অলওভার প্রিন্টিং মেশিনের ক্লিনিং প্রসেস All Over Printing - Textile Lab | Textile Learning Blog
প্রিন্টিং মেশিনের ক্লিনিং একটিভিটিঃ

আমাদের অল ওভার প্রিন্ট মেশিনের বন্ধের আগে ক্লিন করা হচ্ছে । এর ক্লিন প্রসেসটা একটু ডিফারেন্ট । প্রিন্টিং মেশিন হলে প্রিন্ট ডিপার্টমেন্ট এর মেজর মেশিন । প্রিন্ট মেশিনের মেজর পার্ট হচ্ছে এর ব্লাংকেট । বন্ধের আগে বা অনেক দিন অফ থাকলে মেশিন এর ব্লংকেট এবং তার ড্রায়ার পরিস্কার করা লাগে ৷ ড্রায়ার এর ফাইবার ডাস্ট গুলি এয়ার দিয়ে ক্লিন করা হয় ।

ব্লাংকেট পরিস্কার করার সময় এর আরো দুটা পার্ট ভালো করে পরিস্কার করা হয় সেটা হচ্ছে গামিং ডিডাইস আর ওয়াসিং ডিভাইস সাথে ব্লাংকেট আছেই।


একটা ব্লংকেটের দাম ১৫ লক্ষ টাকা । ব্লাংকেট নস্ট হলে পুরো মেশিনটা ইউজলেস হয়ে যায় ৷ ব্লাংকেট এর বেতর যে ময়লা থাকে সেটা হচ্ছে পিভিএ গাম সাথে পিগমেন্ট কালার এবং কালার পেস্টের ময়লা ।


প্রথমে ব্লাংকেট ভিম পাউডার দিয়ে নরম নীট ফেব্রিক দিয়ে ব্লাংকেট মাজা হয় ৷ ভিম দিয়ে পরিস্কার শেষ হলে এর পর এর জন্য থিনার ইউজ করতে হয় পিগমেন্ট কালার দুর করার জন্য । থিনার দেয়ার নিয়ম হচ্ছে ব্লাংকেটে স্ক্রিন আর রড দিয়ে প্রেশার দেয়া থাকে এর ভেতরে একটা ফেব্রিক দেয়া হয় প্রিন্ট করার মতো । ওই ফেব্রিক থিনার দিয়ে ভেজানো হয় । পরে ব্লাংকেট চালানো হয় আর স্ক্রিনের রড দিয়ে ফেব্রিক কে চেপে রাখা হয় ব্লাংকেটের সাথে ফেব্রিক ফিক্সড থাকে যেহেতু একে টানা হয়না । ব্লাংকেট ঘুরতে ঘুর‍তে এটা পরিস্কার হতে থাকে । ফাইনালি জেট পাউডার দিয়ে থিনার পরিস্কার করা হয় । গামিং ওয়াসিং ব্রাশ গুলি দাত মাজার ব্রাশ দিয়ে পরিস্কার করা হয় ।



এই গাম পেস্ট ব্লাংকেট এর গা থেকে পরিস্কার না করলে সেটা দৈর্ঘ দিন থেকে প্লাস্টিকের মতো হয়ে যাবে শুকিয়ে । তাই বন্ধের আগেই এটা ক্লিন করে নিতে হবে ।

প্রিন্ট মেশিনের ব্লাংকেট ক্লিন খুবি সেনসেটিভ অন্য মেশিনের তুলনায় । তাই অফিসার স্টেন্ডবাই দাড়িয়ে থেকে ক্লিন তদারকি করা উচিৎ ।


অলওভার প্রিন্টিং মেশিনের ক্লিনিং প্রসেস All Over Printing

প্রিন্টিং মেশিনের ক্লিনিং একটিভিটিঃ

আমাদের অল ওভার প্রিন্ট মেশিনের বন্ধের আগে ক্লিন করা হচ্ছে । এর ক্লিন প্রসেসটা একটু ডিফারেন্ট । প্রিন্টিং মেশিন হলে প্রিন্ট ডিপার্টমেন্ট এর মেজর মেশিন । প্রিন্ট মেশিনের মেজর পার্ট হচ্ছে এর ব্লাংকেট । বন্ধের আগে বা অনেক দিন অফ থাকলে মেশিন এর ব্লংকেট এবং তার ড্রায়ার পরিস্কার করা লাগে ৷ ড্রায়ার এর ফাইবার ডাস্ট গুলি এয়ার দিয়ে ক্লিন করা হয় ।

ব্লাংকেট পরিস্কার করার সময় এর আরো দুটা পার্ট ভালো করে পরিস্কার করা হয় সেটা হচ্ছে গামিং ডিডাইস আর ওয়াসিং ডিভাইস সাথে ব্লাংকেট আছেই।


একটা ব্লংকেটের দাম ১৫ লক্ষ টাকা । ব্লাংকেট নস্ট হলে পুরো মেশিনটা ইউজলেস হয়ে যায় ৷ ব্লাংকেট এর বেতর যে ময়লা থাকে সেটা হচ্ছে পিভিএ গাম সাথে পিগমেন্ট কালার এবং কালার পেস্টের ময়লা ।


প্রথমে ব্লাংকেট ভিম পাউডার দিয়ে নরম নীট ফেব্রিক দিয়ে ব্লাংকেট মাজা হয় ৷ ভিম দিয়ে পরিস্কার শেষ হলে এর পর এর জন্য থিনার ইউজ করতে হয় পিগমেন্ট কালার দুর করার জন্য । থিনার দেয়ার নিয়ম হচ্ছে ব্লাংকেটে স্ক্রিন আর রড দিয়ে প্রেশার দেয়া থাকে এর ভেতরে একটা ফেব্রিক দেয়া হয় প্রিন্ট করার মতো । ওই ফেব্রিক থিনার দিয়ে ভেজানো হয় । পরে ব্লাংকেট চালানো হয় আর স্ক্রিনের রড দিয়ে ফেব্রিক কে চেপে রাখা হয় ব্লাংকেটের সাথে ফেব্রিক ফিক্সড থাকে যেহেতু একে টানা হয়না । ব্লাংকেট ঘুরতে ঘুর‍তে এটা পরিস্কার হতে থাকে । ফাইনালি জেট পাউডার দিয়ে থিনার পরিস্কার করা হয় । গামিং ওয়াসিং ব্রাশ গুলি দাত মাজার ব্রাশ দিয়ে পরিস্কার করা হয় ।



এই গাম পেস্ট ব্লাংকেট এর গা থেকে পরিস্কার না করলে সেটা দৈর্ঘ দিন থেকে প্লাস্টিকের মতো হয়ে যাবে শুকিয়ে । তাই বন্ধের আগেই এটা ক্লিন করে নিতে হবে ।

প্রিন্ট মেশিনের ব্লাংকেট ক্লিন খুবি সেনসেটিভ অন্য মেশিনের তুলনায় । তাই অফিসার স্টেন্ডবাই দাড়িয়ে থেকে ক্লিন তদারকি করা উচিৎ ।


কোন মন্তব্য নেই: