রিয়েক্টিভ প্রিন্ট ফেব্রিক রেডিশ হয়ে যাবার প্রবনতা কেনো হয় সমাধানের উপায় কি?
🔶 এই প্রোবলেম অনেক বিষয়ের উপর নির্ভর করতে পারেঃ
১।ফেব্রিক কন্সট্রাকশন (যদি কটন,ভিসকস ছাড়া অন্য কোন উপাদান থাকে যেমন পলিয়েস্টার,নাইলন ইত্যাদি)
২। কালার কম্বিনেশনের প্রোবলেম।
৩। সোডিয়াম বাই কারবোনেট সহ বাকি কেমিক্যাল ভাল আছে কি না তা চেক করা।
৪। ফেব্রিকের ph প্রোবলেম
৫। ডাইসের প্রোবলেম।
৬। রিয়্যাক্টিভ ওয়াশিং প্রোসেস প্রোবলেম
৭। রিয়্যাক্টিভ ওয়াশিং ইনগ্রিডেন্টস এর প্রোবলেম।।
ইত্যাদি।।
৮। রিয়্যাক্টিভ প্রিন্ট প্রোপারলি ড্রাই না হলে।।
ইত্যাদি কারনে হতে পারে।
সমাধানের উপায়ঃ
1.রোটারি মেশিনের টেম্পারেচার ১৩০°c এর ঐ
উপরে দেয়া যাবেনা,
২.অনলাইন প্রসেস রাখতে হবে,প্রিন্ট এর পরে সাথে সাথে স্টীম, ওয়াশ করতে হবে,
৩.স্টেনটার এ ১ প্যাডার এ ফিক্সিং ই সি ও ২/৩% ব্যবহার করতে হবে,তাহলে রেডিশ ভাব অাসার সম্ভাবনা কমে যাবে
৪. কালার কম্বিনেশন সামান্য পরিমানে ব্লু+লেমন ইয়োল দিতে হবে। বা টার্কিশ এড করে দেয়া যেতে পারে গ্রীনিশ করার জন্য।
৫. কালার পেষ্টে ইউরিয়ার % ঠিক রাখতে হবে।
৬. বিফোর প্রিন্ট ফেব্রিক Ph চেক করে নিতে হবে।
৭. প্রিন্ট করার সময় ড্রায়ারের টেম্পারেচার ১২০°C - ১৩০°C রাখতে হবে।
৮. লুপ মেশিনে ষ্টীম কম বেশি করে দেখা যেতে পারে।যেমন (৮০০/১০০০/১২০০/১৫০০ ) Second টাইম (৭-১০)মিনিট।
৯. ফিনিশিং এর সময় H.Fixing ECO দিতে হবে। আশা করি রেডিস ভাব আসার সম্ভাবনা থাকবে না ।
১০. ভিসকোস ফেব্রিকের জন্য সঠিক ডাইজ কম্বিনেশন হচ্ছে MCT বা মনো ক্লোরো ট্রাইএজিন গ্রুপের ডাইজ । সেখানে ভিনাইল সালফোন গ্রুপের ডাইজ ইউজ করলে এটা কম্পলেক্স সল্ট ফর্ম করে । একারনে ফেব্রিক ফাইবার অনুযায়ী ডাইজ সিলেক্ট করতে হবে।
১১. রিয়েক্টিভ ডাইজ ব্লাকের টোন দুই রকম যেমন রেডিশ আরেকটা গ্রীনিশ । রেডিশ ব্লাকের সাথে রেড + গোল্ডেন ইয়োলো ইউজ না করাই ভালো । ভিসকোস হিটে ব্রাউন হয়ে রেড এমনিতেই বাড়িয়ে দেয় কটনের তুলনায়।
১২. ইউরিয়া 30 gram per liter দিয়ে স্টেনটারে ফিনিশ করলে রেড কেটে যাবে।
১৩. পিউর ব্লাকের জন্য নোভাক্রন Huntsman এর ব্লাক ডাইজ টা ভালোই।
উপরোক্ত বিষয়গুলো চেক করে দেখতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন