কিভাবে বুজবেন Garments Carton এর কতটুকু সক্ষমতা আছে? - Textile Lab | Textile Learning Blog
কিভাবে বূজবেন কাটূনের কতটুকু সক্ষমতা আছে? 
১. একটি পরিপূর্ণ বক্স দুই হাতে দুই পাশ থেকে ধরে নিজের বুক পর্যন্ত তুলে, বক্সের কোনা বরাবর ফ্লোরে ফেলে দিতে হবে।  অতিরিক্ত কোন ফোর্স করা করা যাবে না। স্বাভাবিক ভাবে ফেলে দিতে হবে।  যদি বক্স ব্রাস্ট হয়ে যায় এবং ভিতরের মালামাল বের হয়ে ছড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে বক্সের টেম্পার কম আছে। 

২. একটি খালি বক্সে টেপ মের ক্লোজ করতে হবে।  তার পর সাবধানতার সহিত বক্সের উপরে দুই পা দিয়ে দাড়াতে হবে।  যদি বক্স কলাপ্স হয়ে যায় তাহলে বুঝতে হবে বক্সের সহনশীলতা কম।  ট্রন্সপোর্টটেশনের সময় যখন একটার উপর একটা করে বক্স রাখা হবে তখন নিচের বক্সটি ক্ষতিগ্রস্থ হতে পারে। 
কি করলে বক্সের সক্ষমতা বৃদ্ধি পাবে ও বক্স ড্যামেজ কম হবে? 

১. সলিড প্যাকের জন্য মিনিমাম ৫ প্লাই এর বক্স ব্যবহার করতে হবে।  

২. ৩০ সিএম এর উপরে বক্সের হাইট পরিহার করতে হবে।

৩. কাটূনের ভিতরে ফাকা যায়গা রাখা যাবে না। প্রয়োজনে ১/২ সিএম ওভার লোড থাকলে বক্স ভাল থাকে। 

৪. ফিনিসিং সেকশন থেকে কমপ্লিট বক্স গোডাউনে নেওয়ার সময় বক্স ফ্লোরে ছেচড়াইয়া টানা যাইবে না। তাহলে নিচের পার্ট ক্ষতিগ্রস্থ হবে এবং সিলিং টেপ ঘষায় ঘষায় নষ্ট হয়ে যাবে। 

৫. শিপমেন্ট এর লরি লোড দেওয়ার আগে লরিটি ৮ পয়েন্ট চেকিং সিস্টেম বাধ্যতা মূলক করতে হবে। 

৬. লোডার কর্তৃক বক্স সাবধানতার সহিত লোডিং ও আনলোডিং করতে হবে |কন্টেইনারে বক্স আছাড় মারা যাবে না। এমন ভাবে লোড করতে হবে যেন কোন বক্স ক্রাস না হয়। 

৭. সব সময় ৫/১০ টা অতিরিক্ত বক্স ও একটা গাম টেপ শিপমেন্ট এর লড়িতে দিয়ে দিতে হবে। ট্রান্সপোর্টের সময় যদি কোন কারনে কোন বক্স নষ্ট হয় তাহলে যে রিপ্লেস করে দিতে পরে। 

৮. বৃষ্টির দিনে অবশ্যই কন্টেইনারের ভিতর দিয়ে বক্সেও উপরে পলিথিন দিয়ে ডেকে দিতে হবে। 

৯. গাড়ীর ড্রাইভারকে সাবধানে গাড়ী চালাতে পরামর্শ দিতে।   স্পিড বেকারে ঠিক মত গাড়ী কন্ট্রোল করতে বলতে হবে।   

১০. শিপমেন্ট এর গাড়ীর সাথে একজন লোক দিয়ে দিলে ভাল হয়।  বিশেষ করে ঢাকা থেকে যখন শেষমূহুর্তে শিপমেন্ট ডেলিভারী করা হয় তখন একজন লোক সাথে দিয়ে দেয়া ফরজ কারন ড্রাইভারা কাচপুর ব্রিজ পার হওয়ার পার হওয়ার নাস্তা করে হালাক একটু বিশ্রাম নিবেই।  অনেক ক্ষেত্রে এ সময় ড্রাইভার ও হেলাপর দুইজনই ঘুমিয়ে পড়ে।  আর যদি কোন ড্রাইভারের কুমিল্লার দোষ থাকে তাহলে আর সর্বনাশের শেষ থাকবে না।  সকল কষ্ট বিফলে যাবে।   

কার্টূন বক্সের প্লাই বলতে কি বুঝায়?

প্লাই বলতে বুঝায় একটি কার্টূনের সিঙ্গেল পার্ট তৈরি করতে যে কয়টি পার্ট ব্যবহার করতে হয় তার সংখ্যা বুঝায়।  আসুন জেনে নেই সহজেই কিভাবে কার্টূন বক্সের  এর প্লাই হিসাব করবেন। একটি বক্সের কাটা অংশ ভার্টিক্যাল ভাবে চোখের সামনে ধরলে যে কয়টি পার্ট তার ভিতরে দেখা যায় তার সংখ্যাকে উক্ত কার্টূনের প্লাই হিসাবে গণণা করা হয়।  গার্মেন্টস্ শিপমেন্ট করার জন্য সাধারণত তিন ধরণের প্লাই এর বক্স ব্যবহার করা হয় (৩ প্লাই, ৫ প্লাই ও ৭ প্লাই)। 

কার্টূন বক্সে কি ধরণের কাগজ ব্যবহার করা হয়? 

প্রধানত কার্টূন তৈরিতে ২ ধরণের কাগজ ব্যবহার করা হয়। তা হল

১. ক্রাফট পেপার:- 

এটি মূলত ভার্জিন পেপার।  বিশেষ ধরণের নরম কাঠ থেকে এই কাগজ তৈরি করা হয়।  এই কাগজটি তূলনা মূলক ভাবে শক্ত হয়ে থাকে।  সাধারণত কাটূন বক্সের বাহিরের সাইটে এই কাহজ ব্যবহার করা হয়। 

২. টেস্ট বা ডুপ্লেক্স পেপার:- 

স্থানভেদে এটাকে ডুপ্লেক্স পেপার বলা হয়ে থাকে।  এটি সাধারণত রি-সাইকেল করে তৈরি করা হয়ে থাকে।  বেশির ভাগ কার্টূনের ভিতরে ও বাহিরে উভয় পাশে এই পেপার ব্যবহূত হয়ে থাকে।  এই কাগজের এক পাশে মশৃন ও অন্য পাশে খশখশে।  মশৃন পাশ প্রিন্ট করার জন্য ও খশখশে পাশ আঠা লাগানোর জন্য পারফেক্ট। 
আশা করি উপরের লেখা গুলি আপনার কাজের ক্ষেত্রে কাজে দিবে।  যদি লেখাটি ভবিষ্যতে আপনার প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন।   আপনি যদি আমাদের পেজের আপডেড সবার আগে নিয়মিত পেতে চান, তাহলে আমাদের পেজে লাইক দিয়ে এক্টিভ থাকুন।



Author :- Hafij Uddin, 
Quality Assurance Inspector.
MANGO, BANGLADESH

কিভাবে বুজবেন Garments Carton এর কতটুকু সক্ষমতা আছে?

কিভাবে বূজবেন কাটূনের কতটুকু সক্ষমতা আছে? 
১. একটি পরিপূর্ণ বক্স দুই হাতে দুই পাশ থেকে ধরে নিজের বুক পর্যন্ত তুলে, বক্সের কোনা বরাবর ফ্লোরে ফেলে দিতে হবে।  অতিরিক্ত কোন ফোর্স করা করা যাবে না। স্বাভাবিক ভাবে ফেলে দিতে হবে।  যদি বক্স ব্রাস্ট হয়ে যায় এবং ভিতরের মালামাল বের হয়ে ছড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে বক্সের টেম্পার কম আছে। 

২. একটি খালি বক্সে টেপ মের ক্লোজ করতে হবে।  তার পর সাবধানতার সহিত বক্সের উপরে দুই পা দিয়ে দাড়াতে হবে।  যদি বক্স কলাপ্স হয়ে যায় তাহলে বুঝতে হবে বক্সের সহনশীলতা কম।  ট্রন্সপোর্টটেশনের সময় যখন একটার উপর একটা করে বক্স রাখা হবে তখন নিচের বক্সটি ক্ষতিগ্রস্থ হতে পারে। 
কি করলে বক্সের সক্ষমতা বৃদ্ধি পাবে ও বক্স ড্যামেজ কম হবে? 

১. সলিড প্যাকের জন্য মিনিমাম ৫ প্লাই এর বক্স ব্যবহার করতে হবে।  

২. ৩০ সিএম এর উপরে বক্সের হাইট পরিহার করতে হবে।

৩. কাটূনের ভিতরে ফাকা যায়গা রাখা যাবে না। প্রয়োজনে ১/২ সিএম ওভার লোড থাকলে বক্স ভাল থাকে। 

৪. ফিনিসিং সেকশন থেকে কমপ্লিট বক্স গোডাউনে নেওয়ার সময় বক্স ফ্লোরে ছেচড়াইয়া টানা যাইবে না। তাহলে নিচের পার্ট ক্ষতিগ্রস্থ হবে এবং সিলিং টেপ ঘষায় ঘষায় নষ্ট হয়ে যাবে। 

৫. শিপমেন্ট এর লরি লোড দেওয়ার আগে লরিটি ৮ পয়েন্ট চেকিং সিস্টেম বাধ্যতা মূলক করতে হবে। 

৬. লোডার কর্তৃক বক্স সাবধানতার সহিত লোডিং ও আনলোডিং করতে হবে |কন্টেইনারে বক্স আছাড় মারা যাবে না। এমন ভাবে লোড করতে হবে যেন কোন বক্স ক্রাস না হয়। 

৭. সব সময় ৫/১০ টা অতিরিক্ত বক্স ও একটা গাম টেপ শিপমেন্ট এর লড়িতে দিয়ে দিতে হবে। ট্রান্সপোর্টের সময় যদি কোন কারনে কোন বক্স নষ্ট হয় তাহলে যে রিপ্লেস করে দিতে পরে। 

৮. বৃষ্টির দিনে অবশ্যই কন্টেইনারের ভিতর দিয়ে বক্সেও উপরে পলিথিন দিয়ে ডেকে দিতে হবে। 

৯. গাড়ীর ড্রাইভারকে সাবধানে গাড়ী চালাতে পরামর্শ দিতে।   স্পিড বেকারে ঠিক মত গাড়ী কন্ট্রোল করতে বলতে হবে।   

১০. শিপমেন্ট এর গাড়ীর সাথে একজন লোক দিয়ে দিলে ভাল হয়।  বিশেষ করে ঢাকা থেকে যখন শেষমূহুর্তে শিপমেন্ট ডেলিভারী করা হয় তখন একজন লোক সাথে দিয়ে দেয়া ফরজ কারন ড্রাইভারা কাচপুর ব্রিজ পার হওয়ার পার হওয়ার নাস্তা করে হালাক একটু বিশ্রাম নিবেই।  অনেক ক্ষেত্রে এ সময় ড্রাইভার ও হেলাপর দুইজনই ঘুমিয়ে পড়ে।  আর যদি কোন ড্রাইভারের কুমিল্লার দোষ থাকে তাহলে আর সর্বনাশের শেষ থাকবে না।  সকল কষ্ট বিফলে যাবে।   

কার্টূন বক্সের প্লাই বলতে কি বুঝায়?

প্লাই বলতে বুঝায় একটি কার্টূনের সিঙ্গেল পার্ট তৈরি করতে যে কয়টি পার্ট ব্যবহার করতে হয় তার সংখ্যা বুঝায়।  আসুন জেনে নেই সহজেই কিভাবে কার্টূন বক্সের  এর প্লাই হিসাব করবেন। একটি বক্সের কাটা অংশ ভার্টিক্যাল ভাবে চোখের সামনে ধরলে যে কয়টি পার্ট তার ভিতরে দেখা যায় তার সংখ্যাকে উক্ত কার্টূনের প্লাই হিসাবে গণণা করা হয়।  গার্মেন্টস্ শিপমেন্ট করার জন্য সাধারণত তিন ধরণের প্লাই এর বক্স ব্যবহার করা হয় (৩ প্লাই, ৫ প্লাই ও ৭ প্লাই)। 

কার্টূন বক্সে কি ধরণের কাগজ ব্যবহার করা হয়? 

প্রধানত কার্টূন তৈরিতে ২ ধরণের কাগজ ব্যবহার করা হয়। তা হল

১. ক্রাফট পেপার:- 

এটি মূলত ভার্জিন পেপার।  বিশেষ ধরণের নরম কাঠ থেকে এই কাগজ তৈরি করা হয়।  এই কাগজটি তূলনা মূলক ভাবে শক্ত হয়ে থাকে।  সাধারণত কাটূন বক্সের বাহিরের সাইটে এই কাহজ ব্যবহার করা হয়। 

২. টেস্ট বা ডুপ্লেক্স পেপার:- 

স্থানভেদে এটাকে ডুপ্লেক্স পেপার বলা হয়ে থাকে।  এটি সাধারণত রি-সাইকেল করে তৈরি করা হয়ে থাকে।  বেশির ভাগ কার্টূনের ভিতরে ও বাহিরে উভয় পাশে এই পেপার ব্যবহূত হয়ে থাকে।  এই কাগজের এক পাশে মশৃন ও অন্য পাশে খশখশে।  মশৃন পাশ প্রিন্ট করার জন্য ও খশখশে পাশ আঠা লাগানোর জন্য পারফেক্ট। 
আশা করি উপরের লেখা গুলি আপনার কাজের ক্ষেত্রে কাজে দিবে।  যদি লেখাটি ভবিষ্যতে আপনার প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন।   আপনি যদি আমাদের পেজের আপডেড সবার আগে নিয়মিত পেতে চান, তাহলে আমাদের পেজে লাইক দিয়ে এক্টিভ থাকুন।



Author :- Hafij Uddin, 
Quality Assurance Inspector.
MANGO, BANGLADESH

কোন মন্তব্য নেই: