Formaldehyde:
ফরমালডিহাইড এটি গার্মেন্টস শিল্পে বেশ পরিচিত একটি কেমিক্যাল।
আজকে আমরা জানবো এটি কেন দরকার? আবার একটি নির্দিষ্ট মাত্রার বেশি গ্রহনযোগ্য নয় কেন?
ফরমালডিহাইড এর রাসায়নিক সংকেত হলো CH2O বা HCHO
• আমরা যে ফরমালিন বলি ওটা ফরমালডিহাইড দিয়েই তৈরি হয়। একটি পানিতে যখন ৮০% ফরমালডিহাইড মিশ্রণ করা হয় তখন তা ফরমালিন হয়ে যায়।
যাই হোক,
ফরমালডিহাইড টা ব্যবহার করা হয় মুলত ফেব্রিকস এ। ফেব্রিকস বুননের সময় ফরমালডিহাইড ব্যবহার করা হয় ফেব্রিকস এর নিম্নোক্ত বৈশিষ্ট্য গুলো বজায় রাখার জন্য।
১) Wrinkle Free থাকার জন্য।
২) Shrink proof থাকার জন্য।
৩) Flame resistanct থাকার জন্য।
৪) Maintain the durability of printing & dying.
৫) Improve the texture. (কাপড়ের বয়ন যাতে ঠিক থাকে)
➤ কিন্তু ঐ ফরমালডিহাইড কেমিক্যাল আবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর ও বটে!
সেই ক্ষতিকারক দিক গুলো হলো,
১) Inhalation (শ্বাস কষ্ট)
২) Skin Inflammation (চামড়ার প্রদাহ)
৩) Irritates the eye (চোখ জালাতন)
৪) Allergies (এলার্জি)
৫) Cancer (ক্যানসার)
তাই এই ফরমালডিহাইড এর সাইড ইফেক্ট ও প্রয়োজনীয়তা এই ২টা বিষয়ের একত্রীকরণ করে একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়।
তা আবার ২ ভাগে বিভক্ত
১) টেক্সটাইল আইটেমস এবং
২) লেদার আইটেমস
টেক্সটাইল আইটেমে ➤
শিশুদের জন্য গ্রহনযোগ্য মাত্রা 16 (mg/kg)
বয়স্কদের জন্য গ্রহনযোগ্য মাত্রা 65 (mg/kg)
লেদার আইটেমে ➤
শিশুদের জন্য গ্রহনযোগ্য মাত্রা 16 (mg/kg)
বয়স্কদের জন্য গ্রহনযোগ্য মাত্রা 65 (mg/kg)
For Direct Skin contact.
বয়স্কদের জন্য গ্রহনযোগ্য মাত্রা 250 (mg/kg)
For No Direct Skin contact.
ফরমালডিহাইড এর টেস্ট মেথড একট বড় বিষয়। এটা নিয়ে আরেকদিন আরেকটা স্টেটাস শেয়ার করবো ইনশাআল্লাহ।
ফরমালডিহাইডের কেমিস্ট্রিঃ
সমনাম: মিথানাল।
পানি মিশ্রিত দশা: তরল দশার নাম: ফরমালিন
কঠিন অবস্থার পলিমার দশার নাম: প্যারাফরমালডিহাইড বা প্যারাফর্ম।
এ্যালডিহাইড শ্রেণী জৈব-যৌগের প্রথম যৌগ হলো ফরমালডিহাইড। এর অপর নাম মিথানল। প্রকৃতিতে ফরমালডিহাইড নানারূপে পাওয়া যায়। উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদকোষে প্রাথমিক পর্যায়ে ফরমালডিহাইড উৎপন্ন হয়। ১৮৫৯ খ্রিষ্টাব্দে রুশ রসায়নবিদ আলেকজান্দর বুতলারভ ফরমালিনের অস্তিত্ব সম্পর্কে প্রথম একটি প্রতিবেদন প্রকাশ করেন। পরবর্তীতে ১৮৬৯ খ্রিষ্টাব্দে অগাস্ট উইলহেম ভন হফমেন স্বার্থকভাবে চিহ্নিত করেন।
এর রাসায়নিক সংকেত H-CHO। দ্বিযোজী কার্বনাইলমূলকে(>C=O)-এর উভয় যোজনীতে দুটি হাইড্রোজেন পরমাণু থাকে।
এটি একটি বর্ণহীন গ্যাস হিসেবে থাকে। এর গলনাঙ্ক -৯২ ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক -১৯ ডিগ্রি সেলসিয়াস। আণবিক ভর ৩০.০৩ গ্রাম। ঘনত্ব ০.৮১৫৩ গ্রাম/ঘন সেন্টিমিটার। এটি দাহ্য পদার্থ। এতে তীব্র ঝাঁঝালো গন্ধ আছে।
পরীক্ষাগারে সাধারণত ক্যালসিয়াম ফরমেটকে পাতন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়।
(H-COO-)2Ca HO------H-CHO+ CaCO3
ফরমালডিহাইডের ব্যবহার:
ফরমালডিহাইড প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচুর পরিমাণে শিল্পকলকারখানা এবং পচন-নিবারক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। সেই কারণে নানা দেশে বাণিজ্যিকভাবে ফরমালডিহাইড তৈরি করা হয়। ২০০৫ খ্রিষ্টাব্দে বিশ্বব্যাপী জরিপে দেখা গেছে, প্রায় ২৩ মিলিয়ন টন বা ৫০ বিলিয়ন পাউন্ড ফরমালিন প্রস্তুত করা হয়েছে। বিশ্বব্যাপী এই মোট উৎপাদিত ফরম্যালডিহাইড-এর প্রায় ৬০ শতাংশ ব্যবহৃত হয়− কাঠের কারখানা এবং বিভিন্ন উপকরণ তৈরির কারখানায়। এসকল কারখানায় ফরমালডিহাইড ব্যবহৃত হয়− ইউরোট্রোপিন, ব্ল্যাকলাইট প্লাস্টিক, মেলামাইন ইত্যাদি।
প্রায় ৩০ শতাংশ ফরমালিন ব্যবহৃত হয়− ফেন্টাইরাইথ্রিটল, হেক্রামিথাইল ইনটিট্রামাইন, বিউটানিডিয়ল ইত্যাদি তৈরিতে। ৭ শতাংশ ফরমালডিহাইড থার্মোপ্লাষ্টিক রেজিন উৎপাদনে ব্যবহৃত হয় এবং ২ শতাংশ পোশাক শিল্পে ব্যবহার করা হয়। পোশাক সাদা করা, শক্তকরা, চামড়ার ভাজ বা রেখা দূরকরা, এবং মচমচে ভাব আনা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। আয়না প্রস্তুতিতে বিজারক হিসেবে, রঞ্জক দ্রব্যের শিল্পোৎপাদনে এর ব্যবহার রয়েছে। ১ শতাংশ ফরমালডিহাইড পচনরোধক হিসেবে বা সাবান, লোশন, শ্যাম্পু তৈরির সময় ব্যবহৃত হয়।
বিশ্বব্যাপী মৃত দেহ সংরক্ষণের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য উপকরণ হচ্ছে ফরমালিন। ধারণা করা হয় যে, ফরমালিন ১৮৯৯ খ্রিষ্টাব্দ থেকে মৃত মানবদেহ সংরক্ষণের জন্য এই জৈবযৌগটি ব্যবহৃত হচ্ছে। এসবের ভিতরে ফরম্যালডিহাইড বেশি ব্যবহৃত হয়−পার্টিক্যাল বোর্ড, প্লাইউড, ফাইবার বোর্ড, আঠা, কাগজের কোটিং, স্থায়ী প্রেস ফেব্রিক ইত্যাদি তৈরিতে। এটি বাণিজ্যিকভাবে ছত্রাকনাশক, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। এই কারণে মাছের প্রোটোজোয়া এবং ছত্রাকজনিত রোগের চিকিৎসায়ও ফরমালিন ব্যবহৃত হয়। চিংড়ি ও কার্প হ্যাচারীতে জীবানুনাশক হিসেবে ফরমালিন নির্ধারিত মাত্রায় ব্যবহার হয়।
সিনথেটিক কাপড়ঃ
সিনথেটিক কাপড় বিশেষতঃ যেসব কাপড় কুঁচকে যায় না(নাইলন, রেয়ন, পলিয়েস্টার, অ্যাক্রিলিক...) তা ফরমালডিহাইড দিয়ে ট্রিট করা হয়।এ ধরনের কাপড়ে ০০০১-৩৫১৭ পিপিএম পর্যন্ত ফরমালডিহাইড পাওয়া গেছে।নীচে এরূপ কাপড়ের একটি বিজ্ঞাপন দেখুনঃ
ফরমালিন এবং ফরমালডিহাইডের মধ্যে পার্থক্য কি?
• ফরমালডিহাইড হল একটি মৌলিক রাসায়নিক যৌগিক ফরমালিন ফরমালডিহাইড একটি জলীয় সমাধান গঠন।
• ফরমালডিহাইড একটি গ্যাসক্ষেত্রের তাপমাত্রায়, কিন্তু ফরমালিন তরল আকারে।
• ফরমালডিহাইড হল একটি অ্যালডিহাইড, ফরমালিন মধ্যে, ফর্মালডিহাইড একটি অ্যালকোহল সংমিশ্রণ মধ্যে hydrated হয়।
• ফরমালিন প্রধানত একটি কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়, তবে গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনের জন্য দায়ী অনেক অত্যাবশ্যক শিল্প প্রক্রিয়াগুলির মধ্যে ফরমালডিহাইড একটি অপরিহার্য উপাদান।
Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Senior Executive QA Auditor
LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.
1 টি মন্তব্য:
Morphology Test, UV Test, Dimensional Change Test, Rubbing (Wet & Dry), Dry Cleaning, Color Bleeding test এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকলে ভালো হতো।
একটি মন্তব্য পোস্ট করুন