Dept. Review : Yarn Manufacturing Engineering- BUTex - Textile Lab | Textile Learning Blog
Department Review: Yarn Engineering

মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর একটি সুবিশাল ব্রাঞ্চ হল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। র-ম্যাটারিয়াল থেকে ফিনিশিং প্রোডাক্ট প্রস্তুতকরণে Yarn এবং Fabric প্রস্তুত করার ধাপগুলোর সাথে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর রয়েছে নিবিড় প্রয়োগ যা Yarn Engineering & Fabric Engineering Department এ আলোচনা করা হয়। সর্বপ্রথম ধাপ Yarn Engineering নিয়ে ধারণা দিয়েছে বুটেক্সের ৪৫ তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মির্জা সৌভিক (Mirza Showvik)

Offered From: Department of Yarn Engineering under Faculty of Textile Engineering

Number of Seats: 80

Number of Semester: 08 (6 months each)

Total Credit: 166


ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং কিঃ

ইয়ার্ন  অর্থ সুতা। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং হল সুতার ইঞ্জিনিয়ারিং।ফাইবার বা আঁশ থেকে সুতায় পরিণত করতে সকল প্রসেসিংই হল ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং।

সকল ধরনের ফাইবার থেকে ব্যবহারযোগ্য সুতা তৈরির জন্য ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং অত্যাবশ্যক।
সবচেয়ে পুরাতন সাব্জেক্ট হিসেবে টেক্সটাইল সেক্টরের যেকোন জবের জন্য ইয়ার্ন বেসিক কোর্স ।
Mother of Textile নামে খ্যাত এই অনুষদ টেক্সটাইল এর ভিত্তি ।একে Legend Making সাব্জেক্টও বলা হয়ে থাকে।







ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এর মুলনীতিঃ

ফাইবার হচ্ছে সুতা তৈরির মূল উপাদান।

এই ফাইবার দুই ধরণের হয়ে থাকে। প্রাকৃতিক ও সিন্থেসিস ।

ফাইবার থেকে সুতা তৈরি সংক্রান্ত সকল পড়াশুনা ইয়ার্নের অন্তর্ভুক্ত।

Carding ,Combing  ,Drawing Out  , Twisting , Spinning এই পাঁচটি ধাপে ফাইবার থেকে মানসম্মত সুতা পেয়ে থাকি।

সুতার কোয়ালিটি কেমন হবে, কোন ক্ষেত্রে সেই ইয়ার্ন ব্যবহৃত হবে,  কোন দেশের আবহাওয়ার জন্য তা পারফেক্ট হবে এইসব কিছু ইয়ার্নের রিসার্চ সেক্টরের মধ্যে পড়ে।  এছাড়াও কোয়ালিটি কন্ট্রোল ইন্ডাস্ট্রি, লেভেলের প্রোডাকশন সহ আরও অনেক বিষয় এখানে গুরুত্বপূর্ণ।


যা যা পড়ানো হয়ঃ

Fibre and Yarn Testing,Man-made Textile Fibres,Short Staple Spinning, Long Staple Spinning, Application of Computer in Yarn Manufacturing, Process Control in Spinning,Utility Machinery, Special Yarn Manufacturing... সহ আরও অনেক  বিষয় পড়ানো হয়।
  

জব ও বেতনঃ

Yarn Engineering থেকে যে কোন দিকে শিফট করা গেলেও এর রয়েছে বিশাল জব সেক্টর।
বাংলাদেশে প্রায় ৩২০ এর মত স্পিনিং মিল রয়েছে। যার প্রতিটায় প্রচুর ইঞ্জিনিয়ার লাগে।
মজার বিষয় হল, বাংলাদেশে যত জায়গায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ান হয়, বুটেক্স আর AUST
ছাড়া আর কোথাও Yarn Engineering নেই। সুতরাং জব সেক্টর পুরটাই তোমার দখলে।
এখানে স্টার্টিং সেলারি ২০,০০০ থেকে শুরু হলেও খুব তাড়াতাড়ি GM, AGM হওয়া সম্ভব।
খুব তাড়াতাড়ি ফাইবার এর নতুন ডিপার্টমেন্ট আসবে। দেশের বাইরে ব্যপক চাহিদা রয়েছে।
ভিয়েতনাম, চীন, জারমানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশে  দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারগন।

শিক্ষকতা যাদের ইচ্ছা তাদের জন্যও সুযোগ সবচেয়ে বেশি। সারাদেশেও এই সাবজেক্ট এর শিক্ষক সংকট রয়েছে।

হায়ার স্টাডিজের সুযোগঃ

ইয়ার্নের ক্ষেত্রে রিসার্চের সুযোগ সবচেয়ে বেশি কারণ ইয়ার্ন টেক্সটাইলের ভিত্তি।

জেনেটিক্যালি মডিফাইড ফাইবার এই মুহূর্তে রিসার্চের জন্য একটি ট্রেন্ডিং সেক্টর ডিপার্টমেন্ট ভিত্তিক বিদেশি Scholarship যদি বলি একমাত্র এই ডিপার্টমেন্ট এর আছে।

প্রতি বছর Switzerland এর Rieter কোম্পানি Yarn Engineering এর একজন ছাত্রকে দিয়ে থাকে।
বুটেক্স থেকেও প্রতিবছর স্কলারশীপের মাধ্যমে জার্মানী, তুরস্কে স্টুডেন্ট পাঠানো হয়।

টেক্সটাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হলে সবার আগে Yarn এর ডেভেলপমেন্ট করতে হবে।

তাই গবেষণার খাতও অনেক বিস্তৃত। Artificial fiber Development এর ব্যাপার তো আছেই।

BMW গাড়ীতে যে জুট কম্পোজিট ব্যবহার করা হয় তাও yarn এর ফসল।



Written By :
মির্জা সৌভিক (Mirza Showvik)
বুটেক্সের ৪৫ তম ব্যাচ
ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ

Dept. Review : Yarn Manufacturing Engineering- BUTex

Department Review: Yarn Engineering

মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর একটি সুবিশাল ব্রাঞ্চ হল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। র-ম্যাটারিয়াল থেকে ফিনিশিং প্রোডাক্ট প্রস্তুতকরণে Yarn এবং Fabric প্রস্তুত করার ধাপগুলোর সাথে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর রয়েছে নিবিড় প্রয়োগ যা Yarn Engineering & Fabric Engineering Department এ আলোচনা করা হয়। সর্বপ্রথম ধাপ Yarn Engineering নিয়ে ধারণা দিয়েছে বুটেক্সের ৪৫ তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মির্জা সৌভিক (Mirza Showvik)

Offered From: Department of Yarn Engineering under Faculty of Textile Engineering

Number of Seats: 80

Number of Semester: 08 (6 months each)

Total Credit: 166


ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং কিঃ

ইয়ার্ন  অর্থ সুতা। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং হল সুতার ইঞ্জিনিয়ারিং।ফাইবার বা আঁশ থেকে সুতায় পরিণত করতে সকল প্রসেসিংই হল ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং।

সকল ধরনের ফাইবার থেকে ব্যবহারযোগ্য সুতা তৈরির জন্য ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং অত্যাবশ্যক।
সবচেয়ে পুরাতন সাব্জেক্ট হিসেবে টেক্সটাইল সেক্টরের যেকোন জবের জন্য ইয়ার্ন বেসিক কোর্স ।
Mother of Textile নামে খ্যাত এই অনুষদ টেক্সটাইল এর ভিত্তি ।একে Legend Making সাব্জেক্টও বলা হয়ে থাকে।







ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এর মুলনীতিঃ

ফাইবার হচ্ছে সুতা তৈরির মূল উপাদান।

এই ফাইবার দুই ধরণের হয়ে থাকে। প্রাকৃতিক ও সিন্থেসিস ।

ফাইবার থেকে সুতা তৈরি সংক্রান্ত সকল পড়াশুনা ইয়ার্নের অন্তর্ভুক্ত।

Carding ,Combing  ,Drawing Out  , Twisting , Spinning এই পাঁচটি ধাপে ফাইবার থেকে মানসম্মত সুতা পেয়ে থাকি।

সুতার কোয়ালিটি কেমন হবে, কোন ক্ষেত্রে সেই ইয়ার্ন ব্যবহৃত হবে,  কোন দেশের আবহাওয়ার জন্য তা পারফেক্ট হবে এইসব কিছু ইয়ার্নের রিসার্চ সেক্টরের মধ্যে পড়ে।  এছাড়াও কোয়ালিটি কন্ট্রোল ইন্ডাস্ট্রি, লেভেলের প্রোডাকশন সহ আরও অনেক বিষয় এখানে গুরুত্বপূর্ণ।


যা যা পড়ানো হয়ঃ

Fibre and Yarn Testing,Man-made Textile Fibres,Short Staple Spinning, Long Staple Spinning, Application of Computer in Yarn Manufacturing, Process Control in Spinning,Utility Machinery, Special Yarn Manufacturing... সহ আরও অনেক  বিষয় পড়ানো হয়।
  

জব ও বেতনঃ

Yarn Engineering থেকে যে কোন দিকে শিফট করা গেলেও এর রয়েছে বিশাল জব সেক্টর।
বাংলাদেশে প্রায় ৩২০ এর মত স্পিনিং মিল রয়েছে। যার প্রতিটায় প্রচুর ইঞ্জিনিয়ার লাগে।
মজার বিষয় হল, বাংলাদেশে যত জায়গায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ান হয়, বুটেক্স আর AUST
ছাড়া আর কোথাও Yarn Engineering নেই। সুতরাং জব সেক্টর পুরটাই তোমার দখলে।
এখানে স্টার্টিং সেলারি ২০,০০০ থেকে শুরু হলেও খুব তাড়াতাড়ি GM, AGM হওয়া সম্ভব।
খুব তাড়াতাড়ি ফাইবার এর নতুন ডিপার্টমেন্ট আসবে। দেশের বাইরে ব্যপক চাহিদা রয়েছে।
ভিয়েতনাম, চীন, জারমানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশে  দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারগন।

শিক্ষকতা যাদের ইচ্ছা তাদের জন্যও সুযোগ সবচেয়ে বেশি। সারাদেশেও এই সাবজেক্ট এর শিক্ষক সংকট রয়েছে।

হায়ার স্টাডিজের সুযোগঃ

ইয়ার্নের ক্ষেত্রে রিসার্চের সুযোগ সবচেয়ে বেশি কারণ ইয়ার্ন টেক্সটাইলের ভিত্তি।

জেনেটিক্যালি মডিফাইড ফাইবার এই মুহূর্তে রিসার্চের জন্য একটি ট্রেন্ডিং সেক্টর ডিপার্টমেন্ট ভিত্তিক বিদেশি Scholarship যদি বলি একমাত্র এই ডিপার্টমেন্ট এর আছে।

প্রতি বছর Switzerland এর Rieter কোম্পানি Yarn Engineering এর একজন ছাত্রকে দিয়ে থাকে।
বুটেক্স থেকেও প্রতিবছর স্কলারশীপের মাধ্যমে জার্মানী, তুরস্কে স্টুডেন্ট পাঠানো হয়।

টেক্সটাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হলে সবার আগে Yarn এর ডেভেলপমেন্ট করতে হবে।

তাই গবেষণার খাতও অনেক বিস্তৃত। Artificial fiber Development এর ব্যাপার তো আছেই।

BMW গাড়ীতে যে জুট কম্পোজিট ব্যবহার করা হয় তাও yarn এর ফসল।



Written By :
মির্জা সৌভিক (Mirza Showvik)
বুটেক্সের ৪৫ তম ব্যাচ
ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ

কোন মন্তব্য নেই: