শ্রীলংকায় পেশাগত অভিজ্ঞতা | Sri lankan Textile Garments - Textile Lab | Textile Learning Blog
শ্রীলংকায় পেশাগত অভিজ্ঞতা -


বাস্তবতা হল “ রানা প্লাজা “ ঘটনার পরে বায়াদের চতুর্মুখি চাপে গত ৭/৮ বছরে কমপ্লায়েস করতে করতে বাংলাদেশের মালিকদের টাকা শেষ। সুইং ফ্লোরে মেশিনের জন্য পয়সা invest করতে পারেনি । তবে বেঁচে থাকতে হলে এখন high tec and efficiency ছাড়া উপায় নেই । 

এটা ঠিক, এ্যপারেল সেক্টরে CM আর বাড়বে না।তাই যে যত High efficiency আর কম অপারেটর দিয়ে প্রডাকশন করবে সেই টিকে থাকবে ।আপনার PM বলবে ৫০ মেশিনে ঘন্টায় ৫০ পিস ,CM $2.00/pcs ,অন্য দেশ বলবে ৩৫ মেশিন ঘন্টায় ৪৫ ! তখন অর্ডার যাবে অন্য দেশে,আপনার লাইন খালি । মনে রাখতে হবে যা যায় তা আর ফিরে না । 


আমাদের মত traditional বা typical PM /GM দিয়ে প্রোডাকশন চলবে না । তাদের ট্রেনিং করাতে হবে , আর দরকার proper IE team ।এখানে তাঁরাই সব মনিটর করে , টার্গেট সেট করে কাজ উঠিয়ে নেয় । 

1. আমাদের দেশে অনেক ফ্যক্টরিতে IE বা Technical skill হিসাবে অনেক শ্রীলংকান লোক কাজ করে । আমরা অনেকেই তাদের নিয়ে ভিন্ন মত পোষন করি। তবে তা করার আগে নিজে এসে দেখে যেতে হবে তারা কত skill। 

2. একই ফ্যক্টরিতে, একই লাইনে multiple fabric  দিয়ে Multi গারমের্ন্স বানাচ্ছে। 

3. লাইনে লে আউটে কোন লস নেই , যে দিন ইনপুট সেদিনই আউটপুট। 

4. গার্মেন্সে  সাপ্তাহে ২ দিন ছুটি। 

5. সকালে টান্সপোর্ট ফ্রি , ৭টা থেকে ৭.৪৫ নাস্তা ফ্রি , ৮ টায় কাজ শুরু , ১১/১২ টায় ১৫ মিনিট চা বিরতি , লান্চ আধা ঘন্টা , ৩/৪ টায় আবার ১৫ মিনিট চা বিরতি । ৯ ঘন্টা কাজ ডেইলি । 

6. প্রতি লাইনে ২৫ থেকে ৪০ মেশিন । ৩৬ জনে ৪০ টা মেশিন চালায় মানে কোন কোন অপারেটর ১ জনে দুইটা মেশিন চালায় । 

7. বেতন ১৮০০০ টাকা থেকে শুরু অন্যান্য সুবিধা বাদে। 

8. কোন APM , PM , GM, AGM , ED নাই যার যার কাজ তার তার। 

9. IE লোকেই সব মনিটর করে , টার্গেট সেট করে।

10. কোন লাইন ব্যলেন্স নাই , ডেইলির মাল ডেইলি ফিনিশ ।

11. সুইং টু ফিনিশিং এ সাথে শেষ । 

12. ১/২ জনে ১ লাইনের ফিনিসিং ট্রিম attached করে ।

13. প্রতি আধা ঘন্টায় কত করল তা তারা নিজেরাই একটা খাতায় লিখে রাখে । 










পরিশেষ বলব , হবে না স্যার , পারি না স্যার , অনেক কঠিন স্যার , IE এর লোক কি জানে স্যার , এসব বলা বাদ দিয়ে technology invest এবং absorb করতে হবে ।


শ্রীলংকায় পেশাগত অভিজ্ঞতা | Sri lankan Textile Garments

শ্রীলংকায় পেশাগত অভিজ্ঞতা -


বাস্তবতা হল “ রানা প্লাজা “ ঘটনার পরে বায়াদের চতুর্মুখি চাপে গত ৭/৮ বছরে কমপ্লায়েস করতে করতে বাংলাদেশের মালিকদের টাকা শেষ। সুইং ফ্লোরে মেশিনের জন্য পয়সা invest করতে পারেনি । তবে বেঁচে থাকতে হলে এখন high tec and efficiency ছাড়া উপায় নেই । 

এটা ঠিক, এ্যপারেল সেক্টরে CM আর বাড়বে না।তাই যে যত High efficiency আর কম অপারেটর দিয়ে প্রডাকশন করবে সেই টিকে থাকবে ।আপনার PM বলবে ৫০ মেশিনে ঘন্টায় ৫০ পিস ,CM $2.00/pcs ,অন্য দেশ বলবে ৩৫ মেশিন ঘন্টায় ৪৫ ! তখন অর্ডার যাবে অন্য দেশে,আপনার লাইন খালি । মনে রাখতে হবে যা যায় তা আর ফিরে না । 


আমাদের মত traditional বা typical PM /GM দিয়ে প্রোডাকশন চলবে না । তাদের ট্রেনিং করাতে হবে , আর দরকার proper IE team ।এখানে তাঁরাই সব মনিটর করে , টার্গেট সেট করে কাজ উঠিয়ে নেয় । 

1. আমাদের দেশে অনেক ফ্যক্টরিতে IE বা Technical skill হিসাবে অনেক শ্রীলংকান লোক কাজ করে । আমরা অনেকেই তাদের নিয়ে ভিন্ন মত পোষন করি। তবে তা করার আগে নিজে এসে দেখে যেতে হবে তারা কত skill। 

2. একই ফ্যক্টরিতে, একই লাইনে multiple fabric  দিয়ে Multi গারমের্ন্স বানাচ্ছে। 

3. লাইনে লে আউটে কোন লস নেই , যে দিন ইনপুট সেদিনই আউটপুট। 

4. গার্মেন্সে  সাপ্তাহে ২ দিন ছুটি। 

5. সকালে টান্সপোর্ট ফ্রি , ৭টা থেকে ৭.৪৫ নাস্তা ফ্রি , ৮ টায় কাজ শুরু , ১১/১২ টায় ১৫ মিনিট চা বিরতি , লান্চ আধা ঘন্টা , ৩/৪ টায় আবার ১৫ মিনিট চা বিরতি । ৯ ঘন্টা কাজ ডেইলি । 

6. প্রতি লাইনে ২৫ থেকে ৪০ মেশিন । ৩৬ জনে ৪০ টা মেশিন চালায় মানে কোন কোন অপারেটর ১ জনে দুইটা মেশিন চালায় । 

7. বেতন ১৮০০০ টাকা থেকে শুরু অন্যান্য সুবিধা বাদে। 

8. কোন APM , PM , GM, AGM , ED নাই যার যার কাজ তার তার। 

9. IE লোকেই সব মনিটর করে , টার্গেট সেট করে।

10. কোন লাইন ব্যলেন্স নাই , ডেইলির মাল ডেইলি ফিনিশ ।

11. সুইং টু ফিনিশিং এ সাথে শেষ । 

12. ১/২ জনে ১ লাইনের ফিনিসিং ট্রিম attached করে ।

13. প্রতি আধা ঘন্টায় কত করল তা তারা নিজেরাই একটা খাতায় লিখে রাখে । 










পরিশেষ বলব , হবে না স্যার , পারি না স্যার , অনেক কঠিন স্যার , IE এর লোক কি জানে স্যার , এসব বলা বাদ দিয়ে technology invest এবং absorb করতে হবে ।


কোন মন্তব্য নেই: