Thread Tex | থ্রেড টেক্স মেজারমেন্ট সিস্টেম - Textile Lab | Textile Learning Blog
Thread Tex:
সুতার টেক্স এটা একটা পরিচিত বিষয়। 
আমরা Tex 30,40,50 ইত্যাদি সুতা ব্যবহার করি।
তো, Tex মানে হলো একটা একক। যা দ্বারা ঐ সুতার থিকনেস নির্দেশ করে। ব্যাপার টা বুঝার জন্য Tex এর মিনিং বুঝলে সহজ হবে।

Tex এটি একটি মেট্রিক একক।
মেট্রিক মানে ১০০০ বুঝায়। 

যেমন আমরা SSC পাশ কে এক সময় মেট্রিক পাশ বলতাম তার কারণ হলো একটা স্টুডেন্ট যখন ১০০০ মার্ক এর পরীক্ষায় পাশ করে তখন তাকে মেট্রিক পাশ বলা হয়।

যাইহোক, 
তো, Tex 40 বলতে বুঝায় ১০০০ মিটার লম্বা সুতার ওজন যখন ৪০ গ্রাম হবে তখন তাকে Tex 40 বলে।

একইভাবে Tex 80 বলতে বুঝায় ১০০০ মিটার লম্বা সুতার ওজন যখন ৮০ গ্রাম হবে তখন তাকে Tex 80 বলে।

একইভাবে Tex 120 বলতে বুঝায় ১০০০ মিটার লম্বা সুতার ওজন যখন ১২০ গ্রাম হবে তখন তাকে Tex 120 বলে।

তাই সুতার টেক্স যত বেশি হয় সুতা তত মোটা হয়।

Tex একক ছাড়াও সুতাকে আরও বিভিন্ন এককে মাপা হয়। 
যেমন, 
১) English Count System (শর্ট ফর্ম এ Ne দিয়ে বুঝানো হয়) মানে Number of Hank of 840 yards. Hank মানে বান্ডিল।
কটন হেংক = ৮৪০ গজ, 
লিলেন হেংক = ৩০০ গজ

২) Metric Count (শর্ট ফর্ম এ Nm দিয়ে বুঝানো হয়) Number of Hank of 1000 mrter.

৩) Denier (Weight in grams of 9000 meter) অর্থাৎ Denier system (1 tex = 9 Denier)

৪) Tex (Weight in grams of 1000 meter)

৫) Decitex (Weight in grams of 10,000 meter)

➤ Ticket Number system। 
টিকেট নাম্বার মুলত কমার্শিয়াল নাম্বারিং সিস্টেম। 
টিকেট নাম্বার বলতে উপরের "টেক্স" ছাড়া বাকি গুলোই বুঝায়।

তবে টিকেট নাম্বার এর সাথে টেক্স নাম্বার এর বিপরীত সম্পর্ক রয়েছে। 

তা হলো, 
টিকিট নাম্বার যত কম সুতা তত মোটা হয়
আর
টেক্স নাম্বার যত বেশি সুতা তত মোটা হয়

Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Senior Executive QA Auditor
LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.

Thread Tex | থ্রেড টেক্স মেজারমেন্ট সিস্টেম

Thread Tex:
সুতার টেক্স এটা একটা পরিচিত বিষয়। 
আমরা Tex 30,40,50 ইত্যাদি সুতা ব্যবহার করি।
তো, Tex মানে হলো একটা একক। যা দ্বারা ঐ সুতার থিকনেস নির্দেশ করে। ব্যাপার টা বুঝার জন্য Tex এর মিনিং বুঝলে সহজ হবে।

Tex এটি একটি মেট্রিক একক।
মেট্রিক মানে ১০০০ বুঝায়। 

যেমন আমরা SSC পাশ কে এক সময় মেট্রিক পাশ বলতাম তার কারণ হলো একটা স্টুডেন্ট যখন ১০০০ মার্ক এর পরীক্ষায় পাশ করে তখন তাকে মেট্রিক পাশ বলা হয়।

যাইহোক, 
তো, Tex 40 বলতে বুঝায় ১০০০ মিটার লম্বা সুতার ওজন যখন ৪০ গ্রাম হবে তখন তাকে Tex 40 বলে।

একইভাবে Tex 80 বলতে বুঝায় ১০০০ মিটার লম্বা সুতার ওজন যখন ৮০ গ্রাম হবে তখন তাকে Tex 80 বলে।

একইভাবে Tex 120 বলতে বুঝায় ১০০০ মিটার লম্বা সুতার ওজন যখন ১২০ গ্রাম হবে তখন তাকে Tex 120 বলে।

তাই সুতার টেক্স যত বেশি হয় সুতা তত মোটা হয়।

Tex একক ছাড়াও সুতাকে আরও বিভিন্ন এককে মাপা হয়। 
যেমন, 
১) English Count System (শর্ট ফর্ম এ Ne দিয়ে বুঝানো হয়) মানে Number of Hank of 840 yards. Hank মানে বান্ডিল।
কটন হেংক = ৮৪০ গজ, 
লিলেন হেংক = ৩০০ গজ

২) Metric Count (শর্ট ফর্ম এ Nm দিয়ে বুঝানো হয়) Number of Hank of 1000 mrter.

৩) Denier (Weight in grams of 9000 meter) অর্থাৎ Denier system (1 tex = 9 Denier)

৪) Tex (Weight in grams of 1000 meter)

৫) Decitex (Weight in grams of 10,000 meter)

➤ Ticket Number system। 
টিকেট নাম্বার মুলত কমার্শিয়াল নাম্বারিং সিস্টেম। 
টিকেট নাম্বার বলতে উপরের "টেক্স" ছাড়া বাকি গুলোই বুঝায়।

তবে টিকেট নাম্বার এর সাথে টেক্স নাম্বার এর বিপরীত সম্পর্ক রয়েছে। 

তা হলো, 
টিকিট নাম্বার যত কম সুতা তত মোটা হয়
আর
টেক্স নাম্বার যত বেশি সুতা তত মোটা হয়

Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Senior Executive QA Auditor
LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.

কোন মন্তব্য নেই: