Screen print এবং Heat Transfer এর পার্থক্য - Textile Lab | Textile Learning Blog
Screen print &  Heat Transfer: 
এই ২টা জিনিস খুব কাছাকাছি কিন্তু এক নয়। ফিনিশ গুডস বা ফাইনাল গুডস এ আমরা দুটাই দেখতে প্রায় একই দেখি।

Screen print হলো এক প্রকারের বলা যায় মেনুয়াল একটা কাজ। যা আপনাকে বায়ার এর রিকোয়ার্মেন্ট অনুযায়ী করতে হবে। এবং এর জন্য আপনাকে পুরা একটা সেকশন বানিয়ে সেখানে যাবতীয় ইনস্ট্রুমেন্ট সেট করে করতে হবে। এজন্য স্ক্রিন প্রিন্ট যেসব ফেক্টরিতে করে সেখানে পুরা আলাদা একটা ডিপার্টমেন্ট ই থাকে এটার জন্য। 

Screen print এবং Heat transfer দুটির ফলাফল প্রায় একই। 

আবার কিছু Screen print এর ক্ষেত্রে Heat transfer এর মেশিন ও প্রয়োজন হয়।

যেমন আমরা অনেক টি শার্ট দেখি যেখানে প্রিন্ট টা Puffed অর্থাৎ ফুলে উঠা। ঐসব Screen print করার পরে আবার হিট প্রেস করে এটি করতে হয়। 

আবার কোন কোন ক্ষেত্রে Screen print এ প্রলেপ বেশি দিলে অর্থাৎ Thickness বাড়িয়ে দিলে তখন সেটা অনেক সময় Heat transfer এর মতো লাগলেও তা নয়।

Heat transfer এর জন্য বড় কোন স্পেস বা একেবারে ডিপার্মেন্টাল আয়োজন করতে হয়না কারণ এটি হচ্ছে যাস্ট একটা সাপ্লায়ার কর্তৃক রেডি আইটেম যা ঐ আইটেম এর Data sheet ফলো করে একটা প্রেসিং মেশিনে ইজি ওয়ে তে করা যায়।

Heat transfer এর ক্ষেত্রে ২ ধরনের হয়।

একটি হলো একটা রেডিমেড আইটেম টা আপনি সরাসরি হিট দিয়ে বসিয়ে দিবেন।
যেটা অনেক টা ট্যাটু র মতো বলা যায়। এটাকে Heat seal ও বলা হয়।

আরেকটি হলো ঐ রেডিমেড আইটেম টা গার্মেন্টস এ বসিয়ে হিট দিলে ঐ আইটেম থেকে একটা কালার ট্রান্সফার হয়ে তা গার্মেন্টস এ ফিক্সড হয়ে যায়। সেক্ষেত্রে ফলাফল টা Screen print এর মতো লাগে। 

Heat transfer এবং screen print এই ২ টা জিনিস বুঝার জন্য শব্দ গুলোর দিকে তাকালে আরও ক্লিয়ার হবে। 

Heat Transfer > Heat এর সাহায্যে কোন একটা আইটেম কে লাগানো। Transfer এর মিনিং হলো হিট ট্রান্সফার এর আইটেম টা যখন আমরা লাগাই তখন সাপ্লায়ার এর আইটেমের ঐ লগো বা ডিজাইন টা গার্মেন্টস এ লেগে যায় অর্থাৎ মূল প্রয়োজনীয় আইটেম টা ট্রান্সফার হয়ে যায়। আর বাকিটা অপ্রয়োজনীয় অংশ হিসেবে আমরা তুলে ফেলি। 

Screen print হলো কোন একটা স্ক্রিনে (অর্থাৎ ফেব্রিকস এ) পেইন্টিং এর সাহায্যে প্রিন্ট করা। এবং এটাতে অনেক বড় একটা প্রসেসিং আছে। 


Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Senior Executive QA Auditor
LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.

Screen print এবং Heat Transfer এর পার্থক্য

Screen print &  Heat Transfer: 
এই ২টা জিনিস খুব কাছাকাছি কিন্তু এক নয়। ফিনিশ গুডস বা ফাইনাল গুডস এ আমরা দুটাই দেখতে প্রায় একই দেখি।

Screen print হলো এক প্রকারের বলা যায় মেনুয়াল একটা কাজ। যা আপনাকে বায়ার এর রিকোয়ার্মেন্ট অনুযায়ী করতে হবে। এবং এর জন্য আপনাকে পুরা একটা সেকশন বানিয়ে সেখানে যাবতীয় ইনস্ট্রুমেন্ট সেট করে করতে হবে। এজন্য স্ক্রিন প্রিন্ট যেসব ফেক্টরিতে করে সেখানে পুরা আলাদা একটা ডিপার্টমেন্ট ই থাকে এটার জন্য। 

Screen print এবং Heat transfer দুটির ফলাফল প্রায় একই। 

আবার কিছু Screen print এর ক্ষেত্রে Heat transfer এর মেশিন ও প্রয়োজন হয়।

যেমন আমরা অনেক টি শার্ট দেখি যেখানে প্রিন্ট টা Puffed অর্থাৎ ফুলে উঠা। ঐসব Screen print করার পরে আবার হিট প্রেস করে এটি করতে হয়। 

আবার কোন কোন ক্ষেত্রে Screen print এ প্রলেপ বেশি দিলে অর্থাৎ Thickness বাড়িয়ে দিলে তখন সেটা অনেক সময় Heat transfer এর মতো লাগলেও তা নয়।

Heat transfer এর জন্য বড় কোন স্পেস বা একেবারে ডিপার্মেন্টাল আয়োজন করতে হয়না কারণ এটি হচ্ছে যাস্ট একটা সাপ্লায়ার কর্তৃক রেডি আইটেম যা ঐ আইটেম এর Data sheet ফলো করে একটা প্রেসিং মেশিনে ইজি ওয়ে তে করা যায়।

Heat transfer এর ক্ষেত্রে ২ ধরনের হয়।

একটি হলো একটা রেডিমেড আইটেম টা আপনি সরাসরি হিট দিয়ে বসিয়ে দিবেন।
যেটা অনেক টা ট্যাটু র মতো বলা যায়। এটাকে Heat seal ও বলা হয়।

আরেকটি হলো ঐ রেডিমেড আইটেম টা গার্মেন্টস এ বসিয়ে হিট দিলে ঐ আইটেম থেকে একটা কালার ট্রান্সফার হয়ে তা গার্মেন্টস এ ফিক্সড হয়ে যায়। সেক্ষেত্রে ফলাফল টা Screen print এর মতো লাগে। 

Heat transfer এবং screen print এই ২ টা জিনিস বুঝার জন্য শব্দ গুলোর দিকে তাকালে আরও ক্লিয়ার হবে। 

Heat Transfer > Heat এর সাহায্যে কোন একটা আইটেম কে লাগানো। Transfer এর মিনিং হলো হিট ট্রান্সফার এর আইটেম টা যখন আমরা লাগাই তখন সাপ্লায়ার এর আইটেমের ঐ লগো বা ডিজাইন টা গার্মেন্টস এ লেগে যায় অর্থাৎ মূল প্রয়োজনীয় আইটেম টা ট্রান্সফার হয়ে যায়। আর বাকিটা অপ্রয়োজনীয় অংশ হিসেবে আমরা তুলে ফেলি। 

Screen print হলো কোন একটা স্ক্রিনে (অর্থাৎ ফেব্রিকস এ) পেইন্টিং এর সাহায্যে প্রিন্ট করা। এবং এটাতে অনেক বড় একটা প্রসেসিং আছে। 


Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Senior Executive QA Auditor
LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.

কোন মন্তব্য নেই: