NITER posted:
দেখতে দেখতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এইচএসসি'র রেজাল্ট ও প্রকাশ করা হয়ে গেছে হয়তো অনেকেরই আশানুরূপ ফলাফল হয় নি তাদের জন্য আজকের এই পোস্ট টি।
স্বপ্ন যাদের ইঞ্জিনিয়ার হওয়া তাদের জন্য বিশাল সুযোগ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'প্রযুক্তি ইউনিট'
কেননা এখানে তোমার সার্টিফিকেটের নয় মূল্যায়ন করা হয় মেধার, যার ফলস্বরুপ মাত্র (এসএসসি+এইচএসসি মিলে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ অনুযায়ী) ৬.০ পয়েন্ট হলেই তোমাকে ভর্তি পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেয়া হয়।
কেননা এখানে তোমার সার্টিফিকেটের নয় মূল্যায়ন করা হয় মেধার, যার ফলস্বরুপ মাত্র (এসএসসি+এইচএসসি মিলে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ অনুযায়ী) ৬.০ পয়েন্ট হলেই তোমাকে ভর্তি পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেয়া হয়।
ঢাবি প্রযুক্তি ইউনিটে তুমি চাইলেই নিজেকে তুলে ধরতে পারো, দেখিয়ে দিতে পারো সার্টিফিকেটে গোল্ডেন অথবা প্লাস না থাকলেও তুমি একজন সফল বি.এস.সি ইঞ্জিনিয়ার হয়ে।
ঢাবি প্রযুক্তি ইউনিট থেকে গড়তে পারো তোমার সোনার স্বপ্ন গুলো হতে পারো সফলদের একজন।
ঢাবি প্রযুক্তি ইউনিটে অনেক ছাত্রছাত্রী আছে যারা অনেক নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে চান্স পেয়েও এখানে এসে ভর্তি হয়েছে শুধু মাত্র একজন সফল ব্যাক্তি বা সফল ইঞ্জিনিয়ার হয়ে নিজেকে সবার সামনে তুলে ধরতে।
এখন বলতে পারো পাবলিকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কেনো ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি হয়েছে তারা??
উত্তর টা হলো আমরা সকলেই চাই ভবিষ্যৎ এ পড়ালেখা শেষ করে যেনো একটা ভালো চাকরি করতে পারি বেকার না থাকতে হয়। সেই ইচ্ছা শক্তি থেকেই পাবলিকের নন ইঞ্জিনিয়ার সাবজেক্ট গুলো ছেড়ে এই ইউনিটের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোতে ভর্তি হয়েছে তারা।
আর তোমরা যারা বর্তমানে রেজাল্ট খারাপ হওয়ার ফলে মনে করতেছে আমার বুটেক্স এ পরীক্ষা দেয়া হবে না বা তোমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে তবে তাদের কে বলবো নিজেকে নতুন করে প্রমান করার বিশাল সুযোগ রয়েছে সামনে ঢাবির প্রযুক্তি ইউনিটের মাধ্যমে, আর তোমার ইচ্ছে যদি থাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (এফডিএই) নিয়ে পড়ার তাহলে এই পোস্ট টা বিশেষ করে তোমার জন্যই,,,
কেননা আজকে আমি বর্তমানে সর্ববৃহত টেক্সটাইল বেজ ক্যাম্পাস নিটার সম্পর্কে কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে, চলো জেনে নেয়া যাক কিছু তথ্য নিটার সম্পর্কে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, যা বর্তমানে পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) এর মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় শিল্পদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসােসিয়েশন (বিটিএমএ)' এর ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। দেশের বস্ত্র ও সহায়ক শিল্পখাতে দক্ষ প্রকৌশলীর চাহিদা পূরণের মহতী উদ্দেশ্যে বাংলাদেশ সরকার কর্তৃক ‘পিপিপি এর মাধ্যমে বিটিএমএ-এর ব্যবস্থাপনায় রাজধানীর অদূরে সাভারের নয়ারহাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন স্থানে প্রায় ১৭.৭ একর আয়তন বিশিষ্ট নিজস্ব ক্যাম্পাসে নিটার এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বস্ত্রখাতে গবেষণা ও বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণের পাশাপাশি দেশের বস্ত্র ও সহায়ক শিল্পখাতে দক্ষ প্রকৌশলীর চাহিদা পূরণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজী অনুষদ -এর অধীনে ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে ‘বি.এসসি.ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং', ২০১৬-১৭ শিক্ষাবর্ষ হতে ‘বি.এসসি.ইন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং (আই.পি.ই)', এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে ‘বি.এসসি.ইন ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ডিজাইন (এফডিএই) কোর্স পরিচালিত হচ্ছে। নিটার দেশব্যাপি "সেন্টার অব এক্সিলেন্স" নামেও পরিচিত।
উল্লেখিত বিভাগ সমূহে অনুমােদিত আসন সংখ্যা নিম্নরূপঃ
১. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -২৭৫ টি
২. ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং (আই.পি.ই) -১২৫ টি
৩. ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং -৭৫ টি
মোট আসন সংখ্যা ৪৭৫ টি.
নিটার-এ ছাত্র-ছাত্রীদের অধ্যায়ন ও গবেষণার জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছে সর্বাধুনিক "স্টেট অফ দ্য আর্ট" ল্যাবরেটরী, যা বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদানকারী বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে সর্বোত্তম। নিটার এর রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি/ ইকুইপমেন্ট সমৃদ্ধ ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ল্যাব,
আধুনিক উইভিং ও নিটিং যন্ত্রপাতি সমৃদ্ধ ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ল্যাব, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ল্যাব, ওয়াশিং ল্যাব, টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, কম্পিউটার CAD-CAM ল্যাব।
আধুনিক উইভিং ও নিটিং যন্ত্রপাতি সমৃদ্ধ ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ল্যাব, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ল্যাব, ওয়াশিং ল্যাব, টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, কম্পিউটার CAD-CAM ল্যাব।
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ডিপার্টমেন্টের জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি/ইকুইপমেন্ট সমৃদ্ধ ফ্লুইড মেকানিক্স এন্ড মেশিনারি ল্যাব, থার্মোডিনামিক্স এন্ড হিট ট্রান্সফার ল্যাব, ইঞ্জিনিয়ারিং UTM ও CNC সমৃদ্ধ ম্যাটেরিয়ালস এন্ড সলিড মেকানিক্স ল্যাব, ফাউন্ড্রি এন্ড কাস্টিং ল্যাব ও আর্গনােমিক্স ল্যাব, এছাড়া কম্পিউটার ল্যাব ও রয়েছে।
ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল
ইঞ্জিনিয়ারিং (এফডিএই) ডিপার্টমেন্টের জন্য রয়েছে ডিজাইন স্টুডিও এবং প্যাটার্ন ল্যাব, অ্যাপারেল ম্যানুফেকচারিং ল্যাব, উন্নত মানের কম্পিউটার সমৃদ্ধ কম্পিউটার ল্যাব।
নিটার-এর ছাত্র-ছাত্রীদের অধ্যায়নের জন্য
রয়েছে ১৫ হাজারের অধিক বই সমৃদ্ধ আধুনিক লাইব্রেরী। আবাসিক শিক্ষার্থীদের জন্য নিটারে রয়েছে পৃথক ছাত্র ও ছাত্রী হােস্টেল।
রয়েছে ১৫ হাজারের অধিক বই সমৃদ্ধ আধুনিক লাইব্রেরী। আবাসিক শিক্ষার্থীদের জন্য নিটারে রয়েছে পৃথক ছাত্র ও ছাত্রী হােস্টেল।
নিটার সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্যঃ
Website: www.niter.edu.bd,
Email: ad.niter@gmail.com,
মােবাইল: ০১৭৫৫০৬০২৭৫, ০১৮২০০০৮৮৭৬।
মেনশন | | শেয়ার
সোর্সঃ নিটার পেইজ
সোর্সঃ নিটার পেইজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন