ফ্যাব্রিক স্রিংকেজ টেস্টের সূত্র এবং নিয়ম | Shrinkage Test - Textile Lab | Textile Learning Blog
ফ্যাব্রিকের স্রিংকেজ পরিমাপের  সূত্রঃ 
যে কোনও ফ্যাব্রিকের জন্য স্রিংকেজ টেস্ট করতে নিম্নোক্ত ফ্যাব্রিক স্রিংকেজ সূত্রটি অনুসরণ করুন ।  ৩ ধাপ অনুসরণ করুন করে  প্রস্থ এবং দৈর্ঘ্যের জন্য আফটার ওয়াস ফ্যাব্রিক স্রিংকেজ নির্ধারণ করতে পারেন। 
 প্রথম ধাপঃ 

ফ্যাব্রিক রোল থেকে ফেব্রিকের লেন্থ এবং ডায়া বরাবর   ফ্যাব্রিকের উপর একটি  18"x18"  স্কয়ার আকৃতির  ব্লক ড্র করুন ।  এটা কনফার্ম করতে হবে  আপনার ড্র করা  স্কয়ার বক্স যাতে ফেব্রিকের সেলভেজ থেকে  কমপক্ষে 2 "  দূরে থাকে ।

ফেব্রিক ওয়াস করার  আগে  18"x18" করে মার্কিং করে ড্র করতে হবে। 
ফেব্রিকের দৈর্ঘ্যের মেজারমেন্ট  = 18 "
 ফেব্রিকের প্রস্থের মেজারমেন্ট = 18 "

 

দ্বিতীয়  ধাপঃ 

ফেব্রিক ওয়াশিংয়ের পর স্রিংকেজ % কত তা বের করতে আপনার স্ট্যান্ডার্ড ওয়াশিং পদ্ধতি অনুসরণ করে আপনাকে ফ্যাব্রিকের স্যাম্পলটি ওয়াস করতে হবে ।  তারপর ড্রাই করতে হবে ।  ওয়াসের পর ড্রাই হলে এর দৈর্ঘ প্রস্থ  কতোটা কমেছে পরিমাপ করতে হবে ।  স্রিংকেজ টেস্টের পরে মার্ক করা 18"x18" স্কয়ার ব্লক কে পুনরায় লেন্থ এবং উইডথ মেজারমেন্ট চেক করে দেখতে হবে । এবং তা ক্যাল্কুলেশন এর জন্য লিখে রাখতে হবে । 

ধরা যাক ওয়াস এবং ড্রাইয়ের পর আমাদের ফেব্রিকের,

  দৈর্ঘ্যের পরিমাপ  = 17 " ইঞ্চি
  প্রস্থের পরিমাপ = 15 " ইঞ্চি 

 

তৃতীয় স্টেপ- 3ঃ

 এখন ফেব্রিকের বিফোর এবং আফটার ফেব্রিকের মেজারমেন্ট চেইঞ্জ অনুযায়ী ফ্যাব্রিক স্রিংকেজ বের করার সূত্রঃ 

[  ( স্রিংকেজ হওয়ার আগে স্কয়ার ব্লকের প্রস্থ ) - ( স্রিংকেজ হওয়ার পরে স্কয়ার ব্লকের প্রস্থ )  / ( স্রিংকেজ হওয়ার আগে স্কয়ার ব্লকের প্রস্থ ) ] × ১০০

অর্থাৎ 
সংক্ষিপ্ত আকারে বললে হবেঃ 

= ( বিফোর লেন্থ - আফটার লেন্থ ) / (বিফোর  লেন্থ) × ১০০
= স্রিংকেজ  রেজাল্ট %


 লেন্থের দিকের মোট স্রিংকেজ % বের করার সূত্রঃ 
= [(18 - 17) ÷ 18] x 100 
= 5.55% 
= 6% ( রেজাল্ট রাউন্ড ফিগার করে ) 


 উইডথের দিকের মোট স্রিংকেজ % বের করার সূত্রঃ 
= [ (18 - 15) ÷ 18 ] x 100 
= 16.66% 
= 17% ( রেজাল্ট রাউন্ড ফিগার করে ) 



ফ্যাব্রিক স্রিংকেজ টেস্টের সূত্র এবং নিয়ম | Shrinkage Test

ফ্যাব্রিকের স্রিংকেজ পরিমাপের  সূত্রঃ 
যে কোনও ফ্যাব্রিকের জন্য স্রিংকেজ টেস্ট করতে নিম্নোক্ত ফ্যাব্রিক স্রিংকেজ সূত্রটি অনুসরণ করুন ।  ৩ ধাপ অনুসরণ করুন করে  প্রস্থ এবং দৈর্ঘ্যের জন্য আফটার ওয়াস ফ্যাব্রিক স্রিংকেজ নির্ধারণ করতে পারেন। 
 প্রথম ধাপঃ 

ফ্যাব্রিক রোল থেকে ফেব্রিকের লেন্থ এবং ডায়া বরাবর   ফ্যাব্রিকের উপর একটি  18"x18"  স্কয়ার আকৃতির  ব্লক ড্র করুন ।  এটা কনফার্ম করতে হবে  আপনার ড্র করা  স্কয়ার বক্স যাতে ফেব্রিকের সেলভেজ থেকে  কমপক্ষে 2 "  দূরে থাকে ।

ফেব্রিক ওয়াস করার  আগে  18"x18" করে মার্কিং করে ড্র করতে হবে। 
ফেব্রিকের দৈর্ঘ্যের মেজারমেন্ট  = 18 "
 ফেব্রিকের প্রস্থের মেজারমেন্ট = 18 "

 

দ্বিতীয়  ধাপঃ 

ফেব্রিক ওয়াশিংয়ের পর স্রিংকেজ % কত তা বের করতে আপনার স্ট্যান্ডার্ড ওয়াশিং পদ্ধতি অনুসরণ করে আপনাকে ফ্যাব্রিকের স্যাম্পলটি ওয়াস করতে হবে ।  তারপর ড্রাই করতে হবে ।  ওয়াসের পর ড্রাই হলে এর দৈর্ঘ প্রস্থ  কতোটা কমেছে পরিমাপ করতে হবে ।  স্রিংকেজ টেস্টের পরে মার্ক করা 18"x18" স্কয়ার ব্লক কে পুনরায় লেন্থ এবং উইডথ মেজারমেন্ট চেক করে দেখতে হবে । এবং তা ক্যাল্কুলেশন এর জন্য লিখে রাখতে হবে । 

ধরা যাক ওয়াস এবং ড্রাইয়ের পর আমাদের ফেব্রিকের,

  দৈর্ঘ্যের পরিমাপ  = 17 " ইঞ্চি
  প্রস্থের পরিমাপ = 15 " ইঞ্চি 

 

তৃতীয় স্টেপ- 3ঃ

 এখন ফেব্রিকের বিফোর এবং আফটার ফেব্রিকের মেজারমেন্ট চেইঞ্জ অনুযায়ী ফ্যাব্রিক স্রিংকেজ বের করার সূত্রঃ 

[  ( স্রিংকেজ হওয়ার আগে স্কয়ার ব্লকের প্রস্থ ) - ( স্রিংকেজ হওয়ার পরে স্কয়ার ব্লকের প্রস্থ )  / ( স্রিংকেজ হওয়ার আগে স্কয়ার ব্লকের প্রস্থ ) ] × ১০০

অর্থাৎ 
সংক্ষিপ্ত আকারে বললে হবেঃ 

= ( বিফোর লেন্থ - আফটার লেন্থ ) / (বিফোর  লেন্থ) × ১০০
= স্রিংকেজ  রেজাল্ট %


 লেন্থের দিকের মোট স্রিংকেজ % বের করার সূত্রঃ 
= [(18 - 17) ÷ 18] x 100 
= 5.55% 
= 6% ( রেজাল্ট রাউন্ড ফিগার করে ) 


 উইডথের দিকের মোট স্রিংকেজ % বের করার সূত্রঃ 
= [ (18 - 15) ÷ 18 ] x 100 
= 16.66% 
= 17% ( রেজাল্ট রাউন্ড ফিগার করে ) 



৩টি মন্তব্য:

Unknown বলেছেন...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
Unknown বলেছেন...

মনে করেন L- 15% w-9% & S-8% এখন
স্রিংগেজ ওকে করবো কি ভাবে

Unknown বলেছেন...

L-15% W-9% S-8% এখন স্রিকেজ ওকে করবো কিভাবে