipment devolopment নামে- বাংলাদেশে তাঁত বোর্ড এর তত্ত্বাবধানে ট্রেড কোর্স প্রশিক্ষণ প্রদান এর মাধ্যমে ।
২০০৯সালে ২ বছর মেয়াদি এইচ এস সি ভোকেশনাল কোর্সে উন্নীত করা হয়। দেশের উন্নয়নের অগ্রগতির সাথে সাথে বস্ত্রখাতে উন্নয়নের সহযোদ্ধা হতে বাংলাদেশ তাঁত বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর আওতাধীনে, ২০১০ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়।পরে এইচএসসি ভোকেশনাল কোর্স বন্ধ করা হয় ।আরো গতিশীল হয়ে উঠে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
বস্ত্র খাতে বিভিন্ন চাাহিদা ও শিল্পের উন্নয়ন এর কথা বিবেচনা করে কালের পরিক্রমায় যখন বস্ত্র শিল্পের বিপ্লবের সাথে সাথে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান স্যারের বিচক্ষণতায়, ২০১৮ সালের ডিসেম্বর মাসে ৩ টি ডিপার্টমেন্ট এবং ১২০ টি আসনের অনুমোদন নিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত -বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয় এবং বুটেক্স অধিভুক্ত ৮ ম কলেজ হিসেবে ২০১৯ সালের জানুয়ারী মাসে যাএা শুরু ১ম ব্যাচ এ ১২০ জন ও ৩ টি ডিপার্টমেন্ট ( অ্যাপারেল, ওয়েট ও ফেব্রিক) অনুমোদন থাকলেও এডমিশনের সুযোগ পায় ২ টি ডিপার্টমেন্ট ( অ্যাপারেল ইন্জিনিয়ারিং এবং ওয়েট প্রসেসিং ) এ ৮১ জন ছাত্র- ছাত্রী, নিয়ে ২০১৭-২০১৮ সেশনে ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে। বর্তমানে দুইটি অনুষদের অধীনে বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে, যা আট সেমিস্টারে বিভক্ত৷ প্রতিবছর ৬ মাস অন্তর অন্তর ২টি সেমিস্টার হয়। সাধারণত বছরগুলোকে লেভেল এবং সেমিস্টার গুলোকে টার্ম বলা হয়, অর্থাৎ ৪টি লেভেল-এ ৮টি টার্ম পরীক্ষা হয়ে থাকে।
স্নাতক ভর্তির যোগ্যতাঃ
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়াটিং পাসকৃত ছাত্র/ছাত্রী প্রতিবছর এমসিকিউ প্রশ্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হয়।
ভর্তি পরীক্ষার বিষয়ঃ
১)উচ্চ মাধ্যমিক ইংরেজি
২)উচ্চ মাধ্যমিক গনিত
৩)উচ্চ মাধ্যমিক রসায়ন
৪)উচ্চ মাধ্যমিক ফিজিক্স
৫)ডিপ্লোমা ডিপার্টমেন্টএর সাবজেক্ট সমূহ
ক্যাম্পাসটি তে বর্তমানে চালু #রয়েছেঃ
1.বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং,ডিপার্টমেন্ট অফ
১)অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং
2.ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং
2.ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
3. ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট
অন্যান্য কোর্স সমূহঃ
4 ব্লক-বাটিক সহ।
5. ক্লথ উইভিং অ্যান্ড মার্কেটিং।
6. টাই অ্যান্ড ডাই।
7. ইয়ার্ন ডাইং।
8. স্ক্রিন প্রিন্টিং।
বাংলাদেশ তাঁত বোর্ড এর তত্ত্বাবধানে পরিচালিত হয় বিভিন্ন ট্রেড কোর্স। ট্রেড কোর্স গুলো তে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট সহ থাকা খাওয়া ও যাতায়াত এর জন্য সম্মানী ভাতা হিসাবে প্রতি কার্যদিবসের জন্য ২৪০ টাকা প্রদান করা হয়।
এছাড়াও প্রতিটি সেমিস্টারে অধ্যায়নরত শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য মিল ভিজিটে নিয়ে যাওয়া হয়।
প্রতিষ্ঠানের ভবন সমূহঃ
1) একাডেমিক ভবন।
2)প্রশাসনিক ভবন।
3) অফিসার্স কোয়ার্টার।
4) স্টাফ কোয়ার্টার।
5) টিচার্স ডরমেটরি।
6) অধ্যক্ষের বাস ভবন।
7) ছাত্র হল-২ টি।
8)ছাত্রী হল-১ টি।
ল্যাবরেটরি ও ওয়ার্কশপ সমূহঃ
1) উইভিং ল্যাবরেটরি।
2) নিটিং ল্যাবরেটরি।
3) ওয়েট প্রসেসিং ল্যাবরেটরি।
4) গার্মেন্টস ল্যাবরেটরি।
5) টেস্টিং ল্যাবরেটরি।
6) কম্পিউটার ল্যাবরেটরি।
7) ফিজিক্স ল্যাবরেটরি।
8)কেমেস্ট্রি ল্যাবরেটরি।
ছাত্র সংগঠন সমূহঃ
১) বিএইচবি ব্লাড ডোনারস ইউনিট।
সংগ্রহেঃ
মোঃমোয়াজ্জেম হোসেন নয়ন
মোঃশাহিদুল ইসলাম
ছবি সংগ্রহে ঃ
মোঃআব্দুল্লাহ আল নোমান
১ম ব্যাচ বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
ডিপাঃ অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন