ডাইং, প্রিট্রিটমেন্ট এর স্টেন্ডার্ড রেসিপি | Standard Recipe | Dyeing, Pre Treatment - Textile Lab | Textile Learning Blog
প্রিট্রিটমেন্ট, ডাইং এর টিপিক্যাল  রেসিপি :

১. ডিমিনারাইলেজশন এর রেসিপিঃ
Anti crease 0.3 gpl
Hydroze 0.5. gpl
Detergent 0.2 gpl


Note: 
ডিমিনারাইলেজশন স্পেশাল প্রসেস এটি করা হয় শুধু মাত্র লাইক্রা হোয়াইট এর ক্ষত্রে, হাইড্রোজ দিয়ে লুব্রিকেশন গুলি ক্লিন করে নেয়া হয়। এন্টি ক্রিজ থার্মাল শকিং এ ডাইমেনশনাল স্টেবিলিটি রক্ষা করে।


২. ডিমিনারাইলেজশন হট :

  

রেসিপিঃ
এন্টিক্রিজিং এজেন্ট -0.3 gpl
অক্সালিক এসিড -0.5 gpl
সিকুইস্টারিং এজেন্ট  -0.2 gpl
প্যারামিটার : 60 X 20'


Note :
সাধারনত কটন কাল্টিভেশন এর সময় সয়েল থেকে কটন ফাইবার এর ভেতরে ন্যাচারালি  Ca Mg Fe এর মতো মেটাল কনটেন্ট চলে আসে , যা প্রিট্রিটমেন্ট এর সময় এলকালি বা কাস্টিক এর সাথে রিয়েকশন করে ফাইবার ডেমেজ করে বিশেষ করে স্লাব ফাইবার এর স্লাব ফেব্রিক গুলি ডেমেজ হয় হোল হয়ে যায়। এর জন্য স্লাব ফেব্রিক গুলি ডাইং এর   আগে স্পেশাল প্রসেসিং করা হয় একে ডিমিনারাইলেজশন করে হিতে হয় এটি নন স্লাব ফেব্রিক এর ক্ষত্রে করা হয় না কারন নন স্লাব ফেব্রিক গুলিতে থিক এন্ড থিন প্লেইস থাকে না আর এর স্ট্রেনথ বেশি রেগুলারাটি বেশি।  এখানে সিকুইস্টারিং এজেন্ট, অক্সালিক এসিড মেটাল রিমুভ করে।


৩. স্ট্রিপিং এর রেসিপিঃ

এন্টি ফোমিং এজেন্ট - 0.30 gpl
ওয়েটিং এজেন্ট - 0.50 gpl
এন্টিক্রিজ এজেন্ট - 0.30 gpl
লেভেলিং এজেন্ট - 0.50 gpl
কাস্টিক - 2 gpl
সোডা - 2 gpl
হাইড্রোজ ( রিডিউসিং এজেন্ট) - 3 gpl


Note : 
এটি ডাইং এর রেগুলার প্রসেস নয় এটি আন এক্সপেকটেড প্রসেস,  ডাইং করতে যেমন pH 10-11 লাগে তেমনি ডাইজ তুলতে তারচেয়ে বেশি pH লাগে আর স্ট্রং এলকালি / রিডিউসিং এজেন্ট লাগে, হায়ার   pH পেতে তিনটি এলকালি ব্যাবহার করা হয়। এন্টি ফোম স্ট্রিপিং ইফেক্ট এর ফোমের বাধা দুর করে। ওয়েটিং এজেন্ট দ্রুত ভেজাতে সাহায্য করে কারন ডাইং করা কাপড় এরর সেল্ফ এব্জরবেন্সি কম । টেম্পারেচার হবে বয়েলিং টেম্পারেচার। তবে এলকালি রিয়েক্টিভ স্ট্রিপিং এর জন্য ব্যাবহার হয়।


৪. স্কাওয়ারিং ব্লিচিং  এর বেসিক রেসিপিঃ

এন্টি ফোমিং এজেন্ট - 0.2 gpl
এন্টিক্রিজ এজেন্ট - 1 gpl
ডিটারজেন্ট  - 0.7 gpl
সিকুইস্টারিং এজেন্ট - 0.3 gpl
কাস্টিক NaOH  - 2.5 gpl
স্টেবিলাইজার 0.3 gpl 
H2O2 (50%) - 2.5 gpl
সোডা - 2 gpl


Note : 
এই প্রসেস এর মুল উদ্যেশ্য হলে এব্জরবেন্সি এবং হোয়াইটনেস বাড়ানো। এন্টি ক্রিজ থার্মাল শকিং এ ডাইমেনশনাল স্টেবিলিটি রক্ষা করে, ওয়েটিং এজেন্ট দ্রুত কাপড় কে ভেজায় কারন ন্যাচারাল ইম্পিউরিটিজ এর কারনে কাপড় নাও ভিজতে পারে। ডিটারজেন্ট ইমালসিফিকেশন এর কাজ, কাস্টিক সেফোনিফিকেশন এর কাজ করে, পার অক্সাইড এর পার পার হাইড্রোক্সিল আয়ন ন্যাচারাল ইয়োলো কালার এর জন্য রেস্পন্সেবল সেলুলোজ ক্রোমোফোর  এর ডাবল বন্ড গুলি কে কালার লেস সিংগেল বন্ড করে দেয়, স্টেবিলাইজার অক্সি সেলুলোজ ফরমেশন হতে দেয় না তাতে সেলুলোজ ডেমেজ হয় না এর ইউজ এর এমাউন্ট নির্ভর করে পার অক্সাইড এর উপর।


৫. স্কাওয়ারিং+ White  এর বেসিক রেসিপি :
এন্টি ফোমিং এজেন্ট - 0.2 gpl
এন্টিক্রিজ এজেন্ট - 1 gpl
ডিটারজেন্ট  - 0.6 gpl
সিকুইস্টারিং এজেন্ট - 0.6 gpl
কাস্টিক NaOH  - 2 gpl
স্টেবিলাইজার 0.6 gpl 
H2O2 (50%) - 6 gpl
Bightener OBA - 0.160 %


Note : 
হোয়াইট এর প্রসেস রেগুলার স্কাওয়ারিং ব্লিচ এর মতো তবে এতে বাড়তি ব্রাইটেনার ব্যাবহার করা হয় তবে যা কাপড় কে হোয়াইট করে আর OBA 0.160% OWF দিয়ে ডাইং শুরু করতে হয় বাকি গুলি এডিশন আকারে দিয়ে হয় । তবে এখানে রেগুলার স্কাওয়ারিং ব্লিচিং এর চেয়ে বাড়তি কাস্টিক এবং পার অক্সাইড ব্যাবহার করা হয় কারন হোয়াইট কাপড় ডাইং এর  কাপড় এর হোয়াইটনেস রেগুলার প্রসেস এর চেয়ে বেশি লাগে  তাই এই বাড়তি ক্যামিকেল ব্যাবহার।  স্টেবিলাইজার এর পরিমান বাড়ানো হয়েছে কারন কারন পারক্সাইড এর সাথে এটি আনুপাতিক হারে বাড়াতে হয়।


৬. বায়োপলিশিং এর রেসিপিঃ
CH3COOH - 1 gpl
Per Oxid killer - 0.3 gpl
Enzyme - 0.40 gpl


Note :
এনজাইম একটি লাইভ সেল, ভা অর্গানিক ক্যাটালিস্ট যা এসিড মিডিয়ায় কাজ করে এর জন্য এসিড ব্যাবহার করতে হয়, এসিড পরিমান এমন হবে যা  pH 4.5-5 এর মধ্যে রাখবে।  এনজাইম এর টাইপ সেলুলেজ বা বায়োপলিশিং এনজাইম।  রিসিডিউয়াল পারক্সাইড এনজাইম এর একটিভিটি ইন্টারাপ্ট করতে পারে তাই এটি দুর করতে পার অক্সাইড কিলার ব্যাবহার করা হয়।


৭. পলিস্টার ডাইং রেসিপি :
CH3COOH 1 gpl
Pk Killer 0.3 gpl
Enzyme 0.30 gpl
Dyes%
Disparse Dyes 
Buffer  2.30 gpl
Levelling 1 gpl


Note : 
পলিস্টার ডাইং এর এনজাইম সিংগেল বাথে করা যায় কারন উভয়ের pH রিকোয়ারমেন্ট এক প্রথমে এনজাইম করে পরে টেম্পারেচার প্রেশার বাড়িয়ে পলিস্টার ডাইং করা যায়। পলিস্টার ডাইং এর ক্ষত্রে pH কন্সটেন্ট রাখা বাধ্যতামূলক তাই এর জন্য এসিড বাফার ব্যাবহার করা হয়। পলিস্টার এর সেড ইভেন হওয়ার জন্য পলিস্টার এর লেভেলিং এজেন্ট ব্যাবহার করা হয়।


৮. Dye Bath এর রেসিপি :
এন্টি ফোমিং এজেন্ট - 0.2 gpl
এন্টিক্রিজ এজেন্ট - 1 gpl 
সিকুইস্টারিং এজেন্ট - 0.3 gpl
লেভেলিং -0.8 gpl 
স্পেশাল লেভেলিং - 0.3 gpl
Glubar Salt 40 gml
Soda Ash 15 gpl
Dyes:-
Red % OWF
yellow % OWF 
Nevy % OWF


Note : ডাই বাথে ফোম থাকা হারাম কারন এতে কাপড়ে আন ইভেন ডাইং হতে পারে।  সিকুইস্টারিং এজেন্ট হার্ডনেস এবং মেটাল কন্টেন্ট দুর করে। লেভেলিং এজেন্ট কে ডাইজ রিটেন্ডারিং এজেন্ট বলে যা ডাইজ এর পেনিট্রেশন স্লো এবং ইভেন করে। স্পেশাল লেভেলিং Brilliant Blue Dyes কালার এর ক্ষত্রে ব্যাবহার করা হয়। Salt এখানে ইলেক্ট্রো লাইট এর ভুমিকা পালন করে আর সোডা এলকালি মিডিয়া ক্রিয়েশন করে ডাইজ ফাইবার কোভেলেন্ট বন্ড ক্রিয়েট করে।  ডাইজ শেড অনুযায়ী ল্যাব এর রেসিপি ফলো করে দিতে হয়।  ডাইজ এর টোটাল যোগফল বা সেড % এর সল্ট সোডা নির্ভর করে সেড % বাড়ার সাথে সল্ট সোডার পরিমান বাড়ে।

৯. আফটার ট্রিটমেন্ট রেসিপি-  Reactive

নরমাল হট ওয়াস 60X10' RT X 5' Rinse 
নিউট্রালাইজ 40X20' RT ( A Acid) 
সোপিং ৮০-৯০-৯৮ 
ফিক্সিং
সফেনিং

Note :
আফটার ট্রিটমেন্ট  ডাইং এর পর বাধ্যতামূলক আফটার ট্রিট করে কাপড় এর কালার ফাস্টনেস, pH, হেন্ডফিল, ফিক্সেশন করা হয়। এলকালি মিডিয়া দুর করতে কাপড় এসিড ওয়াস করতে হয়তা না হলে pH, ফেনোলিক ইয়োলিং ফেইল করবে। ক্রিটিক্যাল সেড এর টোন এর ফ্লেকচুয়েশন দুর করতে আগেই ফিক্সেশন করে নেয়া হয়। ডাইং এর পর কাপড় স্টিফহয়ে যায় তা দুর করতে কাপড়ে সফেনার ব্যাবহার করা হয়।


১০. আফটার ট্রিটমেন্ট - Polyster
Hydroze - 2.0 gpl
Soping - 1 gpl


Note : 
সাধারনত CVC কাপড় ডাইং এর সময় পলিস্টার পার্ট ডাইং এর পর কটন পার্ট ডাইং এর জন্য রেডি করার জন্য কটন পার্ট থেকে ডিস্পার্স ডাইজ গুলি বের করার জন্য এই প্রসেস করা হয়।


ডাইং, প্রিট্রিটমেন্ট এর স্টেন্ডার্ড রেসিপি | Standard Recipe | Dyeing, Pre Treatment

প্রিট্রিটমেন্ট, ডাইং এর টিপিক্যাল  রেসিপি :

১. ডিমিনারাইলেজশন এর রেসিপিঃ
Anti crease 0.3 gpl
Hydroze 0.5. gpl
Detergent 0.2 gpl


Note: 
ডিমিনারাইলেজশন স্পেশাল প্রসেস এটি করা হয় শুধু মাত্র লাইক্রা হোয়াইট এর ক্ষত্রে, হাইড্রোজ দিয়ে লুব্রিকেশন গুলি ক্লিন করে নেয়া হয়। এন্টি ক্রিজ থার্মাল শকিং এ ডাইমেনশনাল স্টেবিলিটি রক্ষা করে।


২. ডিমিনারাইলেজশন হট :

  

রেসিপিঃ
এন্টিক্রিজিং এজেন্ট -0.3 gpl
অক্সালিক এসিড -0.5 gpl
সিকুইস্টারিং এজেন্ট  -0.2 gpl
প্যারামিটার : 60 X 20'


Note :
সাধারনত কটন কাল্টিভেশন এর সময় সয়েল থেকে কটন ফাইবার এর ভেতরে ন্যাচারালি  Ca Mg Fe এর মতো মেটাল কনটেন্ট চলে আসে , যা প্রিট্রিটমেন্ট এর সময় এলকালি বা কাস্টিক এর সাথে রিয়েকশন করে ফাইবার ডেমেজ করে বিশেষ করে স্লাব ফাইবার এর স্লাব ফেব্রিক গুলি ডেমেজ হয় হোল হয়ে যায়। এর জন্য স্লাব ফেব্রিক গুলি ডাইং এর   আগে স্পেশাল প্রসেসিং করা হয় একে ডিমিনারাইলেজশন করে হিতে হয় এটি নন স্লাব ফেব্রিক এর ক্ষত্রে করা হয় না কারন নন স্লাব ফেব্রিক গুলিতে থিক এন্ড থিন প্লেইস থাকে না আর এর স্ট্রেনথ বেশি রেগুলারাটি বেশি।  এখানে সিকুইস্টারিং এজেন্ট, অক্সালিক এসিড মেটাল রিমুভ করে।


৩. স্ট্রিপিং এর রেসিপিঃ

এন্টি ফোমিং এজেন্ট - 0.30 gpl
ওয়েটিং এজেন্ট - 0.50 gpl
এন্টিক্রিজ এজেন্ট - 0.30 gpl
লেভেলিং এজেন্ট - 0.50 gpl
কাস্টিক - 2 gpl
সোডা - 2 gpl
হাইড্রোজ ( রিডিউসিং এজেন্ট) - 3 gpl


Note : 
এটি ডাইং এর রেগুলার প্রসেস নয় এটি আন এক্সপেকটেড প্রসেস,  ডাইং করতে যেমন pH 10-11 লাগে তেমনি ডাইজ তুলতে তারচেয়ে বেশি pH লাগে আর স্ট্রং এলকালি / রিডিউসিং এজেন্ট লাগে, হায়ার   pH পেতে তিনটি এলকালি ব্যাবহার করা হয়। এন্টি ফোম স্ট্রিপিং ইফেক্ট এর ফোমের বাধা দুর করে। ওয়েটিং এজেন্ট দ্রুত ভেজাতে সাহায্য করে কারন ডাইং করা কাপড় এরর সেল্ফ এব্জরবেন্সি কম । টেম্পারেচার হবে বয়েলিং টেম্পারেচার। তবে এলকালি রিয়েক্টিভ স্ট্রিপিং এর জন্য ব্যাবহার হয়।


৪. স্কাওয়ারিং ব্লিচিং  এর বেসিক রেসিপিঃ

এন্টি ফোমিং এজেন্ট - 0.2 gpl
এন্টিক্রিজ এজেন্ট - 1 gpl
ডিটারজেন্ট  - 0.7 gpl
সিকুইস্টারিং এজেন্ট - 0.3 gpl
কাস্টিক NaOH  - 2.5 gpl
স্টেবিলাইজার 0.3 gpl 
H2O2 (50%) - 2.5 gpl
সোডা - 2 gpl


Note : 
এই প্রসেস এর মুল উদ্যেশ্য হলে এব্জরবেন্সি এবং হোয়াইটনেস বাড়ানো। এন্টি ক্রিজ থার্মাল শকিং এ ডাইমেনশনাল স্টেবিলিটি রক্ষা করে, ওয়েটিং এজেন্ট দ্রুত কাপড় কে ভেজায় কারন ন্যাচারাল ইম্পিউরিটিজ এর কারনে কাপড় নাও ভিজতে পারে। ডিটারজেন্ট ইমালসিফিকেশন এর কাজ, কাস্টিক সেফোনিফিকেশন এর কাজ করে, পার অক্সাইড এর পার পার হাইড্রোক্সিল আয়ন ন্যাচারাল ইয়োলো কালার এর জন্য রেস্পন্সেবল সেলুলোজ ক্রোমোফোর  এর ডাবল বন্ড গুলি কে কালার লেস সিংগেল বন্ড করে দেয়, স্টেবিলাইজার অক্সি সেলুলোজ ফরমেশন হতে দেয় না তাতে সেলুলোজ ডেমেজ হয় না এর ইউজ এর এমাউন্ট নির্ভর করে পার অক্সাইড এর উপর।


৫. স্কাওয়ারিং+ White  এর বেসিক রেসিপি :
এন্টি ফোমিং এজেন্ট - 0.2 gpl
এন্টিক্রিজ এজেন্ট - 1 gpl
ডিটারজেন্ট  - 0.6 gpl
সিকুইস্টারিং এজেন্ট - 0.6 gpl
কাস্টিক NaOH  - 2 gpl
স্টেবিলাইজার 0.6 gpl 
H2O2 (50%) - 6 gpl
Bightener OBA - 0.160 %


Note : 
হোয়াইট এর প্রসেস রেগুলার স্কাওয়ারিং ব্লিচ এর মতো তবে এতে বাড়তি ব্রাইটেনার ব্যাবহার করা হয় তবে যা কাপড় কে হোয়াইট করে আর OBA 0.160% OWF দিয়ে ডাইং শুরু করতে হয় বাকি গুলি এডিশন আকারে দিয়ে হয় । তবে এখানে রেগুলার স্কাওয়ারিং ব্লিচিং এর চেয়ে বাড়তি কাস্টিক এবং পার অক্সাইড ব্যাবহার করা হয় কারন হোয়াইট কাপড় ডাইং এর  কাপড় এর হোয়াইটনেস রেগুলার প্রসেস এর চেয়ে বেশি লাগে  তাই এই বাড়তি ক্যামিকেল ব্যাবহার।  স্টেবিলাইজার এর পরিমান বাড়ানো হয়েছে কারন কারন পারক্সাইড এর সাথে এটি আনুপাতিক হারে বাড়াতে হয়।


৬. বায়োপলিশিং এর রেসিপিঃ
CH3COOH - 1 gpl
Per Oxid killer - 0.3 gpl
Enzyme - 0.40 gpl


Note :
এনজাইম একটি লাইভ সেল, ভা অর্গানিক ক্যাটালিস্ট যা এসিড মিডিয়ায় কাজ করে এর জন্য এসিড ব্যাবহার করতে হয়, এসিড পরিমান এমন হবে যা  pH 4.5-5 এর মধ্যে রাখবে।  এনজাইম এর টাইপ সেলুলেজ বা বায়োপলিশিং এনজাইম।  রিসিডিউয়াল পারক্সাইড এনজাইম এর একটিভিটি ইন্টারাপ্ট করতে পারে তাই এটি দুর করতে পার অক্সাইড কিলার ব্যাবহার করা হয়।


৭. পলিস্টার ডাইং রেসিপি :
CH3COOH 1 gpl
Pk Killer 0.3 gpl
Enzyme 0.30 gpl
Dyes%
Disparse Dyes 
Buffer  2.30 gpl
Levelling 1 gpl


Note : 
পলিস্টার ডাইং এর এনজাইম সিংগেল বাথে করা যায় কারন উভয়ের pH রিকোয়ারমেন্ট এক প্রথমে এনজাইম করে পরে টেম্পারেচার প্রেশার বাড়িয়ে পলিস্টার ডাইং করা যায়। পলিস্টার ডাইং এর ক্ষত্রে pH কন্সটেন্ট রাখা বাধ্যতামূলক তাই এর জন্য এসিড বাফার ব্যাবহার করা হয়। পলিস্টার এর সেড ইভেন হওয়ার জন্য পলিস্টার এর লেভেলিং এজেন্ট ব্যাবহার করা হয়।


৮. Dye Bath এর রেসিপি :
এন্টি ফোমিং এজেন্ট - 0.2 gpl
এন্টিক্রিজ এজেন্ট - 1 gpl 
সিকুইস্টারিং এজেন্ট - 0.3 gpl
লেভেলিং -0.8 gpl 
স্পেশাল লেভেলিং - 0.3 gpl
Glubar Salt 40 gml
Soda Ash 15 gpl
Dyes:-
Red % OWF
yellow % OWF 
Nevy % OWF


Note : ডাই বাথে ফোম থাকা হারাম কারন এতে কাপড়ে আন ইভেন ডাইং হতে পারে।  সিকুইস্টারিং এজেন্ট হার্ডনেস এবং মেটাল কন্টেন্ট দুর করে। লেভেলিং এজেন্ট কে ডাইজ রিটেন্ডারিং এজেন্ট বলে যা ডাইজ এর পেনিট্রেশন স্লো এবং ইভেন করে। স্পেশাল লেভেলিং Brilliant Blue Dyes কালার এর ক্ষত্রে ব্যাবহার করা হয়। Salt এখানে ইলেক্ট্রো লাইট এর ভুমিকা পালন করে আর সোডা এলকালি মিডিয়া ক্রিয়েশন করে ডাইজ ফাইবার কোভেলেন্ট বন্ড ক্রিয়েট করে।  ডাইজ শেড অনুযায়ী ল্যাব এর রেসিপি ফলো করে দিতে হয়।  ডাইজ এর টোটাল যোগফল বা সেড % এর সল্ট সোডা নির্ভর করে সেড % বাড়ার সাথে সল্ট সোডার পরিমান বাড়ে।

৯. আফটার ট্রিটমেন্ট রেসিপি-  Reactive

নরমাল হট ওয়াস 60X10' RT X 5' Rinse 
নিউট্রালাইজ 40X20' RT ( A Acid) 
সোপিং ৮০-৯০-৯৮ 
ফিক্সিং
সফেনিং

Note :
আফটার ট্রিটমেন্ট  ডাইং এর পর বাধ্যতামূলক আফটার ট্রিট করে কাপড় এর কালার ফাস্টনেস, pH, হেন্ডফিল, ফিক্সেশন করা হয়। এলকালি মিডিয়া দুর করতে কাপড় এসিড ওয়াস করতে হয়তা না হলে pH, ফেনোলিক ইয়োলিং ফেইল করবে। ক্রিটিক্যাল সেড এর টোন এর ফ্লেকচুয়েশন দুর করতে আগেই ফিক্সেশন করে নেয়া হয়। ডাইং এর পর কাপড় স্টিফহয়ে যায় তা দুর করতে কাপড়ে সফেনার ব্যাবহার করা হয়।


১০. আফটার ট্রিটমেন্ট - Polyster
Hydroze - 2.0 gpl
Soping - 1 gpl


Note : 
সাধারনত CVC কাপড় ডাইং এর সময় পলিস্টার পার্ট ডাইং এর পর কটন পার্ট ডাইং এর জন্য রেডি করার জন্য কটন পার্ট থেকে ডিস্পার্স ডাইজ গুলি বের করার জন্য এই প্রসেস করা হয়।


কোন মন্তব্য নেই: