Dyeing Information
সেড অনুযায়ী ডাইজ এবং সল্ট ডোজিং করার নিয়ম :
১. সেড % 0.1% - 1.0% প্রথমে Dyes ডজিং পরে Salt ডোজিং।
২. সেড % 1% - 2.5% প্রথমে Salt ডজিং পরে Dyes ডোজিং।
৩. সেড % 3% - Above % প্রথমে Salt ডজিং পরে Dyes ডোজিং।
ডাইজ এর পরিমান বেশি হলে মাইগ্রেশন করার জন্য আগে সল্ট দিয়ে নিতে হয় যাতে কালার লেভেলিং ভালো হয়।
pH অনুযায়ী রিয়েক্টিভ ডাইজ টাইপ
১. ভিনাইল সালফোন ডাইজ pH 11-12 Temp 40
২. বাই ফাংশনাল ডাইজ pH 10.5-11 Temp 60
৩. MCT মনো ক্লোরো ট্রাইএজিন pH 10.8-11 Temp 80
pH কম হলে সেড এর ডেপথ কমবে ডাই ফিক্সিং কম হবে ডাইং এর pH এর লোয়ার রেঞ্জ 10.5 এর নিচে ডাইং হবে না।
Classification of reactive dye:
Reactivity এর উপর ভিত্তি করে এই dye 3 প্রকার।
যেমন-
1. Low reactive dye : NaOH ব্যবহার করে PH 12 – 12.5 এর মধ্যে রাখা হয়। Premazine এ শ্রেণীর dye উদাহরণ।
1. Low reactive dye : NaOH ব্যবহার করে PH 12 – 12.5 এর মধ্যে রাখা হয়। Premazine এ শ্রেণীর dye উদাহরণ।
2. Medium reactive dye: Na2CO3 ব্যবহার করে PH 11 – 12 এর মধ্যে রাখা হয়। Livafix – E এ শ্রেণীর dye উদাহরণ।
3. High reactive dye: Na2HCO3 ব্যবহার করে PH 10 – 11 এর মধ্যে রাখা হয়।
Procion M এ শ্রেণীর dye উদাহরণ।
Procion M এ শ্রেণীর dye উদাহরণ।
Temperature এর উপর ভিত্তি করে এই dye 3 প্রকার।
যেমন-
1. Cold Brand: Temperature : 32 – 60 c
Example: Procion M (এর রাসায়নিক নাম- Dichloro triazinyl)
2. Medium Brand: Temperature : 60 – 72 c
Example: Remazol ( যার রাসায়নিক নাম Vinyl Sulphone এবং কেমিক্যাল ফর্মুলা Dye-SO2-CH=CH2)
Example: Remazol ( যার রাসায়নিক নাম Vinyl Sulphone এবং কেমিক্যাল ফর্মুলা Dye-SO2-CH=CH2)
3. Hot Barand: Temperature : 72 – 93c
Example: Procion H, Cibacron (এর রাসায়নিক নাম Monochloro triaziny!
Example: Procion H, Cibacron (এর রাসায়নিক নাম Monochloro triaziny!
চেম্বার এর সাইজ
0-25-50-75-100
এই স্কেল মেশিন এর গায়ে লিখা থাকে
0-25-50-75-100
এই স্কেল মেশিন এর গায়ে লিখা থাকে
এখানে লো GSM এর জন্য 0 সাইজ ব্যাবহার করা হয়।
মিডিয়াম GSM এর জন্য 180-200/220 এর চেম্বার সাইজ ব্যাবহার করা হয়।
100 সাইজ টেরি বা ফ্লিচ ডাইং এর ক্ষত্রে ব্যাবহার করা হয়।
নজেল সাইজ
32"
72"
32"
72"
ফেব্রিক লোডিং প্যারামিটার :
রিল স্পিড লোডিং 100 m/min
রিল স্পিড ডাইং 250 m/min
আল লোডিং 60 m/min
পাম্প স্পিড 95%
রিল স্পিড ডাইং 250 m/min
আল লোডিং 60 m/min
পাম্প স্পিড 95%
Polyster ডাইং
টেম্পারেচার 130
প্রেশার 6 bar
Tg - 110
Time 130X 30 Min
pH 4.5-5 ( Acid Buffer)
RC /রিডাকশন ক্লিনিং 100
প্রেশার 6 bar
Tg - 110
Time 130X 30 Min
pH 4.5-5 ( Acid Buffer)
RC /রিডাকশন ক্লিনিং 100
ডাইং মেশিন এর স্পেসিফিকেশন :
নজেল প্রেশার 4-6 PSI
স্টিম প্রেশার 7 bar
কোল্ড ওয়াটার প্রেশার 3 bar /25 ডিগ্রী
মেক্সিমাম টেম্পারেচার ১৪০ ( HTHP)
মেক্সিমাম টেম্পারেচার ১০০ (Atm)
রিল স্পিড ১৫০-২৫০ RPM
লোডিং ৮০%
পাম্প প্রেশার ৮০%-৮৫%-৯০% Depend Upon GSM
স্টিম প্রেশার 7 bar
কোল্ড ওয়াটার প্রেশার 3 bar /25 ডিগ্রী
মেক্সিমাম টেম্পারেচার ১৪০ ( HTHP)
মেক্সিমাম টেম্পারেচার ১০০ (Atm)
রিল স্পিড ১৫০-২৫০ RPM
লোডিং ৮০%
পাম্প প্রেশার ৮০%-৮৫%-৯০% Depend Upon GSM
ডাইজ মিক্সিং টেম্পারেচার :
Blue R Spl ডাইজ এর মিক্সিং টেম্পারেচার ৫০ ডিগ্রী
ব্লাক টার্কিশ এর মিক্সিং টেম্পারেচার ৮০ ডিগ্রী
রেড, ইয়োলো, নেভি, অরেঞ্জ, ব্রাউন এর মিক্সিং টেম্পারেচার ৬০ ডিগ্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন