ক্যাম্পাস রিভিউ - নাটোর টেক্সটাইল ইন্সটিউট - Textile Lab | Textile Learning Blog
ক্যাম্পাস রিভিউ - নাটোর টেক্সটাইল ইন্সটিউট, নাটোর


আসসালামু আলাইকুম।

নাটোর টেক্সটাইল ইন্সটিউট,নাটোর।
বাংলাদেশের উওরের জেলা নাটোরে অবস্থিত একটি সরকারি ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

নাটোর টেক্সটাইল ইন্সটিউট,নাটোর বস্তু অধিদপ্তর,বস্তু ও পাট মন্ত্রালয় কতৃক পরিচালিত। টেক্সটাইল ভিত্তিক ক্লাস গুলো নেন বুটেক্স,ডুয়েট,বিটেক ও টেক্সটাইলে সর্বোচ্চ ডিগ্রি অর্জনকৃত  সম্মানিত স্যাররা। এছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, কম্পিউটারের  জন্যেও দক্ষ শিক্ষক রয়েছেন। তাছাড়া নতুন সব মেশিনাদি স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি, ইঞ্জিনিয়ারিং পরিবেশ হচ্ছে প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১২০জন শিক্ষার্থী নিয়ে কলেজটি একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই কলেজে চারটি ব্যাচ অধ্যায়নরত আছে।

নাটোর জেলার সদরে  রাজশাহী-নাটোর-ঢাকা মহাসড়কের গা ঘেষে ৫ একর জমির ওপর নির্মিত  অবস্হিত এই ক্যাম্পাসটি। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নাটোর বাস টার্মিনাল আসার পর মাত্র ২ কিলোমিটার পরই দৃষ্টি আকর্ষণ করবে ক্যাম্পাস । এছাড়াও ট্রেন স্টেশন থেকেও ২-৩ কিলোমিটার পরই দৃষ্টি আকর্ষণ করবে আমাদের সুন্দর ক্যাম্পাসটি। ক্যাম্পাসটির চারদিকে সবুজ গাছ গাছালিতে আচ্ছাদিত। তাছাড়া এর আবাসিক হলগুলোর পিছনে রয়েছে নয়াভিরাম প্রাকৃতিক উন্মুক্ত পরিবেশ।আবাসিক হলগুলোর সামনেই রয়েছে একটি খেলার মাঠ। অত্র ক্যম্পাসের নিরাপত্তা ব্যবস্থা অন্য যেকোন পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে উন্নত। তাছাড়া ক্যাম্পাস সম্পূর্ণ আবাসিক সুবিধা রয়েছে। যেকোনো ধরনের রাজনীতির প্রচলন নেই এবং সম্পূর্ণ র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস।



প্রতিষ্ঠানের সুবিশাল ভবন সমূহ : 

১) একাডেমিক কাম - প্রশাসনিক ভবন

২)ডরমিটরি ভবন 

৩)ছাত্র হোস্টেল 

৪) ছাত্রী হোস্টেল 

৫) পাওয়ার প্লান্ট

৬)লাইব্রেরী

৭)বাস গ্যারেজ

৮)মসজিদ 



অত্যাধুনিক ল্যাবরেটরি ও ওয়ার্কশপ সমূহ-

১)কার্পাস(ইর্য়াণ মেনুফ্যাকচারিং ল্যাব)

২)বর্ণালী (ওয়েট প্রসেসিং ল্যাব)

৩) জামদানী (ফেব্রিক মেনুফ্যাকচারিং ল্যাব)

৪) সোনালী (জুট স্পিনিং ল্যাব)

৫) গার্মেন্টস ল্যাবরেটরি

৬) টেস্টিং ল্যাবরেটরি

৭) কম্পিউটার ল্যাবরেটরি

৮) ফিজিক্স ল্যাবরেটরি

৯) কেমেস্ট্রি ল্যাবরেটরি

১১) ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ












খুব অল্পদিনের মধ্যেই সবার মাঝে ভালোবাসার স্থান করে নেয় আমাদের কলেজ। যদিও কলেজের ইতিহাস খুব দীর্ঘ নয়। তবে আমাদের ক্যাম্পাস গোছালো, পরিকল্পিত একটা  সবুজ ক্যাম্পাস । তাছাড়া ল্যাব ফ্যাসিলিটিতে স্বয়ংসম্পূর্ন ।
ধন্যবাদ।

লেখক :
মোঃআবিকুজ্জামান
(৩য় ব্যাচ)
নাটোর টেক্সটাইল ইন্সটিউট,নাটোর।

ক্যাম্পাস রিভিউ - নাটোর টেক্সটাইল ইন্সটিউট

ক্যাম্পাস রিভিউ - নাটোর টেক্সটাইল ইন্সটিউট, নাটোর


আসসালামু আলাইকুম।

নাটোর টেক্সটাইল ইন্সটিউট,নাটোর।
বাংলাদেশের উওরের জেলা নাটোরে অবস্থিত একটি সরকারি ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

নাটোর টেক্সটাইল ইন্সটিউট,নাটোর বস্তু অধিদপ্তর,বস্তু ও পাট মন্ত্রালয় কতৃক পরিচালিত। টেক্সটাইল ভিত্তিক ক্লাস গুলো নেন বুটেক্স,ডুয়েট,বিটেক ও টেক্সটাইলে সর্বোচ্চ ডিগ্রি অর্জনকৃত  সম্মানিত স্যাররা। এছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, কম্পিউটারের  জন্যেও দক্ষ শিক্ষক রয়েছেন। তাছাড়া নতুন সব মেশিনাদি স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি, ইঞ্জিনিয়ারিং পরিবেশ হচ্ছে প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১২০জন শিক্ষার্থী নিয়ে কলেজটি একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই কলেজে চারটি ব্যাচ অধ্যায়নরত আছে।

নাটোর জেলার সদরে  রাজশাহী-নাটোর-ঢাকা মহাসড়কের গা ঘেষে ৫ একর জমির ওপর নির্মিত  অবস্হিত এই ক্যাম্পাসটি। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নাটোর বাস টার্মিনাল আসার পর মাত্র ২ কিলোমিটার পরই দৃষ্টি আকর্ষণ করবে ক্যাম্পাস । এছাড়াও ট্রেন স্টেশন থেকেও ২-৩ কিলোমিটার পরই দৃষ্টি আকর্ষণ করবে আমাদের সুন্দর ক্যাম্পাসটি। ক্যাম্পাসটির চারদিকে সবুজ গাছ গাছালিতে আচ্ছাদিত। তাছাড়া এর আবাসিক হলগুলোর পিছনে রয়েছে নয়াভিরাম প্রাকৃতিক উন্মুক্ত পরিবেশ।আবাসিক হলগুলোর সামনেই রয়েছে একটি খেলার মাঠ। অত্র ক্যম্পাসের নিরাপত্তা ব্যবস্থা অন্য যেকোন পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে উন্নত। তাছাড়া ক্যাম্পাস সম্পূর্ণ আবাসিক সুবিধা রয়েছে। যেকোনো ধরনের রাজনীতির প্রচলন নেই এবং সম্পূর্ণ র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস।



প্রতিষ্ঠানের সুবিশাল ভবন সমূহ : 

১) একাডেমিক কাম - প্রশাসনিক ভবন

২)ডরমিটরি ভবন 

৩)ছাত্র হোস্টেল 

৪) ছাত্রী হোস্টেল 

৫) পাওয়ার প্লান্ট

৬)লাইব্রেরী

৭)বাস গ্যারেজ

৮)মসজিদ 



অত্যাধুনিক ল্যাবরেটরি ও ওয়ার্কশপ সমূহ-

১)কার্পাস(ইর্য়াণ মেনুফ্যাকচারিং ল্যাব)

২)বর্ণালী (ওয়েট প্রসেসিং ল্যাব)

৩) জামদানী (ফেব্রিক মেনুফ্যাকচারিং ল্যাব)

৪) সোনালী (জুট স্পিনিং ল্যাব)

৫) গার্মেন্টস ল্যাবরেটরি

৬) টেস্টিং ল্যাবরেটরি

৭) কম্পিউটার ল্যাবরেটরি

৮) ফিজিক্স ল্যাবরেটরি

৯) কেমেস্ট্রি ল্যাবরেটরি

১১) ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ












খুব অল্পদিনের মধ্যেই সবার মাঝে ভালোবাসার স্থান করে নেয় আমাদের কলেজ। যদিও কলেজের ইতিহাস খুব দীর্ঘ নয়। তবে আমাদের ক্যাম্পাস গোছালো, পরিকল্পিত একটা  সবুজ ক্যাম্পাস । তাছাড়া ল্যাব ফ্যাসিলিটিতে স্বয়ংসম্পূর্ন ।
ধন্যবাদ।

লেখক :
মোঃআবিকুজ্জামান
(৩য় ব্যাচ)
নাটোর টেক্সটাইল ইন্সটিউট,নাটোর।

কোন মন্তব্য নেই: