Fabric Course এবং wales নিয়ে কিছু ক্যাল্কুলেশন
Course:
Knit ফ্যাব্রিকের Horizontal সারিগুলির মোট পরিমাণটি Course । অর্থাৎ লম্বা বা খাড়াখাড়ি দিকে ।
Wale:
Knit ফ্যাব্রিকের লুপে vertical সারির মোট পরিমাণটি Wale. অর্থাৎ Witdh বা ডায়া বরাবর । Wale দিয়ে আমরা ডায়া বের করতে পারি সব ধরনের ফেব্রিকের .
সুত্রঃ
Needle ÷ Walse = Dia
যেমনঃ
ধরি, Needle সংখ্য =2260
walse সংখ্য=36
সূত্র অনুসারে , [ 2260÷36 ] = 62” ইঞ্চি
Needle বের করার নিয়মঃ
M/C Dia x Guage x π = Needle
Wale বের করার নিয়মঃ
সূত্রঃ
M/C Dia x Guage x π
= Needle / 100
=?? x S.L= 61
এখন মোট নিডেল এর সাথে বের করা উত্তর ভাগফল করে নিতে হবে ।
সুত্রঃ
Needle ÷ 61 = walse
Example :
M/C Dia=30
Guage =24
Π এর মান= 3.14
Stich Length =2.70
সূত্র অনুযায়িঃ
30 x24 x 3.14
=2260/100
=22.6 x 2.70
=61
Total Needle / 61
= 2260 ÷ 61
= 37 walse
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন