নীট ফেব্রিক সম্পর্কিত কিছু বেসিক তথ্য জেনে নিন :
১. VDQ পুলির Dia বাড়ালে স্টিচ লেন্থ বাড়ে স্টিচ ডেনসিটি কমে GSM কমে।
২. VDQ পুলির Dia কমালে স্টিচ লেন্থ কমে স্টিচ ডেনসিটি বাড়ে GSM বাড়ে ।
৩. কাউন্ট বাড়লে সুতা চেকন হবে আর কাউন্ট কমলে সুতা মোটা হবে।
৪. সাধারনত ১ ইঞ্চিতে ৩ টা ফিডার থাকে।
৫. লুপ লেন্থ ফিক্সড তবে শুধু এর সেইপ পরিবর্তন হয়।
৬. মেশিন গেজ
রিব - 18 G
ইন্টারলক - 22 G
সিংগেল জার্সি - 22/24/28 G
ফ্লিচ - 20 G
রিব - 18 G
ইন্টারলক - 22 G
সিংগেল জার্সি - 22/24/28 G
ফ্লিচ - 20 G
৭. কমন কিছু মেশিন ডায়া 20, 22, 26, 30, 34
৮. স্টিচ লেন্থ এর সাইজ সাধারনত ২-৪ ইঞ্চি এর মধ্যে হয়।
৯. Weft বরাবর স্লাব ব্যাবহার কে নপ বলে
১০. ক্রেপি ইয়ার্নে হাই টুইস্ট থাকে
১১. ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপে 60-84 টা ফিডার
১২. আছে এতে হাইয়েস্ট ৬০ টা কালার ব্যাবহার করা যায়।
১৩. লুপ :
SJ 100% Knit loop
Ribknit (Dial + Cylinder)
Pique Knit +Tuck
S Lacost Knit ( Knit50% +Miss 50%)
D lacost (Knit Tuck)
Interlock Knit +Miss
Fleece Knit +Tuck
SJ 100% Knit loop
Ribknit (Dial + Cylinder)
Pique Knit +Tuck
S Lacost Knit ( Knit50% +Miss 50%)
D lacost (Knit Tuck)
Interlock Knit +Miss
Fleece Knit +Tuck
১৪. ডায়ালে 4 বাটের নিডেল ব্যাবহার করা হয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন