ETP Plant | ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) - Textile Lab | Textile Learning Blog
ETP Plant | ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) এর বিস্তারিত আলোচনা

ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট): এমন একটি প্রক্রিয়া বা নকশা যার মাধ্যমে শিল্প উৎপাদনের জন্য ব্যবর্হৃত পানি সমূহের বর্জ্য হতে পারে তা কঠিন বর্জ্য বা রাসায়নিক বর্জ্য অপসারণ করে তা পুনর্ব্যবহারের জন্য বা পরিবেশে জন্য নিরাপদ করার প্রক্রিয়াকে ।

In fluent: অপরিশোধিত বর্জ্য সংযুক্ত পানি।

Effluent: পরিশোধিত পানি।

Sludge: কঠিন বস্তু বর্জ্য পৃর্থককরণ ইটিপি দ্বারা।

ইটিপির প্রয়োজনীয়তাঃ

শিল্প কলকারখানা হতে নিঃস্বরিত বর্জ্য পরিষ্কার এবং পুনর্ব্যবহারযোগ্য করে তোলা। সরকারী পবিবেশ অধিদপ্তর বা আর্ন্তজাতিক মানদন্ড অনুসারে বর্জ্য নিঃস্বরণ। পানি ব্যবহারের উপর ব্যয় কমানো। পরিবেশ দূষণরোধে কাজ করা এবং স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া।

ETP এর ডিজাইন  কিরূপ হওয়া প্রয়োজনঃ
 
ইটিপির নকশা তৈরী করার প্রথমে দরকার কি পরিমাণ তরল জাতীয় শিল্প বর্জ্য নিঃস্বরণ হবে এবং সেই সাথে নিঃস্বরিত পর্দাথের মান কেমন হবে তাও বিবেচনায় আনতে হবে। আরো উল্লেখ্য করা দরকার হলো যে জমির স্বল্পতা আছে কি না, রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া কিরূপ হবে, ফ্লোট রেট কেমন হবে, কি কি ধরণের বায়োলজিক্যাল পদ্ধতি ব্যবহার হবে, অবকাঠামোগত দিক কি হবে এবং পরিচালন পদ্ধতি কি হবে ইত্যাদি বিষয় সামনে রাখতে হবে ইটিপি নকশা তৈরির ক্ষেত্রে।
 

ট্রিটমেন্ট লেভেল ৪ প্রকার

১.প্রারম্ভিক (Preliminary)

২.প্রাথমিক (Primary)

৩.মাধ্যমিক (Secondary)

৪. উন্নত (Tertiary or advanced)


ট্রিটমেন্ট মেকানিজম ৩ প্রকার

১.শারীরিক (Physical)

২.রাসায়নিক (Chemical)

৩.জৌবিক (Biological)

১. প্রারম্ভিক (Preliminary): উদ্দেশ্য: 

কাপড়, প্লাস্টিক, কাঠের লগ, কাগজ ইত্যাদির মতো বড় আকারের অমেধ্যগুলির শারীরিক পৃথকীকরণ। প্রাথমিক স্তরের সাধারণ শারীরিক ইউনিট ক্রিয়াকলাপ গুলি হ'ল।
 
স্ক্রিনিং (Screening): 
বড় আকারের সলিউড যেমন প্লাস্টিক, কাপড় ইত্যাদি অপসারণ করতে ইউনিফর্ম সাইজের একটি স্ক্রিন ব্যবহার করা হয় এবং ইহা সাধারণত সর্বোচ্চ ১০ মি.মি. হয়। 

স্পষ্টতা (Clarification): 
তরল থেকে কঠিন পদার্থ বিচ্ছেদ জন্য ব্যবহৃত হয়।
 

২. প্রাথমিক (Primary): উদ্দেশ্য: 

স্থগিত পদার্থ এবং জৈব পদার্থের মতো ভাসমান এবং নিষ্পত্তিযোগ্য উপকরণ অপসারণ। শারীরিক(Physical) এবং রাসায়নিক(Chemical) উভয় পদ্ধতিই এই স্তরে ব্যবহৃত হয়। রাসায়নিক ইউনিট প্রক্রিয়াগুলি সর্বদা শারীরিক ক্রিয়াকলাপের সাথে ব্যবহৃত হয় এবং জৈবিক (Biological) প্রক্রিয়াগুলির সাথেও এটি ব্যবহার করা যেতে পারে। রাসায়নিক প্রক্রিয়াগুলি এর গুণগতমানের পরিবর্তন আনতে বর্জ্য পানিতে রাসায়নিক সংযোজন ব্যবহার করে। উদাহরণ: পিএইচ নিয়ন্ত্রণ, জমাট ইত্যাদি।
 
রাসায়নিক জমাট এবং ফ্লককুলেশন: জমাট বলতে বোঝায় তরলকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শক্ত কণাকে বৃহত্তর আকারে সংগ্রহ করা। রাসায়নিক জমাট যেমন আয়রন সালফেট Fe2(so4)3 অথবা Al2(so4)3 সূক্ষ কণাগুলির মধ্যে আকর্ষণ বাড়ানোর জন্য বর্জ্য জলে ব্যবহার করা হয় যাতে তারা একত্রিত হয় এবং ফ্লক নামক বৃহত্তর কণা তৈরি করে। 
 
একটি রাসায়নিক ফ্লকাকুল্যান্ট (সাধারণত একটি পলিলেক্ট্রোলাইট) বৃহত্তর ঝাঁক তৈরিতে এবং কণা একত্রিত করে ফ্লাকুলেশন প্রক্রিয়া বাড়ায়, যা আরও দ্রুত স্থির হয়। 
 

৩.মাধ্যমিক (Secondary): 
জৈবিক এবং রাসায়নিক প্রক্রিয়াগুলি এই স্তরের সাথে জড়িত। জৈব এবং অজৈব যৌগগুলির ঘনত্ব অপসারণ করতে বা হ্রাস করতে।
 
জৈবিক ইউনিট প্রক্রিয়াঃ 
জৈবিক প্রক্রিয়া অনেকগুলি রূপ নিতে পারে তবে সমস্তই অণুজীবের চারপাশে ভিত্তি করে যা মূলত ব্যকটেরিয়া।

বায়বীয় (Aerobic process) প্রক্রিয়াগুলি বায়ুর (অক্সিজেন) উপস্থিতিতে সংঘটিত হয়। সেই অণুজীবগুলি (এ্যারোবস) ব্যবহার করে, যা জৈব অমেধ্যকে একীভূত করতে আণবিক / মুক্ত অক্সিজেন ব্যবহার করে অর্থাৎ এগুলিকে কার্বন ডাই অক্সাইড, জল এবং জৈববস্তুতে রূপান্তর করে।
 
বায়ু (Anaerobic Processes)(অক্সিজেন) এর অভাবে এনারোবিক প্রক্রিয়াগুলি ঘটে। জৈবিক অমেধ্যকে একীভূত করতে বায়ু (আণবিক / মুক্ত অক্সিজেন) প্রয়োজন হয় না এমন অণুজীবগুলি (অ্যানরোবস) ব্যবহার করে। চূড়ান্ত ফল হল মিথেন এবং বায়োমাস।

ইটিপি সম্পর্কে প্রাথমিক আলোচনা-

ETP এর পূর্ণরূপ হল Effluent Treatment Plant। ইটিপি কি ?

উত্তরঃ 
ইটিপি হচ্ছে একটি প্রসেস যার মাধ্যমে ইন্ডাস্ট্রি এর অপরিশোধিত পানি পরিশোধিত করে । এর মাধ্যমে দুষিত পানি কে বিশুদ্ধ করা হয় ।

কেন করা হয় এই পদ্ধতি ?

আসলে ইন্ডাস্ট্রিতে অনেক পানি প্রয়োজন আবার সে পরিমাণ পানি নির্গমন করতে হয় প্রোডাক্ট প্রস্তুত শেষে । মূলত প্রোডাকশনের জন্য প্রথমে যে পানি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করানো হয় সেটা বিশুদ্ধ পানি কিন্তু যে পানি নির্গমন করা হয় সে পানি বিশুদ্ধ নয় । ওই পানি অবশ্যই দুষিত । অনেক
জীবাণু , ময়লা , বিষ ও বিষাক্ত অপদ্রব্য ও থাকে যা হতে পারে মানুষের মৃত্যুর কারণ ও পরিবেশের ভারসাম্যের জন্য হুমকি সরূপ । তাই ওই পানি কে পরিবেশ বান্ধব করার জন্য বা মানুষের ক্ষতি দূর করার জন্য যে প্রক্রিয়া তা হচ্ছে ইটিপি । এর মাধ্যমে সব অপদ্রব্য দূর করা সম্ভব । এমন কি ওই পানি আবার ইন্ডাস্ট্রিতে ব্যাবহার করা যায় এবং পরিবেশের কোন ক্ষতি হবে না । 

কিন্তু এই পদ্ধতি যদি ব্যাবহার না করা হয় তাহলে মানুষের ক্ষতি তো হবে সাথে সাথে অনেক আবাদি জমি ও নষ্ট হবে যা হারাবে উর্বরতা । এ পানি নদী নালা খাল বিলের পানিকে ও নষ্ট করবে । তাই ইটিপি পদ্ধতি অতীব জরুরি ইন্ডাস্ট্রিতে ।অনেক ইন্ডাস্ট্রিতে ইটিপি আছে আবার অনেক ইন্ডাস্ট্রিতে নেই । ক্লথিং ইন্ডাস্ট্রি , টেক্সটাইল ইন্ডাস্ট্রি ও অন্যান্য ম্যনুফাকচারিং ইন্ডাস্ট্রি এর জন্য ইটিপি ব্যবহার বাধ্যতা মূলক । কিন্তু অনেক অসাধু ইন্ডাস্ট্রির মালিক বেশি লাভের জন্য ETP ব্যাবহার করছেন না যার ফলে সে নিজেরই অজান্তে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ।

টেক্সটাইল ম্যানুফাকচারিং ইউনিটের বিভিন্ন সেকশনে পানি দূষিত হয় যা পরিবেশ ও স্বাস্থের জন্য ক্ষতিকর । পরিবেশ দূষণ রোধে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ETP) ব্যাবহার করা হয় । বিভিন্ন ধাপে ধাপে ইফ্লুএন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পানি পরিষ্কারের কাজ করে থাকে। 

১।প্রাথমিক ভাবে পানিকে ফিল্টার করে নেয়া হয়।

২।ঠাণ্ডা করে মিক্সিং করা হয়।

৩।এসিড বা অ্যালকালির সাথে নিউট্রালাইজিং করা হয়।

৪।পানিতে ক্যামিক্যাল ঘনীভূত করা হয়।

৫।তৈলাক্ত অংশ আলাদা করা হয়।

৬।পুনরায় ফিল্টার করে ড্রেইনে পরিবিহন করা হয়।

তিন ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকতে পারেঃ 

# ফিজিক্যাল ক্যামিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট

# ক্যামিকাল বাইওলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট

# বাইওলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট

পলিস্টার ফেব্রিক ডাইং এর ফলে পানি অম্লীয় এবং রিএক্টিভ ডাইং এর ফলে পানি ক্ষারীয় হয় । যদি পানি অধিক অম্লীয় হয় তাহলে তা পাইপ লাইনে কোরশায়নের সৃষ্টি করে জলজ প্রাণীকে ধ্বংস করে আবার পানি অধিক ক্ষারীও হলে জলজ প্রানিকে ধ্বংস করে এবং ফসলের ক্ষতি করে ৷ তাই পরিবেশকে দূষণের হাত থেকে টেক্সটাইল ফ্যাক্টরিতে ইটিপি থাকা অপরিহার্য ৷

Etp কেন ব্যাবহার করা হয় ? 

ইটিপি প্লান্ট কোথায় ব্যাবহার করা হয় (Where ETP plant is Used) ?
ইটিপি প্লান্ট এর সুবিধা 
ইটিপি প্লান্ট অসুবিধা 
ইটিপি প্রকারভেদ, classification of the water treatment plant 

ইটিপি মাধ্যমে পানি পরিশোধন প্রক্রিয়া 
ইটিপি পানি পরিশোধন করতে কি কি কেমিক্যাল ব্যবহার করতে হয়।

ইটিপি পানি পরিশোধন এর ধাপসমূহ নিচে দেয়া হল
ই টি পি - ইফুলিয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট 
ইটিপি প্লান্ট নিয়ে কিছু প্রশ্ন এবং উওর 

✅ ইটিপি কি ETP= Effluent Treatment plant 

ইটিপি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে তরল বর্জ্য পদার্থ পরিশোধন করার হয় এবং ব্যবহার উপযোগী করে তোলে এবং অব্যবহৃত পানিগুলো পরিবেশে ছাড়া হয়। আর , তাই ময়লা পানি যেন পরিবেশের কোনো ক্ষতি না করতে পারে সেজন্যই ইটিপি প্লান্ট বসানো হয়.

ETP Full Meaning = Effluent Treatment Plant
Effluent Treatment plant (ETP)

✅  ETP কেন ব্যাবহার করা হয়ঃ 
 
আমাদের দৈনন্দিন জীবনে শিল্প বিপ্লব এবং প্রসার ঘটে তাই দিন দিন শিল্প-কারখানার পণ্য উৎপাদন করতে গিয়ে পানির ব্যবহার বৃদ্ধি পেয়ে থাকে আর তাই শিল্প-কারখানার ময়লা,বিষ, ট্যানারি শিল্পের এবং রাসায়নিক মিশ্রিত পানি পরিবেশে যাতে কোনো ক্ষতি না করতে পারে তার জন্য ইটিপি প্লান্ট ব্যবহার করা হয় তাই দিন দিন ETP ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

ইটিপি প্লান্ট কোথায় ব্যাবহার করা হয় , Where ETP plant is Used.

ইটিপি প্লান্ট শিল্প-কারখানাতে ব্যবহার করে থাকে যেমনঃ

১. গার্মেন্টস। 

২. ফার্মাসিটিক্যাল কোম্পানি।

৩. কেমিক্যাল ইন্ডাস্ট্রি। 

৪. ট্যানারি শিল্প।

৫. রাসায়নিক সার কারখানা ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে।


ইটিপি প্লান্ট এর সুবিধাঃ 
 
* ইটিপি প্লান্ট থাকলে, আপনার ফ্যাক্টরির বর্জ্য পদার্থ এবং ময়লা পনি পরিবেশের কোন ক্ষতি করে না।

* ETP plant থাকলে পরিবেশ অধিদপ্তরের ভোগান্তি থেকে রেহাই পাওয়া। 

* ETP plant থাকলে আপনি পানির অপচয় রোধ করতে পারবেন, এবং এটিপি থেকে পরিশোধিত পানি পুনরায় ব্যবহার করতে পারবেন।

* এটি সাধারণত পরিবেশবান্ধব পানির ব্যবহার গড়ে তোলা.

ইটিপি প্লান্ট অসুবিধাঃ 
 
* ইটিপি প্লান্ট তৈরি করতে অনেক টাকা খরচ লাগে। 

* ইটিপি প্লান্ট এটি পরিচালনা করতে আলাদা জনবল প্রয়োজন।

* ইটিপি প্লান্ট মেইনটেনেন্স খরচ প্রয়োজন.
ইটিপি প্রকারভেদ, classification of the water treatment plant 

* কেমিক্যাল ট্রিটমেন্ট 

* বায়োলজিক্যাল ট্রিটমেন্ট

* কম্বিনেশন অফ কেমিক্যাল

* থার্মাল এন্ড বায়োলজিক্যাল ট্রিটমেন্ট

ETP plant |  ইটিপি মাধ্যমে পানি পরিশোধন প্রক্রিয়াঃ
 
১. প্রাইমারি টিটমেন্ট প্লান্টঃ ইটিপি প্লান্টের দূষণকারী বড় বড় কোন পদার্থ থাকলে তা আলাদা করে থাকে যেমনঃ কাগজ, প্লাস্টিক, কাঠের টুকরো, পিন, ইত্যাদি 

* স্কেনিংঃ ক্যানিং এর মাধ্যমে বড় বড় এবং ভাসমান যে কোন পদার্থ সরিয়ে দেওয়া রিমুভ করে দেওয়া।

* সেদিমেন্টেশনঃ এর মাধ্যমে পানির  তলানিতে পড়ার সময় গ্রাবিটি, প্রক্রিয়ার মাধ্যমে  সাসপেনশন সলিড রিমুভ করা হয়।

* গ্রীড চেম্বারঃ গ্রিড চেম্বার এর মাধ্যমে অজৈব এবং কঠিন পদার্থ গুলো সরিয়ে ফেলা হয় গ্রিড চেম্বার এর  মাধ্যমে।

* ক্ল্যারিফায়ারঃ এ টাংকির মাধ্যমে জমা হওয়া কঠিন পদার্থ গুলো রিমুভ করা হয়ে থাকে।

ইটিপি পানি পরিশোধন করতে কি কি কেমিক্যাল ব্যবহার করতে হয়ঃ 

* চুন
* ফিটকিরী 
* ফটোইকেট্রলাইট
* আরো অনেক ধরনের কেমিক্যাল আছে,
* কার্বন ফিল্টার
* পাথর 
* লাল গুড়া পাথর
ইত্যাদি 

ইটিপি পানি পরিশোধন এর ধাপসমূহ নিচে দেয়া হল
ইটিপি প্লান্টের পানি পরিশোধন করতে হলে এই ধাপগুলো অতিক্রম করতে হবেঃ 

১. ইকুলাইজেশন ট্যাংক - 

২. ক্লারিফ্লায়াএ ট্যাংক - 

৩. এয়ারেশন ট্যাংক-

৪. সেটেলিং ট্যাংক - 

৫. ক্লিয়ার ওয়াটার ট্যাংক-

৬. ভ্যাসেল-

৭. পোষ্ট টিটমেন্ট ট্যাংক। 

 * ইটিপি প্লান্ট এয়ারেশন ট্যাংক এর মধ্যে  হাওয়ার মেশিনের মাধ্যমে বাতাস দিতে হয়,এয়ার ডিপিউজার এর সাহায্য। 

এই ধাপগুলো অতিক্রম করার পর পানি পরিবেশে ব্যবহার উপযোগী হয়ে থাকে। 

ই টি পি - ইফুলিয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ETP plant পানি পরিশোধ এর পরে পরির মান ঠিক আছে কিনা তা টেষ্ট করতে হয়। তা হলোঃ

পানির ph -6-9
পানির tds - 2.1mg/per Ltr.

1.BOD-Biochemical Oxygen demand)
2. COD-Chemical Oxygen Demand) 
3. TOC-Tota Organic Carbon)
4. O&G -oil and grease)

ইটিপি প্লান্ট নিয়ে কিছু প্রশ্ন এবং উওরঃ

Question:  ইটিপি প্লান্ট বসাতে  খরচ কেমন হয়?

Answer : ই.টি.পি. প্লান্ট বসাতে খরচ নির্ভর করে আপনার কত বড় প্লেন তৈরি করবেন কত হাজার লিটার ট্যাংক তৈরি করবেন তার ওপর-যেমনঃ ৫ হাজার লিটার প্লান্টের খরচ পড়তে পারে -৪ লক্ষ টাকার মত, একেক কোম্পানি একেক দাম, রাখতে পারে।

question: ই টি পি এর ফুল মিনিং কি? 
Answer: Effluent treatment plant 

Question: ETP ফুল ফর্ম কি? 
Answer : Effluent treatment plant (e.t.p.)

Question : Etp plant আছে কিন্তু ব্যবহার কেন করে না অনেক?
answer : অনেক শিল্প প্রতিষ্ঠানের ইটিপি প্লান্ট আছে কিন্তু ব্যবহার করে না কারণ তাদের খরচ কমানোর জন্য.

Question : Wtp Full Meaning? 
Answer : water treatment plant

ETP Plant | ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট)

ETP Plant | ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) এর বিস্তারিত আলোচনা

ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট): এমন একটি প্রক্রিয়া বা নকশা যার মাধ্যমে শিল্প উৎপাদনের জন্য ব্যবর্হৃত পানি সমূহের বর্জ্য হতে পারে তা কঠিন বর্জ্য বা রাসায়নিক বর্জ্য অপসারণ করে তা পুনর্ব্যবহারের জন্য বা পরিবেশে জন্য নিরাপদ করার প্রক্রিয়াকে ।

In fluent: অপরিশোধিত বর্জ্য সংযুক্ত পানি।

Effluent: পরিশোধিত পানি।

Sludge: কঠিন বস্তু বর্জ্য পৃর্থককরণ ইটিপি দ্বারা।

ইটিপির প্রয়োজনীয়তাঃ

শিল্প কলকারখানা হতে নিঃস্বরিত বর্জ্য পরিষ্কার এবং পুনর্ব্যবহারযোগ্য করে তোলা। সরকারী পবিবেশ অধিদপ্তর বা আর্ন্তজাতিক মানদন্ড অনুসারে বর্জ্য নিঃস্বরণ। পানি ব্যবহারের উপর ব্যয় কমানো। পরিবেশ দূষণরোধে কাজ করা এবং স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া।

ETP এর ডিজাইন  কিরূপ হওয়া প্রয়োজনঃ
 
ইটিপির নকশা তৈরী করার প্রথমে দরকার কি পরিমাণ তরল জাতীয় শিল্প বর্জ্য নিঃস্বরণ হবে এবং সেই সাথে নিঃস্বরিত পর্দাথের মান কেমন হবে তাও বিবেচনায় আনতে হবে। আরো উল্লেখ্য করা দরকার হলো যে জমির স্বল্পতা আছে কি না, রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া কিরূপ হবে, ফ্লোট রেট কেমন হবে, কি কি ধরণের বায়োলজিক্যাল পদ্ধতি ব্যবহার হবে, অবকাঠামোগত দিক কি হবে এবং পরিচালন পদ্ধতি কি হবে ইত্যাদি বিষয় সামনে রাখতে হবে ইটিপি নকশা তৈরির ক্ষেত্রে।
 

ট্রিটমেন্ট লেভেল ৪ প্রকার

১.প্রারম্ভিক (Preliminary)

২.প্রাথমিক (Primary)

৩.মাধ্যমিক (Secondary)

৪. উন্নত (Tertiary or advanced)


ট্রিটমেন্ট মেকানিজম ৩ প্রকার

১.শারীরিক (Physical)

২.রাসায়নিক (Chemical)

৩.জৌবিক (Biological)

১. প্রারম্ভিক (Preliminary): উদ্দেশ্য: 

কাপড়, প্লাস্টিক, কাঠের লগ, কাগজ ইত্যাদির মতো বড় আকারের অমেধ্যগুলির শারীরিক পৃথকীকরণ। প্রাথমিক স্তরের সাধারণ শারীরিক ইউনিট ক্রিয়াকলাপ গুলি হ'ল।
 
স্ক্রিনিং (Screening): 
বড় আকারের সলিউড যেমন প্লাস্টিক, কাপড় ইত্যাদি অপসারণ করতে ইউনিফর্ম সাইজের একটি স্ক্রিন ব্যবহার করা হয় এবং ইহা সাধারণত সর্বোচ্চ ১০ মি.মি. হয়। 

স্পষ্টতা (Clarification): 
তরল থেকে কঠিন পদার্থ বিচ্ছেদ জন্য ব্যবহৃত হয়।
 

২. প্রাথমিক (Primary): উদ্দেশ্য: 

স্থগিত পদার্থ এবং জৈব পদার্থের মতো ভাসমান এবং নিষ্পত্তিযোগ্য উপকরণ অপসারণ। শারীরিক(Physical) এবং রাসায়নিক(Chemical) উভয় পদ্ধতিই এই স্তরে ব্যবহৃত হয়। রাসায়নিক ইউনিট প্রক্রিয়াগুলি সর্বদা শারীরিক ক্রিয়াকলাপের সাথে ব্যবহৃত হয় এবং জৈবিক (Biological) প্রক্রিয়াগুলির সাথেও এটি ব্যবহার করা যেতে পারে। রাসায়নিক প্রক্রিয়াগুলি এর গুণগতমানের পরিবর্তন আনতে বর্জ্য পানিতে রাসায়নিক সংযোজন ব্যবহার করে। উদাহরণ: পিএইচ নিয়ন্ত্রণ, জমাট ইত্যাদি।
 
রাসায়নিক জমাট এবং ফ্লককুলেশন: জমাট বলতে বোঝায় তরলকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শক্ত কণাকে বৃহত্তর আকারে সংগ্রহ করা। রাসায়নিক জমাট যেমন আয়রন সালফেট Fe2(so4)3 অথবা Al2(so4)3 সূক্ষ কণাগুলির মধ্যে আকর্ষণ বাড়ানোর জন্য বর্জ্য জলে ব্যবহার করা হয় যাতে তারা একত্রিত হয় এবং ফ্লক নামক বৃহত্তর কণা তৈরি করে। 
 
একটি রাসায়নিক ফ্লকাকুল্যান্ট (সাধারণত একটি পলিলেক্ট্রোলাইট) বৃহত্তর ঝাঁক তৈরিতে এবং কণা একত্রিত করে ফ্লাকুলেশন প্রক্রিয়া বাড়ায়, যা আরও দ্রুত স্থির হয়। 
 

৩.মাধ্যমিক (Secondary): 
জৈবিক এবং রাসায়নিক প্রক্রিয়াগুলি এই স্তরের সাথে জড়িত। জৈব এবং অজৈব যৌগগুলির ঘনত্ব অপসারণ করতে বা হ্রাস করতে।
 
জৈবিক ইউনিট প্রক্রিয়াঃ 
জৈবিক প্রক্রিয়া অনেকগুলি রূপ নিতে পারে তবে সমস্তই অণুজীবের চারপাশে ভিত্তি করে যা মূলত ব্যকটেরিয়া।

বায়বীয় (Aerobic process) প্রক্রিয়াগুলি বায়ুর (অক্সিজেন) উপস্থিতিতে সংঘটিত হয়। সেই অণুজীবগুলি (এ্যারোবস) ব্যবহার করে, যা জৈব অমেধ্যকে একীভূত করতে আণবিক / মুক্ত অক্সিজেন ব্যবহার করে অর্থাৎ এগুলিকে কার্বন ডাই অক্সাইড, জল এবং জৈববস্তুতে রূপান্তর করে।
 
বায়ু (Anaerobic Processes)(অক্সিজেন) এর অভাবে এনারোবিক প্রক্রিয়াগুলি ঘটে। জৈবিক অমেধ্যকে একীভূত করতে বায়ু (আণবিক / মুক্ত অক্সিজেন) প্রয়োজন হয় না এমন অণুজীবগুলি (অ্যানরোবস) ব্যবহার করে। চূড়ান্ত ফল হল মিথেন এবং বায়োমাস।

ইটিপি সম্পর্কে প্রাথমিক আলোচনা-

ETP এর পূর্ণরূপ হল Effluent Treatment Plant। ইটিপি কি ?

উত্তরঃ 
ইটিপি হচ্ছে একটি প্রসেস যার মাধ্যমে ইন্ডাস্ট্রি এর অপরিশোধিত পানি পরিশোধিত করে । এর মাধ্যমে দুষিত পানি কে বিশুদ্ধ করা হয় ।

কেন করা হয় এই পদ্ধতি ?

আসলে ইন্ডাস্ট্রিতে অনেক পানি প্রয়োজন আবার সে পরিমাণ পানি নির্গমন করতে হয় প্রোডাক্ট প্রস্তুত শেষে । মূলত প্রোডাকশনের জন্য প্রথমে যে পানি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করানো হয় সেটা বিশুদ্ধ পানি কিন্তু যে পানি নির্গমন করা হয় সে পানি বিশুদ্ধ নয় । ওই পানি অবশ্যই দুষিত । অনেক
জীবাণু , ময়লা , বিষ ও বিষাক্ত অপদ্রব্য ও থাকে যা হতে পারে মানুষের মৃত্যুর কারণ ও পরিবেশের ভারসাম্যের জন্য হুমকি সরূপ । তাই ওই পানি কে পরিবেশ বান্ধব করার জন্য বা মানুষের ক্ষতি দূর করার জন্য যে প্রক্রিয়া তা হচ্ছে ইটিপি । এর মাধ্যমে সব অপদ্রব্য দূর করা সম্ভব । এমন কি ওই পানি আবার ইন্ডাস্ট্রিতে ব্যাবহার করা যায় এবং পরিবেশের কোন ক্ষতি হবে না । 

কিন্তু এই পদ্ধতি যদি ব্যাবহার না করা হয় তাহলে মানুষের ক্ষতি তো হবে সাথে সাথে অনেক আবাদি জমি ও নষ্ট হবে যা হারাবে উর্বরতা । এ পানি নদী নালা খাল বিলের পানিকে ও নষ্ট করবে । তাই ইটিপি পদ্ধতি অতীব জরুরি ইন্ডাস্ট্রিতে ।অনেক ইন্ডাস্ট্রিতে ইটিপি আছে আবার অনেক ইন্ডাস্ট্রিতে নেই । ক্লথিং ইন্ডাস্ট্রি , টেক্সটাইল ইন্ডাস্ট্রি ও অন্যান্য ম্যনুফাকচারিং ইন্ডাস্ট্রি এর জন্য ইটিপি ব্যবহার বাধ্যতা মূলক । কিন্তু অনেক অসাধু ইন্ডাস্ট্রির মালিক বেশি লাভের জন্য ETP ব্যাবহার করছেন না যার ফলে সে নিজেরই অজান্তে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ।

টেক্সটাইল ম্যানুফাকচারিং ইউনিটের বিভিন্ন সেকশনে পানি দূষিত হয় যা পরিবেশ ও স্বাস্থের জন্য ক্ষতিকর । পরিবেশ দূষণ রোধে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ETP) ব্যাবহার করা হয় । বিভিন্ন ধাপে ধাপে ইফ্লুএন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পানি পরিষ্কারের কাজ করে থাকে। 

১।প্রাথমিক ভাবে পানিকে ফিল্টার করে নেয়া হয়।

২।ঠাণ্ডা করে মিক্সিং করা হয়।

৩।এসিড বা অ্যালকালির সাথে নিউট্রালাইজিং করা হয়।

৪।পানিতে ক্যামিক্যাল ঘনীভূত করা হয়।

৫।তৈলাক্ত অংশ আলাদা করা হয়।

৬।পুনরায় ফিল্টার করে ড্রেইনে পরিবিহন করা হয়।

তিন ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকতে পারেঃ 

# ফিজিক্যাল ক্যামিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট

# ক্যামিকাল বাইওলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট

# বাইওলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট

পলিস্টার ফেব্রিক ডাইং এর ফলে পানি অম্লীয় এবং রিএক্টিভ ডাইং এর ফলে পানি ক্ষারীয় হয় । যদি পানি অধিক অম্লীয় হয় তাহলে তা পাইপ লাইনে কোরশায়নের সৃষ্টি করে জলজ প্রাণীকে ধ্বংস করে আবার পানি অধিক ক্ষারীও হলে জলজ প্রানিকে ধ্বংস করে এবং ফসলের ক্ষতি করে ৷ তাই পরিবেশকে দূষণের হাত থেকে টেক্সটাইল ফ্যাক্টরিতে ইটিপি থাকা অপরিহার্য ৷

Etp কেন ব্যাবহার করা হয় ? 

ইটিপি প্লান্ট কোথায় ব্যাবহার করা হয় (Where ETP plant is Used) ?
ইটিপি প্লান্ট এর সুবিধা 
ইটিপি প্লান্ট অসুবিধা 
ইটিপি প্রকারভেদ, classification of the water treatment plant 

ইটিপি মাধ্যমে পানি পরিশোধন প্রক্রিয়া 
ইটিপি পানি পরিশোধন করতে কি কি কেমিক্যাল ব্যবহার করতে হয়।

ইটিপি পানি পরিশোধন এর ধাপসমূহ নিচে দেয়া হল
ই টি পি - ইফুলিয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট 
ইটিপি প্লান্ট নিয়ে কিছু প্রশ্ন এবং উওর 

✅ ইটিপি কি ETP= Effluent Treatment plant 

ইটিপি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে তরল বর্জ্য পদার্থ পরিশোধন করার হয় এবং ব্যবহার উপযোগী করে তোলে এবং অব্যবহৃত পানিগুলো পরিবেশে ছাড়া হয়। আর , তাই ময়লা পানি যেন পরিবেশের কোনো ক্ষতি না করতে পারে সেজন্যই ইটিপি প্লান্ট বসানো হয়.

ETP Full Meaning = Effluent Treatment Plant
Effluent Treatment plant (ETP)

✅  ETP কেন ব্যাবহার করা হয়ঃ 
 
আমাদের দৈনন্দিন জীবনে শিল্প বিপ্লব এবং প্রসার ঘটে তাই দিন দিন শিল্প-কারখানার পণ্য উৎপাদন করতে গিয়ে পানির ব্যবহার বৃদ্ধি পেয়ে থাকে আর তাই শিল্প-কারখানার ময়লা,বিষ, ট্যানারি শিল্পের এবং রাসায়নিক মিশ্রিত পানি পরিবেশে যাতে কোনো ক্ষতি না করতে পারে তার জন্য ইটিপি প্লান্ট ব্যবহার করা হয় তাই দিন দিন ETP ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

ইটিপি প্লান্ট কোথায় ব্যাবহার করা হয় , Where ETP plant is Used.

ইটিপি প্লান্ট শিল্প-কারখানাতে ব্যবহার করে থাকে যেমনঃ

১. গার্মেন্টস। 

২. ফার্মাসিটিক্যাল কোম্পানি।

৩. কেমিক্যাল ইন্ডাস্ট্রি। 

৪. ট্যানারি শিল্প।

৫. রাসায়নিক সার কারখানা ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে।


ইটিপি প্লান্ট এর সুবিধাঃ 
 
* ইটিপি প্লান্ট থাকলে, আপনার ফ্যাক্টরির বর্জ্য পদার্থ এবং ময়লা পনি পরিবেশের কোন ক্ষতি করে না।

* ETP plant থাকলে পরিবেশ অধিদপ্তরের ভোগান্তি থেকে রেহাই পাওয়া। 

* ETP plant থাকলে আপনি পানির অপচয় রোধ করতে পারবেন, এবং এটিপি থেকে পরিশোধিত পানি পুনরায় ব্যবহার করতে পারবেন।

* এটি সাধারণত পরিবেশবান্ধব পানির ব্যবহার গড়ে তোলা.

ইটিপি প্লান্ট অসুবিধাঃ 
 
* ইটিপি প্লান্ট তৈরি করতে অনেক টাকা খরচ লাগে। 

* ইটিপি প্লান্ট এটি পরিচালনা করতে আলাদা জনবল প্রয়োজন।

* ইটিপি প্লান্ট মেইনটেনেন্স খরচ প্রয়োজন.
ইটিপি প্রকারভেদ, classification of the water treatment plant 

* কেমিক্যাল ট্রিটমেন্ট 

* বায়োলজিক্যাল ট্রিটমেন্ট

* কম্বিনেশন অফ কেমিক্যাল

* থার্মাল এন্ড বায়োলজিক্যাল ট্রিটমেন্ট

ETP plant |  ইটিপি মাধ্যমে পানি পরিশোধন প্রক্রিয়াঃ
 
১. প্রাইমারি টিটমেন্ট প্লান্টঃ ইটিপি প্লান্টের দূষণকারী বড় বড় কোন পদার্থ থাকলে তা আলাদা করে থাকে যেমনঃ কাগজ, প্লাস্টিক, কাঠের টুকরো, পিন, ইত্যাদি 

* স্কেনিংঃ ক্যানিং এর মাধ্যমে বড় বড় এবং ভাসমান যে কোন পদার্থ সরিয়ে দেওয়া রিমুভ করে দেওয়া।

* সেদিমেন্টেশনঃ এর মাধ্যমে পানির  তলানিতে পড়ার সময় গ্রাবিটি, প্রক্রিয়ার মাধ্যমে  সাসপেনশন সলিড রিমুভ করা হয়।

* গ্রীড চেম্বারঃ গ্রিড চেম্বার এর মাধ্যমে অজৈব এবং কঠিন পদার্থ গুলো সরিয়ে ফেলা হয় গ্রিড চেম্বার এর  মাধ্যমে।

* ক্ল্যারিফায়ারঃ এ টাংকির মাধ্যমে জমা হওয়া কঠিন পদার্থ গুলো রিমুভ করা হয়ে থাকে।

ইটিপি পানি পরিশোধন করতে কি কি কেমিক্যাল ব্যবহার করতে হয়ঃ 

* চুন
* ফিটকিরী 
* ফটোইকেট্রলাইট
* আরো অনেক ধরনের কেমিক্যাল আছে,
* কার্বন ফিল্টার
* পাথর 
* লাল গুড়া পাথর
ইত্যাদি 

ইটিপি পানি পরিশোধন এর ধাপসমূহ নিচে দেয়া হল
ইটিপি প্লান্টের পানি পরিশোধন করতে হলে এই ধাপগুলো অতিক্রম করতে হবেঃ 

১. ইকুলাইজেশন ট্যাংক - 

২. ক্লারিফ্লায়াএ ট্যাংক - 

৩. এয়ারেশন ট্যাংক-

৪. সেটেলিং ট্যাংক - 

৫. ক্লিয়ার ওয়াটার ট্যাংক-

৬. ভ্যাসেল-

৭. পোষ্ট টিটমেন্ট ট্যাংক। 

 * ইটিপি প্লান্ট এয়ারেশন ট্যাংক এর মধ্যে  হাওয়ার মেশিনের মাধ্যমে বাতাস দিতে হয়,এয়ার ডিপিউজার এর সাহায্য। 

এই ধাপগুলো অতিক্রম করার পর পানি পরিবেশে ব্যবহার উপযোগী হয়ে থাকে। 

ই টি পি - ইফুলিয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ETP plant পানি পরিশোধ এর পরে পরির মান ঠিক আছে কিনা তা টেষ্ট করতে হয়। তা হলোঃ

পানির ph -6-9
পানির tds - 2.1mg/per Ltr.

1.BOD-Biochemical Oxygen demand)
2. COD-Chemical Oxygen Demand) 
3. TOC-Tota Organic Carbon)
4. O&G -oil and grease)

ইটিপি প্লান্ট নিয়ে কিছু প্রশ্ন এবং উওরঃ

Question:  ইটিপি প্লান্ট বসাতে  খরচ কেমন হয়?

Answer : ই.টি.পি. প্লান্ট বসাতে খরচ নির্ভর করে আপনার কত বড় প্লেন তৈরি করবেন কত হাজার লিটার ট্যাংক তৈরি করবেন তার ওপর-যেমনঃ ৫ হাজার লিটার প্লান্টের খরচ পড়তে পারে -৪ লক্ষ টাকার মত, একেক কোম্পানি একেক দাম, রাখতে পারে।

question: ই টি পি এর ফুল মিনিং কি? 
Answer: Effluent treatment plant 

Question: ETP ফুল ফর্ম কি? 
Answer : Effluent treatment plant (e.t.p.)

Question : Etp plant আছে কিন্তু ব্যবহার কেন করে না অনেক?
answer : অনেক শিল্প প্রতিষ্ঠানের ইটিপি প্লান্ট আছে কিন্তু ব্যবহার করে না কারণ তাদের খরচ কমানোর জন্য.

Question : Wtp Full Meaning? 
Answer : water treatment plant

কোন মন্তব্য নেই: