End Bit Tracking কি ? - Textile Lab | Textile Learning Blog
End Bit Tracking কি ?
এটি Cutting Department এর কাজের একটি পার্ট। 
এটিকে Integrity of part change process ও বলে। অনেক buyer এটিকে আরও বিভিন্ন নামে বলেন।

ব্যাখ্যা :
Fabric Roll কে Lay দেয়ার পর একটা অংশ অবশিষ্ট থাকে বা সিস্টেম করে রাখতে হয় মূলত এটিই End bit tracking system. 

কিন্তু প্রতিটি Roll এ এরকম অবশিষ্ট থাকবে বলে এটার সম্ভাব্যতা কম। এজন্য কোন roll থেকে এরকম অবশিষ্ট পাওয়া না গেলে তখন একই Shade ও একই pattern এই দুই শর্ত ঠিক রেখে আপনাকে অন্য roll থেকে হলেও অবশিষ্ট অংশ রেখে দিতে হবে। 

এটি ঠিক রাখার জন্য Marker plan টা ও একটা জরুরি বিষয়। এক্ষেত্রে হিসাব করতে হবে কত yard এর roll এবং lay length কতটুকু দিলে এটি maintain করা সম্ভব। এখানে একটা better optimization ফলো করতে হয় তা হলো Daily cutting target ও যেন minimum লেভেলে হলেও meet করা যায়। যেন PCD, On time shipment এগুলো meet করা যায়। 

End Bit Tracking কেন প্রয়োজন? 

Cutting এ panel inspection এর একটা stage আছে। সেখানে কম বেশি সমস্যা থাকেই। বিশেষ করে denim fabric এ বেশি হয়। ঐ panel inspection এ defective part গুলো পুনরায় replace করতে হয়। 
এবং এই replace করাটাই একটা কঠিন ব্যাপার হয়ে দাড়ায়।

তখন ঐ defective panel টার নাম্বার দেখে তারপর lay chart দেখতে হয়। তারপর সেখানে এই defective part টা কোন roll এর তা বের করতে হয়। তারপর ঐ end bit tracking করা অবশিষ্ট অংশ থেকে panel টা কেটে replace করতে হয়। 

যদি same roll এর অবশিষ্ট অংশ পাওয়া না যায় তখন একই Shade ও একই pattern এই দুই শর্ত ঠিক রেখে আপনাকে অন্য roll থেকে panel replace করতে হয়। 

আর panel শুধু cut panel inspection এ ই যে reject হয় তা নয়। 

অনেক সময় sewing department থেকেও call out আসে যে এই নাম্বার এর একটা পার্ট replace করে দিতে হবে। কারণ sewing এ ও বিভিন্ন কারণে part নষ্ট হয় বা সমস্যা ধরা পড়ে। তখন cutting department ঐ একই পদ্ধতিতে part replace করে দিবেন।

End Bit Tracking এর গুরুত্ব :

এটি না করলে Goods reject হয়। এবং এটি inspection এ ই ধরা পড়ে বেশি।  

বিশেষত part shading টা খুবই বিবেচ্য। অনেক সময় before wash অবস্থায় এটি বুঝা যায় না। (wash garments এর ক্ষেত্রে)
আর part shading defect কোন buyer ই Acceptable নয়।

এখানে Measurement এর failure ও হয়। 
part replacement এর ক্ষেত্রে shade এর দিকে নজর দেয়া হয় বেশি কিন্তু সাথে pattern match করাও এটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ pattern অনুযায়ী after wash shrinkage different থাকে। আর এটি যদি বড় panel হয় সেক্ষেত্রে shrinkage টা আরও বেশি হয়।

ফলে অনেক সময় দেখা যায় যে, একই pant এর দুই leg এর thigh measurement দুই রকম! 

Thanks & Regards
Ishfaqul_Wadud_Khan

End Bit Tracking কি ?

End Bit Tracking কি ?
এটি Cutting Department এর কাজের একটি পার্ট। 
এটিকে Integrity of part change process ও বলে। অনেক buyer এটিকে আরও বিভিন্ন নামে বলেন।

ব্যাখ্যা :
Fabric Roll কে Lay দেয়ার পর একটা অংশ অবশিষ্ট থাকে বা সিস্টেম করে রাখতে হয় মূলত এটিই End bit tracking system. 

কিন্তু প্রতিটি Roll এ এরকম অবশিষ্ট থাকবে বলে এটার সম্ভাব্যতা কম। এজন্য কোন roll থেকে এরকম অবশিষ্ট পাওয়া না গেলে তখন একই Shade ও একই pattern এই দুই শর্ত ঠিক রেখে আপনাকে অন্য roll থেকে হলেও অবশিষ্ট অংশ রেখে দিতে হবে। 

এটি ঠিক রাখার জন্য Marker plan টা ও একটা জরুরি বিষয়। এক্ষেত্রে হিসাব করতে হবে কত yard এর roll এবং lay length কতটুকু দিলে এটি maintain করা সম্ভব। এখানে একটা better optimization ফলো করতে হয় তা হলো Daily cutting target ও যেন minimum লেভেলে হলেও meet করা যায়। যেন PCD, On time shipment এগুলো meet করা যায়। 

End Bit Tracking কেন প্রয়োজন? 

Cutting এ panel inspection এর একটা stage আছে। সেখানে কম বেশি সমস্যা থাকেই। বিশেষ করে denim fabric এ বেশি হয়। ঐ panel inspection এ defective part গুলো পুনরায় replace করতে হয়। 
এবং এই replace করাটাই একটা কঠিন ব্যাপার হয়ে দাড়ায়।

তখন ঐ defective panel টার নাম্বার দেখে তারপর lay chart দেখতে হয়। তারপর সেখানে এই defective part টা কোন roll এর তা বের করতে হয়। তারপর ঐ end bit tracking করা অবশিষ্ট অংশ থেকে panel টা কেটে replace করতে হয়। 

যদি same roll এর অবশিষ্ট অংশ পাওয়া না যায় তখন একই Shade ও একই pattern এই দুই শর্ত ঠিক রেখে আপনাকে অন্য roll থেকে panel replace করতে হয়। 

আর panel শুধু cut panel inspection এ ই যে reject হয় তা নয়। 

অনেক সময় sewing department থেকেও call out আসে যে এই নাম্বার এর একটা পার্ট replace করে দিতে হবে। কারণ sewing এ ও বিভিন্ন কারণে part নষ্ট হয় বা সমস্যা ধরা পড়ে। তখন cutting department ঐ একই পদ্ধতিতে part replace করে দিবেন।

End Bit Tracking এর গুরুত্ব :

এটি না করলে Goods reject হয়। এবং এটি inspection এ ই ধরা পড়ে বেশি।  

বিশেষত part shading টা খুবই বিবেচ্য। অনেক সময় before wash অবস্থায় এটি বুঝা যায় না। (wash garments এর ক্ষেত্রে)
আর part shading defect কোন buyer ই Acceptable নয়।

এখানে Measurement এর failure ও হয়। 
part replacement এর ক্ষেত্রে shade এর দিকে নজর দেয়া হয় বেশি কিন্তু সাথে pattern match করাও এটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ pattern অনুযায়ী after wash shrinkage different থাকে। আর এটি যদি বড় panel হয় সেক্ষেত্রে shrinkage টা আরও বেশি হয়।

ফলে অনেক সময় দেখা যায় যে, একই pant এর দুই leg এর thigh measurement দুই রকম! 

Thanks & Regards
Ishfaqul_Wadud_Khan

কোন মন্তব্য নেই: