শ্রীলংকার ক্রিকেট টিমের জার্সি কী থেকে তৈরী হয়েছে জানেন ? - Textile Lab | Textile Learning Blog
শ্রীলংকার ক্রিকেট টিমের জার্সি কী থেকে তৈরী হয়েছে জানেন ?

সমুদ্রে ফেলা প্লাস্টিক থেকে। প্লাস্টিক কে রিসাইকল করে জার্সি বানানো হয়েছে। আর জার্সিতে যে টার্টলের ছবিটা আঁকানো আছে এর মানে হলো marine pollution এর ফলে সামুদ্রিক কচ্চপের উপর এর নেগেটিভ প্রভাব। পুরু জার্সিটার হিডেন মেসেজ হলো "save ocean, save turtle" একবার ভেবেছেন একটা জার্সির মাধ্যমে কত বড় মেসেজ দিয়েছে শ্রীলংকানরা।


আর আমরা কী করি ?

১. জার্সির কালারে চেতনা নাই কেন? এই নিয়ে মারামারি। স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে দাঁড়িয়ে এর উত্তর দিয়েছেন তারপরেও তাদের চেতনার আওরানি বন্ধ হয় না এদিকে জাতীয় বীরত্বের প্রতীক সিংহ কে বাদ দিয়ে কচ্ছপ কে বেছে নেওয়ায় শ্রীলংকানদের চেতনায় আঘাত লাগে না।

২. বাংলাদেশের নদী বা সমুদ্রের দিকে তাকান , ঢাকার প্রত্যেকটা নদীর তলদেশ ১০ ফিট পর্যন্ত প্লাস্টিক আর পলিথিনে ঢেকে আছে। পরবর্তীতে এই পলিথিন এবং প্লাস্টিক নদী দিয়ে সমুদ্রে পতিত হচ্ছে যা marine life কে মারাত্মক হুমকিতে ফেলছে।

৩. যে গার্মেন্টস শিল্প নিয়ে আমরা গর্ব করি এই গার্মেন্টস শিল্পই আমাদের জন্য কাল হয়ে দাড়াচ্ছে। একটা জিন্সের প্যান্ট বানাতে কতটুকু পানির অপচয় হয় জানেন? ১ কেজি ওজনের কাপড় ওয়াশ করা পর্যন্ত ২৫০ কেজি পানির প্রয়োজন হয় যার ৯০ ভাগ পানি মাটির নিচ থেকে বড় বড় মেশিনে উঠানো হয়; ফলে প্রতি বছরে পানির স্তর ৩ ফিট করে নিচে নেমে যাচ্ছে এবং ভবিষ্যতে তীব্র পানির সংকট তৈরীর পেছনে বিরাট ভূমিকা পালন করে চলছে।







Collected |think positive

শ্রীলংকার ক্রিকেট টিমের জার্সি কী থেকে তৈরী হয়েছে জানেন ?

শ্রীলংকার ক্রিকেট টিমের জার্সি কী থেকে তৈরী হয়েছে জানেন ?

সমুদ্রে ফেলা প্লাস্টিক থেকে। প্লাস্টিক কে রিসাইকল করে জার্সি বানানো হয়েছে। আর জার্সিতে যে টার্টলের ছবিটা আঁকানো আছে এর মানে হলো marine pollution এর ফলে সামুদ্রিক কচ্চপের উপর এর নেগেটিভ প্রভাব। পুরু জার্সিটার হিডেন মেসেজ হলো "save ocean, save turtle" একবার ভেবেছেন একটা জার্সির মাধ্যমে কত বড় মেসেজ দিয়েছে শ্রীলংকানরা।


আর আমরা কী করি ?

১. জার্সির কালারে চেতনা নাই কেন? এই নিয়ে মারামারি। স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে দাঁড়িয়ে এর উত্তর দিয়েছেন তারপরেও তাদের চেতনার আওরানি বন্ধ হয় না এদিকে জাতীয় বীরত্বের প্রতীক সিংহ কে বাদ দিয়ে কচ্ছপ কে বেছে নেওয়ায় শ্রীলংকানদের চেতনায় আঘাত লাগে না।

২. বাংলাদেশের নদী বা সমুদ্রের দিকে তাকান , ঢাকার প্রত্যেকটা নদীর তলদেশ ১০ ফিট পর্যন্ত প্লাস্টিক আর পলিথিনে ঢেকে আছে। পরবর্তীতে এই পলিথিন এবং প্লাস্টিক নদী দিয়ে সমুদ্রে পতিত হচ্ছে যা marine life কে মারাত্মক হুমকিতে ফেলছে।

৩. যে গার্মেন্টস শিল্প নিয়ে আমরা গর্ব করি এই গার্মেন্টস শিল্পই আমাদের জন্য কাল হয়ে দাড়াচ্ছে। একটা জিন্সের প্যান্ট বানাতে কতটুকু পানির অপচয় হয় জানেন? ১ কেজি ওজনের কাপড় ওয়াশ করা পর্যন্ত ২৫০ কেজি পানির প্রয়োজন হয় যার ৯০ ভাগ পানি মাটির নিচ থেকে বড় বড় মেশিনে উঠানো হয়; ফলে প্রতি বছরে পানির স্তর ৩ ফিট করে নিচে নেমে যাচ্ছে এবং ভবিষ্যতে তীব্র পানির সংকট তৈরীর পেছনে বিরাট ভূমিকা পালন করে চলছে।







Collected |think positive

কোন মন্তব্য নেই: