গার্মেন্টস ওয়াসের পর সেড ভেরিয়েশন সমাধান করার উপায় | garments wash - Textile Lab | Textile Learning Blog
গার্মেন্টস ওয়াসের পর সেড ভেরিয়েশন সমাধান করার উপায়ঃ 

আপানারা যদি গার্মেন্টস ওয়াসে জব করেন এবং ওভেন আইটেম নিয়ে কাজ করেন তারা একটি সমস্যা ফেইস করেন যে ওয়াসের পর সেডের অনেক গ্রেড হয়ে যায় টোন চেইঞ্জ হয়ে যায়। এই সমস্যার জন্য গার্মেন্টস ওয়াস বডি গুলি ফেলে না দিয়ে এর সমাধান খোজা হয় । 
যদি পিগমেন্ট ডাইং ওয়াসের রিকয়ারমেন্ট থাকে তবে এমন ভেরিয়েশন স্বাভাবিক ব্যাপার ।  টলারেন্স বুঝে এই সেড গুলি চালাতে হয় ।

আসুন জেনে নেই সেডের ভেরিয়েশন হলে এটা কিভাবে সলিউশন করা হয়ঃ 

১. প্রথমে বায়ার নির্ধারিত রেসিপি অনুযায়ী রিওয়াস করা হয়, রি ওয়াস হয়ে যাবার পর সেড গুলির গ্রেড করে বাছাই করা লাগবে । শেড গ্রুপ করে মাল ওয়াশ করতে হবে।

২. সেড যে গুলি বায়ারের এপ্রুভালের সাথে ক্লোজার সে গুলি ফিনিশিং এ পাঠিয়ে দিতে হবে, যে গুলি ক্লোজারের কাছাকাছি সে গুলি পুনরায় এপ্রুভালের জন্য  পাঠাতে হবে ।  অফ সেড গুলইকে টাচ আপ করিয়ে নিতে হবে এবং কিছু সেডের জন্য ওয়াসে টিন্ট ইউজ করতে হবে , সেড কারেকশনের জন্য এক্সপার্টদের দায়িত্ব দিতে হবে। 

৩. পার্টে রানিং সেড হলে সেটা টাচ আপ করা হয় ।  সেড গুলি অফ সেড বা লাইট সেগুলি টিন্ট করে সেড অনুযায়ী ওয়াস করতে হবে। টাচ আপ স্প্রে টাইপের হতে হবে। 

৪. সেড অনুযায়ী প্যাক করতে হবে যাতে এক প্যাকে আলাদা সেড এর কোন বডি ঢুকে না পড়ে ।  বায়ারের কনফার্মেশন নেয়া হয় যাতে ডিফারেন্ট ডেস্টিনেশশনের জন্য আলাদা গ্রেড প্যাক করা হয়। 

৫. এ্যাপরুভাল সেড এর সজ্ঞে  রি ডাইং করে মিলাতে হবে।পরবর্তী ব্যাচ গুলোতে কালার ডোজিং খুব ধিরে দিতে হবে যেন সমান ভাবে সব garments  এ পৌছে তাহলে সেড ভেরিএশন কম হবে।

৬.ভাল মানের কালার সিলেক্ট করতে হবে। আর কালার কম্বিনেশন টা হবে প্রাইমারি কম্বিনেশন।  মেশিনে কালার ডজিং টা ২/৩ বারে করতে হবে প্রথমবার ডজিং করার ১০/১৫ মিনিট পরে আবার ডজিং করতে হবে। ঠিক ওই ভাবে লবণ এবং সোডা ডজিং করতে হবে ইত্যাদি প্রসেস করলে শেড ভ্যারিয়েশন কমে আসবে ইনশাআল্লাহ।

৭. সেড প্রথম এপ্রুভাল অনুযায়ী বাছাই প্যাকিং করতে হবে এবং প্রথম ব্যাচের সাথে মিলিয়ে ওয়াস করতে হবে।  যে সব সেড মিলবেনা সেগুলি বায়ারের কাছ থেকে পুনরায় এপ্রুভ করিয়ে নিতে হবে। 

৮. এমন সমস্যায় বায়ারের কাছ থেকে এপ্রুভাল করিয়ে নিতে হবে যদি ফেব্রিক সাপ্লায়ার বায়ার কর্তিক নমিনেশন দেয়া থাকে । সেক্ষত্রে তাদের দ্বারা সেড এপ্রুভ করিয়ে নেয়া উচিৎ। শুধু শুধু নিজেরা রিক্সে যাবার দরকার নাই যেহেতু ফেব্রিক সাপ্লায়ার দেয় তাই তার রিক্স তাদের উপর বর্তাবে ।  নমিনেটেড সাপ্লায়ার বিধায় তাদের দ্বারা এপ্রুভ করানো সহজ হবে। 

কথার সামারীঃ

প্রথমে ভালো সেড গুলি আলাদা করেন, পরে খারাপ গুলি গ্রেড করে পরে গার্মেন্টস ওয়াসে টিনটিং করতে সেড গ্রুপ করেন ।  তার পর টাচিং লাগলে করতে হবে। প্যাকিং করার সময় সেড গ্রুপ অনুযায়ী করতে হবে  ।
 
সতর্কতা এবং মনে রাখার মতো কিছু বিষয়ঃ

ফেব্রিকের রোল যতো বেশি হবে ততো ডিফারেন্ট সেড আসার সম্ভাবনা বেশি হবে ।  যতো রোল কম হবে এটা ফেব্রিকের জন্য ভালো এতে ওয়াসিং কোয়ালিটি ভালো হয়। যারা ফেব্রিক সাপ্লায়ার বিশেষ করে উইভিং য়ের তারা ফেব্রিক সাপ্লাই এর টাইম মেক আপ করার জন্য ছোট ছোট করে রোল কেটে দ্রুত মেন্ডিং ইন্সপেকশন করার যার ফলে  রোল গুলি ছোট হয়ে যায় তাই চেস্টা করতে হবে যাতে রোল ১০০ গজের উপরে বা কাছাকাছি হয় ।  
ফেব্রিক রোল কাটিং সেলাই করে  ব্লাংকেট করে আগের গ্রুপ কাটিং করতে হবে  যাতে করে ওয়াসের সময় লট আকারে ওয়াস করা যায় ।  সময় থাকলে তাড়াহুড়া করে ডাইং থেকে মাল নিয়ে আসা যাবেনা সময় করে আনতে হবে  তাড়াহুড়ায় ডাইংয়ে সেড মিলাতে পিগমেন্ট দিয়ে টাচিং করে দেয় ।  এতে সেড মিললেও পরে ওয়াসে ময়ুর কাক হয়ে যায় ।  ডাইংয়ে চাপ দিতে হবে যাতে তারা  সিলিকন এবং পিগমেন্ট টাচিং না করে ।

গার্মেন্টস ওয়াসের পর সেড ভেরিয়েশন সমাধান করার উপায় | garments wash

গার্মেন্টস ওয়াসের পর সেড ভেরিয়েশন সমাধান করার উপায়ঃ 

আপানারা যদি গার্মেন্টস ওয়াসে জব করেন এবং ওভেন আইটেম নিয়ে কাজ করেন তারা একটি সমস্যা ফেইস করেন যে ওয়াসের পর সেডের অনেক গ্রেড হয়ে যায় টোন চেইঞ্জ হয়ে যায়। এই সমস্যার জন্য গার্মেন্টস ওয়াস বডি গুলি ফেলে না দিয়ে এর সমাধান খোজা হয় । 
যদি পিগমেন্ট ডাইং ওয়াসের রিকয়ারমেন্ট থাকে তবে এমন ভেরিয়েশন স্বাভাবিক ব্যাপার ।  টলারেন্স বুঝে এই সেড গুলি চালাতে হয় ।

আসুন জেনে নেই সেডের ভেরিয়েশন হলে এটা কিভাবে সলিউশন করা হয়ঃ 

১. প্রথমে বায়ার নির্ধারিত রেসিপি অনুযায়ী রিওয়াস করা হয়, রি ওয়াস হয়ে যাবার পর সেড গুলির গ্রেড করে বাছাই করা লাগবে । শেড গ্রুপ করে মাল ওয়াশ করতে হবে।

২. সেড যে গুলি বায়ারের এপ্রুভালের সাথে ক্লোজার সে গুলি ফিনিশিং এ পাঠিয়ে দিতে হবে, যে গুলি ক্লোজারের কাছাকাছি সে গুলি পুনরায় এপ্রুভালের জন্য  পাঠাতে হবে ।  অফ সেড গুলইকে টাচ আপ করিয়ে নিতে হবে এবং কিছু সেডের জন্য ওয়াসে টিন্ট ইউজ করতে হবে , সেড কারেকশনের জন্য এক্সপার্টদের দায়িত্ব দিতে হবে। 

৩. পার্টে রানিং সেড হলে সেটা টাচ আপ করা হয় ।  সেড গুলি অফ সেড বা লাইট সেগুলি টিন্ট করে সেড অনুযায়ী ওয়াস করতে হবে। টাচ আপ স্প্রে টাইপের হতে হবে। 

৪. সেড অনুযায়ী প্যাক করতে হবে যাতে এক প্যাকে আলাদা সেড এর কোন বডি ঢুকে না পড়ে ।  বায়ারের কনফার্মেশন নেয়া হয় যাতে ডিফারেন্ট ডেস্টিনেশশনের জন্য আলাদা গ্রেড প্যাক করা হয়। 

৫. এ্যাপরুভাল সেড এর সজ্ঞে  রি ডাইং করে মিলাতে হবে।পরবর্তী ব্যাচ গুলোতে কালার ডোজিং খুব ধিরে দিতে হবে যেন সমান ভাবে সব garments  এ পৌছে তাহলে সেড ভেরিএশন কম হবে।

৬.ভাল মানের কালার সিলেক্ট করতে হবে। আর কালার কম্বিনেশন টা হবে প্রাইমারি কম্বিনেশন।  মেশিনে কালার ডজিং টা ২/৩ বারে করতে হবে প্রথমবার ডজিং করার ১০/১৫ মিনিট পরে আবার ডজিং করতে হবে। ঠিক ওই ভাবে লবণ এবং সোডা ডজিং করতে হবে ইত্যাদি প্রসেস করলে শেড ভ্যারিয়েশন কমে আসবে ইনশাআল্লাহ।

৭. সেড প্রথম এপ্রুভাল অনুযায়ী বাছাই প্যাকিং করতে হবে এবং প্রথম ব্যাচের সাথে মিলিয়ে ওয়াস করতে হবে।  যে সব সেড মিলবেনা সেগুলি বায়ারের কাছ থেকে পুনরায় এপ্রুভ করিয়ে নিতে হবে। 

৮. এমন সমস্যায় বায়ারের কাছ থেকে এপ্রুভাল করিয়ে নিতে হবে যদি ফেব্রিক সাপ্লায়ার বায়ার কর্তিক নমিনেশন দেয়া থাকে । সেক্ষত্রে তাদের দ্বারা সেড এপ্রুভ করিয়ে নেয়া উচিৎ। শুধু শুধু নিজেরা রিক্সে যাবার দরকার নাই যেহেতু ফেব্রিক সাপ্লায়ার দেয় তাই তার রিক্স তাদের উপর বর্তাবে ।  নমিনেটেড সাপ্লায়ার বিধায় তাদের দ্বারা এপ্রুভ করানো সহজ হবে। 

কথার সামারীঃ

প্রথমে ভালো সেড গুলি আলাদা করেন, পরে খারাপ গুলি গ্রেড করে পরে গার্মেন্টস ওয়াসে টিনটিং করতে সেড গ্রুপ করেন ।  তার পর টাচিং লাগলে করতে হবে। প্যাকিং করার সময় সেড গ্রুপ অনুযায়ী করতে হবে  ।
 
সতর্কতা এবং মনে রাখার মতো কিছু বিষয়ঃ

ফেব্রিকের রোল যতো বেশি হবে ততো ডিফারেন্ট সেড আসার সম্ভাবনা বেশি হবে ।  যতো রোল কম হবে এটা ফেব্রিকের জন্য ভালো এতে ওয়াসিং কোয়ালিটি ভালো হয়। যারা ফেব্রিক সাপ্লায়ার বিশেষ করে উইভিং য়ের তারা ফেব্রিক সাপ্লাই এর টাইম মেক আপ করার জন্য ছোট ছোট করে রোল কেটে দ্রুত মেন্ডিং ইন্সপেকশন করার যার ফলে  রোল গুলি ছোট হয়ে যায় তাই চেস্টা করতে হবে যাতে রোল ১০০ গজের উপরে বা কাছাকাছি হয় ।  
ফেব্রিক রোল কাটিং সেলাই করে  ব্লাংকেট করে আগের গ্রুপ কাটিং করতে হবে  যাতে করে ওয়াসের সময় লট আকারে ওয়াস করা যায় ।  সময় থাকলে তাড়াহুড়া করে ডাইং থেকে মাল নিয়ে আসা যাবেনা সময় করে আনতে হবে  তাড়াহুড়ায় ডাইংয়ে সেড মিলাতে পিগমেন্ট দিয়ে টাচিং করে দেয় ।  এতে সেড মিললেও পরে ওয়াসে ময়ুর কাক হয়ে যায় ।  ডাইংয়ে চাপ দিতে হবে যাতে তারা  সিলিকন এবং পিগমেন্ট টাচিং না করে ।

কোন মন্তব্য নেই: