Marker মার্কার
আজ আমরা Marker/ মার্কার কাকে বলে, Marker/মার্কার কত প্রকার ও কি কি, Marker/ মার্কারের Efficiency / দক্ষতা, Marker/মার্কার inspection SOP এবং Marker/মার্কার এর বিভিন্ন বিষয় গুলো নিয়ে আলোচনা করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।
Marker মার্কার কাকে বলে :
Marker মার্কার হল একখন্ড কাগজ, যার উপর একটি Garment পোশাকের প্রয়োজনীয় বিভিন্ন সাইজের সকল Patterns প্যাটার্নসমূহ এমনভাবে অঙ্কন করা হয় যাতে সম্ভাব্য পরিমাণ Fabrics কাপড় অপচয় করে নির্ধারিত সংখ্যক Garment/পোশাক তৈরি করা হয়।
✅ পোশাক উৎপাদন শিল্পে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে মার্কার মেকিং। একটি পোশাকের প্যাটার্ন তৈরি করার পর যে সাইজের মার্কার তৈরি করা হয়। মার্কার তৈরি করতে প্রথমে মার্কারের প্রস্থ নির্ণয় করে নিতে হয়।
✅ সঠিকভাবে মার্কার মেকিং ফেব্রিককে অপচয়ের হাত থেকে বাঁচায় যা সর্বশেষ পোশাক তৈরির ব্যয় হ্রাস করে। তাছাড়া পোশাক তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের মার্কার মেকিং পদ্ধতি ব্যবহার করা হয়।
Marker/ মার্কার পদ্ধতি :
Marker/মার্কার পদ্ধতি দুই প্রকার।
1️⃣ Manual marker(ম্যানুয়াল মার্কার) হস্তকৃত আর্ট করা।
2️⃣ Computerized marker (কম্পিউটাররাইজড মার্কার)কম্পিউটার এর সাহায্য চিহ্নিত করা।
Manual /ম্যানুয়াল Marker পদ্ধতি :
মানুষের হাতের সাহায্যে নিজের বুদ্ধি খাটিয়ে যে মার্কা তৈরি করা হয় তাকে কায়িক মার্কার বা ম্যানুয়ালি মার্কার তৈরির পদ্ধতি বলে। এ পদ্ধতিতে শারীরিক ও মানসিক পরিশ্রমের দ্বারা মার্কার তৈরি করা হয়।
Manual /ম্যানুয়ালি মার্কার মেকিং পদ্ধতি দুই প্রকারঃ
1️⃣ ফুল সাইজ প্যাটার্নে মার্কার প্লানিং করে।
2️⃣ মিনিমাইজড প্যাটার্নে মার্কার প্লানিং করে।
CAD / Computerized /কম্পিউটারাইজড marker পদ্ধতিটি দুই প্রকারঃ
1️⃣ Automatic/স্বয়ংক্রিয় মার্কার পদ্ধতি।
2️⃣ Interactive/ইন্টারেক্টিভ মার্কার পদ্ধতি।
👉 পোশাক উৎপাদন শিল্পের মধ্যে সব থেকে ভাল মার্কার মেকিং পদ্ধতিটি হল Automatic/স্বয়ংক্রিয় মার্কার পদ্ধতি। এই পদ্ধতিতে কম্পিউটারের দেওয়া কমান্ড অনুসারে মার্কার তৈরি হয়। একটি মার্কার তৈরি করার জন্য খুবই কম সময় লাগে এই পদ্ধতিতে।
👉 Interactive /ইন্টারেক্টিভ মার্কার পদ্ধতিটি একটি সাধারন পদ্ধতি যেখানে অপারেটর একটি কম্পিউটার ধারা খুবই সহজে মার্কার করতে পারে। ইন্টারেক্টিভ মার্কার পদ্ধতিটিতে সমস্ত প্যাটার্নের টুকরো কম্পিউটারের স্ক্রিনে প্রদর্শিত হয়। আর ইন্টারেক্টিভ মার্কার প্যাটার্ন গুলোকে খুব সহজে এডিট করা সম্ভব। এই পদ্ধতিতে মার্কার তৈরি করতে খুবই কম সময় লাগে।
আমার জানা মতে কয়েক প্রকার মার্কার এর নাম নিচে দেওয়া হইলঃ
1️⃣ Group marker/গ্রুপ মার্কার।
2️⃣ All garments one way marker/অল গার্মেন্টস ওয়ান ওয়ে মার্কার।
3️⃣ One garment one way marker/ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে মার্কার।
4️⃣ Head to Head marker/হেড টু হেড মার্কার।
5️⃣ Joint marker/ জয়েন্ট মার্কার।
6️⃣ Side to Side marker/সাইড টু সাইড মার্কার।
7️⃣ Check/Stripe marker/চেক মার্কার।
8️⃣ Half marker/হাফ মার্কার।
9️⃣ Step marker/স্টেপ মার্কার ইত্যাদি।
🔹 Marker Efficiency :
👉 মার্কারে দক্ষতা যত বেশি হবে কাপড়ের অপচয় তত কম হবে। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক পোশাক তৈরি করতে অপেক্ষাকৃত কম কাপড় লাগে।
👉 একটি মার্কারের ক্ষেত্রফলের সাপেক্ষে উক্ত মার্কারের মধ্যস্থ প্যাটার্নসমূহ কতটুকু ক্ষেত্রফল দখল করেছে তার শতকরা হারের প্রকাশ করাকে মার্কার দক্ষতা বলে।
®️ মার্কারের দক্ষতা = মার্কারের মধ্যে প্যার্টানসমূহের ক্ষেত্রফল/মার্কারের ক্ষেত্রফল × ১০০।
🔹Marker placement: কাপড় বিছানোর পর উভয় পাশ্বে সোজা রাখিয়া কাপড়ের উপর যে কাগজ বিছানো হয় তাকে Marker placement বলে।
👉 Marker সঠিক ভাবে বসাতে না পারলে কাপড় কাটিং করা ভালো হবে না।
👉 Marker/মার্কার তৈরির ক্ষেত্রে প্রথম প্রস্থ ( width)/Fabric Dia নির্ণয় করতে হয়।
✅ Marker inspection SOP:
1️⃣ Buyer, Style, colour অনুযায়ী মার্কারের রেশিও ঠিক আছে কি না তা চেক করতে হবে।
2️⃣ Buyer approved measurement chart অনুযায়ী মার্কারের মেজারমেন্ট ঠিক আছি কি না তা চেক করতে হবে।
3️⃣ পোশাকের প্রতিটি অংশ মার্কার এর মধ্যে আছে কি না তা নিশ্চিত করতে হবে।
4️⃣ Fabric width অনুযায়ী Marker width measurement ঠিক আছে কি না তা চেক করতে হবে।
5️⃣ Buyer requirement অনুযায়ী কাঁট মার্ক সঠিক স্থানে আছে কি না তা চেক করতে হবে।
6️⃣ ফেব্রিক এর ধরণ অনুযায়ী মার্কারের ওয়ে ঠিক আছে কি না তা চেক করতে হবে।
7️⃣ মার্কারের লেখা স্পশ্ট বুঝা যায় কি না তা চেক করতে হবে।
8️⃣ Markar এ drop আছে কি না চেক করতে হবে।
9️⃣ Marker length as per SOP অনুযায়ী আছে কি না তা চেক করতে হবে।
🔟 Marker inspection report করতে হবে।
Thanks
QA Guidelines.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন